Skip to content
Latest
Amanullah Asaduzzaman Inspiring Visionary with Unstoppable Achievements7 Surprising Impacts of Treaty of Versailles5 Surprising Facts About the Aswan DamInternational Typing Day CelebrationTragic Insights on Felani Killing Day Facts

০৬ মার্চের এই দিনে

০৬ মার্চের এই দিনে

Nasir-ud-Din Muḥammad

• আজ জাতীয় পাট দিবস।

• ১৫২২ সালে এই দিনে জার্মানীর ক্যাথলিক ও প্রোটেস্টান্টদের দ্বিতীয় বারের মত বড় ধরনের যুদ্ধ অনুষ্ঠিত হয়।
• ১৭৭৫ সালে এই দিনে রঘুনাথ রাও ও ব্রিটিশ রাজের মধ্যে সুরাট চুক্তি স্বাক্ষরিত হয়।
• ১৭৯৯ সালে এই দিনে নেপোলিয়ন প্যালেস্টাইনের জাফা দখল করেন।
• ১৮৩৬ সালে এই দিনে ১৩ দিনের অবরোধের পর মেক্সিকোর সেনাবাহিনীর হাতে টেস্কাসের সান এন্টোনিওর পতন। এ অভিযানে মোট নিহত হয় ১৮৬ জন।
• ১৮৯৯ সালে এই দিনে ফলিক্স হফম্যান অ্যাসপিরিন প্যাটেন্ট করেন।
• ১৯০২ সালে এই দিনে ব্রিটিশ সেনারা দায়িত্ব পালনকালে বা অন্য সময়ে চশমা ব্যবহারের অধিকার পায়।
• ১৯৩০ সালে এই দিনে লন্ডনে প্রথম হিমায়িত খাদ্য বিপণন শুরু হয়।
• ১৯৪৪ সালে এই দিনে মার্কিন বাহিনী দিবালোকে বার্লিনে বোমাবর্ষণ শুরু করে।
• ১৯৫৬ সালে এই দিনে মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পুনরুদ্ধার করে।
• ১৯৫৭ সালে এই দিনে ঘানা স্বাধীনতা লাভ করে ডক্টর কাওয়াম নকরোমোর নেতৃত্বে।
• ১৯৭৪ সালে এই দিনে রোমক সম্রাট ও ফ্রান্সের রাজার মধ্যে ‘রাস্টার্ড শান্তি চুক্তি’ স্বাক্ষরিত হয়।
• ১৯৭৫ সালে এই দিনে ইরান ও ইরাকের মধ্যে সীমান্ত বিরোধ নিরসন সংক্রান্ত আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।
• ১৯৯৯ সালে এই দিনে যশোরের টাউন হলে উদীচী শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে টাইম বোমা বিষ্ফোরণ।

