০১ নভেম্বরের এই দিনে
• আজ বিশ্ব ভেজান দিবস (World Vegan Day)।
• ১৬০৪ সালে এই দিনে উইলিয়াম শেক্সপিয়ার এর ট্রাজেডী ওথেলো প্রথম বারের মত হোয়াইটহল প্যালেস লন্ডনে মঞ্চায়িত হয়।
• ১৭৫৫ সালে এই দিনে পর্তুগালের লিসবনে ভূমিকম্পে ও সুনামি আঘাতে ৬০ থেকে ৯০ হাজার লোকের মৃত্যু হয়।
• ১৮২১ সালে এই দিনে পানামার ভূখণ্ড স্পেনের উপনিবেশিক কবল থেকে মুক্ত হয়ে কলোম্বিয়ার সাথে যুক্ত হয়।
• ১৮৫৮ সালে এই দিনে ব্রিটিশ রাজতন্ত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসন ব্যবস্থা গ্রহণ করে।
• ১৮৬৪ সালে এই দিনে প্রথম পোষ্ট অফিসের মাধ্যমে মানি অর্ডার পদ্ধতি চালু হয়।
• ১৯৪৪ সালে এই দিনে আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন সংস্থা (ICAO) গঠিত হয়।
• ১৯৫৫ সালে এই দিনে পর্তুগালে ভূমিকম্পে ৩০ হাজার লোক নিহত হয়।
• ১৯৫৬ সালে এই দিনে বাংলা ভাষা আন্দোলন (মানভূম) এর ফলস্বরূপ মানভূমের একটা অংশ পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয় পুরুলিয়া জেলা হিসাবে আত্মপ্রকাশ করে।
• ২০০৭ সালে এই দিনে বাংলাদেশের বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা হয়।
• ০৮৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুইস দ্যা স্টামেরের, তিনি ছিলেন ফ্রাঙ্কিশ রাজা।
• ১৩৩৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চতুর্থ রুডলফ, তিনি ছিলেন অস্ট্রিয়ার ডিউক।
• ১৩৫১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তৃতীয় লিওপোল্ড, তিনি ছিলেন অস্ট্রিয়ার ডিউক।
• ১৫৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলে আতিয়েন দে লা বোস্টি, তিনি ছিলেন ফরাসি দার্শনিক ও বিচারক।
• ১৫৯৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিয়েত্রো ডা কর্টোনা, তিনি ছিলেন ইতালিয়ান চিত্রশিল্পী।
• ১৬৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকোলাস বোলেউ-দেসপ্রাক্স, তিনি ছিলেন ফরাসি কবি ও সমালোচক।
• ১৭৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্তোনিও কানোভা, তিনি ছিলেন ইতালীয় ভাস্কর ও শিক্ষাবিদ।
• ১৭৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্পেনসর পেরেসভেল, তিনি ছিলেন ইংরেজ আইনজীবী, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
• ১৭৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গুস্টাভ চতুর্থ অ্যাডল্ফ, তিনি ছিলেন সুইডেনের রাজা।
• ১৭৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এফ. জে. রবিনসন, প্রথম ভিসকাউন্ট গডেরিচ, তিনি ছিলেন ইংরেজ রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
• ১৮৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন একাদশ দালাই লামা (ম্খাস-গ্রুব-র্গ্যা-ম্ত্শো), তিনি ছিলেন তিব্বতীয় বৌদ্ধ ধর্মের নেতা।
• ১৮৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টিফেন ক্রেন, তিনি ছিলেন আমেরিকান কবি, উপন্যাসিক ও ছোট গল্প লেখক।
• ১৮৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্লোস সাভেদ্রা লামাস, তিনি ছিলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আর্জেন্টাইন রাজনৈতিক নেতা।
• ১৮৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলফ্রেড ওয়েগনার, তিনি ছিলেন জার্মান আবহাওয়াবিদ ও ভূপদার্থবিদ্যা।
• ১৮৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হারমান ব্রোচ, তিনি ছিলেন অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান লেখক ও কবি।
• ১৮৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফিলিপ নোয়েল-বেকার, তিনি ছিলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কানাডিয়ান সমাজ কর্মী।
• ১৯০২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নর্দাহল গ্রিগ, তিনি ছিলেন নরওয়েজিয়ান সাংবাদিক, লেখক, কবি ও নাট্যকার।
• ১৯১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেনরি ট্রোয়াট, তিনি ছিলেন ফরাসি ইতিহাসবিদ ও লেখক।
• ১৯১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মুহাম্মদ আতাউল গণি ওসমানী, তিনি একজন বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি।
• ১৯১৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেরমান বন্ডি, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রীয় গণিতবিদ ও অঙ্গরাগী।
• ১৯২৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সুলেয়মান দেমিরেল, তিনি ছিলেন তুর্কি ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ ও ৯ম প্রেসিডেন্ট।
