Skip to content
Latest
Amanullah Asaduzzaman Inspiring Visionary with Unstoppable Achievements7 Surprising Impacts of Treaty of Versailles5 Surprising Facts About the Aswan DamInternational Typing Day CelebrationTragic Insights on Felani Killing Day Facts

১৭ জুনের এই দিনে

১৭ জুনের এই দিনে

World Day to Combat Desertification and Drought

• আজ বিশ্ব মরুকরণ ও খরা বিরোধী দিবস।

• ০৬৫৬ সালে এই দিনে খলিফা হজরত উসমান (রা.) বিদ্রোহী ঘাতকের হাতে নিহত হন।
• ১৪৬২ সালে এই দিনে শুলে চড়ানোর জন্য কুখ্যাত ৩য় ভলাদ তুর্কী সম্রাট ২য় মাহমুদকে গুপ্তহত্যা করার প্রচেষ্টা চালান, এর ফলে মাহমুদ ওয়াল্লাচিয়া এলাকা ছেড়ে যেতে বাধ্য হন।
• ১৪৯৭ সালে এই দিনে ডেপ্টফোর্ডের সেতুর যুদ্ধে ইংল্যান্ডের রাজা ২য় হেনরির সেনাদের হাতে মাইকেল আন গফের সেনাবাহিনীর পরাজয় ঘটে।
• ১৫৭৬ সালে এই দিনে হল্যান্ডের স্বাধীনতাকামী আন্দোলনের নেতা উইলিয়াম সিলেন্ডি স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করেন।
• ১৭৫৬ সালে এই দিনে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ দখল থেকে কলকাতা পুনরুদ্ধারে অভিযান চালান।
• ১৭৭৫ সালে এই দিনে বাংকার হিলে আমেরিকার প্রথম স্বাধীনতা যুদ্ধ শুরু।
• ১৯০৫ সালে এই দিনে লন্ডনে টেমস নদীর ওপর বাষ্পীয় নৌপরিবহন চলাচল শুরু হয়।
• ১৯২৫ সালে এই দিনে জেনেভায় জীবাণু ও রাসায়নিক অস্ত্র ব্যবহার নিষিদ্ধকরণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
• ১৯৪৩ সালে এই দিনে আমেরিকার রাজনীতিবিদ নিউট গিংগ্রিট জন্মগ্রহণ করেন। তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের একজন মনোনয়ন পদপ্রার্থী।
• ১৯৫৫ সালে এই দিনে পল্টন ময়দানের জনসভায় মওলানা ভাসানী কর্তৃক পাকিস্তানকে আসসালামু আলাইকুম জ্ঞাপন।
• ১৯৬৭ সালে এই দিনে চীন প্রথম হাইড্রোজেন বোমা তৈরী করে।
• ১৯৯৬ সালে এই দিনে দক্ষিণ এশিয়া উন্নয়ন তহবিল প্রতিষ্ঠা করা হয়।
• ১৯৯৯ সালে এই দিনে কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার নবনির্বাচিত প্রেসিডেন্ট থাবো এমবেকির কাছে দ. আফ্রিকার ক্ষমতা হস্তান্তর করে বিদায়।

