Skip to content
Latest
Amanullah Asaduzzaman Inspiring Visionary with Unstoppable Achievements7 Surprising Impacts of Treaty of Versailles5 Surprising Facts About the Aswan DamInternational Typing Day CelebrationTragic Insights on Felani Killing Day Facts

২৬ নভেম্বরের এই দিনে

২৬ নভেম্বরের এই দিনে

World Anti-Obesity Day

• আজ আন্তর্জাতিক এন্টি স্থূলতা দিবস (Anti-Obesity Day)।

• ১৩৭৯ সালে এই দিনে ইংল্যান্ডে অক্সফোর্ড নিউ কলেজ প্রতিষ্ঠিত হয়।
• ১৭০৩ সালে এই দিনে ইংল্যান্ডে এক প্রচন্ড ঘূর্ণিঝড়ে ৮ হাজার লোকের জীবনহানি ঘটে।
• ১৯০৭ সালে এই দিনে লর্ড কার্নারভন তাকে ভ্যালি অব দি কিংসে খনন কাজ দেখাশোনা করার দায়িত্ব প্রদান করেন।
• ১৯২২ সালে এই দিনে ব্রিটিশ প্রত্নবিদ হাওয়ার্ড কার্টার এবং লর্ড কার্নারভন মিসরের ভ্যালি অব দি কিংসে অবস্থিত তুতাংখামেনের সমাধিগৃহে প্রবেশ করেন।
• ১৯২২ সালে এই দিনে দুই রঙ বিশিষ্ট টেকনিকালারে নির্মিত প্রথম ছবি টোল অব দ্য সী মুক্তি পেয়েছিলো।
• ১৯৪৩ সালে এই দিনে যুক্তরাষ্ট্র, বৃটেন এবং অধূনালুপ্ত সোভিয়েত ইউনিয়ন তেহরানে বৈঠকে বসে। বৈঠকে জার্মানির সাথে যুদ্ধ পরিচালনার ব্যাপার সহ মিত্র পক্ষের দেশগুলোকে সহায়তা প্রদান এবং নিজেদের মধ্যে সহযোগিতার ব্যাপারে আলোচনা হয়।
• ১৯৫৫ সালে এই দিনে সাবেক সোভিয়েত ইউনিয়ন অভাবনীয় শক্তিশালী হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায়।
• ১৯৭৬ সালে এই দিনে 'মাইক্রোসফট' নামটি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে ট্রেডমার্ক হিসেবে নিবন্ধিত হয়।
• ১৯৮৯ সালে এই দিনে ৪২ বছর পর জার্মানিতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
• ১৯৯১ সালে এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্র তীরবর্তী বৃহত্তম একটি বিমান ঘাঁটি ফিলিপাইনের হাতে তুলে দেয়।
• ১৯৯২ সালে এই দিনে টেস্ট ক্রিকেটে সবচেয়ে কমবয়েসী ক্রিকেটার হিসেবে (১৯ বছর ২২ দিন) শচীন টেন্ডুলকার ১ হাজার রান করেন।
• ২০০১ সালে এই দিনে নেপালে মাওবাদী বিদ্রোহীদের হামলায় ২৮০ জনের প্রাণহানী।

