Skip to content
Latest
Michael Madhusudan Dutt Pioneer of Bengali PoetryBoy Scout Movement Inspiring Young Leaders WorldwideAbdur Razzak Legendary Icon of Bangladeshi CinemaAmanullah Asaduzzaman Inspiring Visionary with Unstoppable Achievements7 Surprising Impacts of Treaty of Versailles

২৮ আগস্টের এই দিনে

২৮ আগস্টের এই দিনে

Latifur Rahman

• ১১৮৯ সালে এই দিনে তৃতীয় ক্রুসেড শুরু হয়।
• ১৫১১ সালে এই দিনে পর্তুগিজরা মালাক্কা দখল করে।
• ১৬১৯ সালে এই দিনে দ্বিতীয় ফার্দিনান্দ রোমান সম্রাট হিসেবে নির্বাচিত হন।
• ১৮৪৫ সালে এই দিনে সায়েন্টিফিক আমেরিকানের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
• ১৮৫০ সালে এই দিনে হনুলু শহরের মর্যাদা পায়।
• ১৮৮৩ সালে এই দিনে ব্রিটিশ সাম্রাজ্যের সর্বত্র দাসপ্রথা বাতিল ঘোষিত হয়।
• ১৯৭১ সালে এই দিনে মুক্তিফৌজ ও মুক্তিযোদ্ধাদের একীভূত করে মুক্তিবাহিনী নামকরণের সিদ্ধান্ত।
• ১৯৯০ সালে এই দিনে ইরাক আনুষ্ঠানিকভাবে কুয়েতকে তার ১৯তম প্রদেশ ঘোষণা করে।
• ১৯৯৭ সালে এই দিনে ইসরাইল বেহেত্লহেম থেকে অবরোধ তুলে নেয়ায় যুক্তরাষ্ট্রের অভিনন্দন।
• ২০০৬ সালে এই দিনে বিচারপতি কে.এম. হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণকে বাধা দিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ডাকে সারাদেশে আওয়ামী লীগ নেতা-কর্মিরা বিক্ষোভে নেমে পড়ে। এতে সারাদেশে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়তের সাথে সংঘর্ষে ১৮ জন নিহত হন।

