Skip to content
Latest
Michael Madhusudan Dutt Pioneer of Bengali PoetryBoy Scout Movement Inspiring Young Leaders WorldwideAbdur Razzak Legendary Icon of Bangladeshi CinemaAmanullah Asaduzzaman Inspiring Visionary with Unstoppable Achievements7 Surprising Impacts of Treaty of Versailles

২১ মে'র এই দিনে

২১ মে'র এই দিনে

International Tea Day

• আজ আন্তর্জাতিক চা দিবস। ও
• আজ বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্রের জন্য সংলাপ ও উন্নয়ন দিবস।

• ১৫০২ সালে এই দিনে জোয়া দ্য নোভা সেন্টের হেলেনা দ্বীপ আবিষ্কার করেন।
• ১৭৪৪ সালে এই দিনে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ শুরু হয়।
• ১৮৫১ সালে এই দিনে অস্ট্রেলিয়ায় স্বর্ণ আবিষ্কৃত হয়।
• ১৮৭৭ সালে এই দিনে দশম রুশ ও তুরস্ক যুদ্ধ শুরু।
• ১৯০৪ সালে এই দিনে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা) গঠিত।
• ১৯৩৮ সালে এই দিনে বেঙ্গল মোশন পিকচার এ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়।
• ১৯৫৬ সালে এই দিনে প্রশান্ত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম হাইড্রোজেন বোমা বিস্ফোরণ।
• ১৯৭৪ সালে এই দিনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সাহায্য চুক্তিস্বাক্ষর।
• ১৯৯০ সালে এই দিনে ডেমোক্রেটিক রিপাবলিক অব ইয়েমেন এবং উত্তর ইয়েমেন রিপাবলিক অব ইয়েমেন নামে একত্র হতে সম্মত হয়।
• ১৯৯১ সালে এই দিনে রাজীব গান্ধী মাদ্রাজের কাছে এক আত্মঘাতী বোমা হামলাকারীর আঘাতে মারা যান।
• ১৯৯১ সালে এই দিনে ক্রিকেট তারকা সাঈদ আনোয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ (১৯৪) রানের বিশ্ব রেকর্ড করেন।
• ১৯৯৪ সালে এই দিনে ইয়েমেন স্বাধীনতা ঘোষণা করে।
• ১৯৯৮ সালে এই দিনে ইন্দোনেশিয়ার স্বৈরশাসক জেনারেল সুহার্তো গণ-আন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন।
• ২০০৩ সালে এই দিনে এক ভয়াবহ ভূমিকম্পে আলজেরিয়ায় দুই হাজার লোক নিহত হয়।
• ২০০৬ সালে এই দিনে বাংলাদেশে সাবমেরিন কেবল সিস্টেমের উদ্বোধন হয়। এ কেবলের সাথে বিশ্বের ১৪ টি দেশ যুক্ত রয়েছে।

• ১৪৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলব্রেখট ড্যুরার, তিনি ছিলেন জার্মান চিত্রকর, গাণিতিক ও তাত্ত্বিক।
• ১৫২৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় ফিলিপ, তিনি ছিলেন স্পেনের রাজা।
• ১৬৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেকজান্ডার পোপ, তিনি ছিলেন ইংরেজ কবি, প্রবন্ধক ও অনুবাদক।
• ১৭৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোসেফ ফাউচ, তিনি ছিলেন ফরাসি আইনজীবী ও রাজনীতিবিদ।
• ১৭৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গাস্পারড-গুস্টাভ ডি কোরিওলিস, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ ও প্রকৌশলী।
• ১৭৯৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মেরি অ্যানিং, তিনি ছিলেন ইংরেজ প্যালিওটোলজিস্ট।
• ১৮৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চার্লস আলবার্ট গোবাট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইস আইনজীবী ও রাজনীতিবিদ।
• ১৮৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুইস রেনাউল্ট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি আইনজ্ঞ ও শিক্ষাবিদ।
• ১৮৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেনরি রাউসু, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী।
• ১৮৫১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিওন বোউরগেোইস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রাজনীতিবিদ ও ৬৪তম প্রধানমন্ত্রী।
• ১৮৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিম এইন্টভেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইন্দোনেশীয় বংশোদ্ভূত চিকিৎসক, ফিজিওলজিস্ট ও শিক্ষাবিদ।
• ১৮৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টিউডার আরগেযি, তিনি ছিলেন রোমানিয়ান সাংবাদিক, লেখক ও কবি।
• ১৯২১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্দ্রে শাখারভ, তিনি ছিলেন সোভিয়েত ইউনিয়নের পরমাণু বিজ্ঞানী, ভিন্নামতাবলম্বী ও মানবাধিকার কর্মী।
• ১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যালকম ফ্রেজার, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ ও ২২তম প্রধানমন্ত্রী।
• ১৯৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেংট ইঙ্গেমার সামুএলসন, তিনি নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ বায়োকেমিস্ট।
• ১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গুন্টার বলবেল, তিনি নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ বংশোদ্ভূত আমেরিকান জীববিজ্ঞানী।
• ১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রোনাল্ড ইস্লেয়, তিনি আমেরিকান গায়ক, গীতিকার, প্রযোজক ও অভিনেতা।
• ১৯৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মেরি রবিনসন, তিনি আইরিশ আইনজীবী, রাজনীতিবিদ, ৭ম প্রেসিডেন্ট।
• ১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলিজাবেথ বুচান, তিনি ইংরেজ লেখক।
• ১৯৫২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিঃ টি, তিনি আমেরিকান অভিনেতা ও কুস্তিগীর।
• ১৯৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আব্দুল্লাহ ইয়ামিন আব্দুল গাইয়ুম, তিনি মালদ্বীপের রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রেসিডেন্ট।
• ১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস বেনোয়েট, তিনি কানাডিয়ান পেশাদার কুস্তিগীর।
• ১৯৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিরলুইগি ব্রিভিও, তিনি সাবেক ইতালিয়ান ফুটবলার।
• ১৯৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস্টোফার জর্জ লটোর ওয়ালেস, তিনি ছিলেন আমেরিকান রেপার।
• ১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গোটাই, তিনি বেলজিয়ান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান গায়ক ও গীতিকার।
• ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কানো, তিনি ইংরেজ রাপার, প্রযোজক ও অভিনেতা।
• ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারিও মান্দজুকিক, তিনি ক্রোয়েশীয় ফুটবলার।
• ১৯৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রেনি ক্রহিন, তিনি স্লোভেনীয় ফুটবলার।
• ১৯৯৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টম ডেলি, তিনি ইংরেজ ডুবুরি।

