Skip to content
Latest
World Toilet Day Importance and Global AwarenessInternational Students Day A Tribute to Youth and EducationInternational Day for Tolerance Understanding the Power of AcceptanceDay of the Imprisoned Writer Honoring Freedom of Expression and the Fight for JusticeWorld Diabetes Day Understanding Its Significance and Ways to Support the Cause

২৪ জুনের এই দিনে

২৪ জুনের এই দিনে

bashirul Haq

• ০৬৫৬ সালে এই দিনে খলিফা হযরত ওসমান (রা.)’র হত্যাকাণ্ডের পর হযরত আলী (রা.) চতুর্থ খলিফা নির্বাচিত।
• ১৭৬৩ সালে এই দিনে ব্রিটিশ সৈন্যরা মুর্শিদাবাদ দখল করে মীর জাফরকে বাংলার নবাব নিযুক্ত করে।
• ১৭৯৩ সালে এই দিনে ফ্রান্সে প্রথম গণতান্ত্রিক সংবিধান গৃহীত হয়।
• ১৮১২ সালে এই দিনে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ৩ লাখ ৫০ হাজার সৈন্য’র এক বিশাল বাহিনী নিয়ে যার শাসিত রাশিয়ায় হামলা করেন।
• ১৮৯৪ সালে এই দিনে লিওনে ইতালীয় দুষ্কৃতকারী কর্তৃক ফ্রান্সের প্রেসিডেন্ট সাদি কারনট খুন।
• ১৯১৮ সালে এই দিনে কানাডায় প্রথম এয়ার মেইল সার্ভিস শুরু হয়- মনট্রিল থেকে টরন্টো।
• ১৯৪৫ সালে এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় উপলক্ষে সোভিয়েত ইউনিয়নে বিজয় উৎসব হয়।
• ১৯৪৮ সালে এই দিনে সাবেক সোভিয়েত ইউনিয়ন কর্তৃক বার্লিন অবরোধ শুরু হয়।
• ১৯৭৮ সালে এই দিনে ইয়েমেনে এক কূটনীতিকের ব্রিফকেসে পাতা বোমা বিস্ফোরণে প্রেসিডেন্ট আহমদ হুসেইন ঘাশামি নিহত।
• ১৯৮৮ সালে এই দিনে ইরাকের আগ্রাসী বাহিনীর জঙ্গীবিমান মাজনুন দ্বীপে মোতায়েন ইরানি সেনাদের ওপর রাসায়নিক বোমা বর্ষণ করে।
• ১৯৯২ সালে এই দিনে ইসরাইলে নির্বাচনে লেবার পার্টির কাছে কট্টরপন্থি লিকুদ পার্টি পরাজিত।
• ১৯৯৪ সালে এই দিনে যুক্তরাষ্ট্র ও রাশিয়া যৌথ মহাশূন্য স্টেশন স্থাপন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে।
• ২০০২ সালে এই দিনে আফ্রিকার ইতিহাসে সবচেয়ে ভয়ংকর রেল দুর্ঘটনা ঘটে তাঞ্জানিয়ায়। ২৮১ জন মারা যায়।
• ২০১০ সালে এই দিনে জুলিয়া গিলার্ড অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

