Skip to content
Latest
World Toilet Day Importance and Global AwarenessInternational Students Day A Tribute to Youth and EducationInternational Day for Tolerance Understanding the Power of AcceptanceDay of the Imprisoned Writer Honoring Freedom of Expression and the Fight for JusticeWorld Diabetes Day Understanding Its Significance and Ways to Support the Cause

২২ জানুয়ারির এই দিনে

২২ জানুয়ারির এই দিনে

Ibn Taymiyyah

• ১৭৬০ সালে এই দিনে ভারতে অধিকার নিয়ে ইংরেজ ও ফরাসিদের মধ্যে ওয়ান্ডিসে যুদ্ধ শুরু হয়।
• ১৭৭১ সালে এই দিনে ফকল্যাণ্ড দ্বীপপুঞ্জ ইংল্যান্ডের হাতে ছেড়ে দিতে স্পেনের সম্মতি।
• ১৯০৫ সালে এই দিনে রাশিয়ার ঐতিহাসিক রক্তাক্ত রবিবারের ঘটনায় সেন্ট পিটার্সবুর্গে এক লক্ষ বিশ হাজার শ্রমিক কর্মচারী শীতপ্রাসাদ অভিমুখে মিছিল করলে নির্বিচারে গুলি চালনায় বহু শ্রমিক নিহত হয়।
• ১৯২৭ সালে এই দিনে প্রথমবারের মতো বেতারে ফুটবল খেলার ধারাবিবরণী প্রচার।
• ১৯৭২ সালে এই দিনে বাংলাদেশকে স্বীকৃতি দেয় যুগোস্লাভিয়া।
• ১৯৭৩ সালে এই দিনে নাইজেরিয়ায় যাত্রীবাহী বিমান ৭০৭ বিধ্বস্ত হলে ১৭৬ জন আরোহীর সবাই প্রাণ হারায়।
• ১৯৮৭ সালে এই দিনে ফিলিপাইনের সেনাবাহিনী ১৫ হাজার বিক্ষোভকারীর ওপর গুলি চালালে ১৩ জন নিহত হয়।
• ১৯৯১ সালে এই দিনে উপসাগরীয় যুদ্ধে ইরাক কুয়েতের আল ওয়াফবার তেল খনি জ্বালিয়ে দেয়।
• ১৯৯৮ সালে এই দিনে হোয়াইট হাউসে মধ্য-প্রাচ্য শান্তি প্রক্রিয়া বাঁচানোর ব্যাপার নিয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিটন এবং পি এলও-এর প্রয়াত চেয়ারম্যান ইয়াসের আরাফাতের মধ্যে প্রথমবার বৈঠক অনুষ্ঠিত হয়।
• ১৯৯৯ সালে এই দিনে দীর্ঘ ২১ বছর পর পাকিস্তানি ক্রিকেট দলের ভারত সফর শুরু হয়।

