Skip to content
Latest
International Day for Tolerance Understanding the Power of AcceptanceDay of the Imprisoned Writer Honoring Freedom of Expression and the Fight for JusticeWorld Diabetes Day Understanding Its Significance and Ways to Support the CauseWorld Kindness Day Inspiring Compassion and Connection WorldwideWorld Pneumonia Day Raising Awareness for Global Health

২২ মার্চের এই দিনে

২২ মার্চের এই দিনে


• আজ আন্তর্জাতিক পানি দিবস।

• ১৪২১ সালে এই দিনে আনজৌর যুদ্ধে স্টকদের হাতে ইংরেজদের পরাজয়।
• ১৭৩৯ সালে এই দিনে নাদির শাহ্ ভারতের দিল্লি দখল করেন।
• ১৭৯৩ সালে এই দিনে বাংলা ও বিহারে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন।
• ১৮২৪ সালে এই দিনে লন্ডনে ন্যাশনাল গ্যালারি প্রতিষ্ঠিত হয়।
• ১৮৮২ সালে এই দিনে বহুগামিতা নিষিদ্ধ করে মার্কিন কংগ্রেসে বিল পাস।
• ১৮৮৮ সালে এই দিনে ইংলিশ ফুটবল লীগ গঠিত হয়।
• ১৮৯৮ সালে এই দিনে অবিভক্ত ভারতে ফৌজদারি কার্যবিধি প্রবর্তন।
• ১৯০৪ সালে এই দিনে নিউইয়র্ক ইলাসট্রেটেড মিরর পত্রিকার মাধ্যমে পত্রিকায় বিশ্বের প্রথম রঙিন ছবি মুদ্রণের ঘটনা ঘটে।
• ১৯৪২ সালে এই দিনে স্টাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ক্রিপস মিশন ভারতে আসেন।
• ১৯৪৫ সালে এই দিনে কায়রো সনদ গ্রহণের মধ্য দিয়ে আরব লীগ গঠিত।
• ১৯৪৬ সালে এই দিনে জর্দানের স্বাধীনতা লাভ।
• ১৯৪৭ সালে এই দিনে লর্ড মাউন্ট ব্যাটেন ভাইসরয় পদে নিযুক্ত হয়ে ভারতে আসেন।
• ১৯৮২ সালে এই দিনে নাসার স্পেস-শাটল ‘কলম্বিয়া’ উৎক্ষেপণ করা হয় তৃতীয়বারের মতো।
• ১৯৮৫ সালে এই দিনে বিশ্বের ওজোন স্তর সংরক্ষণের জন্য আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করা হয়।
• ২০০৪ সালে এই দিনে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের আধ্যাত্মিক নেতা শেখ আহমদ ইয়াসিন ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত হামলায় শহীদ হন।
• ২০১২ সালে এই দিনে এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে হারে বাংলাদেশ।

