Skip to content
Latest
World Toilet Day Importance and Global AwarenessInternational Students Day A Tribute to Youth and EducationInternational Day for Tolerance Understanding the Power of AcceptanceDay of the Imprisoned Writer Honoring Freedom of Expression and the Fight for JusticeWorld Diabetes Day Understanding Its Significance and Ways to Support the Cause

২৩ ডিসেম্বরের এই দিনে

২৩ ডিসেম্বরের এই দিনে

Altaf Mahmud

• ১৬০৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সম্রাট তিয়ানকী, তিনি ছিলেন চীনা সম্রাট।
• ১৭৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড আর্করাইট, তিনি ছিলেন ইংরেজ ব্যবসায়ী, আবিষ্কারকের, ওয়াটার ফ্রেম ও স্পিনিং ফ্রেম উদ্ভাবিত।
• ১৭৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন জে, তিনি ছিলেন আমেরিকান বিচারক, রাজনীতিবিদ ও প্রথম প্রধান বিচারপতি।
• ১৭৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রথম ফ্রেডেরিক অগাস্টাস, তিনি ছিলেন স্যাক্সনির রাজা।
• ১৭৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রথম আলেকজান্ডার, তিনি ছিলেন রাশিয়ার রাজা।
• ১৭৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিন-ফ্রাঙ্কো চ্যাম্পোলিয়ন, তিনি ছিলেন ফরাসি ভাষাবিজ্ঞানী, প্রাচ্যবিদ ও পণ্ডিত।
• ১৭৯৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দোস্ত মুহাম্মদ খান, তিনি ছিলেন আফগানিস্তানের আমির ও বারাকজাই রাজবংশের প্রতিষ্ঠাতা।
• ১৮০৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চার্লস অগাস্টিন সাইনট-বিউভ, তিনি ছিলেন ফরাসি লেখক, সমালোচক ও শিক্ষাবিদ।
• ১৮১০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যাডওয়ার্ড ব্লাইদ, তিনি ছিলেন ইংরেজ প্রাণীবিজ্ঞানী।
• ১৮৯৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্থার জিলিগান, তিনি ছিলেন ইংরেজ ক্রিকেটার।
• ১৮৯৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিউসেপ টমাসি ডি ল্যাম্পেডুস, তিনি ছিলেন ইতালিয় লেফটেন্যান্ট ও লেখক।
• ১৯০২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলে চৌধুরী চরণ সিং, তিনি ছিলেন ভারতীয় আইনজীবী, রাজনীতিক ও ৫ম প্রধানমন্ত্রী।
• ১৯১০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ট মেয়ের, তিনি ছিলেন জার্মান জেনারেল।
• ১৯১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নীলস কাজ জার্নি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত ডেনিশ চিকিৎসক ও ইমিউনোলজিস্ট।
• ১৯১৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডিনো রিসি, তিনি ছিলেন ইতালির পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেলমুট হেনরিচ ওয়াল্ডেমার স্মিত, তিনি ছিলেন জার্মান সৈনিক, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ৫তম চ্যান্সেলর।
• ১৯২০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সাহেবজাদা ইয়াকুব খান, তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের গভর্নর।
• ১৯২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিয়ের‌ বেরেগোভোয়া, তিনি ছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিলেন।
• ১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চেট বেকার, তিনি ছিলেন আমেরিকান জ্যাজ ট্রাম্পেট প্লেয়ার, ফ্লুগেলহর্ন প্লেয়ার ও গায়ক।
• ১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলতাফ মাহমুদ, তিনি ছিলেন বাংলাদেশী সুরকার, সাংস্কৃতিক কর্মী ও স্বাধীনতা যুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধা।
• ১৯৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সম্রাট আকিহিতো, তিনি জাপানের সম্রাট।
• ১৯৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট ইলিয়ট কান, তিনি আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী, প্রকৌশলী, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ও ইন্টারনেট প্রোটোকল উদ্ভাবন করেছেন।
• ১৯৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মামনুন হুসাইন, তিনি পাকিস্তান ব্যবসায়ী, রাজনীতিক ও ১২তম রাষ্ট্রপতি।
• ১৯৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রানী সিলভিয়া, তিনি সুইডেনের রানী।
• ১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যাডলি মনসুর, তিনি মিশরীয় আইনজীবী, বিচারক ও রাজনীতিবিদ।
• ১৯৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিসেন্তে দেল বস্ক, তিনি স্প্যানিশ সাবেক ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৫২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মুহাম্মদ জাফর ইকবাল, তিনি বাংলাদেশী লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ।
• ১৯৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিশেল আলবার্তো, তিনি ইতালীয় রেস গাড়ি চালক।
• ১৯৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভ মুরায়, তিনি ইংরেজ গিটার ও গান লেখক।
• ১৯৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টিফান ওয়াল্টার হেল, তিনি নোবেল পুরস্কার বিজয়ী রোমানিয়ান বংশোদ্ভূত জার্মান পদার্থবিদ ও রসায়নবিদ।
• ১৯৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডি ওয়েডার, তিনি আমেরিকান গায়ক, গীতিকার ও গিটারবাদী।
• ১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্লা ব্রুনি, তিনি ইতালি বংশোদ্ভূত ফরাসি গায়িকা, গান লেখক ও মডেল।
• ১৯৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যানুয়েল রিভার-অরটিজ, তিনি পুয়ের্তো রিকেন বংশোদ্ভূত আমেরিকান ফটোগ্রাফার।
• ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেনি মিলার, তিনি স্কটিশ ফুটবল।
• ২০০২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফিন ওল্ফহার্ড, তিনি কানাডিয়ান অভিনেতা।

