Skip to content
Latest
International Men's Day Importance and CelebrationWorld Toilet Day Importance and Global AwarenessInternational Students Day A Tribute to Youth and EducationInternational Day for Tolerance Understanding the Power of AcceptanceDay of the Imprisoned Writer Honoring Freedom of Expression and the Fight for Justice

২১ নভেম্বরের এই দিনে

২১ নভেম্বরের এই দিনে

Armed Forces Day

• আজ সশস্ত্র বাহিনী দিবস। ও
• আজ বিশ্ব টেলিভিশন দিবস।

• ১৭৮৩ সালে এই দিনে মন্টগোলফার ভ্রাতৃদ্বয় প্রথম বেলুনে করে আকাশে উড্ডয়ন করে।
• ১৮০৬ সালে এই দিনে ঐতিহাসিক বার্লিন আদেশ জারি করা হয়।
• ১৮৭৭ সালে এই দিনে থমাস এডিসন গ্রামোফোন আবিষ্কারের ঘোষণা দেন।
• ১৯০৮ সালে এই দিনে বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুকে ফাঁসি দেওয়া হয়।
• ১৯১৮ সালে এই দিনে জার্মান সামরিক নৌবহর মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে।
• ১৯৪৫ সালে এই দিনে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এবং আজাদ হিন্দ ফৌজের বন্দিদের মুক্তির দাবিতে কলকাতায় ছাত্র-শোভাযাত্রায় যোগ দিয়ে পুলিশের গুলিতে ছাত্রকর্মী রামেশ্বর ও আবদুল সালাম নিহত হন।
• ১৯৭৯ সালে এই দিনে উগ্রপন্থীরা মক্কার কাবা মসজিদ দখল করে নেয়।
• ১৯৯৪ সালে এই দিনে নোবেলজয়ী সাহিত্যিক ওলে সোয়েঙ্কা নাইজেরিয়া ত্যাগ করেন।
• ২০০২ সালে এই দিনে ন্যাটো সদস্য হওয়ার জন্য বুলগেরিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া ও স্লোভেনিয়াকে আমন্ত্রণ জানায়।

• ১৬৯৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভলতেয়ার, তিনি ছিলেন ফরাসি লেখক ও দার্শনিক।
• ১৭৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রেডরিখ সচলেইয়েরমাচের, তিনি ছিলেন জার্মান ধর্মতত্ত্ববিদ, দার্শনিক ও পণ্ডিত।
• ১৮১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুইস এইচ. মর্গান, তিনি ছিলেন আমেরিকান আইনজীবী, নৃতত্ত্ব ও তাত্তিক।
• ১৮৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিক্টোরিয়া, তিনি ছিলেন ইংল্যান্ডের রয়্যাল প্রিন্সেস।
• ১৮৫২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রান্সিসকো তারেগা, তিনি ছিলেন স্প্যানিশ গিটারিস্ট ও সুরকার।
• ১৮৫৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হুসাইন কামেল, তিনি ছিলেন মিশরের সুলতান।
• ১৮৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেকজান্ডার বার্কম্যান, তিনি ছিলেন লিথুয়ানিয়ান বংশোদ্ভূত আমেরিকান সমাজ কর্মী ও লেখক।
• ১৮৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোসেফ জো ডার্লিং, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও রাজনীতিবিদ।
• ১৮৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্ট্যানলি জ্যাকসন, তিনি ছিলেন ইংলিশ ক্রিকেটার ও রাজনীতিবিদ।
• ১৮৯৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রেনি ম্যাগরিট, তিনি ছিলেন বেলজিয়ান চিত্রশিল্পী।
• ১৯০২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আইজাক বাশেভিস সিঙ্গার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ বংশোদ্ভূত আমেরিকান লেখক ও নাট্যকার।
• ১৯০২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিখাইল সুস্লোভ, তিনি ছিলেন রাশিয়ান সৈনিক, অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ।
• ১৯০৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কোলম্যান হকিন্স, তিনি ছিলেন আমেরিকান স্যাক্সোফোনিস্ট ও ক্লেরিনেট প্লেয়ার।
• ১৯২১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেটি উইলসন, তিনি ছিলেন অস্ট্রেলীয় মহিলা ক্রিকেটার।
• ১৯২৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিল্কা প্লানিন্ক, তিনি ছিলেন যুগোস্লাভ রাজনীতিবিদ ও ২৮তম প্রধানমন্ত্রী।
• ১৯২৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস্টোফার টলকিয়েন, তিনি ছিলেন ইংরেজ লেখক ও শিক্ষাবিদ।
• ১৯৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হ্যারল্ড রামিস, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গোল্ডি হন, তিনি আমেরিকান অভিনেত্রী, গায়ক ও প্রযোজক।
• ১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিশেল সুলেইমান, তিনি লেবাননের জেনারেল, রাজনীতিবিদ ও ১৬তম প্রেসিডেন্ট।
• ১৯৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চেরি জোনস, তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকলেট শেরিডান, তিনি ইংরেজ অভিনেত্রী।
• ১৯৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিজার্ক, তিনি আইসল্যান্ডীয় গায়িকা ও গীতিকার।
• ১৯৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কবির বকুল, তিনি বাংলাদেশের গীতিকার।
• ১৯৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাস্টিন লি ল্যাঙ্গার, তিনি অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার ও কোচ।
• ১৯৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কারেন লুইস রোল্টন, তিনি অস্ট্রেলিয়ার সাবেক মহিলা ক্রিকেটার।
• ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিনসেন ভিঞ্চেনযো ইয়াকুইন্টা, তিনি ইতালিয়ান সাবেক ফুটবলার।
• ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেনা ম্যালোন, তিনি আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।
• ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেসাস নাভাস, তিনি স্প্যানিশ ফুটবলার।
• ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্লি রায় জেপসেন, তিনি কানাডিয়ান গায়ক, গীতিকার ও অভিনেত্রী।
• ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কলিন বেলিঞ্জার, তিনি আমেরিকান কৌতুক অভিনেত্রী ও গায়িকা।
• ১৯৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফেবিয়ান ডিলফ, তিনি ইংরেজ ফুটবল খেলোয়াড়।
• ১৯৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলমাজ আয়ানা এবা, তিনি ইথিওপীয় প্রমিলা দূরপাল্লার দৌড়বিদ।
• ১৯৯৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সাউল নিগুয়েজ এসক্লাপেজ, তিনি স্প্যানিশ ফুটবলার।

