Skip to content
Latest
Amanullah Asaduzzaman Inspiring Visionary with Unstoppable Achievements7 Surprising Impacts of Treaty of Versailles5 Surprising Facts About the Aswan DamInternational Typing Day CelebrationTragic Insights on Felani Killing Day Facts

০৮ জুনের এই দিনে

০৮ জুনের এই দিনে

World Oceans Day

• আজ বিশ্ব মহাসাগর দিবস। ও
• আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস।

• ১৬৫৮ সালে এই দিনে পুত্র আওরঙ্গজেব পিতা মোগল সম্রাট শাহজাহানকে ৫ দিন অন্তরীণ রেখে আগ্রা দুর্গ দখল করেন!
• ১৭০০ সালে এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুতানুটির বদলে ক্যালকাটা লেখা শুরু করে।
• ১৮৩০ সালে এই দিনে জার্মান আবিস্কারক কামবোর্জ দিয়াশলাই আবিষ্কার করেন!
• ১৮৫৫ সালে এই দিনে পর্তূগালের রাজধানী লিসবনে এক ভয়াবহ ভূমিকম্প হলে সেখানে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে এবং এর ফলে শহরটির অধিকাংশ স্থাপনা ধ্বংস হয়ে যায়।
• ১৯২৩ সালে এই দিনে বুলগেরিয়ায় ফ্যাসিস্ট বাহিনী ষড়যন্ত্রমূলকভাবে ক্ষমতায় আসে।
• ১৯৩০ সালে এই দিনে রুমানিয়ার রাজা দ্বিতীয় ক্যারালের সিংহাসন পুনর্দখল।
• ১৯৩৮ সালে এই দিনে জাপান চীনে বোমা বর্ষণ শুরু করে। চীনে জাপানের এই বোমা বর্ষণ দশ দিন ধরে অব্যাহত ছিল।
• ১৯৪৮ সালে এই দিনে ভারত-ব্রিটেন আন্তর্জাতিক বিমান চলাচল শুরু।
• ১৯৪৯ সালে এই দিনে শ্যাম দেশের নাম বদলে থাইল্যান্ড রাখা হয়।
• ১৯৫৯ সালে এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে পারমাণবিক শক্তিচালিত প্রথম সাবমেরিন তৈরি করে।
• ১৯৬৮ সালে এই দিনে মার্কিন সিনেটর রবার্ট এফ কেনেডি আর্লিংটনে চিরনিদ্রায় শায়িত হন।
• ১৯৮৮ সালে এই দিনে নাইজেরিয়ায় একনায়ক সানি আবাচারের আকস্মিক মৃত্যুর মধ্য দিয়ে দেশটিতে গণতন্ত্রের পথ উন্মুক্ত।
• ১৯৯০ সালে এই দিনে ৪৪ বছরের মধ্যে চেকোশ্লোভাকিয়ায় প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত। ডাকলাভ হাভেল প্রেসিডেন্ট নির্বাচিত।
• ১৯৯১ সালে এই দিনে পাকিস্তানের ঘোটকিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১০০ লোক নিহত হয়।
• ১৯৯২ সালে এই দিনে ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্যারিসে অবস্থানরত একজন ফিলিস্তিনী নেতাকে হত্যা করে।
• ২০০২ সালে এই দিনে বাংলাদেশ পূর্ব তিমুরকে স্বীকৃতি দেয়।