• ০৪৮৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হুনরিক, তিনি ছিলেন ভান্ডালের রাজা।
• ০৬৭৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় ডাগবেরট, তিনি ছিলেন ফ্র্যাঙ্কিশের রাজা।
• ০৯১৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম কনরাড, তিনি ছিলেন পূর্ব ফ্রানসিয়ার রাজা।
• ০৯৪০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আবুল আব্বাস মুহাম্মদ ইবনে জাফর আল মুকতাদির, তিনি ছিলেন ২০তম আব্বাসীয় খলিফা।
• ১৭৬৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যান্টোনি ফ্রাঙ্কোস প্রভোস্ট, তিনি ছিলেন ফরাসি ঔপন্যাসিক ও অনুবাদক।
• ১৭৮৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন শার্ল-মিশেল দ্য লেপে, তিনি ছিলেন ফরাসি যাজক ও শিক্ষিকা।
• ১৮৩৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টমাস রবার্ট ম্যালথাস, তিনি ছিলেন ইংরেজ অর্থনীতিবিদ ও জনমিতিবিদ।
• ১৯৩৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এন্থনি ফকার, তিনি ছিলেন ইন্দোনেশিয়ার জন্মগ্রহণকারী ডাচ পাইলট ও প্রকৌশলী।
• ১৯৪৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জাপানের হিদেকি তোজো, তিনি ছিলেন জাপানি জেনারেল, রাজনীতিবিদ ও ৪০তম প্রধানমন্ত্রী।
• ১৯৫৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ল্যাভেন্টিয়ি বেরিয়া, তিনি ছিলেন জর্জিয়ার বংশোদ্ভূত রাশিয়ান জেনারেল ও রাজনীতিবিদ।
• ১৯৭২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আন্দ্রেই টুপলেভ, তিনি ছিলেন রাশিয়ান প্রকৌশলী টুপলেভ টিইউ-৯৫ ও টুপলেভ টিইউ-১০৪ ডিজাইন।
• ১৯৮৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোয়ান লিন্ডসে, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান লেখক।
• ২০০০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নূর জীহান, তিনি ছিলেন পাকিস্তানী গায়িকা আও অভিনেত্রী।
• ২০০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পি ভি নরসিমা রাও, তিনি ছিলেন ভারতের নবম প্রধানমন্ত্রী।
• ২০০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম ফ্রান্সিস গণন, জুনিয়র, তিনি ছিলেন আমেরিকান ফিজিওলজিস্ট ও শিক্ষাবিদ।
• ২০০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অস্কার পিটারসন, তিনি ছিলেন কানাডিয়ান পিয়ানোবাদী ও সুরকার।
• ২০১১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আব্দুর রাজ্জাক (রাজনীতিবিদ), তিনি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত ছাত্রনেতা, মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী।
• ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মিখাইল কালাশনিকভ, তিনি ছিলেন রাশিয়ান জেনারেল, অস্ত্র ডিজাইনার ও একে-৪৭-এর উদ্ভাবক।
• ২০১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যালফ্রেড জি গিলম্যান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ফার্মাকোলজিস্ট ও জীববিজ্ঞানী।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
২৩ ডিসেম্বরের এই দিনে
২৩ ডিসেম্বরের এই দিনে• ১৬০৫ সালে এই দি
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image