Skip to content
Latest
International Day for Tolerance Understanding the Power of AcceptanceDay of the Imprisoned Writer Honoring Freedom of Expression and the Fight for JusticeWorld Diabetes Day Understanding Its Significance and Ways to Support the CauseWorld Kindness Day Inspiring Compassion and Connection WorldwideWorld Pneumonia Day Raising Awareness for Global Health

৩১ মার্চের এই দিনে

৩১ মার্চের এই দিনে

World Backup Day

• আজ বিশ্ব ব্যাকআপ দিবস।

• ১৭১৩ সালে এই দিনে ইউট্র্যাক্ট নগরের সন্ধির মাধ্যমে স্পেনীয় উত্তরাধিকার সংক্রান্ত মহাযুদ্ধের অবসান হয়।
• ১৭৭৪ সালে এই দিনে কলকাতায় পোস্ট মাস্টার জেনারেলের পদ সৃষ্টি করা হয়।
• ১৮০৭ সালে এই দিনে খিদিরপুর থেকে প্রথম বাষ্পচালিত ব্রিটিশ-ভারতীয় জাহাজ পানিতে ভাসানো হয়।
• ১৮২৪ সালে এই দিনে প্রথম ভারতীয় টাকশালের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
• ১৮৮২ সালে এই দিনে কলকাতায় প্রথম টেলিফোন এক্সচেঞ্জ চালু হয়।
• ১৮৮৯ সালে এই দিনে প্যারিসে আইফেল টাওয়ার উদ্বোধন করা হয়।
• ১৯৫৪ সালে এই দিনে জেনারেল গিয়াপের নেতৃত্বে ভিয়েত মীন নামে পরিচিত ভিয়েতনামের বাহিনী দিয়েন বিয়েন ফুতে ফরাসি বাহিনীকে অবরোধের সূচনা করে।
• ১৯৬৬ সালে এই দিনে সাবেক সোভিয়েত ইউনিয়ন লুন টেন নামের প্রথম চন্দ্র প্রদক্ষিণকারী একটি মহাকাশযান উৎক্ষেপণ করে।
• ১৯৭১ সালে এই দিনে সাহিত্যিক ও সাংবাদিক শহীদ সাবের নিহত হন।
• ১৯৭৯ সালে এই দিনে আরব লীগের সদস্যরা এই সংস্থায় মিশরের সদস্য পদ নাকচ করে দেয়।
• ১৯৭৯ সালে এই দিনে ইংল্যান্ডের রক্ষনশীল দলের এম.পি. এয়ারি নিভ কমন্সসভার বাইরে নিজ মোটর গাড়িতে বোমা বিস্ফোরনে প্রাণ হারান।