• ১৯২৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আবু ইসহাক, তিনি একজন বাংলাদেশি সাহিত্যিক।
• ১৯৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন একিউএম বদরুদ্দোজা চৌধুরী, তিনি একজন বাংলাদেশী রাজনীতিবিদ।
• ১৯৩৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্যারি প্লেয়ার, তিনি দক্ষিণ আফ্রিকার সাবেক গল্ফার ও স্পোর্টসকাস্টার।
• ১৯৩৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডওয়ার্ড সাঈদ, তিনি ছিলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান তাত্তিক, লেখক ও শিক্ষাবিদ।
• ১৯৪২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ল্যারি ফ্ল্যান্ট, তিনি আমেরিকান প্রকাশক ও ল্যারি ফ্ল্যান্ট প্রকাশনার প্রতিষ্ঠাতা।
• ১৯৪২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্সিয়া ওয়ালেস, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ১৯৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সালভাটোর অ্যাডামো, তিনি ইতালিয়ান বংশোদ্ভূত বেলজিয়ামের গায়ক ও গীতিকার।
• ১৯৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাফিক হারিরি, তিনি ছিলেন লেবাননের ব্যবসায়ী, রাজনীতিবিদ ও ৬০তম প্রধানমন্ত্রী।
• ১৯৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড ফস্টার, তিনি ছিলেন কানাডিয়ান গায়ক, গীতিকার, কীবোর্ড প্লেয়ার ও প্রযোজক।
• ১৯৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইকেল ডগলাস গ্রিফিন, তিনি আমেরিকান পদার্থবিদ ও প্রকৌশলী।
• ১৯৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট বি. লাফলিন, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ।
• ১৯৫১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রেগ স্ট্যান্টন সার্জেন্ট, তিনি অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার ও রসায়নবিদ।
• ১৯৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টিম কুক, তিনি আমেরিকান ব্যবসায়ী, প্রকৌশলী ও অ্যাপল ইনকর্পোরেটেড -এর বর্তমান সিইও।
• ১৯৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যান্টনি কিডিস, তিনি আমেরিকান গায়ক ও গীতিকার।
• ১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লেসলি মার্ক হিউগস, তিনি ওয়েলশ সাবেক ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
• ১৯৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেরেমি হান্ট, তিনি ইংরেজ ব্যবসায়ী, রাজনীতিবিদ ও স্বাস্থ্য বিষয়ক সেক্রেটারি।
• ১৯৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আকরাম খান, তিনি বাংলাদেশী সাবেক ক্রিকেটার।
• ১৯৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শেরউইন ক্যাম্পবেল, তিনি ওয়েস্ট ইন্ডিয়ান সাবেক ক্রিকেটার।
• ১৯৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টনি কোললেট, তিনি অস্ট্রেলিয়ান অভিনেত্রী।
• ১৯৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেনি ম্যাকার্থি, তিনি আমেরিকান অভিনেত্রী ও মডেল।
• ১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ঐশ্বরিয়া রাই, তিনি ভারতীয় অভিনেত্রী।
• ১৯৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিভিএস লক্ষন, তিনি ভারতীয় সাবেক ক্রিকেটার।
• ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিলান ডুডিক, তিনি সার্বিয়ান সাবেক ফুটবলার।
• ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিলস ক্রাসিক, তিনি সার্বিয়ার ফুটবল।
• ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পেন ব্যাডলি, তিনি আমেরিকান অভিনেতা ও টেলিভিশন ব্যক্তিত্ব।
• ১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইলিয়ানা ডি'ক্রুজ, তিনি ভারতীয় অভিনেত্রী।
• ১৯৯৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেমস ওয়ার্ড-প্রোউস, তিনি ইংলিশ ফুটবলার।
• ১৯৯৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারগারিতা মামুন, তিনি রাশিয়ান জিমন্যাস্ট।
• ১৯৯৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিল পিপ, তিনি ছিলেন আমেরিকান গায়ক ও র্যাপার।
• ১৫৪৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জিউলিও রোমানো, তিনি ছিলেন ইতালীয় চিত্রশিল্পী ও স্থপতি।
• ১৭০০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় চার্লস, তিনি ছিলেন স্পেনের সর্বশেষ হাবসবুরগ শাসক।
• ১৮৭৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দীনবন্ধু মিত্র, তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ রূপকার।
• ১৮৮৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নিকোলাই প্রযহেভালস্কাই, তিনি ছিলেন রাশিয়ান ভূগোলবিদ ও এক্সপ্লোরার।