• ১৩১৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হ্যানল্টের ফিলিপা, তিনি ছিলেন ইংল্যান্ডের রানী।
• ১৩৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন ক্যাপিস্ট্রানো, তিনি ছিলেন ইতালির যাজক ও সাধু।
• ১৫১৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন থিওডোর বেজা, তিনি ছিলেন ফরাসি ধর্মতত্ত্ববিদ ও পণ্ডিত।
• ১৫৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট ডুডলি, তিনি ছিলেন ইংরেজ রাজনীতিবিদ।
• ১৫৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রথম মোস্তফা, তিনি ছিলেন অটোমান সুলতান।
• ১৭৯৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্নস্ট হেনরিচ ওয়েবার, তিনি ছিলেন জার্মান চিকিৎসক ও মনোবিজ্ঞানী।
• ১৮০৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টিফান এন্ডলিশার, তিনি ছিলেন অস্ট্রিয়ান উদ্ভিদবিদ, সংখ্যাবিদ ও সিনোলোজিস্ট।
• ১৮৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জান মাতেজকো, তিনি ছিলেন পোলিশ চিত্রশিল্পী।
• ১৮৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন খান বাহাদুর আবদুল মোমেন, তিনি ছিলেন বেঙ্গল সিভিল সার্ভিসের সদস্য, সার্ভে এন্ড সেটেলমেন্ট অপারেশনের অফিসার।
• ১৮৪২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যামব্রোস বিয়ার্স, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও লেখক।
• ১৮৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হারবার্ট কিচেনার, তিনি ছিলেন আইরিশ ফিল্ড মার্শাল ও রাজনীতিবিদ।
• ১৮৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিক্টর ফ্রান্সিস হেস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিজ্ঞানী।
• ১৮৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গেরিট রিটভেল্ড, তিনি ছিলেন ডাচ স্থপতি।
• ১৮৯৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রায় ও ডিজনি, তিনি ছিলেন আমেরিকান ব্যবসায়ী ও ওয়াল্ট ডিজনি কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা।
• ১৮৯৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাক ডেম্পসি, তিনি ছিলেন আমেরিকান বক্সার ও সৈনিক।
• ১৯০০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলহেম কাউয়ার, তিনি ছিলেন জার্মান গণিতবিদ ও প্রকৌশলী।
• ১৯০১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হ্যারি পার্ট, তিনি ছিলেন আমেরিকান সুরকার ও তাত্ত্বিক।
• ১৯১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুয়ান ম্যানুয়েল ফাঙ্গিও, তিনি ছিলেন আর্জেন্টিনার রেস গাড়ী চালক।
• ১৯১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্নেস্তো সাবাটো, তিনি ছিলেন আর্জেন্টিনার পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ।
• ১৯১৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রেড হয়েল, তিনি ছিলেন ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী ও লেখক।
• ১৯২৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্টিন লুইস পার্ল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও প্রকৌশলী।
• ১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্যারলিন এস, তিনি ছিলেন আমেরিকান জ্যোতির্বিদ।
• ১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্লোদ শাব্রল, তিনি ছিলেন ফরাসি অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৩৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অনিতা দেশাই, তিনি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান লেখক ও শিক্ষাবিদ।
• ১৯৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আবুলফাজ এলচিবি, তিনি প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত আজারবাইজানীয় রাষ্ট্রপতি।
• ১৯৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিটোরিও স্টোরারো, তিনি ছিলেন ইতালিয়ান চিত্রগ্রাহক।
• ১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্রাহাম ম্যাকেঞ্জি, তিনি অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার।
• ১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুলিয়া ক্রিস্টেভা, তিনি বুলগেরিয় বংশোদ্ভূত ফরাসি মনোবিশ্লেষক ও লেখক।
• ১৯৪২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এদুয়ার্দো ফ্রেই রুইস-তাগ্লে, তিনি চিলির প্রকৌশলী, রাজনীতিবিদ ও ৩২তম রাষ্ট্রপতি।
• ১৯৪২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বশিরুল হক, তিনি বাংলাদেশী স্থপতি ও শিক্ষাবিদ।
• ১৯৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেফ বেক, তিনি ইংরেজ গিটারিস্ট ও গীতিকার।
• ১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ পাতাকি, তিনি আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও নিউইয়র্কের ৫৩তম গভর্নর।
• ১৯৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলিসন ওনিজুকা, তিনি আমেরিকান কর্নেল, প্রকৌশলী ও নভোচারী।
• ১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিটার ওয়েলার, তিনি আমেরিকান অভিনেতা ও পরিচালক।
• ১৯৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আবিদ আনোয়ার, তিনি বাংলাদেশী কবি, প্রাবন্ধিক, গল্পকার, গীতিকার ও মুক্তিযোদ্ধা।
• ১৯৫৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম এসকো মোয়ের্নারর, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী।
• ১৯৬১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়ান গ্লেন, তিনি স্কটিশ অভিনেতা।
• ১৯৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবি ম্যাকউইন, তিনি অস্ট্রেলিয়ান সাবেক সাইক্লিস্ট।
• ১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুইস গার্সিয়া, তিনি স্প্যানিশ সাবেক ফুটবলার।
• ১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্যান্টেলিস কাফেস, তিনি গ্রীক সাবেক ফুটবলার।
• ১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শুন্সুক নাকামুরা, তিনি জাপানি সাবেক ফুটবলার।
• ১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হুয়ান রোমান রিকেল্মে, তিনি আর্জেন্টিনার সাবেক ফুটবলার।
• ১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এম্প্পু ভুরিনেন, তিনি ফিনিশ গিটারিস্ট ও গীতিকার।
• ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিন্ডি কলিং, তিনি আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক।
• ১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিসিনহো, তিনি ব্রাজিলিয়ান সাবেক ফুটবলার।
• ১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিনকা কেলি, তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেভিন নোলান, তিনি ইংলিশ সাবেক ফুটবলার।
• ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোয়ানা ওয়েলিন, তিনি সুইডেনে জন্মগ্রহণকারী জার্মান হুইলচেয়ার বাস্কেটবল খেলোয়াড়।
• ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডিয়েগো আলভেস কেরিরা, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার।
• ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভার্নন ফিল্যান্ডার, তিনি দক্ষিণ আফ্রিকান সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।
• ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টুয়ার্ট ক্রিস্টোফার জন ব্রড, তিনি ইংরেজ ক্রিকেটার।
• ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সোলঞ্জ নোলস, তিনি আমেরিকান গায়ক, গীতিকার ও অভিনেত্রী।
• ১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিওনেল আন্দ্রেস “লিও” মেসি, তিনি একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবলার।
• ১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিকা লিংকন রিচার্ডস, তিনি ইংরেজ ফুটবল খেলোয়াড়।
• ১৯৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড আলাবা, তিনি অস্ট্রিয়ান ফুটবলার।

