Skip to content
Latest
7 Surprising Impacts of Treaty of Versailles5 Surprising Facts About the Aswan DamInternational Typing Day CelebrationTragic Insights on Felani Killing Day FactsBrilliant Life and Career of Rowan Atkinson

২৭ এপ্রিলের এই দিনে

২৭ এপ্রিলের এই দিনে

Sultan Alparslan
• ১০৬৪ এই দিনে আল্প আরসালান সেলজুক রাজবংশের সুলতান হন।
• ১৫২৬ এই দিনে মুঘল সম্রাট বাবর দিল্লির সুলতানকে পরাজিত করেন।
• ১৫৬৫ এই দিনে ফিলিপাইনে স্পেনের প্রথম উপনিবেশ "সেবু" স্থাপিত হয়।
• ১৬৬৭ এই দিনে অন্ধ এবং দরিদ্র ইংরেজ কবি জন মিলটন তার প্যারাডাইজ লস্ট কাব্যের স্বত্ব ১০ পাউন্ডে বিক্রয় করেন।
• ১৮৭৮ এই দিনে কলকাতা বিশ্ববিদ্যালয় নারীশিক্ষা দানের ব্যবস্থা করে ও নারীদের এন্ট্রান্স পরীক্ষায় বসার সম্মতি প্রদান করে।
• ১৯০৮ এই দিনে লন্ডনে আধুনিক যুগের অলিম্পিকের চতুর্থ আসরের পর্দা ওঠে।
• ১৯৫০ এই দিনে ব্রিটেন ইসরাইল রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।
• ১৯৭২ এই দিনে অ্যাপোলো ১৬ মহাকাশযান পৃথিবীতে ফিরে আসে।
• ১৯৭৭ এই দিনে আফগানিস্তানে জেনারেল আব্দুল কাদের এক অভ্যুত্থানের মাধ্যমে ততকালীন প্রেসিডেন্ট দাউদ খানকে হত্যা করে পিপলস ডেমোক্রেটিক পার্টির নেতা নুর মোহাম্মদ তারাকিকে ক্ষমতায় বসান।
• ১৯৮৯ এই দিনে বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ৫০০ মানুষ নিহত হয়।
• ১৯৯২ এই দিনে রাশিয়া ও অন্যান্য প্রজাতন্ত্রগুলো আইএমএফ ও বিশ্বব্যাংকে যোগ দেয়।
• ২০১০ এই দিনে বাংলাদেশি স্যাটেলাইট টিভি চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়।

