Skip to content
Latest
7 Surprising Impacts of Treaty of Versailles5 Surprising Facts About the Aswan DamInternational Typing Day CelebrationTragic Insights on Felani Killing Day FactsBrilliant Life and Career of Rowan Atkinson

০৬ আগস্টের এই দিনে

০৬ আগস্টের এই দিনে

Hiroshima Day

• আজ রবীন্দ্রপ্রয়াণ দিবস। ও
• আজ হিরোশিমা দিবস।

• ১৮২৫ সালের এই দিনে ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়া স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
• ১৮৯০ সালের এই দিনে নিউ ইয়র্কে এক খুনির মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সর্বপ্রথম বৈদ্যুতিক চেয়ার ব্যবহৃত হয়।
• ১৯০৬ সালের এই দিনে বিপিনচন্দ্র পালের সম্পাদনায় বন্দে মাতরম্‌ (সংবাদপত্র) প্রথম প্রকাশিত হয়।
• ১৯১৪ সালের এই দিনে রাশিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়া যুদ্ধ ঘোষণা করে।
• ১৯১৪ সালের এই দিনে কলকাতা থেকে দৈনিক বসুমতী প্রথম প্রকাশিত হয়।
• ১৯২৪ সালের এই দিনে মিত্র ও সহযোগী শক্তির সাথে তুরস্কের লোজান চুক্তি (Traité de Lausanne) কার্যকরী হয়।
• ১৯৪৫ সালের এই দিনে মিত্র শক্তি আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে পারোমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায়।
• ১৯৬২ সালের এই দিনে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীন হয় পশ্চিম ভারতীয় দ্বীপ জ্যামাইকা।
• ১৯৯১ সালের এই দিনে ষোল বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় ।
• ১৯৯৬ সালের এই দিনে ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা সংক্রান্ত ডামাটো আইন অনুমোদন লাভ করে।

• ১১৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলে সম্রাট গো-তোবা, তিনি ছিলেন জাপানের সম্রাট।
• ১৬৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকোলাস মালেব্রাঞ্চে, তিনি ছিলেন ফরাসি যাজক ও দার্শনিক।
• ১৬৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়োহান বার্নুয়ি, তিনি ছিলেন সুইস গণিতবিদ।
• ১৬৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সপ্তম চার্লস, তিনি ছিলেন রোমান সম্রাট।
• ১৮০৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলফ্রেড লর্ড টেনিসন, তিনি ছিলেন পালনকর্তা টেনিসন ও ইংরেজ কবি।
• ১৮৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল ক্লাউডেল, তিনি ছিলেন ফরাসি কবি ও নাট্যকার।
• ১৮৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালেকজান্ডার ফ্লেমিং, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিকের আবিস্কারক।
• ১৮৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হুট গিবসন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
• ১৯১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নরম্যান গর্ডন, তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
• ১৯১৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট মিটচুম, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক।
• ১৯৩৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বারবারা উইন্ডসর, তিনি ইংরেজ অভিনেত্রী ও গায়ক।
• ১৯৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাসাকি সাকাই, তিনি জাপানি অভিনেতা ও গায়ক।
• ১৯৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিশেল য়েওহ, তিনি মালয়েশিয়ার বংশোদ্ভূত হংকং অভিনেত্রী ও প্রযোজক।
• ১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেভিন মিটনিক, তিনি আমেরিকান কম্পিউটার হ্যাকার ও লেখক।
• ১৯৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এম নাইট শ্যামালান, তিনি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গেরি হালিওেল, তিনি ইংরেজ গায়ক, গীতিকার, নৃত্যশিল্পী ও অভিনেত্রী।
• ১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভেরা ফারমিগা, তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারিসা লি মিলার, তিনি আমেরিকান মডেল ও অভিনেত্রী।
• ১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলে রোমান ওয়েইডেনফেলের, তিনি জার্মান ফুটবলার।
• ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলে রবিন ফন পার্সি, তিনি ডাচ ফুটবলার।
• ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলে ভেডাড ইবিসেভিক, তিনি বসনীয় ফুটবলার।
• ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলে বাফেটিম্বি গমিস, তিনি ফরাসি ফুটবলার।

• ০৭৫০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় মারওয়ান, তিনি ছিলেন উমাইয়া জেনারেল ও খলিফা।
• ১৬৩৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বেন জনসন, তিনি ছিলেন ইংরেজ কবি ও নাট্যকার।
• ১৯২৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন ভারতীয় একাডেমিক ও রাজনীতিবিদ।
• ১৯৬৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন থিওডোর ডব্লিউ আডোরনো, তিনি ছিলেন জার্মান সমাজবিজ্ঞানী ও দার্শনিক।
• ১৯৭৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফুলগেনশিও বাতিস্তা আয় যালদিভার, তিনি ছিলেন কিউবার কর্নেল, রাজনীতিবিদ ও ৯ম প্রেসিডেন্ট।
• ১৯৭৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফেডোর ফেলিক্স কনরাড লাইনেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান প্রাণরসায়নী।
• ১৯৮১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভূপেশ গুপ্ত, তিনি ছিলে বাঙালি কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা।
• ১৯৮৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এমিলিও ফেরনান্ডেয, তিনি ছিলেন মেক্সিকান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯৯৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আঁদ্রে ওয়েইল, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ।
• ২০০২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এড্সগার ডাইকস্ট্রা, তিনি ছিলেন ওলন্দাজ কম্পিউটার বিজ্ঞানী।
• ২০০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডোনাল্ড জাস্টিস্, তিনি ছিলেন আমেরিকান কবি।
• ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডেভ ওয়াগস্টাফফে, তিনি ছিলেন ইংরেজ ফুটবল খেলোয়াড়।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
০৬ আগস্টের এই দিনে
০৬ আগস্টের এই দিনে• আজ রবীন্দ্রপ্রয়
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image