Skip to content
Latest
Abdur Razzak Legendary Icon of Bangladeshi CinemaAmanullah Asaduzzaman Inspiring Visionary with Unstoppable Achievements7 Surprising Impacts of Treaty of Versailles5 Surprising Facts About the Aswan DamInternational Typing Day Celebration

১৫ নভেম্বরের এই দিনে

১৫ নভেম্বরের এই দিনে

Bari Siddiqui

• আজ আন্তর্জাতিক কারারুদ্ধ লেখক দিবস (Day of the Imprisoned Writer)।

• ১৬২১ সালে এই দিনে উত্তর ভারতের কাংড়া দুর্গ মোগল সম্রাট জাহাঙ্গীরের দখলে আসে।
• ১৭৯৫ সালে এই দিনে লিয়েবে দিযেফের উদ্যোগে বাংলার প্রথম মঞ্চনাটক ‘ছদ্মবেশী’ মঞ্চস্থ হয়।
• ১৮৩০ সালে এই দিনে প্রথম ভারতীয় হিসেবে রাজা রামমোহন রায় ইংল্যান্ড যাত্রা করেন।
• ১৮৩৭ সালে এই দিনে আইজাক পিটম্যানের শর্টহ্যান্ড পদ্ধতি প্রথম প্রকাশিত হয়।
• ১৮৫৯ সালে এই দিনে প্রথম আধুনিক অলিম্পিক খেলা হয় গ্রিসের এথেন্সে।
• ১৯১৩ সালে এই দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার লাভ করেন।
• ১৯৮৪ সালে এই দিনে জার্মানীর রাজধানী বার্লিনে আফ্রিকায় ইউরোপীয় উপনিবেশ গুলোকে ভাগ-বণ্টন করা নিয়ে একটি সম্মেলন হয়েছিল। ইতিহাসে এই সম্মেলনটি বার্লিন সম্মেলন নামে পরিচিত।
• ১৯৮৮ সালে এই দিনে পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা ঘোষণা দেন।
• ২০০৭ সালের এই দিনে শতাব্দীর সবচেয়ে ভয়াল ঘূর্ণিঝড় সিডর বাংলাদেশের উপকূলীয় অঞ্চল লন্ড-ভণ্ড করে দিয়েছিল।

