Skip to content
Latest
International Day for Tolerance Understanding the Power of AcceptanceDay of the Imprisoned Writer Honoring Freedom of Expression and the Fight for JusticeWorld Diabetes Day Understanding Its Significance and Ways to Support the CauseWorld Kindness Day Inspiring Compassion and Connection WorldwideWorld Pneumonia Day Raising Awareness for Global Health

৩১ জুলাইয়ের এই দিনে

৩১ জুলাইয়ের এই দিনে


• ১৪৯৮ সালের এই দিনে প্রথম ইউরোপীয় হিসেবে ক্রিস্টোফার কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ আবিষ্কার করেন।
• ১৬৫৮ সালের এই দিনে আওরঙ্গজেব ভারতের মুঘল সম্রাট ঘোষিত হন।
• ১৮০৬ সালের এই দিনে বৃটিশ উপনিবেশবাদীরা দক্ষিণ আফ্রিকার ‘কাপ’ এলাকা দখল করে নেয়।
• ১৮০৭ সালের এই দিনে লর্ড মিন্টো গভর্নর জেনারেল পদে অধিষ্ঠিত হন।
• ১৮৫৬ সালের এই দিনে নিউজিল্যান্ডের শহর ক্রাইস্টচার্চকে সিটি হিসেবে গ্রহণ করা হয়।
• ১৯০৮ সালের এই দিনে স্যার ব্যাডেন পাওয়েল স্কাউট আন্দোলনের সূচনা করেন।
• ১৯২৭ সালের এই দিনে নাগপুরে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়।
• ১৯৫৪ সালের এই দিনে ইতালীয় পর্বতারোহী দল প্রথম হিমালয়ের কে-২ শৃঙ্গে আরোহণ করেন।
• ১৯৭১ সালের এই দিনে এপোলো-১৫ মহাকাশ যান চাঁদে যাবার উদ্দেশ্যে রওনা হয়।
• ১৯৭২ সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ইয়েমেন।
• ১৯৭৩ সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় দক্ষিণ ভিয়েতনাম।
• ১৯৭৮ সালের এই দিনে চট্টগ্রামে এলপি গ্যাস কারখানা উদ্বোধন।
• ১৯৭৮ সালের এই দিনে চীনে শেক্সপিয়ারের রচনাবলীর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
• ১৯৯১ সালের এই দিনে সোভিয়েত-মার্কিন দূরপাল্লার পারমাণবিক অস্ত্রহ্রাস চুক্তি ‘স্টার্ট’ স্বাক্ষরিত হলে দুদেশের মধ্যে বিরাজমান পাঁচ দশক ব্যাপী বিরোধের অবসানে কার্যকর পদক্ষেপ ঘটে।
• ২০০৬ সালের এই দিনে কিউবার নেতা ফিদেল কাস্ত্রো ছোটভাই রাউল কাস্ত্রোর কাছে সাময়িকভাবে ক্ষমতা হস্তান্তর করেন।
• ২০০৭ সালের এই দিনে বাংলাদেশে অর্ধশত বছরের পুরনো খুলনার পিপলস জুট মিল আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয়া হয়।
• ২০১২ সালের এই দিনে মাইকেল ফেলপস ১৯৬৪ সালে লারিসা লাথিনিয়ার গড়া অলিম্পিকের এক আসরে সর্বোচ্চ পুরস্কার বিজয়ের রেকর্ড ভাঙ্গেন।

• ১১১৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিজো, তিনি ছিলেন জাপানের সম্রাট।
• ১৫২৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় ম্যাক্সিমিলান, তিনি ছিলেন রোমান সম্রাট।
• ১৫৯৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেসান্দ্রো আলগার্দি, তিনি ছিলেন ইতালীয় ভাস্কর।
• ১৭০৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গাব্রিয়েল ক্রেমার, তিনি ছিলেন সুইস গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী।
• ১৮০০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রেডরিক ভোলার, তিনি ছিলেন জার্মান রসায়নবিদ ও শিক্ষাবিদ।
• ১৮৮০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মুন্সি প্রেমচাঁদ, তিনি ছিলেন ভারতীয় হিন্দি ও উর্দু ভাষার অন্যতম সফল সাহিত্যিক।
• ১৯১২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম আলফ্রেড বিল ব্রাউন, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার।
• ১৯১২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিল্টন ফ্রিড্ম্যান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ।
• ১৯১৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল ডি. বয়ার, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।
• ১৯২৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হিলারি পুটনাম, তিনি ছিলেন আমেরিকান গণিতবিদ, কম্পিউটার বিজ্ঞানী ও দার্শনিক।
• ১৯৩৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেস নটেবোম, তিনি ডাচ সাংবাদিক, লেখক ও কবি।
• ১৯৪৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট কক্স মার্টন, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ।
• ১৯৪৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড গ্রিফিথস, তিনি ইংরেজ অভিনেতা।
• ১৯৪৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মমতাজ, তিনি ভারতীয় অভিনেত্রী।
• ১৯৫৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইকেল বিয়েহ্ন, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৫৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মনতাজুর রহমান আকবর, তিনি বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯৬২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়েসলি স্নিপেস, তিনি আমেরিকান মার্শাল আর্টিস্ট, অভিনেতা ও প্রযোজক।
• ১৯৬৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জে. কে. রাউলিং, তিনি ইংরেজ লেখক ও হ্যারি পটার সিরিজের লেখিকা।
• ১৯৬৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডীন কেইন, তিনি একজন মার্কিন টিভি অভিনেতা। যিনি সুপারম্যান চরিত্রে অভিনয় করেছন।
• ১৯৭৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়ায়েল আল-সেহরি, তিনি ছিলেন সৌদি আরবের সন্ত্রাসী ও আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট ১১ এর হাইজ্যেকার।
• ১৯৭৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যান্ড্রু জেমস হল, তিনি দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটার।
• ১৯৭৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পাওলো ওয়াঞ্চপে, তিনি কোস্টারিকার সাবেক ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৭৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্লোস মারচেনা, তিনি স্প্যানিশ ফুটবলার।
• ১৯৮২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আনাবেল মদিনা গারিগুইয়েস, তিনি স্প্যানিশ টেনিস খেলোয়াড়।
• ১৯৮৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিক্টোরিয়া ফিওদোরোভনা আজারেঙ্কা, তিনি বেলারুশিয় টেনিস খেলোয়াড়।
• ১৯৯২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কাইল লারসন, তিনি আমেরিকান রেস কার ড্রাইভার।
• ১৯৯৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিল উজি ভার্ট, তিনি আমেরিকান হিপ হপ শিল্পী।