• ০৮২৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মোনটোকু, তিনি ছিলেন জাপানি সম্রাট।
• ১২৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তাকিউদ্দিন আহমদ ইবনে তাইমিয়া, তিনি ছিলেন সিরিয়ার সালাফি ইসলামি পন্ডিত, দার্শনিক, ধর্মতাত্ত্বিক ও যুক্তিবিদ।
• ১৪৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তৃতীয় ইভান, তিনি ছিলেন মস্কো ও রাশিয়ার গ্র্যান্ড প্রিন্স
• ১৫৫২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়াল্টার রালেইজ, তিনি ছিলেন ইংরেজ কবি, সৈনিক ও অনুসন্ধানকারী।
• ১৫৬১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রান্সিস বেকন, তিনি ছিলেন ইংরেজ দার্শনিক, রাজনীতিবিদ, ইংল্যান্ড ও ওয়েলসের অ্যাটর্নি জেনারেল।
• ১৫৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন ডন, তিনি ছিলেন ইংরেজ কবি।
• ১৫৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিয়ের গাসঁদি, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও দার্শনিক।
• ১৬৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্যাপ্টেন উইলিয়াম কিড, তিনি ছিলেন স্কটিশ নাবিক ও জলদস্যু শিকারী।
• ১৭২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গটহোল্ড ইফ্রয়িম লেসিং, তিনি ছিলেন জার্মান দার্শনিক ও লেখক।
• ১৭৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ গর্ডন বায়রন, তিনি ছিলেন ইংরেজি কবি ও নাট্যকার।
• ১৮৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আগস্ট স্ট্রান্ডবার্গ, তিনি ছিলেন সুইডিশ ঔপন্যাসিক, কবি ও নাট্যকার।
• ১৮৫৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিয়াট্রিস ওয়েব, তিনি ছিলেন ইংরেজ সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ, সমাজতন্ত্রী শ্রমিক ইতিহাসবিদ ও সমাজসংস্কারক।
• ১৮৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড লিউয়েলিন ওয়ার্ক গ্রিফিথ, তিনি ছিলেন আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৮৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রান্সিস পিকিবিয়া, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী ও কবি।
• ১৮৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যান্টোনিও গ্রামসচি, তিনি ছিলেন ইতালীয় দার্শনিক ও রাজনীতিবিদ।
• ১৮৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দিলীপকুমার রায়, তিনি ছিলেন ভারতীয় বাঙালি সংগীতশিল্পী, সঙ্গীতজ্ঞ, উপন্যাসিক, কবি ও প্রবন্ধক।
• ১৮৯৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সের্গেই আইজেনস্টাইন, তিনি ছিলেন রাশিয়ান পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯০৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ বালাঁচাইন, রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার, পরিচালক ও 'নিউ ইয়র্ক সিটি ব্যালেট' এর সহ-প্রতিষ্ঠাতা।
• ১৯০৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট এর্ভিন হাওয়ার্ড, তিনি ছিলেন আমেরিকান লেখক ও কবি।
• ১৯০৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডিক্সি ডিন, তিনি ছিলেন ইংরেজ ফুটবলার।
• ১৯০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ল্যেভ দাভিদোভিচ লান্দাউ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ।
• ১৯০৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইউ থান্ট, তিনি ছিলেন বার্মিজ শিক্ষক, কূটনীতিক ও জাতিসংঘের তৃতীয় মহাসচিব।
• ১৯১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেউনো ক্রেইস্কি, তিনি ছিলেন অস্ট্রিয়ানের আইনজীবী, রাজনীতিবিদ ও ২২ নং চ্যান্সেলর।
• ১৯১৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হরিলাল উপাধ্যায়, তিনি ছিলেন ভারতীয় লেখক, কবি ও জ্যোতিষী।
• ১৯২০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলফ রামসে, তিনি ছিলেন ইংরেজ ফুটবলার ও কোচ।
• ১৯৩১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্যাম কুকি, তিনি ছিলেন আমেরিকান গায়ক ও গীতিকার।
• ১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওং তিং ছয়ং, তিনি ছিলেন সিঙ্গাপুরের স্থপতি, রাজনীতিবিদ ও ৫ম রাষ্ট্রপতি।
• ১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালান জে হিগার, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।
• ১৯৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলতেয়ার, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার।
• ১৯৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন হার্ট, তিনি ইংরেজ অভিনেতা ও গায়ক।
• ১৯৫৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিম জার্মুস, তিনি আমেরিকান পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিজান জয়নাল আবেদিন, তিনি মালয়েশিয়ার টেরেঙ্গানু এর ১৭তম সুলতান।
• ১৯৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডায়ান লেন, তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রাঙ্ক লেবোইউফ, তিনি ফরাসি সাবেক ফুটবলার, ক্রীড়াবিদ ও অভিনেতা।
• ১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রোগেরিও চেনি, তিনি ব্রাজিলিয়ান সাবেক ফুটবলার।
• ১৯৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোসেফ মাস্কাট, তিনি মাল্টা সাংবাদিক, রাজনীতিবিদ ও ১৩তম প্রধানমন্ত্রী।
• ১৯৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হিদেতোশি নাকাতা, তিনি জাপানী ফুটবলার।
• ১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জনাথন উডগাটে, তিনি ইংরেজ ফুটবলার।
• ১৯৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্যাব্রিসিও কলোচ্চিনি, তিনি আর্জেন্টিনীয় ফুটবলার।
• ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মোহাম্মদ সিসোকো, তিনি মালি ফুটবলার।
• ১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শেন লং, তিনি আইরিশ ফুটবলার।
• ১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্সেল শ্মেলজার, তিনি জার্মান ফুটবলার।
• ১৯৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলিজ করনেট, তিনি ফরাসি টেনিস খেলোয়াড়।
• ১৯৯৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিও হরিয়ানটো, তিনি ইন্দোনেশিয়ান রেস্ গাড়ী চালক।