• ১০২৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গো-রিজেই, তিনি ছিলেন জাপানের সম্রাট।
• ১৪৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রান্সিসকো দে সা দে মিরান্ডা, তিনি ছিলেন পর্তুগিজ কবি।
• ১৫৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তাইচাং, তিনি ছিলেন চীন সম্রাট।
• ১৫৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ ভিলিয়ার্স, তিনি ছিলেন ইংরেজ রাজনীতিবিদ।
• ১৬৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুইস অফ মেকলেনবার্গ-গুস্ট্রো, তিনি ছিলেন ডেনমার্ক ও নরওয়ের রানী।
• ১৬৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রান্সউইক-উলফেনবাটেলের এলিজাবেথ ক্রিস্টিন, তিনি ছিলেন রোমান সম্রাজ্ঞী।
• ১৭১৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যান্টনি উলরিচ, ব্রান্সউইক বংশোদ্ভূত লুনেবার্গের ডিউক।
• ১৭৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়োহান ভল্ফগাং ফন গ্যোটে, তিনি ছিলেন জার্মান লেখক, কবি, নাট্যকার ও কূটনীতিক।
• ১৭৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলিজাবেথ অ্যান সেটন, তিনি ছিলেন আমেরিকান সন্ন্যাসী ও সাধু।
• ১৮০১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যান্টোইন অগাস্টিন কর্নোট, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ ও দার্শনিক।
• ১৮১৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শেরিদান লে ফানু, তিনি ছিলেন আইরিশ লেখক।
• ১৮৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডওয়ার্ড বার্ন-জোনস, তিনি ছিলেন ব্রিটিশ শিল্পী ও ডিজাইনার।
• ১৮৩৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রান্সিস ভন হোহেনস্টাইন, তিনি ছিলেন ডিউক অফ টেক।
• ১৮৫৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভ্লাদিমির শুকভ, তিনি ছিলেন রাশিয়ান স্থপতি ও প্রকৌশলী।
• ১৮৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্বর্ণকুমারী দেবী, তিনি ছিলেন বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতকার ও সমাজ সংস্কারক।
• ১৮৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উমবার্তো জিওর্দানো, তিনি ছিলেন ইতালীয় সুরকার ও শিক্ষাবিদ।
• ১৮৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ হুইপল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান চিকিৎসক ও প্যাথলজিস্ট।
• ১৮৯৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ল বোহম, তিনি ছিলেন অস্ট্রিয়ান কন্ডাক্টর ও পরিচালক।
• ১৮৯৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চার্লস বয়ের, তিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা, গায়ক ও প্রযোজক।
• ১৮৯৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেলা গুটম্যান, তিনি ছিলেন হাঙ্গেরিয়ান ফুটবলার ও কোচ।
• ১৮৯৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্দ্রেই প্লাটোনোভ, তিনি ছিলেন রাশিয়ান লেখক ও কবি।
• ১৮৯৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেমস ওং হাওয়ে, তিনি ছিলেন চীনা আমেরিকান চিত্রগ্রাহক।
• ১৯০৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রুনো বেটেলহেইম, তিনি ছিলেন অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান মনোবিজ্ঞানী ও লেখক।
• ১৯০৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অতুল্য ঘোষ, তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব।
• ১৯০৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন বেটজেম্যান, তিনি ছিলেন ইংরেজ কবি ও শিক্ষাবিদ।
• ১৯১০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যালিং কুপম্যানস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডাচ আমেরিকান গণিতবিদ ও অর্থনীতিবিদ।
• ১৯১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোসেফ লুন্স, তিনি ছিলেন ডাচ রাজনীতিবিদ, কূটনীতিক ও ন্যাটোর ৫ম মহাসচিব।
• ১৯১৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্থার লিন্ডসে হ্যাসেট, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার।
• ১৯১৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্টসন ডেভিস, তিনি ছিলেন কানাডিয়ান সাংবাদিক, লেখক ও নাট্যকার।
• ১৯১৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যাক্স রবার্টসন, তিনি ছিলেন বাংলাদেশী বংশোদ্ভূত ইংরেজ ধারাভাষ্যকার ও লেখক।
• ১৯১৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সি. রাইট মিলস, তিনি ছিলেন আমেরিকান সমাজবিজ্ঞানী ও লেখক।
• ১৯১৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাক ভ্যান্স, তিনি ছিলেন আমেরিকান লেখক।
• ১৯১৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাক কিরবি, তিনি ছিলেন আমেরিকান লেখক ও চিত্রকর।
• ১৯১৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গডফ্রে হাউন্সফিল্ড, তিনি নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ প্রকৌশলী।
• ১৯২১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফার্নান্দো ফার্নান গোমেজ, তিনি ছিলেন স্প্যানিশ অভিনেতা, পরিচালক ও নাট্যকার।
• ১৯২১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিডিয়া গুইলার তেজাদা, তিনি ছিলেন বলিভিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি।
• ১৯২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডোনাল্ড ওকনর, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, গায়ক ও নৃত্যশিল্পী।
• ১৯২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শেখ রাজ্জাক আলী, তিনি ছিলেন বাংলাদেশি রাজনীতিবিদ ও জাতীয় সংসদের সাবেক স্পিকার।
• ১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেন গাজারা, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, গায়ক ও পরিচালক।
• ১৯৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্সেলো গান্দিনি, তিনি ছিলেন ইতালীয় স্বয়ংচালিত ডিজাইনার।