• ১৩৯৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হংওয়ু, তিনি ছিলেন চীন সম্রাট।
• ১৫১৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লুক্রেজিয়া বোর্জিয়া, তিনি ছিলেন আলফোনসো আই ডি ইস্টের ইতালীয় স্ত্রী।
• ১৬৩৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নিকোলাস-ক্লোড ফ্যাব্রি ডি পিরেস্ক, তিনি ছিলেন ফরাসি জ্যোতির্বিদ ও ইতিহাসবিদ।
• ১৯০৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গ্রোভার ক্লিভ্ল্যান্ড, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ২২তম ও ২৪তম রাষ্ট্রপতি।
• ১৯২২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওয়ালথার রাথেনাউ, তিনি ছিলেন জার্মান ব্যবসায়ী, রাজনীতিবিদ ও ৭ম পররাষ্ট্র মন্ত্রী।
• ১৯৩৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কার্লোস গারডেল, তিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত আর্জেন্টিনার গায়ক, গীতিকার ও অভিনেতা।
• ১৯৮০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বরাহগিরি ভেঙ্কট গিরি, তিনি ছিলেন ভারতীয় আইনজীবী, রাজনীতিবিদ ও ৪র্থ রাষ্ট্রপতি।
• ১৯৮৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জ্যাকি গ্লিসন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
• ১৯৯৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জাঁ ভাললেরান্ড, তিনি ছিলেন কানাডিয়ান বেহালাবাদক ও সুরকার।
• ২০০২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পিয়েরে ওয়ার্নার, তিনি ছিলেন লাক্সেমবার্গের ব্যাংকার, রাজনীতিবিদ ও ২১তম প্রধানমন্ত্রী।
• ২০০৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পল উইনচেল, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, ভয়েস আর্টিস্ট ও ভেন্ট্রিলোকুইস্ট।
• ২০০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্রিস বেনোইট, তিনি ছিলেন কানাডিয়ান কুস্তিগীর।
• ২০০৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লিওনিদ হারউইচ, তিনি ছিলেন পোলীয় বংশোদ্ভূত মার্কিন অর্থনীতিবিদ।
• ২০১১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টমিসলাভ আইভিয়, তিনি ছিলেন ক্রোয়েশিয়ান ফুটবল কোচ ও পরিচালক।
• ২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গু চাওহাও, তিনি ছিলেন চীনা গণিতবিদ।
• ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এমিলিও কলম্বো, তিনি ছিলেন ইতালীয় রাজনীতিবিদ ও ৪০তম প্রধানমন্ত্রী।
• ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এলি ওয়ালাচ, আমেরিকান অভিনেতা।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
২৪ জুনের এই দিনে
২৪ জুনের এই দিনে• ০৬৫৬ সালে এই দিনে খল
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image