• ১৬২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিওভান্নি ডোমেনিকো ক্যাসিনি, তিনি ছিলেন ইতালীয় বংশোদ্ভূত ফরাসি গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী।
• ১৬৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টমাসো অ্যালবিনোনি, তিনি ছিলেন ইতালীয় বাওলিন্সবাদী ও সুরকার।
• ১৮১০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট শুমান, তিনি ছিলেন জার্মান সুরকার ও সমালোচক।
• ১৮২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন এভারেট মিলিয়া, তিনি ছিলেন ইংরেজ চিত্রশিল্পী ও অঙ্কনশিল্পী।
• ১৮৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্র্যাংক লয়েড রাইট, তিনি ছিলেন আমেরিকান স্থপতি, ইন্টেরিওর ডিজাইনার, লেখক ও শিক্ষক।
• ১৮৯৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সান্তিয়াগো বার্নাবেই ইয়েস্টে, তিনি ছিলেন স্প্যানিশ ফুটবলার ও ম্যানেজার।
• ১৯০৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্গারেট হেইকেনার, তিনি ছিলেন বেলজিয়ান বংশোদ্ভূত ফরাসি লেখক ও কবি।
• ১৯১৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডঃ ফ্রান্সিস হ্যারি কম্পটন ক্রিক, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিদ, আণবিক জীববিজ্ঞানী ও স্নায়ুবিজ্ঞানী।
• ১৯২১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সুহার্তো, তিনি ছিলেন ইন্দোনেশিয়ার সৈনিক, রাজনীতিবিদ ও দ্বিতীয় রাষ্ট্রপতি।
• ১৯২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বারবারা পিয়ার্স বুশ, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪১তম রাষ্ট্রপতি জর্জ এইচ ডাব্লিউ বুশের স্ত্রী।
• ১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টিম বার্নার্স-লি, তিনি ছিলেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক।
• ১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট আউমান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত আমেরিকান গণিতবিদ ও অর্থনীতিবিদ।
• ১৯৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রে ইলিংওয়ার্থ, তিনি ইংরেজ সাবেক ক্রিকেটার ও স্পোর্টসকাস্টার।
• ১৯৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোয়ান রিভারস, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও টেলিভিশন হোস্ট।
• ১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেনেথ গেড্‌স উইলসন, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিজ্ঞানী।
• ১৯৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ন্যান্সি সিনাত্রা, তিনি আমেরিকান গায়িকা ও অভিনেত্রী।
• ১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেরেক লেসলি আন্ডারউড, তিনি ইংরেজ সাবেক ক্রিকেটার।
• ১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এরিক এফ উইস্কাস, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জীববিজ্ঞানী।
• ১৯৫১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বনি টাইলার, তিনি ওয়েলশ গায়িকা ও গীতিকার।
• ১৯৫৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইভা সানডার, তিনি ক্রোয়েশীয় ইতিহাসবিদ, রাজনীতিবিদ ও অষ্টম প্রধানমন্ত্রী।
• ১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টিম বার্নার্স-লি, তিনি ইংরেজ পদার্থবিদ, কম্পিউটার বিজ্ঞানী, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়ামের পরিচালক।
• ১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জসে অ্যান্টোনিও ক্যামাচো, তিনি স্পেনীয় সাবেক ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুলিয়াননা মার্গলিইস, তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্যাব্রিয়েল গিফোর্ড, তিনি আমেরিকান ব্যবসায়ীর ও রাজনীতিবিদ।
• ১৯৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শিল্পা শেঠী, তিনি ভারতীয় মডেল, অভিনেত্রী ও প্রযোজক।
• ১৯৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কানইয়ে ওমারি ওয়েস্ট, তিনি আমেরিকান রপার, প্রযোজক, পরিচালক ও ফ্যাশন ডিজাইনার।
• ১৯৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নাদিয়া পেট্রোভা, তিনি রাশিয়ান টেনিস খেলোয়াড়।
• ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কিম ক্লাইস্টার্স, তিনি বেলজিয়ান টেনিস খেলোয়াড়।
• ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হাভিয়ের আলেহান্দ্রো মাশ্চেরানো, তিনি আর্জেন্টিনীয় ফুটবলার।
• ১৯৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টিমেয়া ব্যাসিনসস্কি, তিনি সুইমিং টেনিস খেলোয়াড়।
• ১৯৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেলেনা অস্টাপেঙ্কো, তিনি লাতভিয়ান টেনিস খেলোয়াড়।
• ২০০৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রান্সেসকা কাপালদি, তিনি আমেরিকান অভিনেত্রী।

• ১০৪২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হার্টাকনাট, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত ডেনিশ রাজা।
• ১৩৭৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যাডওয়ার্ড, ব্ল্যাক প্রিন্স, তিনি ছিলেন ইংল্যান্ডের তৃতীয় এডওয়ার্ডের ছেলে।
• ১৪৯২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এলিজাবেথ উইডভিল, তিনি ছিলেন ইংল্যান্ডের রানী।
• ১৫০৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হংজী, তিনি ছিলেন চীনের সম্রাট।
• ১৬৫১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টোকুগা আইমেৎসু, তিনি ছিলেন জাপানী শোগুন।
• ১৭১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সোফিয়া, তিনি ছিলেন হানোওভারের ইলেক্ট্রোটার।
• ১৭৬৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোহান জোয়াকিম উইংকলম্যান, তিনি ছিলেন জার্মান পুরাতত্ত্ববিদ ও পণ্ডিত।
• ১৮০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টমাস পেইন, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান রাজনৈতিক কর্মী, দার্শনিক, রাজনৈতিক তাত্ত্বিক ও বিপ্লবী।
• ১৮৩১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সারা সিডন্স, তিনি ছিলেন ওয়েলস অভিনেত্রী।
• ১৮৪৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এন্ড্রু জ্যাক্সন, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম রাষ্ট্রপতি।
• ১৮৭৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ সান্ড, তিনি ছিলেন ফরাসি লেখক।
• ১৯২৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ ম্যালরি, তিনি ছিলেন ইংরেজ লেফটেন্যান্ট ও পর্বতারোহী।
• ১৯৬৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট টেলর, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক।
• ১৯৭০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আব্রাহাম মাসলো, তিনি ছিলেন একজন আমেরিকান মনোবিজ্ঞানী।
• ১৯৯৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সানি আবাচা, তিনি ছিলেন নাইজেরিয়ার সাবেক রাষ্ট্রপতি।
• ১৯৯৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মারিয়া রাইশে, তিনি ছিলেন জার্মান গণিতবিদ ও প্রত্নতত্ত্ববিদ।
• ২০০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওমর বঙ্গো, তিনি ছিলেন গাবোনীয় প্রজাতন্ত্রের রাজনীতিবিদ ও রাষ্ট্রপতি।
• ২০১৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যান্থনি বোউরডাইন, তিনি ছিলেন আমেরিকান শেফ।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
০৮ জুনের এই দিনে
০৮ জুনের এই দিনে• আজ বিশ্ব মহাসাগর দিব
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image