• ১৯৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল মার্টিন, তিনি কানাডিয়ান আইনজীবী এবং রাজনীতিবিদ ও ২১তম প্রধানমন্ত্রী।
• ১৯৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম কোহেন, তিনি আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ২০তম প্রতিরক্ষা সচিব।
• ১৯৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রজার পিঞ্জিওন, তিনি ফরাসি সাইক্লিস্ট।
• ১৯৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সুরায়ুদ চুলানন্ত তিনি থাই জেনারেল ও রাজনীতিবিদ ও ২৪তম প্রধানমন্ত্রী।
• ১৯৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড সোল, তিনি আমেরিকান অভিনেতা ও গায়ক।
• ১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লতিফুর রহমান, তিনি ছিলেন বাংলাদেশি শিল্পপতি ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান।
• ১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এমলিন হিউজ, তিনি ছিলেন ইংরেজ ফুটবল খেলোয়াড়।
• ১৯৫৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডিটমার জ্যাকবস, তিনি জার্মান ফুটবলার।
• ১৯৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুইস গুজমান তিনি পুয়ের্তো রিকান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
• ১৯৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইভো জোসিপ ভিক, তিনি ক্রোয়েশীয় আইনজীবী, আইনজ্ঞ, রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট।
• ১৯৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যানিয়েল স্টার্ন, তিনি আমেরিকান অভিনেতা ও পরিচালক।
• ১৯৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আই ওয়েই ওয়েই, তিনি চীনা ভাস্কর ও সামজকর্মী।
• ১৯৫৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্কট হ্যামিল্টন, তিনি আমেরিকান ফিগার স্কেটার।
• ১৯৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রায়ান থম্পসন, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৬১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেনিফার কুলিজ, তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড ফিঞ্চার, তিনি আমেরিকান পরিচালক ও প্রযোজক।
• ১৯৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কাজ লিও জোহানেসেন, তিনি ফারোইজ ফুটবলার ও রাজনীতিবিদ।
• ১৯৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সাতোশি তাজিরি, তিনি জাপানি ভিডিও গেম ডিজাইনার।
• ১৯৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আমান্ডা ট্যাপিং, তিনি ব্রিটিশ বংশোদ্ভূত কানাডিয়ান অভিনেত্রী ও পরিচালক।
• ১৯৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শানাইয়া টোয়েইন, তিনি কানাডিয়ান গায়িকা ও গীতিকার।
• ১৯৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিলি বয়েড, তিনি স্কটিশ অভিনেতা ও গায়ক।
• ১৯৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাক ব্ল্যাক, তিনি আমেরিকান অভিনেতা, গায়ক, গিটার ও প্রযোজক।
• ১৯৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেসন প্রিস্টলি, তিনি কানাডিয়ান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
• ১৯৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শেরিল স্যান্ডবার্গ, তিনি আমেরিকান ব্যবসায়িক নির্বাহী।
• ১৯৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যানেট ইভান্স, তিনি আমেরিকান সাবেক সাঁতারু।
• ১৯৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্স্টেন জ্যাঙ্কার, তিনি জার্মান সাবেক ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্লি পোপ, তিনি কানাডিয়ান অভিনেত্রী ও প্রযোজক।
• ১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যানিয়েল গাইগ্যাক্স, তিনি সুইস সাবেক ফুটবলার।
• ১৯৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন থিয়াগো মোত্তা, তিনি ব্রাজিলের বংশোদ্ভূত ইতালীয় ফুটবলার।
• ১৯৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিওন রিমস, তিনি আমেরিকান গায়িকা, গীতিকার ও অভিনেত্রী।
• ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিলি শোয়ার্জকফ, তিনি জার্মান হেপ্টাথলিট।
• ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিপারামাদু লাসিথ মালিঙ্গা, তিনি শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার।
• ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেজেটিল জানসরুদ, তিনি নরওয়েজিয়ান স্কিয়ার।
• ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেফ গ্রিন, তিনি আমেরিকান বাস্কেটবল খেলোয়াড়।
• ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্মি হ্যামার, তিনি আমেরিকান অভিনেতা।
• ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্লোরেন্স ওয়েলচ, তিনি ইংরেজি গায়ক ও গীতিকার।
• ১৯৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেসার আসপিলিকুয়েতা, তিনি স্পেনীয় সাবেক ফুটবলার।
• ১৯৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভ্যাল্টেরি বোটাস, তিনি ফিনিশ রেস কার ড্রাইভার।
• ১৯৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেটি ফিন্ডলে, তিনি কানাডিয়ান অভিনেতা।
• ১৯৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বোজান ক্রকিক, তিনি স্প্যানিশ ফুটবলার।
• ১৯৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্দ্রেজা পেজিক, তিনি বসনিয়ান মডেল।
• ১৯৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিসম্যাক বিয়োম্বো, তিনি কঙ্গোলিজ বাস্কেটবল খেলোয়াড়।
• ১৯৯৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওন্স জাবেউর, তিনি তিউনিসিয়ান টেনিস খেলোয়াড়।
• ২০০৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কোয়াভ্যানজানে ওয়ালিস, তিনি আমেরিকান অভিনেত্রী।