• ১২৩৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রথম এডওয়ার্ড, তিনি ছিলেন ইংল্যান্ডের রাজা।
• ১৬৩১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গওহর আরা বেগম, তিনি ছিলেন মোগল রাজকন্যা।
• ১৬৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্বাদশ চার্লস, তিনি ছিলেন সুইডেন রাজা।
• ১৬৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিওভানি পাওলো পানিনি, তিনি ছিলেন ইতালীয় চিত্রশিল্পী ও স্থপতি।
• ১৮০০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম পার্সনস, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত আইরিশ জ্যোতির্বিদ ও রাজনীতিবিদ।
• ১৮০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেনরিক ওয়ার্জল্যান্ড, তিনি ছিলেন নরওয়েজিয়ান কবি, নাট্যকার ও ভাষাবিদ।
• ১৮১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চার্লস গৌনদ, তিনি ছিলেন ফরাসি সুরকার ও শিক্ষাবিদ।
• ১৮১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়ার্টেমবার্গের সোফি, তিনি ছিলেন নেদারল্যান্ডসের রানী।
• ১৮৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম ক্রুকস, তিনি ছিলেন ইংলিশ রসায়নবিদ ও পদার্থবিদ।
• ১৮৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ল ভ্যান ভেকটেন, তিনি ছিলেন আমেরিকান লেখক ও ফটোগ্রাফার।
• ১৮৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইগর স্ট্রাভিনস্কি, তিনি ছিলেন রুশ সঙ্গীতজ্ঞ।
• ১৮৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হাইঞ্জ গুডেরিয়ান, তিনি ছিলেন জার্মান জেনারেল।
• ১৮৯৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এম. সি. এশ্যর, তিনি ছিলেন ওলন্দাজ চিত্রলেখ শিল্পী
• ১৯০০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্টিন বোরম্যান, তিনি ছিলেন জার্মান রাজনীতিবিদ।
• ১৯০২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালেক হারউড, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার।
• ১৯০৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন র‌্যাল্ফ বেল্লামি, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ১৯২০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেতুসুকো হারা, তিনি ছিলেন জাপানি অভিনেত্রী।
• ১৯২০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রেঞ্চোইস জ্যাকব, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি জীববিজ্ঞানী।
• ১৯২৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অধ্যাপক অম্লান দত্ত, তিনি ছিলেন ভারতের প্রখ্যাত অর্থনীতিবিদ,চিন্তাবিদ ও অধ্যাপক।
• ১৯২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুয়ান মারিয়া বোর্দাবেরি, তিনি ছিলেন উরুগুয়ের রাষ্ট্রপতি।
• ১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টিগ্রান পেট্রোসিয়ান, তিনি ছিলেন আর্মেনিয়ান দাবা খেলোয়াড়।
• ১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন ব্রায়ান জর্জ স্ট্যাদাম, তিনি ছিলেন ইংরেজ ক্রিকেটার।
• ১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেনেথ চার্লস লোচ, তিনি ইংরেজ পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৩৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টেড নেলসন, তিনি আমেরিকান সমাজবিজ্ঞানী ও দার্শনিক।
• ১৯৩৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্লোডোভিল হার্নান্দেস, তিনি ব্রাজিলিয়ান ফ্যাশন ডিজাইনার, টেলিভিশন উপস্থাপক ও রাজনীতিবিদ।
• ১৯৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ আর্থার অ্যাকারলফ, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ।
• ১৯৪২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মোহাম্মেদ এল বারাদেই, তিনি নোবেল পুরস্কার বিজয়ী মিশরীয় রাজনীতিবিদ ও সাবেক ভাইস প্রেসিডেন্ট।
• ১৯৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিউট গিংরিচ, তিনি আমেরিকান ইতিহাসবিদ ও রাজনীতিবিদ।
• ১৯৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্যারি ম্যানিলো, তিনি আমেরিকান গায়ক, গীতিকার ও প্রযোজক।
• ১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টমি ফ্র্যাংক্স, তিনি মার্কিন সেনাপতি।
• ১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেন লিভিংস্টোন, তিনি ইংরেজ রাজনীতিবিদ ও লন্ডনের প্রথম মেয়র।
• ১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডি মের্কেক্স, তিনি বেলজিয়ামের সাইক্লিস্ট ও স্পোর্টসকাস্টার।
• ১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্রেগ কিনেয়ার, তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
• ১৯৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পাউলিনা রুবিও, তিনি মেক্সিক্যান গায়িকা ও অভিনেত্রী।
• ১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিয়েন্ডার পেজ, তিনি ভারতীয় টেনিস খেলোয়াড়।
• ১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অমৃতা রাও, তিনি ভারতীয় মডেল ও চলচ্চিত্রের নায়িকা।
• ১৯৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালেক্স রডরিগো ডিয়াস ডা কোস্টা, তিনি ব্রাজিলিয়ান ফুটবল।
• ১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টেফানি লুইসা রাইস, তিনি অস্ট্রেলীয় সাঁতারু।
• ১৯৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্দান হেন্ডারসন, তিনি ইংরেজ ফুটবলার।

• ০৬৫৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্ডান ব্রায়ান হেন্ডারসন, তিনি ছিলেন ইসলামের তৃতীয় খলীফা।
• ১০২৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বোলেস্লাও প্রথম চরোবরয়, তিনি ছিলেন পোলিশ রাজা।
• ১৬৩১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মুমতাজ মহল, তিনি ছিলেন মোগল সম্রাট শাহজাহান এর স্ত্রী।
• ১৬৯৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন তৃতীয় সবিয়েস্কি, তিনি ছিলেন পোলিশ রাজা।
• ১৭১৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোসেফ এডিসন, তিনি ছিলেন ইংরেজ প্রাবন্ধিক, কবি, নাট্যকার ও রাজনীতিবিদ।
• ১৮৫৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লক্ষ্মী বাঈ, তিনি ছিলেন ঝাঁসির রাণী ও ১৮৫৭ সালের ভারতীয় বিদ্রোহের পথিকৃৎ।
• ১৯৪০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আর্থার হার্ডেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বায়োকেমিস্ট।
• ১৯৬৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হোসে নাসাযি, তিনি ছিলেন উরুগুয়ের ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৭৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হাবীবুর রহমান, তিনি ছিলেন বাঙালি কবি, শিশুসাহিত্যিক ও সাংবাদিক।
• ১৯৯৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টমাস স্যামুয়েল কুন, তিনি ছিলেন মার্কিন বুদ্ধিজীবী।
• ২০০১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডোনাল্ড জেমস ক্র্যাম, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।
• ২০০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আনোয়ার পারভেজ, তিনি ছিলেন বাংলাদেশী সুরকার, সঙ্গীত পরিচালক, ও সঙ্গীতজ্ঞ।
• ২০০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গাজীউল হক, তিনি ছিলেন বাংলাদেশী লেখক, বুদ্ধিজীবী ও ভাষাসৈনিক।
• ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আতিকুল হক চৌধুরী, তিনি ছিলেন বাংলাদেশী নাট্যকার ও প্রযোজক।
• ২০১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সুলেয়মান ডেমিরেল, তিনি ছিলেন তুরস্কের প্রকৌশলী, রাজনীতিবিদ ও ৯ম রাষ্ট্রপতি।
• ২০১৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বাল্ডওয়িন লোন্সডাল, তিনি ছিলেন ভানুয়াতুর প্রেসিডেন্ট।
• ২০১৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মুহাম্মাদ মুরসি, তিনি ছিলেন মিশরীয় প্রকৌশলী, শিক্ষায়তনিক, রাজনীতিক ও ৫ম রাষ্ট্রপতি।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
১৭ জুনের এই দিনে
১৭ জুনের এই দিনে• আজ বিশ্ব মরুকরণ ও খর
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image