Skip to content
Latest
International Day for Tolerance Understanding the Power of AcceptanceDay of the Imprisoned Writer Honoring Freedom of Expression and the Fight for JusticeWorld Diabetes Day Understanding Its Significance and Ways to Support the CauseWorld Kindness Day Inspiring Compassion and Connection WorldwideWorld Pneumonia Day Raising Awareness for Global Health

১২ জুলাইয়ের এই দিনে

১২ জুলাইয়ের এই দিনে


• ০৭১১ সালে এই দিনে তারেক বিন যিয়াদ তার বিশাল সেনাবাহিনী নিয়ে স্পেনে প্রবেশ করে।
• ১০৯৬ সালে এই দিনে পিটার দি হারমিট এর অধীনস্থ একদল ক্রুসেডার বুলগেরীয়ার সোফিয়ায় পৌছায়। তারা এখানে আর একটি দলের সাথে যোগ দিয়ে কন্সটান্টিনোপলের (ইস্তানবুল) দিকে রওনা দেয়।
• ১১০৯ সালে এই দিনে ক্রুসেডাররা ত্রিপোলি নগরী দখল করে।
• ১৫৭৬ সালে এই দিনে হোসেন কুলি খান বাংলার শাসক নিযুক্ত হন।
• ১৬৭৪ সালে এই দিনে শিবাজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মৈত্রী চুক্তি করেন।
• ১৯২০ সালে এই দিনে কাজী নজরুল ইসলাম ও কমরেড মুজফ্‌ফর আহমদের যুগ্মসম্পাদনায় নবযুগ পত্রিকা প্রকাশিত হয়।
• ১৯৪০ সালে এই দিনে ব্রিটেনের নৌ-বাহিনী আলজেরিয়ার ক্যাবিয়ে পোতাশ্রয়ে ভিড় করে বেশ কয়েকটি জাহাজ ডুবিয়ে দেয়।
• ১৯৪১ সালে এই দিনে মস্কোতে ইঙ্গ-রুশ চুক্তি স্বাক্ষর।
• ১৯৪১ সালে এই দিনে মস্কোতে প্রথমবারের মতো জার্মান বাহিনী বোমা বর্ষণ করে।
• ১৯৭২ সালে এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় তাঞ্জানিয়া।
• ১৯৯১ সালে এই দিনে সকালে হংকংএর ছিডে বিমান বন্দরে হংকং এর ইতিহাসে সবচেয়ে বড় টাকা ছিনতাই ঘটনা ঘটে।
• ১৯৯৩ সালে এই দিনে জাপানের উত্তরাঞ্চলের ৭.৮ মাত্রার এক ভূমিকম্পে ১৯৬ জন মারা যান।
• ১৯৯৮ সালে এই দিনে ফ্রান্সের প্যারিসে ফুটবল বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়, সেই খেলায় ফ্রান্স ব্রাজিলকে ৩-০ গোলে পরাজিত করে।