• ০০৫৪ খ্রিস্টপূর্বের এই দিনে মৃত্যুবরণ করেন অরেলিয়া কোটা, তিনি ছিলেন গাইউস জুলিয়াস সিজারের রোমান মা।
• ০৪৫০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন পিটার ক্রাইসোলোগাস, তিনি ছিলেন ইতালীয় বিশপ ও সাধু।
• ১৩৫৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন এতিয়েন মার্সেল, তিনি ছিলেন ফরাসি বিদ্রোহী নেতা।
• ১৭২৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় নিকোলাস বার্নোলি, তিনি ছিলেন সুইস গণিতবিদ ও তাত্ত্বিক।
• ১৭৫০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন পঞ্চম জন, তিনি ছিলেন পর্তুগালের রাজা।
• ১৭৮৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ডেনিস দিদেরট, তিনি ছিলেন ফরাসি দার্শনিক ও সমালোচক।
• ১৮৭৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন অ্যান্ড্রু জনসন, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তদশ রাষ্ট্রপতি।
• ১৮৮৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রান্ৎস লিস্ট, তিনি ছিলেন হাঙ্গেরিয়ান কম্পোজার, পিয়ানো বাদক, শিক্ষক ও একজন সংগীতজ্ঞ।
• ১৯১৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন, তিনি ছিলেন ফরাসি সাংবাদিক ও রাজনীতিবিদ।
• ১৯৪০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন উধাম সিং, তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ মার্ক্সবাদী বিপ্লবী।
• ১৯৪৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন হেডলি ভেরিটি, তিনি ছিলেন পেশাদার ইংরেজ ক্রিকেটার।
• ১৯৪৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আন্টইনে ডে সাইন্ট-এক্সুপেরয়, তিনি ছিলেন ফরাসি পাইলট ও কবি।
• ১৯৭১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন সালাহউদ্দিন মমতাজ, তিনি ছিলেন বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
• ১৯৭২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন বেলজিয়াম পল-হেনরি স্পাক, তিনি ছিলেন বেলজিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও ৪০তম প্রধানমন্ত্রী।
• ১৯৮০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন মোহাম্মদ রফি, তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী।
• ১৯৮১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ওমর তরিজোস, তিনি ছিলেন পানামার স্বৈরশাসক।
• ২০০৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ওয়িম ডুইসেনবেরগ, তিনি ছিলেন ডাচ অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ম প্রেসিডেন্ট।
• ২০০৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ববি রবসন, তিনি ছিলেন ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
• ২০১২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন গোর ভিডাল, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক, লেখক ও চিত্রনাট্যকার।
• ২০১৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন নবারুণ ভট্টাচার্য, তিনি ছিলেন ভারতীয় লেখক।
• ২০১৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রডি পাইপার, তিনি ছিলেন কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান কুস্তিগীর ও অভিনেতা।
• ২০১৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন সিউমার পেপার্ট, তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার গণিতবিদ।
• ২০১৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জান মোরো, তিনি ছিলেন ফরাসি অভিনেত্রী।
• ২০২০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন অ্যালান পার্কার, তিনি ছিলেন ইংরেজি চলচ্চিত্র নির্মাতা।
• ২০২২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ফিদেল ভি. রামোস, তিনি ছিলেন ফিলিপাইনের ১২তম রাষ্ট্রপতি।
• ২০২২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন বিল রাসেল, তিনি ছিলেন এনবিএ হল অফ ফেম প্লেয়ার ও কোচ।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
৩১ জুলাইয়ের এই দিনে
৩১ জুলাইয়ের এই দিনে• ১৪৯৮ সালের এই দিন
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image