• ১৩১৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রথম জন, তিনি ছিলেন ফ্রান্সের রাজা ও নাভারের।
• ১৬০৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মেডেলিন ডি সচুডেরয়, তিনি ছিলেন ফরাসি লেখক।
• ১৬৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বার্নার্ড ম্যান্ডেভিল, তিনি ছিলেন অ্যাংলো বংশোদ্ভূত ডাচ দার্শনিক, রাজনৈতিক অর্থনীতিবিদ ও ব্যাঙ্গ রচয়িতা।
• ১৭০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম পিট, তিনি ছিলেন ইংরেজ সৈনিক, রাজনীতিবিদ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
• ১৭৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম হার্শেল, তিনি ছিলেন জার্মান বংশদ্ভুত ইংরেজ জ্যোতির্বিদ ও সুরকার।
• ১৭৯৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিশেল চাসলেস, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ ও শিক্ষাবিদ।
• ১৮৫২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মুহাম্মদ তাওফিক পাশা, তিনি ছিলেন মিশর ও সুদানের খেদিভ।
• ১৮৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গেরহার্ট হাউপ্টমান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান লেখক, কবি ও নাট্যকার।
• ১৮৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আগস্ট ক্রোঘ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ প্রাণিবিজ্ঞানী ও শারীরবিজ্ঞানী।
• ১৮৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রেন জুনুন, তিনি ছিলেন ফরাসি বংশদ্ভূত মিশরীয় দার্শনিক ও লেখক।
• ১৮৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জিয়া ও'কিফ, তিনি ছিলেন আমেরিকান চিত্রশিল্পী ও শিক্ষাবিদ।
• ১৮৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এর্ভিন ইয়োহানেস অয়গেন রমেল, তিনি ছিলেন জার্মান ফিল্ড মার্শাল।
• ১৮৯৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওলগা নিকোলাভেনা, তিনি ছিলেন রাশিয়ার গ্র্যান্ড ডাচেস।
• ১৯০৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টুই ডেম্পস্টার, তিনি ছিলেন নিউজিল্যান্ড ক্রিকেটার ও কোচ।
• ১৯০৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্লজ ফন স্টফেনবার্গ, তিনি ছিলেন জার্মান সামরিক কর্মকর্তা।
• ১৯২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রান্সেসকো রোসি, তিনি ছিলেন ইতালীয় পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এড আসনের, তিনি আমেরিকান অভিনেতা, গায়ক ও প্রযোজক।
• ১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জে. জি. ব্যালার্ড, তিনি ইংরেজ উপন্যাসী, ছোট গল্প লেখক ও লেখক।
• ১৯৩১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ময়াই কিবাকি, তিনি কেনিয়ার অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও তৃতীয় রাষ্ট্রপতি।
• ১৯৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পেটুলা ক্লার্ক, তিনি ইংরেজ গায়িকা, গীতিকার ও অভিনেত্রী।
• ১৯৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্যাম ওয়াটারস্টন, তিনি আমেরিকান অভিনেতা।
• ১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আমির হোসেন আমু, তিনি ছিলেন বাংলাদেশের একজন বাংলাদেশী রাজনীতিবিদ।
• ১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যানি-ফ্রাইড লিংস্টাড, তিনি নরওয়েজিয়ান বংশদ্ভূত সুইডিশ গায়িকা।
• ১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মুফতি ফজলুল হক আমিনী, তিনি ছিলেন বাংলাদেশের একজন ইসলামী চিন্তাবিদ রাজনীতিবিদ ও আইন বিশেষজ্ঞ।
• ১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিল রিচার্ডসন, তিনি মার্কিন রাজনীতিবিদ, কূটনীতিক ও জাতিসংঘের ২১তম মার্কিন রাষ্ট্রদূত।
• ১৯৫১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেভারলি ডি'এঞ্জেলো, তিনি আমেরিকান অভিনেত্রী, গায়ক ও প্রযোজক।
• ১৯৫২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রান্ডি স্যাভেজ, তিনি ছিলেন আমেরিকান কুস্তিগীর।
• ১৯৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বারী সিদ্দিকী, তিনি বাংলাদেশের একজন ফোক গায়ক ও বংশীবাদক।
• ১৯৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেকান্দার কুইস্নুইস্কি, তিনি পোল্যান্ডের সাংবাদিক, রাজনীতিবিদ ও তৃতীয় রাষ্ট্রপতি।
• ১৯৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টিবর ফিসার, তিনি ইংরেজ লেখক।
• ১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফরানচোইস ওজোন, তিনি ফরাসি পরিচালক, প্রযোজক ও চিত্রগ্রাহক।
• ১৯৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্যাট্রিক এম'বোমা, তিনি ক্যামেরোনিয়ান সাবেক ফুটবলার।
• ১৯৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জনি লি মিলার, তিনি ইংরেজ বংশদ্ভূত আমেরিকান অভিনেতা।
• ১৯৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চিট ক্রোজার, তিনি কানাডিয়ান গায়ক, গান লেখক, গিটারিস্ট ও প্রযোজক।
• ১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভার্জিনিয়া লেডোয়েন, তিনি ফরাসি অভিনেত্রী।
• ১৯৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কালু উছে, তিনি নাইজেরিয়ান ফুটবল।
• ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফার্নান্দো ভেরডাস্কো, তিনি স্প্যানিশ টেনিস খেলোয়াড়।
• ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সানিয়া মির্জা, তিনি ভারতের মহিলা টেনিস খেলোয়াড়।
• ১৯৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শাইলিন উডলি, তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেভিন উইমার, তিনি অস্ট্রিয়ার ফুটবলার।
• ১৯৯৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পাওলো দিবালা, তিনি আর্জেন্টিনার ফুটবলার।

