Skip to content
Latest
7 Surprising Impacts of Treaty of Versailles5 Surprising Facts About the Aswan DamInternational Typing Day CelebrationTragic Insights on Felani Killing Day FactsBrilliant Life and Career of Rowan Atkinson

২৩ এপ্রিলের এই দিনে

২৩ এপ্রিলের এই দিনে

World Book Day

• আজ বিশ্ব বই দিবস।

• ১৬৩৫ সালে এই দিনে যুক্তরাষ্ট্রে বোস্টন ল্যাটিন স্কুল নামে প্রথম পাবলিক স্কুল প্রতিষ্ঠিত হয়।
• ১৭৯৫ সালে এই দিনে ভারতের ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংস রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ থেকে বেকসুর খালাস পান।
• ১৮২৭ সালে এই দিনে আইরিশ গণিতজ্ঞ ও পদার্থবিদ উইলিয়াম রোয়ান হ্যামিল্টন আলোকরশ্মির তত্ত্ব প্রদান করেন।
• ১৮৯৬ সালে এই দিনে নিউইয়র্ক শহরে জনসমক্ষে প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয়।
• ১৯২০ সালে এই দিনে তুরস্কের স্বাধীনতা যুদ্ধ চলাকালে ঐদেশের এক কক্ষবিশিষ্ট জাতীয় সংসদ আংকারা শহরে প্রতিষ্ঠিত হয়।
• ১৯২০ সালে এই দিনে মোস্তফা কামাল আতাতুর্ক তুরস্কের নেতা নির্বাচিত।
• ১৯৩২ সালে এই দিনে লন্ডনে শেক্সপিয়র মেমোরিয়াল থিয়েটার উদ্বোধন করা হয়।।
• ১৯৬৮ সালে এই দিনে নিউ ইয়র্ক শহরের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভিয়েতনাম যুদ্ধ বিরোধী ছাত্র-আন্দোলনের এক পর্যায়ে ছাত্ররা প্রশাসনিক ভবনগুলো দখল করে নেয় এবং বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেয়।
• ১৯৬৮ সালে এই দিনে ব্রিটেনে প্রথম দশমিক মুদ্রা চালু হয়।
• ১৯৭১ সালে এই দিনে ভারতে প্রথম সুপার এক্সপ্রেস টেলিগ্রাফ সার্ভিসের উদ্বোধন করা হয়।
• ১৯৭৭ সালে এই দিনে বাংলাদেশ সংবিধানের ৫ম সংশোধনী গৃহীত হয়।
• ১৯৮৮ সালে এই দিনে লিবিয়ায় বিস্ফোরক ভর্তি ট্রাক বিস্ফোরণে ৫৪ জন নিহত হন।
• ১৯৯০ সালে এই দিনে ২৬ বছরের মধ্যে প্রথম চীনের সরকার প্রধান, প্রধানমন্ত্রী লি পেং সোভিয়েত ইউনিয়ন সফরে যান।

