Skip to content
Latest
World Toilet Day Importance and Global AwarenessInternational Students Day A Tribute to Youth and EducationInternational Day for Tolerance Understanding the Power of AcceptanceDay of the Imprisoned Writer Honoring Freedom of Expression and the Fight for JusticeWorld Diabetes Day Understanding Its Significance and Ways to Support the Cause

১৪ আগস্টের এই দিনে

১৪ আগস্টের এই দিনে


• আজ পাকিস্তানের স্বাধীনতা দিবস।

• ১৪৩৭ সালে এই দিনে মুদ্রণ যন্ত্রের আবিষ্কার।
• ১৫৫১ সালে এই দিনে তুরস্কের নৌবাহিনী ত্রিপোলি দখল করে।
• ১৫৮৫ সালে এই দিনে রানি প্রথম এলিজাবেথ নেদারল্যান্ডসের সার্বভৌমত্ব খারিজ করে দেন।
• ১৭৬২ সালে এই দিনে ইংল্যান্ডের নৌবাহিনী হাভানা দখল করে।
• ১৭৯০ সালে এই দিনে সুইডেন ও রাশিয়া শান্তিচুক্তি করে।
• ১৮২৫ সালে এই দিনে বৃটিশ পদার্থ বিজ্ঞানী ও রসায়নবিদ মাইকেল ফ্যারাড অনেক পরীক্ষা-নীরিক্ষা ও গবেষণার পর অপরিশোধিত তেল থেকে পেট্রোল আবিষ্কার করতে সক্ষম হন৷
• ১৮৪৮ সালে এই দিনে গঠিত হয় ওরেগন এলাকা।
• ১৮৮৫ সালে এই দিনে জাপান জং প্রতিরোধক রং প্যাটেন্ট করে।
• ১৯০০ সালে এই দিনে ২০০ মার্কিন নৌ-সেনা অবতরণ করে পিকিং দখল করে নিলে বক্সার বিদ্রোহের সমাপ্তি ঘটে।
• ১৯১২ সালে এই দিনে মার্কিন মেরিন সেনা নিকারাগুয়া দখল করে।
• ১৯৩১ সালে এই দিনে ইলা সেন ও মীরা দেবী নামে কুমিল্লার অষ্টম শ্রেণীর দুই ছাত্রী ব্রিটিশবিরোধী বিপ্লবী তৎপরতার অংশ হিসেবে কুমিল্লার ম্যাজিস্ট্রেট সিজি স্টিভেন্সকে গুলি করে হত্যা করে।
• ১৯৪১ সালে এই দিনে রুজভেল্ট ও চার্চিল আটলান্টিক চার্টার নামক শান্তিচুক্তিতে স্বাক্ষর করেন।
• ১৯৪৫ সালে এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তিম পর্যায়ে জাপান রাশিয়ার কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে।
• ১৯৪৭ সালে এই দিনে ব্রিটিশ শাসন হতে পাকিস্তানের স্বাধীনতা লাভ।

• ১২৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হানাযোনো, তিনি ছিলেন জাপানের সম্রাট।
• ১৬৪২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কোসিমো তৃতীয় ডি 'মেডিসি, তিনি ছিলেন টাসকানির গ্র্যান্ড ডিউক।
• ১৬৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রথম ফ্রেডেরিক উইলিয়াম, তিনি ছিলেন প্রুশিয়ারের রাজা।
• ১৭১৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্লদ জোসেফ ভার্নাট, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী।
• ১৭৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড, তিনি ছিলেন ডেনিশ পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ।
• ১৮৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড ভন ক্রাফ্ট-ইবিং, তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত অস্ট্রিয়ান মনোবিজ্ঞানী ও লেখক।
• ১৮৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন গলসওয়ার্দি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ লেখক ও নাট্যকার।
• ১৮৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গুয়াংসু, তিনি ছিলেন চীনের সম্রাট।
• ১৮৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রথম আলেকজান্ডার, তিনি ছিলেন সার্বিয়ার রাজা।
• ১৮৯৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাক মরিসন গ্রিগরি, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
• ১৮৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লাবণ্য প্রভা ঘোষ, তিনি ছিলেন ভারতের একজন গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী।
• ১৯১০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিয়ের শেফার, তিনি ছিলেন ফরাসি সুরকার ও প্রযোজক।
• ১৯২৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সভেরে ফেন, তিনি ছিলেন নরওয়েজীয় স্থপতি।
• ১৯২৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রনে গোসিনি, তিনি ছিলেন ফরাসি লেখক ও চিত্রকার।
• ১৯২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিনা ওয়ার্টমেলার, তিনি ইতালির পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড রবার্ট আর্নস্ট, তিনি নোবেল পুরস্কার বিজয়ী সুইস রসায়নবিদ।
• ১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড ক্রসবি, তিনি আমেরিকান গায়ক, গীতিকার ও গিটারিস্ট।
• ১৯৪২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শহীদ কাদরী, তিনি ছিলেন বাংলাদেশের একজন কবি ও লেখক।
• ১৯৪২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আমজাদ হোসেন, তিনি ছিলেন বাংলাদেশের অভিনেতা, লেখক ও চলচ্চিত্রকার।
• ১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টিভ মার্টিন, তিনি আমেরিকান অভিনেতা, কমেডিয়ান, সঙ্গীতশিল্পী, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইম ওয়েন্ডার্স, তিনি জার্মান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যানিয়েল স্টিল, তিনি আমেরিকান লেখক।
• ১৯৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্টিন ওলসেন, তিনি ডেনিশ সাবেক ফুটবলার ও কোচ।
• ১৯৫৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেমস হোস্টার, তিনি ছিলেন আমেরিকান সুরকার ও কন্ডাকটর।
• ১৯৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারিয়া গে হার্ডেন, তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যাজিক জনসন, তিনি আমেরিকান সাবেক বাস্কেটবল খেলোয়াড় ও কোচ।
• ১৯৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সারাহ ব্রাইটম্যান, তিনি ইংরেজ গায়িকা, গীতিকার ও অভিনেত্রী।
• ১৯৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রমিজ রাজা, তিনি সাবেক পাকিস্তানি ক্রিকেটার।
• ১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এমমানুয়েল বার্ট, তিনি ফরাসি অভিনেত্রী।
• ১৯৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হ্যাল বেরি, তিনি আমেরিকান মডেল, অভিনেত্রী, প্রযোজক ও মিস ওয়ার্ল্ড যুক্তরাষ্ট্র ১৯৮৬।
• ১৯৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্যাথরিন বেল, তিনি ইংলিশ বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক।
• ১৯৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ট্রেসি ক্যালডওয়েল ডাইসন, তিনি আমেরিকান রসায়নবিদ ও নভোচারী।
• ১৯৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাওল বোভা, তিনি ইতালিয়ান অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রমোদ্যা বিক্রমাসিংহে, তিনি শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার।
• ১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জে-জে ওকোচা, তিনি নাইজেরিয়ান সাবেক ফুটবলার।
• ১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যারেড বোর্জেটি, তিনি মেক্সিকান সাবেক ফুটবলার।
• ১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যাথু ইথারিংটন, তিনি ইংলিশ সাবেক ফুটবলার।
• ১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কফি কিংস্টন, তিনি ঘানা বংশোদ্ভূত আমেরিকান কুস্তিগীর।
• ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলেনা বাল্টাচা, তিনি ইউক্রেনীয় বংশোদ্ভূত স্কটিশ টেনিস খেলোয়াড়।
• ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিলা কুনিস, তিনি ইউক্রেনীয় বংশোদ্ভুত আমেরিকান অভিনেত্রী।
• ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জিও চিললিনি, তিনি ইতালিয়ান সাবেক ফুটবল।
• ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবিন সোডারলিং, তিনি সুইডিশ টেনিস প্লেয়ার।
• ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিশ্চিয়ান জেন্টার, তিনি জার্মান ফুটবলার।
• ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্যামেরন জেরোম, তিনি ইংলিশ ফুটবলার।
• ১৯৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্ডার হেরেরা, তিনি স্প্যানিশ ফুটবলার।