• ০৯৮৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পঞ্চম লুই, তিনি ছিলেন পশ্চিম ফ্রান্সের রাজা।
• ১০৮৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওয়াং আনশি, তিনি ছিলেন চীনা রাজনীতিক ও কবি।
• ১৪৭১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সপ্তম হেনরি, তিনি ছিলেন ইংল্যান্ডের রাজা।
• ১৫৪২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হেরনান্ডো ডে সটো, তিনি ছিলেন স্প্যানিশ বংশোদ্ভূত আমেরিকান এক্সপ্লোরার।
• ১৬৩৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টমাসো ক্যাম্পানেলা, তিনি ছিলেন ইতালীয় জ্যোতিষী, ধর্মতত্ত্ববিদ ও কবি।
• ১৭৮৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কার্ল উইলহেল্ম শিলে, তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত সুইডিশ পোমারেনিয়ান ও ফার্মাসিউটিকাল রসায়নবিদ।
• ১৯১১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়ামিনা ফ্লেমিং, তিনি ছিলেন স্কটিশ বংশোদ্ভূত আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী ও শিক্ষাবিদ।
• ১৯২৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হিদেসাবুরো উয়েনো, তিনি ছিলেন কৃষি বিজ্ঞানী।
• ১৯২৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রিড্রিশ ক্লুগে, তিনি ছিলেন জার্মান ভাষাবিজ্ঞানী।
• ১৯৩৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জেন অ্যাডামস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান সমাজ কর্মী, লেখক ও প্রথম মার্কিন নারী নোবেল বিজয়ী।
• ১৯৩৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হুগো দে ভেরিস, তিনি ছিলেন ডাচ উদ্ভিদবিজ্ঞানী ও জেনেটিকস্ট।
• ১৯৪৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্লাউস মান্, তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত আমেরিকান উপন্যাসিক, নাট্যকার ও সমালোচক।
• ১৯৫২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন গার্ফিয়েল্ড, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ১৯৬৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জেমস ফ্রাঙ্ক, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক।
• ১৯৭৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইভিন কোনেভ, তিনি ছিলেন সোভিয়েত দ্বিতীয় বিশ্বযুদ্ধের মার্শাল ও কমান্ডার যিনি বার্লিনের যুদ্ধে যুদ্ধ করেছিলেন।
• ১৯৯১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রাজীব গান্ধী, তিনি ছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস সভাপতি।
• ২০০০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন স্যার আর্থার জন গিলগুড, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা ও মঞ্চ পরিচালক।
• ২০০০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বারবারা কারটলান্ড, তিনি ছিলেন ইংরেজ লেখক।
• ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মোহাম্মদ খালেদ হোসেন, তিনি ছিলেন বাংলাদেশি পর্বতারোহী (এভারেস্ট জয় করে ফেরার পথে মৃত্যুবরণ করেন)।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
২১ মে'র এই দিনে
২১ মে'র এই দিনে• আজ আন্তর্জাতিক চা দিব
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image