• ১৮৯৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন তৃতীয় আলেকজান্ডার, তিনি ছিলেন রাশিয়ার সম্রাট।
• ১৯০৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন থিওডর মম্সেন, তিনি ছিলেন নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী জার্মান লেখক।
• ১৯৪২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হুগো ডিস্টলের, তিনি ছিলেন জার্মান অর্গানবাদক, সুরকার ও পথপ্রদর্শক।
• ১৯৫০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বিভূতিভূষণ বন্দোপাধ্যায়, তিনি ছিলেন একজন বাঙ্গালী সাহিত্যিক।
• ১৯৫৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডেল ব্রাকেনরিডজ কার্নেগি, তিনি ছিলেন আমেরিকান লেখক ও শিক্ষাবিদ।
• ১৯৭২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এজরা পাউন্ড, তিনি ছিলেন আমেরিকান কবি ও সমালোচক।
• ১৯৭৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মোহাম্মদ খাদেমুল বাশার, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা।
• ১৯৮২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রাজা ভিডোর, তিনি ছিলেন আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৮৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নিবারণ পন্ডিত, তিনি ছিলেন অবিভক্ত বাংলার ভাটিয়ালি গান রচয়িতাদের মধ্যে অন্যতম ব্যক্তি।
• ১৮৮৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নিকোলে প্রেভেলস্কি, তিনি ছিলেন পোলিশ বংশোদ্ভূত রাশিয়ান ভূগোলবিদ ও এক্সপ্লোরার।
• ১৮৯৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন তৃতীয় আলেকজান্ডার, তিনি ছিলেন রাশিয়ার রাজা।
• ১৯০৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন থিওডর মোমসেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান প্রত্নতত্ত্ববিদ, সাংবাদিক ও রাজনীতিবিদ।
• ১৯০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলফ্রেড জেরি, তিনি ছিলেন ফরাসি লেখক ও নাট্যকার।
• ১৯২৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ম্যাক্স লিন্ডার, তিনি ছিলেন ফরাসি অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক ও কৌতুক অভিনেত।
• ১৯৫০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন বাঙালি কথাসাহিত্যিক।
• ১৯৫৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডেল ব্রাকেনরিডজ কার্নেগি, তিনি ছিলেন আমেরিকান লেখক ও শিক্ষিকা।
• ১৯৬৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জিওস পাপান্ড্রেওউ, তিনি ছিলেন গ্রীক অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ১৩৪তম প্রধানমন্ত্রী।
• ১৯৭২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এজরা পাউন্ড, তিনি ছিলেন আমেরিকান কবি ও সমালোচক।
• ১৯৮২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কিং ভিডোর, তিনি ছিলেন আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৯৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সেভেরো ওচোয়া, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী স্পেনীয় বায়োকেমিস্ট ও চিকিৎসা।
• ১৯৯৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জুনিয়াস রিচার্ড জয়েবর্ধন, তিনি ছিলেন শ্রীলংকার আইনজীবী, রাজনীতিবিদ ও ২য় প্রধানমন্ত্রী।
• ১৯৯৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জাঁ কউটু, তিনি ছিলেন কানাডিয়ান অভিনেতা ও পরিচালক।
• ২০০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম স্টয়রোন, তিনি ছিলেন আমেরিকান ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।
• ২০০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পল তিব্বেটস, তিনি ছিলেন আমেরিকান জেনারেল।
• ২০০৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জ্যাক পিকার্ড, তিনি ছিলেন সুইস সমুদ্রবিদ ও প্রকৌশলী।
• ২০০৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইমা সুমাক, তিনি ছিলেন পেরুর বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী।
• ২০১০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন শ্যানন টাভারেজ, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।
• ২০১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গন্টার শ্যাবোভস্কি, তিনি ছিলেন জার্মান সাংবাদিক ও রাজনীতিবিদ।
• ২০১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রেড থম্পসন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, আইনজীবী ও রাজনীতিবিদ।