• ১১৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চতুর্থ ম্যালকম, তিনি ছিলেন স্কটল্যান্ডের রাজা।
• ১১৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় আফোসো, তিনি ছিলেন পর্তুগালের রাজা।
• ১৪২০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পোডাব্রাদির জর্জ, তিনি ছিলেন বোহেমিয়ার রাজা।
• ১৪৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রান্সের জোয়ান, তিনি ছিলেন বেরি-এর ডাচেস।
• ১৭৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেমস বিউকানান, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চদশ রাষ্ট্রপতি।
• ১৮৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রুগেরো লিওনকাভালো, তিনি ছিলেন ইতালিয়ান সুরকার।
• ১৮৫৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ল আর্নস্ট লুডভিগ মার্কস প্ল্যানক, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী।
• ১৮৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোহানেস ফিবিগের, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ পদার্থবিজ্ঞানী।
• ১৮৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিশেল ফোকাইন, তিনি ছিলেন রাশিয়ান নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার।
• ১৮৯৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রাংক বোরজেগি, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও পরিচালক।
• ১৮৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লেস্টার বি পিয়ারসন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান রাজনীতিবিদ ও ১৪তম প্রধানমন্ত্রী।
• ১৮৯৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বার্টিল ওহলিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ।
• ১৯০২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হাল্ডর লাক্সনেস্, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আইসল্যান্ডিক লেখক ও কবি।
• ১৯০৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লি মিলার, তিনি ছিলেন আমেরিকান মডেল ও ফটোগ্রাফার।
• ১৯১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মরিস ড্রুন, তিনি ছিলেন ফরাসি লেখক।
• ১৯২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শার্লি টেম্পল, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী, গায়িকা, ড্যান্সার ও কূটনীতিক।
• ১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ স্টেইনার, তিনি ছিলেন ফরাসি, আমেরিকান দার্শনিক, লেখক ও সমালোচক।
• ১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রায় ওর্বিসন, তিনি ছিলেন আমেরিকান গায়ক ও গীতিকার।
• ১৯৩৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্যারি কেনেথ শেফার্ড, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
• ১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাকলিন বায়ার, তিনি ছিলেন ফরাসি গায়িকা ও অভিনেত্রী।
• ১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পাভো লিপ্পোনেন, তিনি ফিনিশ সাংবাদিক, রাজনীতিবিদ ও ৩৮তম প্রধানমন্ত্রী।
• ১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রেমন্ড স্যামুয়েল টমলিনসন, তিনি ছিলেন মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও বিশ্বের প্রথম ই-মেইল প্রবর্তনকারী।
• ১৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সান্দ্রা ডি, তিনি আমেরিকান মডেল ও অভিনেত্রী।
• ১৯৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইকেল মুর, তিনি আমেরিকান পরিচালক, প্রযোজক ও সমাজ সেবী।
• ১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুডি ডেভিস, তিনি অস্ট্রেলিয়ান অভিনেত্রী।
• ১৯৬১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ লোপেজ, তিনি আমেরিকান কৌতুক অভিনেতা ও টক শো হোস্ট।
• ১৯৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন হান্নাহ, তিনি স্কটিশ অভিনেতা ও প্রযোজক।
• ১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মেলিনা কানাকার্ডেস, তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টিমোথি ম্যাকভেই, তিনি ছিলেন আমেরিকান সন্ত্রাসী, ওকলাহোমা শহরের হামলার ঘটনার সহ-অপরাধী।
• ১৯৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন সিনা, তিনি মার্কিন পেশাদার কুস্তিগীর, র্যাপার ও অভিনেতা।
• ১৯৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন অলিভার, তিনি ইংরেজ কৌতুক অভিনেতা প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কাল পেন্, তিনি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা।
• ১৯৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লি ইয়ং-পিয়ো, তিনি দক্ষিণ কোরিয়ার সাবেক ফুটবলার।
• ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাইম কিং, তিনি আমেরিকান অভিনেত্রী ও মডেল।
• ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যানিয়েলা হানতুচোভ, তিনি স্লোভাক সাবেক টেনিস খেলোয়াড়।
• ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেকজান্দ্রা কোস্টেনিয়ুক, তিনি রাশিয়ান দাবা খেলোয়াড়।
• ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সোভেন ক্র্যামার, তিনি ডাচ স্পিড স্কেটার।
• ১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিক্টর আনিচেবি, তিনি নাইজেরিয়ান ফুটবলার।
• ১৯৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকলে ভাইডিসোভা, তিনি চেক টেনিস খেলোয়াড়।
• ১৯৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দেব প্যাটেল, তিনি ইংরেজ অভিনেতা।
• ১৯৯৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গিগি হাদিদ, তিনি আমেরিকান চলন মডেল ও টেলিভিশন ব্যক্তিত্ব।

