Skip to content
Latest
Amanullah Asaduzzaman Inspiring Visionary with Unstoppable Achievements7 Surprising Impacts of Treaty of Versailles5 Surprising Facts About the Aswan DamInternational Typing Day CelebrationTragic Insights on Felani Killing Day Facts

২৯ এপ্রিলের এই দিনে

২৯ এপ্রিলের এই দিনে


• আজ আন্তর্জাতিক নৃত্য দিবস।

• ১৬৮২ সালে এই দিনে পিটার দ্য গ্রেইট মাত্র দশ বছর বয়সে রাশিয়ার সম্রাট পদে অধিষ্ঠিত হন।
• ১৯১৯ সালে এই দিনে জালিওয়ান ওয়ালাবাগের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন।
• ১৯৩৯ সালে এই দিনে দিল্লির লালকেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
• ১৯৪৫ সালে এই দিনে ইতালিতে জার্মান বাহিনী মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে।
• ১৯৫৪ সালে এই দিনে তিব্বত নিয়ে ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি সম্পাদিত হয়।
• ১৯৯১ সালে এই দিনে BOB 01 বাংলাদেশের দক্ষিণপূর্বে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে প্রায় ২৫০ কিমি/ঘণ্টা বেগে আঘাত করে।
• ১৯৯৭ সালে এই দিনে বৃটেন চীনের কাছে হংকংকে ফিরিয়ে দেয়।

• ১৭৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিন-ব্যাপটিস্ট জর্দান, তিনি ছিলেন ফরাসী জেনারেল, রাজনীতিবিদ ও পররাষ্ট্রমন্ত্রী।
• ১৭৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চার্লস নোডিয়ার, তিনি ছিলেন ফরাসি গ্রন্থাগারিক ও লেখক।
• ১৮১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় আলেকজান্ডার, তিনি ছিলেন রাশিয়ার সম্রাট।
• ১৮৩৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ আর্নেস্ত জ্যঁ-মেরী বৌল্যাঙ্গার, তিনি ছিলেন ফরাসি ফরাসি জেনারেল, রাজনীতিবিদ ও যুদ্ধমন্ত্রী।
• ১৮৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাজা রবি বর্মা, তিনি ছিলেন ভারতীয় চিত্রশিল্পী ও শিক্ষাবিদ।
• ১৮৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অঁরি পোয়াঁকারে, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ, তাত্ত্বিক পদার্থবিদ ও দার্শনিক।
• ১৮৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কনস্টান্টাইন পি. কাভাফি, তিনি ছিলেন মিশরীয় বংশোদ্ভূত গ্রীক সাংবাদিক ও কবি।
• ১৮৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম র্যান্ডল্ফ হার্স্ট, তিনি ছিলেন আমেরিকান প্রকাশক, রাজনীতিবিদ ও হার্ট কর্পোরেশন প্রতিষ্ঠাতা।
• ১৮৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাফায়েল সাবাতিনি, তিনি ছিলেন ইতালিয়ান বংশোদ্ভূত ইংরেজী উপন্যাসিক ও ছোটগল্প লেখক।
• ১৮৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টমাস বিচাম, তিনি ছিলেন ইংলিশ কন্ডাক্টর।
• ১৮৯৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হ্যারল্ড ক্লেটন ইউরি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।
• ১৮৯৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভ্লাদিমির প্রোপ, তিনি ছিলেন রাশিয়ান পণ্ডিত ও সমালোচক।
• ১৮৯৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডিউক এলিংটন, তিনি ছিলেন আমেরিকান পিয়ানোবাদক, সুরকার ও ব্যান্ডলিডার।
• ১৯০১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হিরোহিতো, তিনি ছিলেন জাপানী সম্রাট।
• ১৯০৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলফ্রেড জিনেমান, তিনি ছিলেন অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান পরিচালক ও প্রযোজক।
• ১৯০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাক উইলিয়ামসন, তিনি ছিলেন আমেরিকান লেখক ও শিক্ষাবিদ।
• ১৯১৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মায়া ডেরেন, তিনি ছিলেন ইউক্রেনীয় বংশোদ্ভূত আমেরিকান পরিচালক, কবি ও ফটোগ্রাফার।
• ১৯১৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেলেস্ট হোম, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও গায়ক।
• ১৯২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টুটস থিলিমেন্স, তিনি ছিলেন বেলজিয়ামের গিটারিস্ট ও হারমোনিকা বাদক।
• ১৯২৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইরভিন কার্শনার, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
• ১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিন রোচফোর্ট, তিনি ছিলেন ফরাসি অভিনেতা ও পরিচালক।
• ১৯৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলি হিউ নেলসন, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার, গিটারবাদক, প্রযোজক ও অভিনেতা।
• ১৯৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পেড্রো পাইরেস, তিনি ছিলেন কেপ ভার্দিয়ান রাজনীতিবিদ ও তৃতীয় রাষ্ট্রপতি।
• ১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুবিন মেহতা, তিনি ভারতীয় প্রা্চ্য ও প্রাশ্চাত্যের শাস্ত্রীয় সঙ্গীতের ভারতীয় পরিচালক।
• ১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেহানদ্রা পিসারনিক, তিনি আর্জেন্টিনার কবি।
• ১৯৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বার্নার্ড ম্যাডোফ, তিনি আমেরিকান ব্যবসায়ী ও ফাইনান্সার।
• ১৯৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেডলি ব্রায়ান টাবের, তিনি অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার।
• ১৯৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেকসান্দার ওলজকজান, তিনি পোলিশ জ্যোতির্বিদ।
• ১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আইনুন নিশাত, তিনি বাংলাদেশী ইমেরিটাস অধ্যাপক এবং পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ।
• ১৯৫২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড আইকে, তিনি সাবেক ইংরেজ ফুটবল খেলোয়াড় ও লেখক।
• ১৯৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেরি সাইনফেল্ড, তিনি আমেরিকান কৌতুকাভিনেতা, অভিনেতা ও প্রযোজক।
• ১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেট মুলগ্রু, তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যানিয়েল ডে-লুইস, তিনি ব্রিটিশ বংশোদ্ভূত আইরিশ অভিনেতা।
• ১৯৫৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিশেল মারি ফাইফার, তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফিলিপ ক্লাইভ রড্রিক টাফনেল, তিনি ইংলিশ সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার।
• ১৯৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কোলিন্দা গ্রাবার-কিতারোভিচ, তিনি ক্রোয়েশিয়ার চতুর্থ রাষ্ট্রপতি।
• ১৯৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্দ্রে আগাসি, তিনি আমেরিকান সাবেক টেনিস খেলোয়াড়।
• ১৯৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উমা করুণা থারম্যান, তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যাংগুন, তিনি ইন্দোনেশীয় ফরাসি গায়িকা, গীতিকার ও প্রযোজক।
• ১৯৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টাইটাস ও'নিল, তিনি আমেরিকান সাবেক ফুটবল খেলোয়াড় ও কুস্তিগীর।
• ১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বব ব্রায়ান, আমেরিকান সাবেক টেনিস খেলোয়াড়।
• ১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইক ব্রায়ান, তিনি আমেরিকান সাবেক টেনিস খেলোয়াড়।
• ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আশীষ নেহরা, তিনি ভারতীয় সাবেক ক্রিকেটার।
• ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লি দং-গুক, তিনি দক্ষিণ কোরিয়ার সাবেক ফুটবলার।
• ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেমিহ সেন্টুরক, তিনি তুর্কি ফুটবলার।
• ১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সারা ইরানি, তিনি ইতালীয় টেনিস খেলোয়াড়।
• ১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তৌফিক মাখলৌফি, তিনি আলজেরিয়ান অ্যাথলেট।
• ১৯৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডমাগোজ ভিদা, তিনি ক্রোয়েশীয় ফুটবলার।
• ১৯৯৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্যাথরিন ল্যাংফোর্ড, তিনি অস্ট্রেলিয়ান অভিনেত্রী।
• ২০০৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইনফান্ত সোফিয়া, তিনি স্পেনীয় রাজকন্যা।