• ১৩৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্যান্টের জন, তিনি ছিলেন  ইংরেজ রাজপুত্র, সামরিক নেতা ও রাজনীতিবিদ।
• ১৪০৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় জন, তিনি ছিলেন ক্যাসটাইলের রাজা।
• ১৪৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাকব ফুগার, তিনি ছিলেন জার্মান বণিক ও ব্যাংকার।
• ১৪৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইকেলেঞ্জেলো, তিনি ছিলেন রেনেসাঁস যুগের একজন ইতালীয় ভাস্কর, চিত্রকর, স্থপতি ও কবি।
• ১৪৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রান্সেস্কো গুইসিয়ার্ডিনি, তিনি ছিলেন ইতালীয় ইতিহাসবিদ ও রাজনীতিবিদ।
• ১৪৯৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হুয়ান লুইস ভিভস, তিনি ছিলেন স্পেনীয় পণ্ডিত ও মানবতাবাদী।
• ১৫০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নাসিরুদ্দিন মুহম্মদ হুমায়ুন, তিনি ছিলেন দ্বিতীয় মুঘল সম্ৰাট।
• ১৬১৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিরানো ডি বার্গেরাক, তিনি ছিলেন ফরাসি লেখক ও নাট্যকার।
• ১৭৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়োসেফ ফন ফ্রাউনহোফার, তিনি ছিলেন একজন জার্মান আলোকবিজ্ঞানী।
• ১৮০৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত ইতালীয় কবি ও অনুবাদক।
• ১৮৩১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফিলিপ শেরিডান, তিনি ছিলেন আইরিশ বংশোদ্ভূত আমেরিকান জেনারেল।
• ১৮৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিং লার্ডনার, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও লেখক।
• ১৯১৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মোহাম্মদ বোরহানউদ্দিন, তিনি ছিলেন ভারতীয় আধ্যাত্মিক নেতা।
• ১৯১৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডোনাল্ড ডেভিডসন, তিনি ছিলেন আমেরিকান দার্শনিক ও শিক্ষাবিদ।
• ১৯২৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়েস মন্টগোমেরি, তিনি ছিলেন আমেরিকান গিটারিস্ট ও গীতিকার।
• ১৯২৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অটমার ওয়াল্টার, তিনি ছিলেন জার্মান ফুটবলার।
• ১৯২৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালান গ্রিনস্প্যান, তিনি ছিলেন আমেরিকান অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ।
• ১৯২৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্দজেই ভিতোলদ ভাইদা, তিনি ছিলেন পোলিশ পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯২৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গর্ডন কুপার, তিনি ছিলেন আমেরিকান ইঞ্জিনিয়ার, পাইলট ও নভোচারী।
• ১৯২৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গাব্রিয়েল গার্সিয়া মার্কেস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী কলম্বীয় সাহিত্যিক, সাংবাদিক, প্রকাশক ও রাজনীতিবিদ।
• ১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড শেপার্ড, তিনি ছিলেন ইংলিশ ক্রিকেটার।
• ১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লরিন ম্যাজেল, তিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত আমেরিকান বেহালাবাদক, সুরকার ও কন্ডাক্টর।
• ১৯৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রোনিসোয়া গেরেমেক, তিনি ছিলেন পোলিশ ইতিহাসিক, রাজনীতিবিদ ও পররাষ্ট্র মন্ত্রীর।
• ১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চৌম্মালি সায়াসোন, তিনি লাওসের রাজনীতিবিদ ও ৫ম প্রেসিডেন্ট।
• ১৯৩৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভালেন্তিনা তেরেশকোভা, তিনি রাশিয়ান জেনারেল, পাইলট ও নভোচারী।
• ১৯৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কিরি তে কানওয়া, তিনি নিউজিল্যান্ডের সোপ্রানো ও অভিনেত্রী।
• ১৯৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড জন গিলমোর, তিনি ইংরেজ গায়ক, গীতিকার ও গিটার।
• ১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডিক ফসবারি, তিনি আমেরিকান সাবেক হাই জাম্পার।
• ১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রব রেইনার, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও সমাজ কর্মী।
• ১৯৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শওকত আজিজ, তিনি পাকিস্তানের অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ১৫তম প্রধানমন্ত্রী।
• ১৯৫৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্যারলিন পোরকো, তিনি আমেরিকান জ্যোতির্বিদ ও শিক্ষাবিদ।
• ১৯৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হ্যারাল্ড শুমাচার, তিনি সাবেক জার্মান ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিটার রোবাক, তিনি ইংলিশ ক্রিকেটার, সাংবাদিক ও স্পোর্টকাস্টার।
• ১৯৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কন্সটেন্স এলাইন ব্রিটন, তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্লেন গ্রিনওয়াল্ড, তিনি আমেরিকান সাংবাদিক ও লেখক।
• ১৯৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইরা কেলি, তিনি আমেরিকান অভিনেত্রী ও পরিচালক।
• ১৯৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শাকিল ও'নিল, তিনি আমেরিকান বাস্কেটবল খেলোয়াড়, অভিনেতা ও র‌্যাপার।
• ১৯৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিয়েরগোস কারাগুনিস, তিনি সাবেক গ্রিক ফুটবলার।
• ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টিম হাওয়ার্ড, তিনি আমেরিকান ফুটবল খেলোয়াড়।
• ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্দ্রেনিক তেয়মৌরিয়ান, তিনি আর্মেনিয়ান বংশোদ্ভূত ইরানি ফুটবলার।
• ১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেভিন-প্রিন্স বোয়াটেং, তিনি ঘানার বংশোদ্ভূত জার্মান ফুটবলার।
• ১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যাডনেস কার্লসন, তিনি সুইডিশ গায়িকা।
• ১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মেরিনা এরাকোভিচ, তিনি নিউজিল্যান্ডের টেনিস খেলোয়াড়।
• ১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিমোন মিয়োলেট, তিনি বেলজিয়াম ফুটবলার।
• ১৯৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আগ্নিয়েস্কা রাদভানিস্তা, তিনি পোলিশ টেনিস খেলোয়াড়।
• ১৯৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টাইলার গ্রেগরি ওকনমা, তিনি আমেরিকান র‌্যাপার।
• ১৯৯৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টিমো ওয়ের্নার, তিনি জার্মান ফুটবলার।

