Skip to content
Latest
Amanullah Asaduzzaman Inspiring Visionary with Unstoppable Achievements7 Surprising Impacts of Treaty of Versailles5 Surprising Facts About the Aswan DamInternational Typing Day CelebrationTragic Insights on Felani Killing Day Facts

১২ জুনের এই দিনে

১২ জুনের এই দিনে

World Day Against Child Labour

• বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস।

• ১৪৪২ সালে এই দিনে রাজা পঞ্চম আলফনসো নেপলস দখল করেন।
• ১৫৪০ সালে এই দিনে জুন দক্ষিণ আমেরিকার পুর্বাঞ্চলীয় দেশ চিলি স্পেনীয় উপনিবেশবাদীদের দখলে চলে যায়।
• ১৫৫০ সালে এই দিনে সুইডেনের রাজা প্রথম গুস্তাভ কর্তৃক ফিনল্যান্ডের (তত্কালীন সুইডেনের) হেলসিঙ্কি শহরটির গোড়পত্তন ঘটে।
• ১৬৬৫ সালে এই দিনে নিউ আমস্টারডামের নাম বদলে নিউ ইয়র্ক রাখা হয়।
• ১৭১৪ সালে এই দিনে প্রুশিয়া ও রাশিয়া গোপন চুক্তি করে।
• ১৮৩৭ সালে এই দিনে উইলিয়াম কুক ও চার্লস হুইটস্টোন সর্বপ্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ পেটেন্ট করেন।
• ১৮৩৯ সালে এই দিনে আমেরিকায় প্রথম বেসবল খেলা হয়।
• ১৮৬০ সালে এই দিনে রুশ সাম্রাজ্যের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অফ রুশিয়ান এ্যাম্পায়ার প্রতিষ্ঠিত হয়।
• ১৮৯৮ সালে এই দিনে ফিলিপাইন স্বাধীন হয়।
• ১৯২৯ সালে এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি বর্বরতার শিকার দিনলিপি লেখিকা আনা ফ্রাংকের জন্ম।
• ১৯৪৪ সালে এই দিনে বিশ্বের প্রথম ধরনের ভি-১ ক্ষেপণাস্ত্র আনুষ্ঠানিকভাবে যুদ্ধে ব্যবহার করা হয়।
• ১৯৬৪ সালে এই দিনে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে সাতজন সংগ্রামীসহ দক্ষিণ আফ্রিকার মুক্তি আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
• ১৯৭৮ সালে এই দিনে বাংলাদেশে প্রেসিডেন্ট পদে জিয়াউর রহমানের শপথগ্রহণ হয়।
• ১৯৮২ সালে এই দিনে পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে নিউইয়র্কের হাজার হাজার লোক রাস্তায় বের হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
• ১৯৯০ সালে এই দিনে বাংলাদেশের জাতীয় সংসদের সংবিধানের দশম সংশোধনী গৃহীত হয়।
• ১৯৯১ সালে এই দিনে বেআইনি অস্ত্র রাখার দায়ে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দশ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।
• ১৯৯১ সালে এই দিনে রাশিয়া ফেডারেশনের প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
• ১৯৯৬ সালে এই দিনে বাংলাদেশের সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
• ১৯৯৬ সালে এই দিনে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা অপহৃত হন।
• ১৯৯৮ সালে এই দিনে পারমাণবিক পরীক্ষা চালানোর অপরাধে পাকিস্তান ও ভারতকে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর ঋণদানে নিষেধাজ্ঞা আরোপ।
• ২০০২ সালে এই দিনে আন্তর্জাতিক শ্রমসংস্থার (আইএলও) উদ্যোগে প্রথম বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসটি পালিত হয়।
• ২০০৭ সালে এই দিনে ফিলিস্তিনের নির্বাচিত প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার গাজার বাসভবনে অস্ত্রধারীরা রকেট চালিত গ্রেনেড হামলা চালায়।