• ০৬৫৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পেন্ডা, তিনি ছিলেন মেরচিয়ার রাজা।
• ১৫৯৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মার্টিন ফ্রোবিশার, তিনি ছিলেন ইংরেজ সমুদ্রযাত্রী ও আবিষ্কারক।
• ১৬৩০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোহান্নেস কেপলার, তিনি ছিলেন জার্মানীর বিশিষ্ট নক্ষত্রবিদ।
• ১৬৭০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন আমোস কমেনিয়াস, তিনি ছিলেন চেক বিশপ, দার্শনিক ও শিক্ষাবিদ।
• ১৬৯১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যালবার্ট কুইপ, তিনি ছিলেন ডাচ চিত্রশিল্পী।
• ১৭৮৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্রিস্টোফ উইলিবাল্ড গ্লুক, তিনি ছিলেন জার্মান সুরকার।
• ১৮১৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ড্যানিয়েল রাদারফোর্ড, তিনি ছিলেন স্কটিশ রসায়নবিদ ও চিকিৎসক।
• ১৮৩২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জ্যান-ব্যাপটিস্ট সায়, তিনি ছিলেন ফরাসি অর্থনীতিবিদ ও ব্যবসায়ী।
• ১৮৫৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় মারিয়া, তিনি ছিলেন পর্তুগিজ রাণী ও রিজেন্ট।
• ১৮৫৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মধুসূদন গুপ্ত, তিনি ছিলেন প্রথম শবব্যবচ্ছেদকারী বাঙালী চিকিৎসক।
• ১৯০৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সিক্সি, তিনি ছিলেন চীনা এমপ্রেস ডোজার ও রিজেন্ট।
• ১৯১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হেন্‌রিক শিন্‌কিয়েউইচ, তিনি ছিলেন পোলিশ নোবেল পুরস্কার বিজয়ী সাংবাদিক ও লেখক।
• ১৯১৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডেভিড এমিল ডুর্খাইম, তিনি ছিলেন ফরাসি সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী ও দার্শনিক।
• ১৯১৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলফ্রেড ওয়ের্নার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বংশোদ্ভূত সুইস রসায়নবিদ ও শিক্ষাবিদ।
• ১৯৪৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নাথুরাম বিনায়ক গোডসে, তিনি ছিলেন মহাত্মা গান্ধীর হত্যাকারী।
• ১৯৫৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন  লিয়েনেল ব্যারিওমর, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, গায়ক, পরিচালক ও চিত্র লেখক।
• ১৯৫৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টাইরন পাওয়ার, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, গায়ক ও প্রযোজক।
• ১৯৫৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চার্লস থমসন রিস উইলসন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ পদার্থবিদ ও আবহবিৎ।
• ১৯৭১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রুডলফ আবেল, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত রাশিয়ান কর্নেল।
• ১৯৭৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জিন গ্যাবিন, তিনি ছিলেন ফরাসি অভিনেতা, গায়ক ও প্রযোজক।
• ১৯৭৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মার্গারেট মিড, তিনি ছিলেন আমেরিকান নৃবিজ্ঞানী ও লেখক।
• ১৯৮১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এনিড মারকেয়, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ১৯৮২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভিনোবা ভাভ, তিনি ছিলেন ভারতীয় দার্শনিক।
• ২০০৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আরটো সাল্মিনেন, তিনি ছিলেন ফিনিশ সাংবাদিক ও লেখক।
• ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গ্লাফকোস ক্লারাইডস, তিনি ছিলেন সাইপ্রোয়েট আইনজীবী, রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট।
• ২০১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সাঈদ জাফরি, তিনি ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা।
• ২০১৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লিল পিপ, তিনি ছিলেন আমেরিকান গায়ক ও রাপার।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
১৫ নভেম্বরের এই দিনে
১৫ নভেম্বরের এই দিনে• আজ আন্তর্জাতিক
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image