• ০০৮৫ খ্রিস্টপূর্বাব্দের ডেসিমাস জুনিয়াস ব্রুটাস অ্যালবিনাস, তিনি ছিলেন রোমান রাজনীতিবিদ ও জেনারেল।
• ১৫২৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মুমতাজ মহল, তিনি ছিলেন মুগল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী।
• ১৭০১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তৃতীয় চার্লস এমম্যানেল, তিনি ছিলেন সার্ডিনিয়া রাজা।
• ১৭৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যাডামেন্টিয়াস কোরাইস, তিনি ছিলেন গ্রীক বংশোদ্ভূত ফরাসি দার্শনিক ও পণ্ডিত।
• ১৭৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যারি ওলস্টোনক্র্যাফ্‌ট, তিনি ছিলেন অষ্টাদশ শতাব্দীর গুরুত্বপূর্ণ ইংরেজ লেখিকা।
• ১৭৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্যামুয়েল মোর্স, তিনি ছিলেন আমেরিকান চিত্রশিল্পী, উদ্ভাবক, মোর্স কোডের সহ-আবিষ্কারক।
• ১৭৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্যামুয়েল মোর্স, তিনি ছিলেন মার্কিন উদ্ভাবক।
• ১৮২০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হার্বার্ট স্পেন্সার, তিনি ছিলেন ইংরেজ জীববিজ্ঞানী, নৃতত্ত্ববিদ, সমাজবিজ্ঞানী ও দার্শনিক।
• ১৮২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইউলিসিস এস. গ্রান্ট, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অষ্টাদশ রাষ্ট্রপতি।
• ১৮৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অটো, তিনি ছিলেন বাভারিয়ার রাজা।
• ১৮৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শরচ্চন্দ্র পণ্ডিত, তিনি ছিলেন একজন বাঙালি কথাশিল্পী, সাংবাদিক ও বাংলা সাহিত্যের পাঠক সমাজে দাদাঠাকুর নামেই পরিচিত৷
• ১৮৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সের্গেই প্রোকোফিভ, তিনি ছিলেন রাশিয়ান পিয়ানোবাদক, সুরকার ও কন্ডাক্টর।
• ১৮৯৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্রায়া মিহাইলোভিয়, তিনি ছিলেন সার্বিয়ান জেনারেল।
• ১৮৯৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়ালেস ক্যারিয়ার্স, তিনি ছিলেন আমেরিকান রসায়নবিদ ও নাইলন আবিষ্কারক।
• ১৯১০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চিয়াং চিং-কুও, তিনি ছিলেন চীনা রাজনীতিবিদ ও তৃতীয় রাষ্ট্রপতি।
• ১৯১২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোহরা মমতাজ সেহগল, তিনি ছিলেন ভারতীয় অভিনেত্রী, ড্যান্সার ও কোরিওগ্রাফার।
• ১৯১৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফিলিপ আবেলসন, তিনি ছিলেন আমেরিকান পদার্থবিজ্ঞানী ও লেখক।
• ১৯২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাক ক্লুগম্যান, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ১৯২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কোরেট্টা স্কট কিং, তিনি ছিলেন আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান কর্মী ও লেখক।
• ১৯৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আনুক এমে, তিনি ফরাসি অভিনেত্রী।
• ১৯৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্যাসি কাশেম, তিনি ছিলেন আমেরিকান ডীজেয়, সঙ্গীত ইতিহাসবিদ, রেডিও কীর্তি ও ভয়েস অভিনেতা।
• ১৯৩৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন থিওডোরোস আঙ্গেলোপউলোস, তিনি ছিলেন গ্রিক পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফজলে হাসান আবেদের, তিনি ছিলেন বাংলাদেশী সমাজকর্মী, বিশ্বের বৃহত্তম বেসরকারী সংগঠন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
• ১৯৩৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্যান্ডি ডেনিস, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মো. ফেথুল্লাহ গিউলেন, তিনি তুর্কি ধর্মপ্রচারক, লেখক, শিক্ষক ও মুসলিম চিন্তাবিদ।
• ১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্র্যাঙ্ক আবাগনাল জুনিয়র, তিনি আবাগনালে এন্ড এসোসিয়েটসের সিইও ও অপরাধী।
• ১৯৫২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এরি ভাতানেন, তিনি ফিনিশ সাবেক রেস গাড়ি চালক ও রাজনীতিবিদ।
• ১৯৫২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ গ্রাভিন, তিনি আমেরিকান সাবেক বাস্কেটবল খেলোয়াড়।
• ১৯৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রাঙ্ক বাইনিমারামা, তিনি ফিজিও কমান্ডার, রাজনীতিবিদ ও ৮ম প্রধানমন্ত্রী।
• ১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এরিক স্মিডট, তিনি আমেরিকান ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ী।
• ১৯৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিটার এডওয়ার্ড ম্যাকইনটায়ার, তিনি অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার।
• ১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম-আলেকজান্ডার, তিনি নেদারল্যান্ডসের রাজা।
• ১৯৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কোরি বুকার, তিনি আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান আইনজীবি ও রাজনীতিবিদ।
• ১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্যালি সেসিলিয়া হকিন্স, তিনি ইংরেজ অভিনেত্রী।
• ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্যাট্রিক স্টম্প, তিনি আমেরিকান গায়ক, গীতিকার, গিটারিস্ট ও প্রযোজক।
• ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেনা কোলম্যান, তিনি ইংরেজ অভিনেত্রী।
• ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দিনারা মুবিনোভনা সাফিনা, তিনি রাশিয়ান টেনিস খেলোয়াড়।
• ১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম পিটার মুসলি, তিনি ইংলিশ অভিনেতা।
• ১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়াং ফেইফেই, তিনি চীনা সংগীতশিল্পী ও অভিনেত্রী।
• ১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিজো (মেলিসা জেফারসন), তিনি মার্কিন গায়িকা ও র‌্যাপার।
• ১৯৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লার্স বেন্ডের, তিনি জার্মান ফুটবলার।
• ১৯৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেভেন বেন্ডের, তিনি জার্মান ফুটবলার।
• ১৯৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্টিন কেলি, তিনি ইংরেজ ফুটবল খেলোয়াড়।
• ১৯৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আইজাক কুয়েঙ্কা, তিনি স্প্যানিশ ফুটবলার।
• ১৯৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লারা গুট, তিনি সুইস স্কিইং।
• ১৯৯৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিক ক্যর্গিওস, তিনি অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড়।