• ০৯৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রেইজি, তিনি ছিলেন জাপানী সম্রাট।
• ১১০৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গাও জং, তিনি ছিলেন চীনা সম্রাট।
• ১৫১৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কোসিমো আই ডি 'মেডিসি, তিনি ছিলেন টাসকানির গ্র্যান্ড ডিউক।
• ১৮০২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হারিয়েট মারটিনেয়াউ, তিনি ছিলেন ইংরেজ সমাজবিজ্ঞানী ও লেখক।
• ১৮১৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চার্লস কিংসলে, তিনি ছিলেন ইংরেজ ইতিহাসবিদ ও লেখক।
• ১৮২৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোহানা স্পাইরি, তিনি ছিলেন সুইস লেখক।
• ১৮৬১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম অ্যাটওয়েল, তিনি ছিলেন ইংরেজ ক্রিকেটার ও আম্পায়ার।
• ১৮৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট হ্যারি লোভি, তিনি ছিলেন অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান নৃতত্ত্ববিদ ও শিক্ষাবিদ।
• ১৮৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এগোন শিয়েল, তিনি ছিলেন অস্ট্রিয়ান সৈনিক ও চিত্রশিল্পী।
• ১৮৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডজুনা বার্নস, তিনি ছিলেন আমেরিকান উপন্যাসিক, সাংবাদিক ও নাট্যকার।
• ১৮৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এন্টোনি ইডেন, তিনি ছিলেন ইংরেজ সৈনিক, রাজনীতিক ও যুক্তরাজ্য প্রধানমন্ত্রী।
• ১৮৯৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রিটজ অ্যালবার্ট লিপম্যান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত আমেরিকান প্রাণরসায়নী।
• ১৯০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অটো স্কোরজেনি, তিনি ছিলেন জার্মান এসএস অফিসার।
• ১৯১৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড রকফেলার, তিনি ছিলেন আমেরিকান ব্যাংকার ও ব্যবসায়ী।
• ১৯২১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুইস গার্সিয়া বার্লাঙ্গা, তিনি ছিলেন স্প্যানিশ পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারগেরিতা হ্যাক, তিনি ছিলেন ইতালিয়ান অ্যাস্ট্রোফিজিসিস্ট ও লেখক।
• ১৯২৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ এইচ. ডব্লিউ. বুশ, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট।
• ১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন ফ্রাংক, তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত ডাচ গণহত্যা শিকার লেখিকা।
• ১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিম বার্ক, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
• ১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিম নাবারস, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক।
• ১৯৩৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়ান ডেভিড ক্রেগ, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার।
• ১৯৩৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভ্লাদিমির আর্নল্ড, তিনি ছিলেন রাশিয়ান বংশোদ্ভূত ফরাসি গণিতবিদ ও শিক্ষাবিদ।
• ১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চিক কোরিয়া, তিনি ছিলেন আমেরিকান পিয়ানোবাদক ও সুরকার।
• ১৯৪২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বার্ট সাকমান, তিনি নোবেল পুরস্কার বিজয়ী জার্মান শারীরবিজ্ঞানী।
• ১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্যাট জেনিংস, তিনি আইরিশ সাবেক ফুটবলার ও কোচ।
• ১৯৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেনস বোহর্নসেন, তিনি জার্মান বিচারক ও রাজনীতিবিদ।
• ১৯৫১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্মেনিক মার্গারিয়ান, তিনি আর্মেনিয়ার ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ ও দশম প্রধানমন্ত্রী।
• ১৯৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টেরেন্স মাইকেল অল্ডারম্যান, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার।
• ১৯৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মোহাম্মদ জাভেদ মিয়াঁদাদ, তিনি সাবেক পাকিস্তানী ক্রিকেটার।
• ১৯৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্দান পিটারসন, তিনি কানাডিয়ান মনোবিজ্ঞানী, অধ্যাপক ও সাংস্কৃতিক সমালোচক।
• ১৯৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিটার সাচ, তিনি স্কটিশ বংশোদ্ভূত ইংলিশ সাবেক ক্রিকেটার।
• ১৯৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেইঞ্জ-ক্রিশ্চিয়ান স্ট্রেচ, তিনি অস্ট্রিয়ান রাজনীতিবিদ।
• ১৯৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্ক হেনরি, তিনি আমেরিকান কুস্তিগীর।
• ১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রে প্রাইস, তিনি জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার।
• ১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টমাস সেরেনসেন, তিনি ডেনিশ সাবেক ফুটবলার।
• ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দিয়েগো আলবের্তো মিলিতো, তিনি আর্জেন্টিনার সাবেক ফুটবলার।
• ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবিন, তিনি সুইডিশ গায়ক, গীতিকার ও সুরকার।
• ১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আদ্রিয়ানা লিমা, তিনি ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী।
• ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস্টিন সিনক্লেয়ার, তিনি কানাডিয়ান সাবেক ফুটবলার।
• ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রুনো সোরিয়ানো, তিনি স্প্যানিশ সাবেক ফুটবলার।
• ১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্তোনিও ব্যারাগান, তিনি স্প্যানিশ ফুটবলার।
• ১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এরেন ডেরডিওক, তিনি সুইস ফুটবলার।
• ১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মরিসিও ইসলা, তিনি চিলিয়ান ফুটবলার।
• ১৯৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফিলিপে কোউটিনহো, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার।