• ১৩৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ল্যানকাস্টারের, তিনি ছিলেন ফিলিপের রানী।
• ১৫০৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গুরু অঙ্গদ, তিনি ছিলেন ভারতীয় ধর্মীয় নেতা।
• ১৫১৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় হেনরি, তিনি ছিলেন ফ্রান্সের রাজা।
• ১৫৯৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রেনে দেকার্ত, তিনি ছিলেন ফরাসি দার্শনিক ও গণিতজ্ঞ।
• ১৬২১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যান্ড্রু মার্ভেল, তিনি ছিলেন ইংরেজ কবি ও রাজনীতিবিদ।
• ১৬৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়োহান জেবাস্টিয়ান বাখ, তিনি ছিলেন জার্মান অর্গানবাদক ও সুরকার।
• ১৭১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারিয়ানা ভিক্টোরিয়া, তিনি ছিলেন পর্তুগালের রানী।
• ১৭২৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পঞ্চম ফ্রেডেরিক, তিনি ছিলেন ডেনমার্কের রাজা।
• ১৭৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আতিয়েন বাজাউট, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ ও তাত্ত্বিক।
• ১৭৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোসেফ হেইডন, তিনি ছিলেন অস্ট্রীয় পিয়ানোবাদক ও সুরকার।
• ১৭৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কনরাড জ্যাকব টেমিঙ্ক, তিনি ছিলেন ডাচ প্রাণিবিজ্ঞানী ও পক্ষীবিদ।
• ১৮০৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকোলাই গোগোল, তিনি ছিলেন ইউক্রেনীয় বংশোদ্ভূত রাশিয়ান ছোট গল্পের লেখক, উপন্যাসিক ও নাট্যকার।
• ১৮১৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্লোডউইগ, তিনি ছিলেন তিনি ছিলেন জার্মান রাষ্ট্রনায়ক।
• ১৮৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আনন্দীবাঈ জোশী, তিনি ছিলেন ভারতীয় চিকিৎসক।
• ১৮৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্থার গ্রিফিথ, তিনি ছিলেন আইরিশ সাংবাদিক, রাজনীতিবিদ ও তৃতীয় রাষ্ট্রপতি।
• ১৮৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সের্গেই দিঘিলেভ, তিনি ছিলেন রাশিয়ান ব্যালে পরিচালক, সমালোচক ও বাল্টস রাসেস এর প্রতিষ্ঠাতা।
• ১৮৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাক জনসন, তিনি ছিলেন আমেরিকান বক্সার।
• ১৮৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম লরেন্স ব্র্যাগ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ইংরেজ পদার্থবিদ।
• ১৯০০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রিন্স হেনরি, তিনি ছিলেন গ্লুস্টার এর ডিউক।
• ১৯০৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিন-ইতিরো টোমোনাগা, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জাপানি পদার্থবিজ্ঞানী।
• ১৯১৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওক্তাবিও পাজ লোজানো, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী মেক্সিকান লেখক, কবি ও কূটনীতিক।
• ১৯২৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন ফওলেস, তিনি ছিলেন ইংরেজ লেখক।
• ১৯২৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিজার শাভেজ, তিনি ছিলেন আমেরিকা শ্রমিক ইউনিয়নের নেতা ও সমাজ কর্মী।
• ১৯২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গর্ডি হাও, তিনি ছিলেন কানাডিয়ান আইস হকি প্লেয়ার।
• ১৯৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নাগিসা ওশীমা, তিনি ছিলেন জাপানী পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড চেম্বারলাইন, তিনি আমেরিকান অভিনেতা।
• ১৯৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শার্লি মে জোন্স, তিনি আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।
• ১৯৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্লো রুবিয়া, তিনি নোবেল পুরস্কার বিজয়ী ইতালীয় পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ।
• ১৯৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কমলা সুরাইয়া, তিনি ছিলেন ভারতীয় কবি ও লেখক।
• ১৯৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শীলা দীক্ষিত, তিনি ভারতীয় রাজনীতিবিদ ও কেরালার ২২তম গভর্নর।
• ১৯৩৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাভিয়াড গামসখুরদিয়া, তিনি ছিলেন জর্জিয়ান নৃতাত্ত্বিক, রাজনীতিবিদ ও প্রথম রাষ্ট্রপতি।
• ১৯৩৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভোলকার শ্লানডর্ফ, তিনি ছিলেন জার্মান পরিচালক ও প্রযোজক।
• ১৯৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্যাট্রিক লেহে, তিনি ছিলেন আমেরিকান আইনজীবী ও রাজনীতিবিদ।
• ১৯৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস্টোফার ওয়াকেন, তিনি আমেরিকান অভিনেতা।
• ১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কাসার গাভিরিয়া, তিনি কলম্বিয়ার অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ৩৬তম রাষ্ট্রপতি।
• ১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালবার্ট আর্নল্ড গোর, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রাজনীতিবিদ ও ৪৫তম উপ-রাষ্ট্রপতি।
• ১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিয়া পার্লম্যান, তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যাঙ্গাস ইয়াং, তিনি স্কটিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান গিটার ও গীতিকার।
• ১৯৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওলি রেহেন, তিনি সাবেক ফিনিশ ফুটবলার ও রাজনীতিবিদ।
• ১৯৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিজার সাম্পাও, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার।
• ১৯৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেঙ্কা বেয়াটুসেক, তিনি স্লোভেনীয় রাজনীতিবিদ ও ৭ম প্রধানমন্ত্রী।
• ১৯৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইউয়ান ম্যাকগ্রেগর, তিনি স্কটিশ অভিনেতা।
• ১৯৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেজান্দ্রো আমেনবার, তিনি চিলিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তাল বেন হাইম, তিনি ইস্রায়েলি ফুটবলার।
• ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হাশিম আমলা, তিনি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
• ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যাশলেহ বাল, তিনি কানাডিয়ান ভয়েস অভিনেত্রী ও সংগীতশিল্পী।
• ১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নরদিন আম্রাবাত, তিনি ডাচ ফুটবলার।
• ১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কোনেরু হাম্পি, তিনি ভারতীয় দাবা খেলোয়াড়।
• ১৯৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যাডাম জাম্পা, তিনি অস্ট্রেলীয় ক্রিকেটার।