• ১৩৯৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উলুগ বেগ, তিনি ছিলেন ফার্সি জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ।
• ১৪৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রথম ম্যাক্সিমিলিয়ান, তিনি ছিলেন রোমান সম্রাট।
• ১৫৯৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এন্থনি ভ্যান ডাইক, তিনি ছিলেন ফ্লেমিশ বংশোদ্ভূত ইংরেজ চিত্রশিল্পী ও ক্ষোদক।
• ১৬০৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় জন ক্যাসিমির ভাসা, তিনি ছিলেন পোলিশ রাজা।
• ১৭২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যানটন রাফেল মঙ্গস, তিনি ছিলেন জার্মান চিত্রশিল্পী ও তাত্ত্বিক।
• ১৭৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম প্রথম, তিনি ছিলেন জার্মান সম্রাট।
• ১৮৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল ডুমের, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ, সাংবাদিক, রাজনীতিবিদ ও ১৪তম প্রেসিডেন্ট।
• ১৮৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অধ্যাপক রবার্ট অ্যান্ড্রুজ মিলিকান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
• ১৮৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন যোগেন্দ্রনাথ গুপ্ত, তিনি ছিলেন বাঙালি সাহিত্যিক ও গবেষক।
• ১৮৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চিকো মার্কস, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ১৮৯৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাস্টারদা সূর্য সেন, তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা।
• ১৮৯৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোসেফ শিল্ডক্র্যাট, তিনি ছিলেন অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা।
• ১৯১২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ল মালডেন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ১৯১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চেডি জাগান, তিনি ছিলেন গিয়ানা রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট।
• ১৯২১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিনো মানফ্রেডি, তিনি ছিলেন ইতালিয়ান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯২৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্সেল মার্সো, তিনি ছিলেন ফরাসী মাইম ও অভিনেতা।
• ১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়াওই কুসামা, তিনি জাপানী শিল্পী।
• ১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেরেক কার্টিস বক, তিনি আমেরিকান আইনজীবী ও শিক্ষাবিদ।
• ১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টিফেন সানডহিম, তিনি আমেরিকান সুরকার ও গীতিকার।
• ১৯৩১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বার্টন রিখটার, তিনি নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
• ১৯৩১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম শ্যাটনার, তিনি কানাডীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা।
• ১৯৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আবোলহসান বানিসাদর, তিনি ইরানি অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও প্রথম রাষ্ট্রপতি।
• ১৯৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অরিন হ্যাচ, তিনি আমেরিকান আইনজীবী ও রাজনীতিবিদ।
• ১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রজার হুইটেকার, তিনি কেনিয়ান বংশোদ্ভূত ইংরেজ গায়ক, গীতিকার ও গিটারিস্ট।
• ১৯৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হাইং এস. এনগোর, তিনি কম্বোডিয়ান বংশোদ্ভূত আমেরিকান চিকিৎসক ও লেখক।
• ১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রুনো গানৎস, তিনি সুইস অভিনেতা।
• ১৯৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ বেনসন, তিনি আমেরিকান গায়ক, গীতিকার ও গিটারিস্ট।
• ১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেমস প্যাটারসন, তিনি আমেরিকান লেখক ও প্রযোজক।
• ১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যান্ড্রু লয়েড ওয়েবের, তিনি ইংরেজ পরিচালক ও সুরকার।
• ১৯৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্যানি আরডান্ট, তিনি ফরাসি অভিনেত্রী, পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লেনা অলিন, তিনি সুইডিশ অভিনেত্রী।
• ১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভালডিস জ্যাটার্স, তিনি লাটভিয়ার চিকিৎসক, রাজনীতিবিদ ও ৭ম সভাপতি।
• ১৯৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারিয়া তেরেসা, তিনি লাক্সেমবার্গের গ্র্যান্ড ডাচেস।
• ১৯৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যাথিউ মোডিন, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্টিন ভিজকারা, তিনি পেরুর ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ ও রাষ্ট্রপতি।
• ১৯৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেগান-মাইকেল কী, তিনি আমেরিকান অভিনেতা, কৌতুক অভিনেতা ও লেখক।
• ১৯৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শন ব্র্যাডলি, তিনি জার্মান বংশোদ্ভূত আমেরিকান বাস্কেটবল খেলোয়াড়, কোচ ও অভিনেতা।
• ১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লরা জন রীজ উইদারস্পুন, তিনি মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক।
• ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পাইওটার ট্রোকোভস্কি, তিনি জার্মানি ফুটবলার।

• ১৬৮৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জাঁ-ব্যাপ্টিস্টে লুলয়, তিনি ছিলেন ইতালীয় ফরাসি সুরকার ও কন্ডাকটর।
• ১৮৩২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইয়োহান ভোলফগাং ফন গ্যোটে, তিনি ছিলেন জার্মান লেখক ও কবি।
• ১৯৭৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এ. কে. গোপালনের মৃত্যু, তিনি ছিলেন বাঙালি কমিউনিস্ট নেতা।
• ২০০১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম হানা, তিনি ছিলেন আমেরিকান অ্যানিমেটর, পরিচালক, প্রযোজক, ভয়েস অভিনেতা ও হানা-বারবেরার সহ-প্রতিষ্ঠিাতা।
• ২০০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন শায়খ আহমাদ ইসমাইল হাসান ইয়াসিন, তিনি ছিলেন ফিলিস্তিনি আধ্যাত্মিক নেতা ও হামাসের সহ-প্রতিষ্ঠিাতা।
• ২০০৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কেনযো টাঙ্গে, তিনি ছিলেন জাপানি আর্কিটেক্ট।
• ২০১০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জেমস হোয়াইট ব্ল্যাক, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ জীববিজ্ঞানী ও ফার্মাকোলজিস্ট।
• ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বেবো ভাল্ডেস, তিনি ছিলেন কিউবান বংশোদ্ভূত সুইডিশ পিয়ানোবাদক ও সুরকার।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
২২ মার্চের এই দিনে
২২ মার্চের এই দিনে • আজ আন্তর্জাতিক পা
User Rating: 4.75 / 5
  • author photo

    Aw, this was a very good post. Finding the time
    and actual effort to produce a superb article… but what can I say… I hesitate a lot and don't seem to get anything
    done.

  • author photo

    Land tours start from $2,469 for 9 days.

  • author photo

    Hi there, I would like to subscribe for this webpage
    to get newest updates, therefore where can i do it please help out.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image