Skip to content
Latest
International Men's Day Importance and CelebrationWorld Toilet Day Importance and Global AwarenessInternational Students Day A Tribute to Youth and EducationInternational Day for Tolerance Understanding the Power of AcceptanceDay of the Imprisoned Writer Honoring Freedom of Expression and the Fight for Justice

২৩ নভেম্বরের এই দিনে

২৩ নভেম্বরের এই দিনে

Johannes Diderik van der Waals

• ১৭৮৩ সালে এই দিনে অ্যানাপোলিস মেরিল্যান্ড যুক্তরাষ্ট্রের রাজধানী হয়।
• ১৮৭৩ সালে এই দিনে ফরাসী সেনারা ভিয়েতনামের রাজধানী হ্যানয় দখল করে নেয়।
• ১৮৯০ সালে এই দিনে নেদারল্যান্ড থেকে লুক্সেমবার্গ বিচ্ছিন্ন হয়ে যায়।
• ১৯১৬ সালে এই দিনে প্রথম কার্ল অস্ট্রিয়ার সিংহাসন আরোহণ করেন।
• ১৯১৯ সালে এই দিনে দিল্লীতে প্রথম নিখিল ভারত খিলাফত সম্মেলন অনুষ্ঠিত হয়।
• ১৯২২ সালে এই দিনে রাজদ্রোহের অভিযোগে কবি কাজী নজরুল ইসলাম গ্রেফতার হন এবং সরকার কর্তৃক তার বই নিষিদ্ধ ঘোষণা করা হয়।
• ১৯৩৬ সালে এই দিনে লাইফ ম্যাগাজিনের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
• ১৯৬৪ সালে এই দিনে ব্রিটেনে সর্বপ্রথম বাণিজ্যিক বেতার কেন্দ্র চালু হয়।
• ১৯৮০ সালে এই দিনে রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার ইর্পিনিয়া ভূমিকম্পে দক্ষিণ ইতালিতে প্রায় সাড়ে চার হাজার লোক মারা যায় ও আট হাজার লোক আহত হয়।

• ০৯১২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রথম আটো, তিনি ছিলেন রোমান সম্রাট।
• ১২২১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দশম আলফন্সো, তিনি ছিলেন কাস্টাইলের রাজা।
• ১৬১৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন ওয়ালিস, তিনি ছিলেন ইংরেজ গণিতবিদ ও সাংকেতবিদ।
• ১৭৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রাঞ্চইস-নয়েল বাবেউফ, তিনি ছিলেন ফরাসি সাংবাদিক ও সমাজ কর্মী।
• ১৮০৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রাংক্লিন পিয়ের্স, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্দশ রাষ্ট্রপতি।
• ১৮৩৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়োহানেস ইয়োহানেস ডিডেরিক ফান ডার ভাল্‌স, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডাচ পদার্থবিদ ও তাপগতিবিদ্যা বিশারদ।
• ১৮৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ল ইয়ালমার ব্রান্তিং, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ সাংবাদিক, রাজনীতিবিদ ও ১৬তম প্রধানমন্ত্রী।
• ১৮৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আনাতোলি লুনাচারস্কাই, তিনি ছিলেন রাশিয়ান সাংবাদিক ও রাজনীতিবিদ।
• ১৮৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যানুয়েল ডি ফালা, তিনি ছিলেন স্প্যানিশ পিয়ানোবাদক ও সুরকার।
• ১৮৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বরিস কারলফ, ইংরেজ অভিনেতা ও গায়ক।
• ১৮৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইল লিসিটজকি, তিনি ছিলেন রাশিয়ান ফটোগ্রাফাও স্থপতি।
• ১৮৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নীরদচন্দ্র চৌধুরী, তিনি ছিলেন তৎকালীন ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলা (বর্তমান বাংলাদেশের) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী। খ্যাতনামা ও জনপ্রিয় বাঙালি লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
• ১৯০৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বৈদ্যনাথ ভট্টাচার্য, তিনি ছিলেন ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, গীতিকার, প্রযোজক ও নাট্য পরিচালক।
• ১৯০৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রুন রুন শাও, তিনি ছিলেন চীনা বংশোদ্ভূত হংকং ব্যবসায়ী, মানবপ্রেমিক ও শাও ব্রাদার্স স্টুডিও এর প্রতিষ্ঠিাতা।
• ১৯১৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইকেল গউঘ, তিনি ছিলেন মালয়েশিয়ার বংশোদ্ভূত ইংরেজ অভিনেতা।
• ১৯২০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল কেলান, তিনি ছিলেন রোমানীয় ফরাসি কবি ও অনুবাদক।
• ১৯২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যানুয়েল ফ্রাগা ইরিবারনে, তিনি ছিলেন স্প্যানিশ রাজনীতিবিদ।
• ১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গীতা দত্ত, তিনি ছিলেন ভারতীয় গায়িকা ও অভিনেত্রী।
• ১৯৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলী শরীয়তি, তিনি ছিলেন ইরানী সমাজবিজ্ঞানী ও একটিভিস্ট।
• ১৯৩৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভ্লাডিস্লাভ ভোল্কভ, তিনি ছিলেন রাশিয়ান প্রকৌশলী ও মহাকাশচারী।
• ১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রাঙ্কো নিরো, তিনি ইতালিয়ান অভিনেতা ও প্রযোজক।
• ১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুডোভিকো ইনাউডি, তিনি ইতালিয়ান পিয়ানোবাদক ও সুরকার।
• ১৯৬১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্ভিন গ্রিগোরি হিউজ, তিনি অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার।
• ১৯৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকোলাস মাদুরো মরোস, তিনি ভেনেজুয়েলার ইউনিয়ন নেতা, রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট।
• ১৯৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিনসেন্ট ক্যাসেল, তিনি ফরাসি অভিনেতা ও প্রযোজক।
• ১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্যারি কার্স্টেন, তিনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ও কোচ।
• ১৯৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন খালেদ আল-মুয়াল্লিদ, তিনি সৌদি আরব ফুটবল।
• ১৯৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস হার্ডওয়িকি, তিনি আমেরিকান কৌতুকাভিনেতা, অভিনেতা, প্রযোজক ও টেলিভিশন উপস্থাপক।
• ১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কুনেয়ট কাকির, তিনি তুর্কি ফুটবল রেফারি।
• ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেলি বুক, তিনি ইংরেজ মডেল ও অভিনেত্রী।
• ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিহাট কাহভেকি, তিনি তুর্কি ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুইজি সচাগলিয়া, তিনি ইতালিয়ান ফুটবলার।
• ১৯৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আহমেদ শেহজাদ, তিনি পাকিস্তানি ক্রিকেটার।