• ০০৩২ খ্রিস্টপূর্বাব্দের এই দিনে মৃত্যুবরণ টাইটাস পম্পনিয়াস অ্যাটিকাস, তিনি ছিলেন অশ্বারোহী ক্রমের রোমান অভিজাত।
• ১৩৪০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মস্কোর প্রথম ইভান, তিনি ছিলেন রাশিয়ান গ্র্যান্ড ডিউক।
• ১৫৪৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম ফ্রান্সিস, তিনি ছিলেন ফরাসি রাজা।
• ১৫৬৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফিলিপ প্রথম, তিনি ছিলেন হেসির ল্যান্ডগ্রাভ।
• ১৬২১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফিলিপ তৃতীয়, তিনি ছিলেন স্পেনীয় রাজা।
• ১৬৩১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন ডোন, তিনি ছিলেন ইংরেজ আইনজীবী ও কবি।
• ১৬৭১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যান হাইড, তিনি ছিলেন ইংল্যান্ডের দ্বিতীয় জেমসের স্ত্রী।
• ১৭৫১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রেডরিক, তিনি ছিলেন হ্যানোভারিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী।
• ১৭৯৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওলাউদাহ ইকুয়ানো, তিনি ছিলেন নাইজেরিয়ান বণিক, লেখক ও সমাজ কর্মী।
• ১৮৩৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন কনস্টেবল, তিনি ছিলেন ইংরেজ চিত্রশিল্পী ও শিক্ষাবিদ।
• ১৮৫০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন সি ক্যালহাউন, তিনি ছিলেন আমেরিকান আইনজীবি, রাজনীতিবিদ ও ৭তম সহ-রাষ্ট্রপতি।
• ১৮৫৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন শার্লট ব্রন্টি, তিনি ছিলেন ইংরেজ লেখক ও কবি।
• ১৮৮০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হেনরিক ভিনিয়াউস্কি, তিনি ছিলেন পোলিশ বেহালা ও সুরকার।
• ১৯১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জে. পি. মরগ্যান, তিনি ছিলেন আমেরিকান ব্যাংকার।
• ১৯১৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এমিল ভন বেহরিং, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীব বিজ্ঞানী।
• ১৯২৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কং ইউউইই, তিনি ছিলেন চীনা পণ্ডিত ও রাজনৈতিক সংস্কারক।
• ১৯৪৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হান্স ফিশার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ।
• ১৯৭০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সেমিওন টিমোশেঙ্কো, তিনি ছিলেন তিনি ছিলেন সোভিয়েত সামরিক কমান্ডার ও সোভিয়েত ইউনিয়নের মার্শাল।
• ১৯৭২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মীনা কুমারী, তিনি ছিলেন ভারতীয় অভিনেত্রী।
• ১৯৭৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চার্লস হারবার্ট বেস্ট, তিনি ছিলেন আমেরিকান বংশোদ্ভূত কানাডিয়ান ফিজিওলজিস্ট, বায়োকেমিস্ট ও ইনসুলিনের সহ-আবিষ্কার।
• ১৯৮০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জেসি ওয়েন্স, তিনি ছিলেন আমেরিকান ক্রীড়াবিদ।
• ১৯৮৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম ম্যাকমাহন, তিনি ছিলেন অস্ট্রেলিয়ার আইনজীবী, রাজনীতিবিদ ও ২০তম প্রধানমন্ত্রী।
• ১৯৯৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ব্র্যান্ডন ব্রুস লি, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও মার্শাল শিল্পী।
• ১৯৯৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সেলেনা, তিনি ছিলেন আমেরিকান গায়ক ও গীতিকার।
• ২০০১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্লিফোর্ড গ্লেনউড শাল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ।
• ২০০৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জুলস ডাসিন, তিনি ছিলেন আমেরিকান পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও অভিনেতা।
• ২০০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রাউল আলফোন্সিন, তিনি ছিলেন আর্জেন্টিনার আইনজীবী, রাজনীতিবিদ ও ৪৬তম রাষ্ট্রপতি।
• ২০১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হান্স-ডিয়েট্রিচ গেঞ্জার, তিনি ছিলেন জার্মান রাজনীতিবিদ।
• ২০১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জাহা হাদিদ, তিনি ছিলেন ইরাকি বংশোদ্ভূত ইংরেজ স্থপতি ও শিক্ষাবিদ।
• ২০১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইমরে কার্তেজ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরির লেখক।
• ২০১৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গিলবার্ট বেকার, তিনি ছিলেন আমেরিকান শিল্পী ও এলজিবিটি অধিকার কর্মী।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
৩১ মার্চের এই দিনে
৩১ মার্চের এই দিনে• আজ বিশ্ব ব্যাকআপ দ
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image