• ০৫৮২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টিবেরিয়াস দ্বিতীয় কনস্টান্টটাইন, তিনি ছিলেন বাইজেন্টাইন সম্রাট।
• ১০৪০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম ডানকান, তিনি ছিলেন স্কটল্যান্ডের রাজা।
• ১৪৩৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম জন, তিনি ছিলেন পর্তুগালের রাজা।
• ১৭৭৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোহান জ্যাকব রেইস্ক, তিনি ছিলেন জার্মান চিকিৎসক ও পণ্ডিত।
• ১৮৬০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আন্দ্রে মেরি কনস্ট্যান্ট ডুমারিল, তিনি ছিলেন ফরাসি প্রাণিবিদ ও কীটতত্ত্ববিদ।
• ১৮৭০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডেভিড ফারাগুট, তিনি ছিলেন আমেরিকান অ্যাডমিরাল।
• ১৯৩৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হিউ ট্রাম্বল, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার।
• ১৯৪১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পল সাবাতিয়ার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ।
• ১৯৫১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম রান্ডলফ হেরস্ট, তিনি ছিলেন আমেরিকান প্রকাশক ও রাজনীতিবিদ।
• ১৯৫৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বের্টল্ট ব্রেখট, তিনি ছিলেন জার্মান কবি, নাট্যকার ও পরিচালক।
• ১৯৫৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রেদেরিক জোলিও-কুরি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিদ।
• ১৯৫৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কোনস্টান্টিন ভন নিউরাথ, তিনি ছিলেন জার্মান আইনজীবী ও রাজনীতিবিদ।
• ১৯৭২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জুলেস রোমেন্স, তিনি ছিলেন ফরাসি লেখক ও কবি।
• ১৯৮১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কার্ল বোহম, তিনি ছিলেন অস্ট্রিয়ান কন্ডাক্টর ও পরিচালক।
• ১৯৮১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আর্থার ডাডলি নোর্স, তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।
• ১৯৮৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গালে সান্ডার্ডগার্ড, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ১৯৮৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এনজো ফেরারী, তিনি ছিলেন ইতালীয় রেস্ গাড়ী চালক, ব্যবসায়ী ও ফেরারী প্রতিষ্ঠাতা।
• ১৯৯৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এলিয়াস কানেটি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী বুলগেরিয়ান বংশোদ্ভূত সুইস উপন্যাসিক ও নাট্যকার।
• ১৯৯৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সেরগিউ সেলিবাইডা, তিনি ছিলেন রোমানিয়ান কন্ডাক্টর ও সুরকার।
• ২০০৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হেলমট রাহ্ন, তিনি ছিলেন জার্মান ফুটবলার।
• ২০০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চেসোয়াফ মিওশ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ বংশোদ্ভূত আমেরিকান লেখক ও কবি।
• ২০০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ব্রুনো কার্বি, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ২০০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টিখন খের্নিকভ, তিনি ছিলেন রাশিয়ান পিয়ানোবাদক ও সুরকার।
• ২০১১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন শাম্মী কাপুর, তিনি ছিলেন ভারতের চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক।
• ২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন স্বেটোজার গ্লিগোরিয়, তিনি ছিলেন সার্বিয়ান দাবা খেলোয়াড় ও তাত্ত্বিক।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
১৪ আগস্টের এই দিনে
১৪ আগস্টের এই দিনে• আজ পাকিস্তানের স্
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image