• ০৯৩৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আল-তাহাবী, তিনি ছিলেন আরব ইমাম ও পণ্ডিত।
• ১৩২৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইউরি ড্যানিলোভিচ, তিনি ছিলেন মস্কোর প্রিন্স ও ভ্লাদিমির।
• ১৫৫৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গেওরগিউস আগ্রিকলা, তিনি ছিলেন জার্মান মণিকবিৎ ভাষাতাত্ত্বিক ও পণ্ডিত।
• ১৬৯৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হেনরি পার্সেল, তিনি ছিলেন ইংরেজ অর্গানবাদক ও সুরকার।
• ১৮১১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হেনরিক ভন ক্লেইস্ট, তিনি ছিলেন জার্মান কবি ও লেখক।
• ১৮৪৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইভান ক্রিলোভ, তিনি ছিলেন রাশিয়ান কবি ও নাট্যকার।
• ১৮৯৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গারেট হোবার্ট, তিনি ছিলেন আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ২৪তম ভাইস প্রেসিডেন্ট।
• ১৯০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হ্যারি বয়েল, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
• ১৯০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পলা মোদারসোহন-বেকার, তিনি ছিলেন জার্মান চিত্রশিল্পী।
• ১৯০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পেডার সেভেরিন ক্রয়ের, তিনি ছিলেন নরওয়েজিয়ান বংশোদ্ভূত ডেনিশ চিত্রশিল্পী।
• ১৯১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম ফ্রানজ জোসেফ, তিনি ছিলেন অস্ট্রিয়ার রাজা।
• ১৯৭০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চন্দ্রশেখর ভেঙ্কট রামন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক।
• ১৯৭৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পুণ্যলতা চক্রবর্তী, তিনি ছিলেন বাংলাদেশের শিশু সাহিত্যিক।
• ১৯৯২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কেসোন ফোমভিহান, তিনি ছিলেন লাওটিয়ার সৈনিক, রাজনীতিবিদ ও লাওসের দ্বিতীয় রাষ্ট্রপতি।
• ১৯৯৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আব্দুস সালাম, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানী তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী।
• ২০০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হাসান গাউল্ড অ্যাপিডন, তিনি ছিলেন সোমালিয়ান বংশোদ্ভূত জিবুতি রাজনীতিবিদ ১ম রাষ্ট্রপতি।
• ২০০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কনস্ট্যান্টিন ফোকটিস্টোভ, তিনি ছিলেন রাশিয়ান প্রকৌশলী ও নভোচারী।
• ২০১১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যান মেককাফ্রেয়, তিনি ছিলেন আমেরিকান বংশোদ্ভূত আইরিশ লেখক।
• ২০১৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডেভিড ক্যাসিডি, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার ও গিটারিস্ট।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
২১ নভেম্বরের এই দিনে
২১ নভেম্বরের এই দিনে• আজ সশস্ত্র বাহি
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image