• ০৬৩০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন তৃতীয় আরডাশির, তিনি ছিলেন পারসিয়া রাজা।
• ১৩৫৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সিমোন, মস্কো ও ভ্লাদিমির গ্র্যান্ড প্রিন্স।
• ১৪০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় ফিলিপ, তিনি বার্গুন্ডির ডিউক।
• ১৫২১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফার্ডিনান্ড ম্যাগেলান, তিনি ছিলেন পর্তুগিজ নাবিক ও নৌপথে পৃথিবী ভ্রমণকারী প্রথম ব্যাক্তি।
• ১৬৫৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জান ভ্যান গোয়েন, তিনি ছিলেন ডাচ চিত্রশিল্পী ও চিত্রকর।
• ১৮৮২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রালফ ওয়াল্ডো এমারসন, তিনি ছিলেন আমেরিকান দার্শনিক, কবি ও শিক্ষাবিদ।
• ১৯১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলেকজান্ডার সচরিয়াবিন, তিনি ছিলেন রাশিয়ান পিয়ানোবাদক ও সুরকার।
• ১৯৩২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হার্ট ক্রেন, তিনি ছিলেন আমেরিকান কবি।
• ১৯৩৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কার্ল পিয়ারসন, তিনি ছিলেন ইংরেজ গণিতবিদ ও শিক্ষাবিদ।
• ১৯৩৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আন্তোনিও ফ্রাঞ্চেস্কো গ্রামশি, তিনি ছিলেন ইতালীয় সমাজবিজ্ঞানী, ভাষাবিদ ও রাজনীতিবিদ।
• ১৯৩৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এডমন্ড হুসারেল, তিনি ছিলেন চেক গণিতবিদ ও দার্শনিক।
• ১৯৬০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রাজশেখর বসু, তিনি ছিলেন বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা।
• ১৯৬২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এ. কে. ফজলুল হক, তিনি ছিলেন বাঙালি রাজনীতিবিদ।
• ১৯৬৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এডওয়ার্ড আর মুরো, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক।
• ১৯৬৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন শরচ্চন্দ্র পণ্ডিত, তিনি ছিলেন একজন বাঙালি কথাশিল্পী, সাংবাদিক ও বাংলা সাহিত্যের পাঠক সমাজে দাদাঠাকুর নামেই পরিচিত৷
• ১৯৬৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রেনি ব্যারিয়েন্টস, তিনি ছিলেন বলিভিয়ার সৈনিক, পাইলট, রাজনীতিবিদ ও ৫৫তম রাষ্ট্রপতি।
• ১৯৭২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কোয়ামে এনক্রুমাহ, তিনি ছিলেন ঘানার রাজনীতিবিদ।
• ১৯৯২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অলিভিয়ার মেসিয়েন, তিনি ছিলেন ফরাসি জীববিদ ও সুরকার।
• ১৯৯২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জেরাল্ড কিচেন ওনিল, তিনি ছিলেন আমেরিকান পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী।
• ১৯৯২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জাফর ইকবাল, তিনি ছিলেন বাংলাদেশী অভিনেতা।
• ১৯৯৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কার্লোস কাস্তেনেদা, তিনি ছিলেন পেরু বংশোদ্ভূত আমেরিকান নৃতাত্ত্বিক ও লেখক।
• ১৯৯৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সিরিল ওয়াশব্রুক, তিনি ছিলেন ইংলিশ ক্রিকেটার।
• ২০০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মস্তিস্লাভ রোস্ট্রোপোভিচ, তিনি ছিলেন রাশিয়ান সেলিস্ট ও কন্ডাক্টর।
• ২০০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফিরোজ খান, তিনি ছিলেন ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
• ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভুজাডিন বসকোভ, তিনি ছিলেন সার্বীয় ফুটবলার, কোচ ও ম্যানেজার।
• ২০১৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বিনোদ খান্না, তিনি ছিলেন একজন ভারতীয় অভিনেতা।
• ২০১৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মাহফুজ উল্লাহ, তিনি ছিলেন বাংলাদেশি লেখক, সাংবাদিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও পরিবেশবিদ।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
২৭ এপ্রিলের এই দিনে
২৭ এপ্রিলের এই দিনে• ১০৬৪ এই দিনে আল্প
User Rating: 4.50 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image