• ১৪১৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় লুই, তিনি ছিলেন আনজুর ডিউক।
• ১৬৩০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আগ্রিপ্পা ডি'অবিগিনে, তিনি ছিলেন ফরাসি সৈনিক ও কবি।
• ১৬৭৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মিখিয়েল ডি রুয়টের, তিনি ছিলেন ডাচ অ্যাডমিরাল।
• ১৬৮৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রেডেরিক উইলিয়াম, তিনি ছিলেন ব্র্যান্ডেনবার্গের ইলেক্টর।
• ১৭৭১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রান্সেসকো বার্তোলোমিও রাস্ট্রেল্লি, তিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত ইতালীয় স্থপতি।
• ১৭৯৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন মিশেল, তিনি ছিলেন ইংরেজ ভূতাত্ত্বিক ও জ্যোতির্বিদ।
• ১৯২১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আর্থার মোল্ড, তিনি ছিলেন ইংলিশ ক্রিকেটার।
• ১৯৩৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কনস্টান্টটাইন পি. কাভাফি, তিনি ছিলেন গ্রিক কবি।
• ১৯৪৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইরভিং ফিশার, তিনি ছিলেন আমেরিকান অর্থনীতিবিদ ও পরিসংখ্যানবিদ।
• ১৯৫১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লুডভিগ উইটজেনস্টাইন, তিনি ছিলেন অস্ট্রিয়ান বংশোদ্ভূত ইংরেজ দার্শনিক ও শিক্ষাবিদ।
• ১৯৫৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলহেম রিটের ভন লিব, তিনি ছিলেন জার্মান ফিল্ড মার্শাল।
• ১৯৮০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন স্যার আলফ্রেড যোসেফ হিচকোক, তিনি ছিলেন ইংরেজ চলচ্চিত্র নির্দেশক ও প্রযোজক।
• ২০০৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লিওনিদ খাচিয়ান, তিনি ছিলেন মার্কিন বংশোদ্ভূত রুশ গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।
• ২০০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন কেনেথ গলব্রেইথ, তিনি ছিলেন মার্কিন অর্থনীতিবিদ।
• ২০০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডিক মোটজ, তিনি ছিলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার ও রাগবি প্লেয়ার।
• ২০০৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যালবার্ট হফম্যান, তিনি ছিলেন সুইস রসায়নবিদ ও শিক্ষাবিদ।
• ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বব হস্কিন্স, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা।
• ২০২০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইরফান খান, তিনি ছিলেন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
২৯ এপ্রিলের এই দিনে
২৯ এপ্রিলের এই দিনে • আজ আন্তর্জাতিক ন
User Rating: 4.75 / 5
  • author photo

    We stumbled over here coming from a different website and thought
    I may as well check things out. I like what I see so now i am following you.
    Look forward to finding out about your web page for a second time.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image