• ১১৮৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় ফার্দিনান্দ, তিনি ছিলেন লিয়ন ও গালিসিয়ার রাজা।
• ১৬৬৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন শাহবুদ্দিন মুহাম্মদ শাহ জাহান, তিনি ছিলেন পঞ্চম মোঘল সম্রাট।
• ১৮৪০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোহান ফ্রেডেরিক ব্লুমেনব্যাচ, তিনি ছিলেন জার্মান চিকিৎসক, ফিজিওলজিস্ট ও নৃবিজ্ঞানী।
• ১৯০০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডেভিট এ্যাডওয়ার্ড হিউজ, তিনি ছিলেন টেলিপ্রিন্টার ও মাইক্রোফেনের উদ্ভাবক।
• ১৯০১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভিক্টোরিয়া, তিনি ছিলেন যুক্তরাজ্য রানী।
• ১৯২২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রেডরিক ব্যাজের, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী তিনি ছিলেন ডেনিশ রাজনীতিবিদ।
• ১৯২২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্যামিল জর্দান, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ ও অধ্যাপক।
• ১৯২৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্যানি বুলক ওয়ার্কম্যান, তিনি ছিলেন আমেরিকান ভূগোলবিদ ও পর্বত আরোহী।
• ১৯৪৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এলাস লস্কের-শিউলার, তিনি ছিলেন জার্মান কবি ও নাট্যকার।
• ১৯৫৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মাইক হাথর্ন, তিনি ছিলেন ইংরেজ রেস্ গাড়ী চালক।
• ১৯৯৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টেলয় সাভালাস, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ১৯৭৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লিন্ডন বি. জনসন, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৬তম রাষ্ট্রপতি।
• ১৯৭৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হার্বার্ট সাটক্লিফ, তিনি ছিলেন ইংরেজ ক্রিকেটার ও সৈনিক।
• ১৯৭৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলী হাসান সালামা, তিনি ছিলেন ফিলিস্তিনি বিদ্রোহী নেতা।
• ১৯৮২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এদুয়ার্দো ফ্রেই মোন্তাল্বা, তিনি ছিলেন চিলির আইনজীবী, রাজনীতিবিদ ও ২৪তম প্রেসিডেন্ট।
• ২০০৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট গারি, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ২০০৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হিথ লেজার, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান অভিনেতা ও পরিচালক।
• ২০১০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বেটি উইলসন, তিনি ছিলেন অস্ট্রেলীয় মহিলা ক্রিকেটার।
• ২০১০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জিন সিমন্স, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী।
• ২০১৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, তিনি ছিলেন বাংলাদেশের একজন সঙ্গীত ব্যক্তিত্ব যিনি একাধারে গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
২২ জানুয়ারির এই দিনে
২২ জানুয়ারির এই দিনে• ১৭৬০ সালে এই দিন
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image