• ০১০০ খ্রিস্টপূর্বাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুলিয়াস সিজার, তিনি ছিলেন রোমিয় রাজনীতিবিদ ও সেনাপতি।
• ১৫৯৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রথম মাইকেল, তিনি ছিলেন রাশিয়ান সম্রাট।
• ১৮১৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্লাউড বার্নার্ড, তিনি ছিলেন ফ্রেঞ্চের ফিজিওলজিস্ট ও শিক্ষাবিদ।
• ১৮১৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেনরি ডেভিড থরো, তিনি ছিলেন আমেরিকান প্রবন্ধক, কবি ও দার্শনিক।
• ১৮২৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইগেন বোউডিন, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী।
• ১৮৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ, বাঙালি সংস্কৃত পণ্ডিত, চিন্তাবিদ, সাংবাদিক ও জনপ্রিয় জীবনীগ্রন্থের প্রণেতা।
• ১৮৫২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হিপোলিটি ইরিওয়োজেন, তিনি ছিলেন আর্জেন্টিনার আইনজীবী, রাজনীতিবিদ ও ১৯তম প্রেসিডেন্ট।
• ১৮৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ ইস্টম্যান, তিনি ছিলেন আমেরিকান উদ্ভাবক ও ব্যাবসায়িক উদ্যোক্তা।
• ১৮৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টিফান জর্জ, তিনি ছিলেন জার্মান কবি ও অনুবাদক।
• ১৮৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এমিল হাচ্হা, তিনি ছিলেন চেকোস্লোভাকিয়ার আইনজীবী, রাজনীতিবিদ ও তৃতীয় রাষ্ট্রপতি।
• ১৮৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাক্স জ্যাকব, তিনি ছিলেন ফরাসি কবি, চিত্রশিল্পী ও সমালোচক।
• ১৮৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুই বি. মেয়ার, তিনি ছিলেন রাশিয়ান বংশোদ্ভূত জন্মগ্রহণকারী আমেরিকান চলচ্চিত্র নির্মাতা ও মেট্রো-গোল্ডওয়াইন-মেয়ার সহ প্রতিষ্ঠাতা।
• ১৮৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আমেদো মোডিগ্লিয়ানি, তিনি ছিলেন ইটালিয়ান চিত্রশিল্পী ও ভাস্কর্য।
• ১৮৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বাকমিন্স্টার ফুলার, তিনি ছিলেন আমেরিকান স্থপতি, প্রকৌশলী, লেখক, নকশাকারক, ভবিষ্যত দ্রষ্টা, উদ্ভাবক ও দূরদর্শী।
• ১৯০৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পাবলো নেরুদা, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী চিলির কবি।
• ১৯১৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিস ইউজিন ল্যাম্ব, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিজ্ঞানী।
• ১৯২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলিয়াস জেমস কোরি, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।
• ১৯৩৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সাতোশি ওমুরা, তিনি নোবেল পুরস্কার বিজয়ী জাপানী জৈব-রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী।
• ১৯৩৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিওনেল জস্প্যাঁ, তিনি ফ্রান্সের ১৬৫তম প্রধানমন্ত্রী।
• ১৯৩৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিল কোসবি, তিনি আমেরিকান অভিনেতা, কমেডিয়ান, প্রযোজক ও স্ক্রিনধারক।
• ১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড সিমন্স, তিনি আমেরিকান ফিটনেস ট্রেইনার ও অভিনেতা।
• ১৯৫২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইরিনা বোকোভা, তিনি বুলগেরীয় রাজনীতিবিদ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী।
• ১৯৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সঞ্জয় মাঞ্জরেকার, তিনি ভারতীয় সাবেক ক্রিকেটার।
• ১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন পেট্ররুচি, তিনি আমেরিকান গায়ক, গীতিকার ও গিটারিস্ট।
• ১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস্টিয়ান ভিয়েরি, তিনি ইতালীয় ফুটবলার।
• ১৯৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শ্যারন ডেন আদেল, তিনি ডাচ গায়িকা ও গীতিকার।
• ১৯৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রক এডোয়ার্ড লেসনার, তিনি আমেরিকান পেশাদার কুস্তিগীর।
• ১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টোফার গ্রেস, তিনি মার্কিন অভিনেতা ও চিত্রনাট্যকার।
• ১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিশেল রদ্রিগেজ, তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যান্টোনিও কাসানো, তিনি ইতালীয় ফুটবলার।
• ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সামি জেইন, তিনি কানাডিয়ান পেশাদার কুস্তিগীর।
• ১৯৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেমস রদ্রিগেজ, তিনি কলম্বিয়ান ফুটবলার।
• ১৯৯৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিউক শ, তিনি ইংরেজ ফুটবলার।
• ১৯৯৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্ডান রোমেরো, তিনি মার্কিন বালক যে এ যাবৎকালের সর্বকনিষ্ঠ এভারেস্ট বিজয়ী।
• ১৯৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মালালা ইউসুফজাই, তিনি নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানি শিক্ষা আন্দোলনকর্মী।

• ১৪৮৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বাহলুল খান লোদি, তিনি ছিলেন দিল্লি সালতানাতের শেষ রাজবংশ লোদি রাজবংশের প্রতিষ্ঠাতা।
• ১৫৩৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দেসিডেরিউস এরাস্মুস, তিনি ছিলেন ডাচ যাজক ও দার্শনিক।
• ১৬৪৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম মাইকেল, তিনি ছিলেন রাশিয়ান সম্রাট।
• ১৬৮২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জেয়ান পিকারড, তিনি ছিলেন ফরাসি জ্যোতির্বিজ্ঞানী।
• ১৭১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রিচার্ড ক্রমওয়েল, তিনি ছিলেন ইংরেজ রাজনীতিবিদ ও শিক্ষাবিদ।
• ১৮০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আমেরিকান জেনারেল আলেকজান্ডার হ্যামিল্টন, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ।
• ১৮৪৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হেনরিক ওয়েরগেলান্ড, তিনি ছিলেন নরওয়েজিয়ান ভাষাতত্ত্ববিদ, কবি ও নাট্যকার।
• ১৮৫৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পাভেল নাখিমভ, তিনি ছিলেন রাশিয়ান অ্যাডমিরাল।
• ১৯১০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চার্লস রোলস, তিনি ছিলেন ইংরেজ প্রকৌশলী ও ব্যবসায়ী।
• ১৯২৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গার্ট্রড বেল, তিনি ছিলেন ইংরেজ প্রত্নতত্ত্ববিদ ও গুপ্তচর।
• ১৯৩১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নাথান সোডার্বোম, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ আর্কবিশপ।
• ১৯৩৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলফ্রেড ড্রেফাস, তিনি ছিলেন ফরাসি কর্নেল।
• ১৯৪৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডগলাস হাইড, তিনি ছিলেন আয়ারল্যান্ডের পণ্ডিত, রাজনীতিবিদ ও প্রথম রাষ্ট্রপতি।
• ১৯৬৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডি. টি. সুজুকি, তিনি ছিলেন জাপানি দার্শনিক ও লেখক।
• ২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলিমুদ্দিন, তিনি ছিলেন পাকিস্তানী ক্রিকেটার।
• ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অমর গোপাল বসু, তিনি ছিলেন বাঙ্গালী ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সাউন্ড ইঞ্জিনিয়ার ও বিলিয়নিয়ার উদ্যোক্তা।
• ২০১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গোরান হ্যাজিক, তিনি ছিলেন সার্বিয়ান রাজনীতিবিদ।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
১২ জুলাইয়ের এই দিনে
১২ জুলাইয়ের এই দিনে• ০৭১১ সালে এই দিনে
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image