• ০৩৮৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ম্যাগনাস ম্যাক্সিমাস, তিনি ছিলেন রোমান সম্রাট।
• ০৪৩০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আউরেলিয়ুস আউগুস্তিনুস, তিনি ছিলেন আলজেরিয়ান বিশপ, ধর্মতত্ত্ববিদ ও সাধু।
• ০৪৭৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওরেস্টেস, তিনি ছিলেন রোমান জেনারেল ও রাজনীতিবিদ।
• ০৬৩২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফাতিমা বিনতে মোহাম্মদ (রাঃ), তিনি ছিলেন হযরত মোহাম্মদ (সাঃ) এর কন্যা।
• ০৭৭০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কোকেন, তিনি ছিলেন জাপানের সম্রাট।
• ০৮৭৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লুই জার্মান, তিনি ছিলেন ফরাসী রাজা।
• ১৪৮১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পঞ্চম আফনসো, তিনি ছিলেন পর্তুগালের রাজা।
• ১৬৪৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হুগো গ্রোশিয়াস, তিনি ছিলেন ডাচ নাট্যকার, দার্শনিক ও আইনজ্ঞ।
• ১৬৫৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যাক্সেল অক্সেনস্টিয়ারনা, তিনি ছিলেন সুইডিশ আইনজীবী ও রাজনীতিবিদ।
• ১৬৬৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এলিসাবেটা সিরানি, তিনি ছিলেন ইতালীয় চিত্রশিল্পী।
• ১৭৫৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডেভিড হার্টলি, তিনি ছিলেন ইংরেজ মনোবিজ্ঞানী ও দার্শনিক।
• ১৭৮৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জুনিপেরো সেরা, তিনি ছিলেন স্প্যানিশ যাজক ও ধর্মপ্রচারক।
• ১৮১৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জিন ব্যাপটিস্ট পয়েন্ট ডু সাবল, তিনি ছিলেন আমেরিকান পশম ব্যবসায়ী ও শিকাগো প্রতিষ্ঠা করেন।
• ১৮৩৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম স্মিথ, তিনি ছিলেন ইংরেজ ভূবিজ্ঞানী ও প্রকৌশলী।
• ১৯০০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হেনরি সিডগউইক, তিনি ছিলেন ইংরেজ অর্থনীতিবিদ ও দার্শনিক।
• ১৯০৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রেডরিক ল ওলমস্টেড, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও স্থপতি।
• ১৯১৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যাডলফ স্মাল, তিনি ছিলেন অস্ট্রীয় সাইক্লিস্ট।
• ১৯৪৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন তৃতীয় বরিস, তিনি ছিলেন বুলগেরিয়া রাজা।
• ১৯৫৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এমমেট টিল, তিনি ছিলেন আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান অপহরণ ও লিঞ্চিংয়ের শিকার।
• ১৯৫৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বোহুস্লাভ মার্টিনি, তিনি ছিলেন চেক বংশোদ্ভূত আমেরিকান সুরকার ও শিক্ষাবিদ।
• ১৯৭৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট শ, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা, চিত্রনাট্যকার ও লেখক।
• ১৯৮১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বেলা গুটম্যান, তিনি ছিলেন হাঙ্গেরিয়ান ফুটবলার, কোচ ও ম্যানেজার।
• ১৯৮৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মুহাম্মদ নজিব, তিনি ছিলেন মিশরীয় জেনারেল, রাজনীতিবিদ ও প্রথম রাষ্ট্রপতি।
• ১৯৮৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রুথ গর্ডন, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও চিত্রনাট্যকার।
• ১৯৮৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন হুস্টন, তিনি ছিলেন আইরিশ অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯৯৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মাইকেল এন্ডে, তিনি ছিলেন জার্মান বিজ্ঞানী ও লেখক।
• ১৯৮৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন হুস্টন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
• ২০০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মেলভিন শোয়ার্জ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ।
• ২০০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আন্তোনিও পুয়েরটা, তিনি ছিলেন স্প্যানিশ ফুটবলার।
• ২০০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মিয়োশি উমেকি, তিনি ছিলেন জাপানি বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী।
• ২০০৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফিল হিল, তিনি ছিলেন আমেরিকান রেস কার ড্রাইভার।
• ২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন শুলামিথ ফায়ারস্টোন, তিনি ছিলেন কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান কর্মী ও লেখক।
• ২০১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জুয়ান গ্যাব্রিয়েল, তিনি ছিলেন মেক্সিকান গায়ক ও গীতিকার।
• ২০১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন শহীদ কাদরী, তিনি ছিলেন বাংলাদেশের একজন কবি ও লেখক।
• ২০১৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মিরিলি ডার্ক, তিনি ছিলেন ফরাসি অভিনেত্রী ও মডেল।
• ২০২০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চ্যাডউইক বোজম্যান, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও নাট্যকার।

#২৮_আগস্টের_আজকের_দিনে

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
২৮ আগস্টের এই দিনে
২৮ আগস্টের এই দিনে• ১১৮৯ সালে এই দিনে
User Rating: 4.88 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image