Skip to content
Latest
Amanullah Asaduzzaman Inspiring Visionary with Unstoppable Achievements7 Surprising Impacts of Treaty of Versailles5 Surprising Facts About the Aswan DamInternational Typing Day CelebrationTragic Insights on Felani Killing Day Facts

০৯ মার্চের এই দিনে

০৯ মার্চের এই দিনে

Qayyum Chowdhury

• ১৪৫১ সালে এই দিনে আমেরিগো ভেসপুচির জন্ম, তার নামেই আমেরিকার নামকরণ করা হয়।
• ১৮৫৮ সালে এই দিনে সম্রাট বাহাদুর শাহ জাফর (২) রেঙ্গুনে নির্বাসিত হন।
• ১৮৭২ সালে এই দিনে ব্রাহ্মধর্ম বোধিনী সভা প্রতিষ্ঠিত হয়।
• ১৯০২ সালে এই দিনে ব্রিটিশ সেনারা দায়িত্ব পালনকালে বা অন্য সময়ে চশমা ব্যবহারের অধিকার পায়।
• ১৯১৮ সালে এই দিনে রাশিয়ার রাজধানী পেত্রোগ্রাদ থেকে মস্কোতে স্থানান্তরিত হয়।
• ১৯৩০ সালে এই দিনে লন্ডনে প্রথম হিমায়িত খাদ্য বিপণন শুরু হয়।
• ১৯৪৪ সালে এই দিনে মার্কিন বাহিনী দিবালোকে বার্লিনে বোমাবর্ষণ শুরু করে।
• ১৯৫৬ সালে এই দিনে মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পুনরুদ্ধার করে।
• ১৯৬১ সালে এই দিনে সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক-৯ নভোযানের মাধ্যমে মহাশূন্যে প্রথমবারের মতো লাইকা নামের একটি কুকুর প্রেরণ করে।
• ২০১৫ সালে এই দিনে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে উন্নীত৷

• ১৪৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আমেরিগো ভেসপুচি, তিনি ছিলেন ইতালীয় মানচিত্রকর ও এক্সপ্লোরার।
• ১৫৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড ফ্যাব্রিকিয়াস, তিনি ছিলেন জার্মান ধর্মতত্ত্ববিদ, কার্টোগ্রাফার ও জ্যোতির্বিদ।
• ১৫৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালোসিয়াস গনজাগা, তিনি ছিলেন ইতালিয়ান সাধু।
• ১৭৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হোনোর গ্যাব্রিয়েল রিক্টি, তিনি ছিলেন ফরাসি সাংবাদিক ও রাজনীতিবিদ।
• ১৭৫৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রেঞ্জ জোসেফ গাল, তিনি ছিলেন জার্মান নিউরোয়ানটমিস্ট ও ফিজিওলজিস্ট।
• ১৮১৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টারাস শেভচেঙ্কো, তিনি ছিলেন ইউক্রেনীয় কবি ও নাট্যকার।
• ১৮২৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আমাসা লিল্যান্ড স্ট্যানফোর্ড, তিনি ছিলেন আমেরিকান ব্যবসায়ী, রাজনীতিবিদ ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা।
• ১৮৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিয়াচেস্লাভ মলোটভ, তিনি ছিলেন রাশিয়ান রাজনীতিবিদ ও মন্ত্রী।
• ১৮৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোসে পি. লরেল, তিনি ছিলেন ফিলিপাইনের আইনজীবী, রাজনীতিবিদ ও রাষ্ট্রপতি।
• ১৮৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাতিয়াস রাকোসি, তিনি ছিলেন হাঙ্গেরিয়ান রাজনীতিবিদ।
• ১৯১০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্যামুয়েল বারবার, তিনি ছিলেন আমেরিকান পিয়ানোবাদক ও সুরকার।
• ১৯১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ লিংকন রকওয়েল, তিনি ছিলেন আমেরিকান নাবিক, রাজনীতিবিদ ও নাজি পার্টি প্রতিষ্ঠাতা।
• ১৯২৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়াল্টার কোহন, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ।
• ১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিল্লুর রহমান, তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতিবিদ ও ১৯তম রাষ্ট্রপতি।
• ১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অরনেট কোলম্যান, তিনি ছিলেন আমেরিকান স্যাক্সোফোননিস্ট, বেহালা অভিনেতা, ট্রাম্প প্লেয়ার ও সুরকার।
• ১৯৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কাইয়ুম চৌধুরী, তিনি ছিলেন বাংলাদেশী চিত্রশিল্পী ও শিক্ষাবিদ।
• ১৯৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইউরি গ্যাগারিন, তিনি ছিলেন রাশিয়ান কর্নেল, পাইলট ও মহাকাশচারী।
• ১৯৩৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যান্ড্রু ভিটার্বি, তিনি আমেরিকান প্রকৌশলী ও ব্যবসায়ী।
• ১৯৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাউল হুলিয়া, তিনি পুয়ের্তো রিকান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা।
• ১৯৪২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন কালে, তিনি ওয়েলশ গায়ক, গীতিকার, ভিওলা বাদক ও প্রযোজক।
• ১৯৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট জেমস ববি ফিশার, তিনি ছিলেন আমেরিকান দাবা খেলোয়াড় ও লেখক।
• ১৯৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বারান্দ হালজেনবাইন, তিনি জার্মান সাবেক ফুটবলার ও স্কাউট।
• ১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এমা বোনিনো, তিনি ইতালির রাজনীতিবিদ ও পররাষ্ট্রমন্ত্রী।
• ১৯৫১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাকির হোসেন, তিনি ভারতীয় তবলা বাদক, সুরকার ও অভিনেতা।
• ১৯৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্লোস ঘোসন, তিনি ব্রাজিলিয়ান বংশোদ্ভূত লেবানিজ-ফরাসি ব্যবসায় নির্বাহী।
• ১৯৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ববি স্যান্ডস, তিনি আইরিশ প্রজাতন্ত্রের রাজনীতিবিদ ও পিআইআরএ স্বেচ্ছাসেবক।
• ১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অরনেলা মুতী, তিনি ইতালীয় অভিনেত্রী।
• ১৯৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তাকাআকি কাজিতা, তিনি নোবেল পুরস্কার বিজয়ী জাপানি পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ।
• ১৯৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিন্ডা ফিওরেন্তিনো, তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুলিয়েত বিনোশ, তিনি ফরাসি অভিনেত্রী।
• ১৯৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়ুরি জর্কেফ, তিনি ফরাসি ফুটবলার।
• ১৯৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুয়ান সেবাস্তিয়ান ভেরন, তিনি আর্জেন্টিনার ফুটবলার।
• ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অস্কার আইজাক, তিনি গুয়াতেমালান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা।
• ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্লিন্ট ডেম্পসে, তিনি আমেরিকান আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়।
• ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পাস্টোর মালদোনাদো, তিনি ভেনিজুয়েলার রেস গাড়ি চালক।
• ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রিটানি স্নো, তিনি আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক।
• ১৯৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দালি ব্লিন্ড, তিনি ডাচ ফুটবলার।
• ১৯৯৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সুগা, তিনি কোরিয়ান শিল্পী।