• ০৭৯৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম হিশাম, তিনি ছিলেন কর্ডোবা আমিরাতের আমির।
• ১১৪৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আল-জামাখশারী, তিনি ছিলেন ফার্সি ধর্মতত্ত্ববিদ।
• ১৫২৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডিয়েগো ভেলাস্কেজ ডি কুয়েলার, তিনি ছিলেন স্প্যানিশ কনুইস্টেডর।
• ১৮১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পিয়ের অউগ্রিয়ো, তিনি ছিলেন ফরাসি জেনারেল।
• ১৯১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রেদেরিক পাসি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ।
• ১৯৩৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মিখাইল তুখচেভস্কি, তিনি ছিলেন রাশিয়ান জেনারেল।
• ১৯৭৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গোপিনাথ কবিরাজ, তিনি ছিলেন ভারতীয় দার্শনিক ও পণ্ডিত।
• ১৯৭৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গুও মুরুও, তিনি ছিলেন চীনা ইতিহাসবিদ, লেখক ও কবি।
• ১৯৮০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ম্যাসাওশি অহিরা, তিনি ছিলেন জাপানের রাজনীতিবিদ ও ৬৮তম প্রধানমন্ত্রী।
• ১৯৮২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কার্ল ভন ফ্রেঞ্চ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয় অস্ট্রিয়ান ইথলজিস্ট।
• ১৯৮৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এডিথ নর্মা শিয়েরার, তিনি ছিলেন কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।
• ১৯৯৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আরতুরো বেনেডেটি মিশেলঞ্জেলি, তিনি ছিলেন ইতালীয় পিয়ানোবাদক।
• ১৯৯৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বুলাট অকুডজহাভা, তিনি ছিলেন রাশিয়ান গায়ক, গীতিকার ও গিটারবাদী।
• ২০০৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গ্রেগরি পেক, তিনি ছিলেন একজন মার্কিন অভিনেতা।
• ২০০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গিওর্গি লিগেটি, তিনি ছিলেন রোমানীয় হাঙ্গেরীয় সুরকার ও শিক্ষাবিদ।
• ২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এলিনর অস্ট্রম, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয় আমেরিকান অর্থনীতিবিদ।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
১২ জুনের এই দিনে
১২ জুনের এই দিনে• বিশ্ব শিশুশ্রম বিরো
User Rating: 4.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image