• ১৬১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রান্সিস বিউমন্ট, তিনি ছিলেন ইংরেজ নাট্যকার।
• ১৭৫৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হেনরি পেলহাম, তিনি ছিলেন ইংরেজ রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
• ১৮৩৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জেমস বোই, তিনি ছিলেন আমেরিকান কর্নেল।
• ১৮৩৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডেভি ক্রকেট, তিনি ছিলেন আমেরিকান সৈনিক ও রাজনীতিবিদ।
• ১৮৩৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফেরডিনান্ড ভন লিন্ডেমান, তিনি ছিলেন জার্মান গণিতবিদ ও শিক্ষাবিদ।
• ১৮৬৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম হুইল, তিনি ছিলেন ইংরেজ পুরোহিত, ইতিহাসবিদ ও দার্শনিক।
• ১৮৮৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লুইসা মে অ্যালকোট, তিনি ছিলেন আমেরিকান ঔপন্যাসিক ও কবি।
• ১৯০০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গটলিয়েব ডেইমলার, তিনি ছিলেন জার্মান ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ী।
• ১৯৩২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন ফিলিপ সউসা, তিনি ছিলেন আমেরিকান কন্ডাক্টর ও সুরকার।
• ১৯৫০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যালবার্ট ফ্রানসোয়া লেব্রুন, তিনি ছিলেন ফরাসি ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ ও ১৫তম রাষ্ট্রপতি।
• ১৯৬২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অম্বিকা চক্রবর্তী, তিনি ছিলেন বাঙালি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী।
• ১৯৬৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পল, তিনি ছিলেন গ্রীসের রাজা।
• ১৯৬৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোল্টন কোডেলি, তিনি ছিলেন হাঙ্গেরীয় সুরকার, ভাষাবিদ ও দার্শনিক।
• ১৯৭৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পার্ল এস. বাক, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান লেখক ও শিক্ষাবিদ।
• ১৯৭৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডেনিস সিডনি ভায়োলেট, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
• ১৯৮১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ গিয়েরি, তিনি ছিলেন ইংলিশ ক্রিকেটার ও কোচ।
• ১৯৮২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আয়ন রান্ড, তিনি ছিলেন রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান দার্শনিক, লেখক ও নাট্যকার।
• ১৯৮৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মার্টিন নিম্যোলার, তিনি ছিলেন জার্মান যাজক ও ধর্মতত্ত্ববিদ।
• ১৯৮৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জিয়া ও কিফ, তিনি ছিলেন আমেরিকান চিত্রশিল্পী।
• ১৯৯৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মেলিনা মার্কুরি, তিনি ছিলেন গ্রিক অভিনেত্রী, গায়িকা ও রাজনীতিবিদ।
• ১৯৯৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চেদি জাগান, তিনি ছিলেন গায়ানিয়ান রাজনীতিবিদ ও চতুর্থ রাষ্ট্রপতি।
• ২০০৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হান্স আলব্রেশ্ট বেটে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ ও শিক্ষাবিদ।
• ২০০৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টেরেসা রাইট, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ২০০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জিন বাউডিলার্ড, তিনি ছিলেন ফরাসি ফটোগ্রাফার ও তাত্তিক।
• ২০১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ন্যান্সি ডেভিস রিগ্যান, তিনি ছিলেন মার্কিন অভিনেত্রী ও ৪২তম ফার্স্ট লেডি।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
০৬ মার্চের এই দিনে
০৬ মার্চের এই দিনে• আজ জাতীয় পাট দিবস
User Rating: 5.00 / 5
  • author photo

    I am just amazed with your innovative tactic, we should connect some time.

  • author photo

    Thank you for anothеr informatіve site.

    The place else may just I get that kind of info
    written in such an ideal method? I have a challеnge that I'm just now operatіng on, and I've been at the
    look out for such info.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image