• ০৩০৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সেন্ট জর্জ, তিনি ছিলেন রোমান সৈনিক ও শহীদ।
• ০৭১১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন তৃতীয় চিলডবার্ট, তিনি ছিলেন ফ্রাঙ্কিশ রাজা।
• ১০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ব্রায়ান বোরু, তিনি ছিলেন আইরিশ রাজা।
• ১০১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় আনড্রিড, তিনি ছিলেন ইংরেজ রাজা।
• ১১২৪ সালে এই দিনে মৃত্যুবরণ প্রথম আলেকজান্ডার, তিনি ছিলেন স্কটল্যান্ডের রাজা।
• ১১৯৬ সালে এই দিনে মৃত্যুবরণ তৃতীয় বেলা, তিনি ছিলেন হাঙ্গেরির রাজা।
• ১২০০ সালে এই দিনে মৃত্যুবরণ একাদশ ঝু, তিনি ছিলেন চীনা দার্শনিক।
• ১৬০৫ সালে এই দিনে মৃত্যুবরণ বরিস গডুনোভ, তিনি ছিলেন রাশিয়ান শাসক।
• ১৬১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম শেকসপিয়র, তিনি ছিলেন ইংরেজ নাট্যকার ও কবি।
• ১৬২৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মরিস, তিনি ছিলেন অরেঞ্জের রাজকুমার।
• ১৮৫০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি ছিলেন ইংরেজ কবি ও লেখক।
• ১৯১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রুপার্ট ব্রুক, তিনি ছিলেন ইংরেজ কবি।
• ১৯৫১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জুলস বেরি, তিনি ছিলেন ফরাসি অভিনেতা ও পরিচালক।
• ১৯৫১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চার্লস জি. ডাউস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ব্যাংকার, রাজনীতিবিদ ও ৩০তম ভাইস প্রেসিডেন্ট।
• ১৯৫৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বাক জাঙ্গিয়াং, তিনি ছিলেন কোরিয়ান রাজনীতিবিদ।
• ১৯৭৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম হার্টনেল, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা।
• ১৯৮১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোসেপ প্লা ই কাসাডেভেল, তিনি ছিলেন কাতালান সাংবাদিক ও লেখক।
• ১৯৮৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হ্যারল্ড আরলেন, তিনি ছিলেন আমেরিকান সুরকার।
• ১৯৮৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জিম লেকার, তিনি ছিলেন ইংলিশ ক্রিকেটার ও স্পোর্টসকাস্টার।
• ১৯৮৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অটো লুডভিগ প্রেমিঙার, তিনি ছিলেন ইউক্রেনীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
• ১৯৯০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পলেট গডার্ড, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও সমাজসেবী।
• ১৯৯২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সত্যজিৎ রায়, তিনি ছিলেন বাংলা চলচ্চিত্র পরিচালক, সাহিত্যিক ও চিত্রকর|
• ১৯৯৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সিজার শ্যাভেজ, তিনি ছিলেন আমেরিকার সামাজ কর্মী ও ইউনাইটেড ফার্ম ওয়ার্কার্সের সহ-প্রতিষ্ঠাতা।
• ১৯৯৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পি. এল. ট্র্যাভারস, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ইংরেজ লেখিকা ও অভিনেত্রী।
• ১৯৯৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডেনিস কম্পটন, তিনি ছিলেন ইংরেজ ক্রিকেটার।
• ১৯৯৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কনস্টান্টিনোস করামানালিস, তিনি ছিলেন গ্রীক আইনজীবি, রাজনীতিবিদ ও ১৭২তম প্রধানমন্ত্রী।
• ১৯৯৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জেমস আর্ল রে, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ও মার্টিন লুথার কিং-এর আততায়ী।
• ২০০৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন মিলস, তিনি ছিলেন ইংলিশ অভিনেতা।
• ২০০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বরিস ইয়েল্টসিন, তিনি ছিলেন রাশিয়ান রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।
• ২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লিলিমুর আর্ভিডসন, তিনি ছিলেন সুইডিশ ট্রেড ইউনিয়ন নেতা, রাজনীতিবিদ ও ৩৪তম গভর্নর।
• ২০১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বনহার্ন সিলপা-অর্চনা, তিনি ছিলেন থাই রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
২৩ এপ্রিলের এই দিনে
২৩ এপ্রিলের এই দিনে• আজ বিশ্ব বই দিবস।
User Rating: 4 / 5
  • author photo

    China tours made out trip very enjoyable.

  • author photo

    Whatever you talk about attacks a nerve to me, thank you for baffling your subscribers.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image