• ০৯৫৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এ্যাডার্ড, তিনি ছিলেন ইংরেজ রাজা।
• ১৪০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লুই প্রথম, তিনি ছিলেন অরলিন্সের ডিউক।
• ১৪৫৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পোস্থুমোউসের লাডিস্লাউস, তিনি ছিলেন হাঙ্গেরিয়ান রাজা।
• ১৫৭২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ব্রঞ্জিনো, তিনি ছিলেন ইতালীয় চিত্রশিল্পী ও কবি।
• ১৫৮৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টমাস ট্যালিস, তিনি ছিলেন ইংরেজ সুরকার।
• ১৬৮২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্লাউড লরাইন, তিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত ইতালীয় চিত্রশিল্পী ও খোদকার।
• ১৮১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইলব্রিডগে গেরি, তিনি ছিলেন আমেরিকান ব্যবসায়ী, রাজনীতিবিদ ৫ম ভাইস প্রেসিডেন্ট।
• ১৮৮৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্যারীচাঁদ মিত্র, তিনি ছিলেন বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক, ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর।
• ১৯৩৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জগদীশ চন্দ্র বসু, তিনি বাঙালি পদার্থবিদ, উদ্ভিদবিদ, জীববিজ্ঞানী ও প্রথম দিকের একজন কল্পবিজ্ঞান রচয়িতা।
• ১৯৭০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন তুন ইউসুফ বিন ইসহাক, সিঙ্গাপুরের সাংবাদিক, রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।
• ১৯৯০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রুয়াল দাল, তিনি ছিলেন ওয়েল্সীয় সাহিত্যিক।
• ১৯৯৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লুই মালে, তিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ২০০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফিলিপ নইরেট, তিনি ছিলেন ফরাসি অভিনেতা।
• ২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ল্যারি মার্টিন হাগমেন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
• ২০১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জামিলুদ্দিন আলি, তিনি ছিলেন পাকিস্তানী কবি, নাট্যকার ও সমালোচক।
• ২০১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডগলাস সেসল নর্থ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
২৩ নভেম্বরের এই দিনে
২৩ নভেম্বরের এই দিনে• ১৭৮৩ সালে এই দিন
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image