• ০৮৮৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আবু মাশার আল-বালখী, তিনি ছিলেন মুসলিম পণ্ডিত ও জ্যোতিষ।
• ১২০২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সভেরর সিগুরদসন, তিনি ছিলেন নরওয়ের রাজা।
• ১৪৪৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লিওনার্দো ব্রুনি, তিনি ছিলেন ইতালীয় মানবতাবাদী।
• ১৬৬১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কার্ডিনাল মাজারিন, তিনি ছিলেন ইতালীয় ফরাসি শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
• ১৮৩১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রিডরিচ ম্যাক্সিমিলিয়ান ভন ক্লিংগার, তিনি ছিলেন জার্মান লেখক ও নাট্যকার।
• ১৮৪৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মেরি অ্যানিং, তিনি ছিলেন ইংরেজ পেলিয়নটোলজিস্ট।
• ১৮৫১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হান্স ক্রিশ্চান আর্স্টেড, তিনি ছিলেন ডেনিশ পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ।
• ১৮৮৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম উইলিয়াম, তিনি ছিলেন জার্মান সম্রাট।
• ১৮৯৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লিওপল্ড ভন সাচার-মাসোচ, তিনি ছিলেন অস্ট্রিয়ান সাংবাদিক ও লেখক।
• ১৮৯৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সাইয়িদ জামাল উদ্দিন আফগানি, তিনি ছিলেন আফগান ভাবাদর্শী ও একটিভিস্ট।
• ১৯১৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্র্যাঙ্ক বুদেকাইন্ড, তিনি ছিলেন জার্মান লেখক ও নাট্যকার।
• ১৯৬৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পল ভন লেটো-ভারবেক, তিনি ছিলেন জার্মান জেনারেল।
• ১৯৭৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আর্ল উইলবার সাদারল্যান্ড জুনিয়র, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান শারীরবিজ্ঞানী।
• ১৯৮৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উল্ফ ভন ইউলার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ শারীরবিজ্ঞানী।
• ১৯৮৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কার্ট জর্জি কিসিঞ্জার, তিনি ছিলেন জার্মান আইনজীবী ও রাজনীতিবিদ।
• ১৯৮৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট ম্যাপ্লেথর্প, তিনি ছিলেন আমেরিকান ফটোগ্রাফার।
• ১৯৯২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মেনাখেম বেগিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইসরাইলি রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রধানমন্ত্রী।
• ১৯৯৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চার্লস বুকোভস্কি, তিনি ছিলেন আমেরিকান কবি, ঔপন্যাসিক ও ছোট গল্পের লেখক।
• ১৯৯৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফার্নান্দো রে, তিনি ছিলেন স্প্যানিশ অভিনেতা।
• ১৯৯৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কুখ্যাত বি.আই.জি., তিনি ছিলেন আমেরিকান র্যাপার, গীতিকার ও অভিনেতা।
• ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মোহাম্মদ ফাহিম, তিনি ছিলেন আফগান ফিল্ড মার্শাল, রাজনীতিবিদ ও ভাইস প্রেসিডেন্ট।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
০৯ মার্চের এই দিনে
০৯ মার্চের এই দিনে• ১৪৫১ সালে এই দিনে
User Rating: 4.50 / 5
  • author photo

    Nice post.I Found your article very interesting and helpful.. Well explained.. Thanks for sharing this amazing information.Best regards.

  • author photo

    I Found your article very interesting and helpful.. Well explained.. Thanks for sharing this amazing information

  • author photo

    Found your article very interesting and helpful

  • author photo

    Hello. I have checked your allbanglanewspaper.net and i see you've got some duplicate content so probably it is the reason that you don't rank hi in google.
    But you can fix this issue fast. There is a tool that rewrites content like human, just search in google:
    miftolo's tools

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image