• ১২৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গো-ডাইগো, তিনি ছিলেন জাপানি সম্রাট।
• ১৫৫২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোসনের সিওঞ্জো, তিনি ছিলেন জোসনের রাজা।
• ১৬০৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন হার্ভার্ড, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত মার্কিন স্থাপনকারী যার দান করা অর্থ দিয়ে হার্ভার্ড কলেজ (বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়) প্রতিষ্ঠিত হয়।
• ১৭৩১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম কাউপার, তিনি ছিলেন ইংরেজী কবি ও স্তবক লেখক।
• ১৮১৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চার্লস অ্যাডল্ফ ওয়ুটজ, তিনি ছিলেন আলাসাতিয়ান বংশোদ্ভূত ফরাসি রসায়নবিদ।
• ১৮২৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলেন জি. হোয়াইট, তিনি ছিলেন আমেরিকান ধর্মীয় নেতা ও লেখক।
• ১৮৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফের্দিনঁ দ্য সোস্যুর, তিনি ছিলেন সুইস ভাষাতত্ত্ববিদ ও লেখক।
• ১৮৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মোল অফ ওয়েলস, তিনি ছিলেন নরওয়ের রানী।
• ১৮৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিস ক্যারিয়ার, তিনি ছিলেন আমেরিকান ইঞ্জিনিয়ার ও শীতাতপ নিয়ন্ত্রণ উদ্ভাবক।
• ১৮৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হাইনরিখ ব্রুনিং, তিনি ছিলেন জার্মান লেফটেন্যান্ট, অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ।
• ১৮৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সুনীতিকুমার চট্টোপাধ্যায়, তিনি ছিলেন বাঙালি, ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ।
• ১৮৯৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নরবার্ট উইনার, তিনি ছিলেন আমেরিকান বংশোদ্ভূত সুইডিশ গণিতবিদ ও দার্শনিক।
• ১৮৯৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ল জিগলার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ ও প্রযুক্তিবিদ।
• ১৯০৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইউগেন আইনেস্কো, তিনি ছিলেন রোমানিয়ান বংশোদ্ভূত ফরাসি নাট্যকার ও সমালোচক।
• ১৯১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্যামুয়েল রেশেভস্কি, তিনি ছিলেন পোলিশ বংশোদ্ভূত আমেরিকান দাবা খেলোয়াড় ও লেখক।
• ১৯১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পাট্রিকিও আয়ল্বিন, তিনি ছিলেন চিলির আইনজীবী, রাজনীতিবিদ ও ৩১তম রাষ্ট্রপতি।
• ১৯১৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাইজার্ড ক্যাকজারোস্কি, তিনি ছিলেন পোল্যান্ড সৈনিক, রাজনীতিবিদ ও ৬ষ্ঠ রাষ্ট্রপতি।
• ১৯১৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রেডেরিক পোহল, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও লেখক।
• ১৯১৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মুহম্মদ আবদুল হাই, তিনি ছিলেন বাংলা ভাষার প্রধানতম ধ্বনিবিজ্ঞানী, শিক্ষাবিদ ও সাহিত্যিক।
• ১৯২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চার্লস এম. সচুলজ, তিনি ছিলেন আমেরিকান কার্টুনিস্ট।
• ১৯২৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জসুভাই মতিভাই প্যাটেল, তিনি ছিলেন ভারতীয় ক্রিকেটার।
• ১৯২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্রেগরিও কোনরাডো আলভারেজ, তিনি ছিলেন উরুগুয়ের একনায়ক প্রেসিডেন্ট।
• ১৯৩১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডলফ পেরেজ এসকুইভেল, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আর্জেন্টিনার চিত্রশিল্পী, ভাস্কর ও সমাজ কর্মী।
• ১৯৩৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বরিস ইয়েগোরোভ, তিনি ছিলেন রাশিয়ান চিকিৎসক ও নভোচারী।
• ১৯৩৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আব্দুল্লাহ আহমদ বাদাওি, তিনি মালয়েশিয়ার রাজনীতিবিদ ও ৫ম প্রধানমন্ত্রী।
• ১৯৩৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টিনা টার্নার, তিনি আমেরিকান বংশোদ্ভূত সুইস গায়িকা, গীতিকার, নৃত্যশিল্পী ও অভিনেত্রী।
• ১৯৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এনরিকো বোম্বিয়ারি, তিনি ইতালিয়ান গণিতবিদ ও শিক্ষাবিদ।
• ১৯৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মেরিলিন রবিনসন, তিনি আমেরিকান উপন্যাসিক ও প্রাবন্ধিক।
• ১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলিজাবেথ হেলেন ব্ল্যাকবার্ন, তিনি নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত আমেরিকান জীববিজ্ঞানী ও অধ্যাপক।
• ১৯৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারি আলকাতিরি, তিনি পূর্ব তিমুরের ভূগোলবিদ, রাজনীতিবিদ ও প্রথম প্রধানমন্ত্রী।
• ১৯৫৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শেলি মুর ক্যাপিটো, তিনি আমেরিকান রাজনীতিবিদ।
• ১৯৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভেলুপিল্লাই প্রভাকরণ, তিনি ছিলেন শ্রীলংকার বিচ্ছিন্নতাবাদী তামিল দল লিবারেশন টাইগার্স ফর তামিল ইলাম এর প্রতিষ্ঠাতা।
• ১৯৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভেরি স্নাইডার, তিনি সুইস স্কিয়ার।
• ১৯৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্কট অ্যাডসিট, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিডলি জ্যাকবস, তিনি ওয়েস্ট ইন্ডিয়ান সাবেক ক্রিকেটার।
• ১৯৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অর্জুন রামপাল, তিনি ভারতীয় অভিনেতা, প্রযোজক, মডেল ও টেলিভিশান উপস্থাপক।
• ১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিটার ফেসিনেলি, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
• ১৯৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রোমান সেব্রল, তিনি চেক সাবেক ডিক্লেলিট ও হাই জাম্পার।
• ১৯৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডিজে খালেদ, তিনি আমেরিকান রেপার ও প্রযোজক।
• ১৯৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইভান বাসো, তিনি ইতালিয়ান সাবেক সাইক্লিস্ট।
• ১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টেফান অ্যান্ডারসন, তিনি ডেনিশ সাবেক ফুটবলার।
• ১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নাতাশা বেডিংফিল্ড, তিনি ইংরেজ গায়িকা, গীতিকার ও প্রযোজক।
• ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস হিউজ, তিনি আমেরিকান প্রকাশক, ব্যবসায়ী ও ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা।
• ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্তোনিও পুয়ের্তা, তিনি ছিলেন স্প্যানিশ ফুটবলার।
• ১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জিও টাজেভেলাস, তিনি গ্রিক ফুটবল।
• ১৯৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিতা ওরা, তিনি কসোভান বংশোদ্ভূত ইংরেজ গায়িকা, গীতিকার ও অভিনেত্রী।
• ১৯৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যানি ওয়েলব্যাক, তিনি ইংলিশ ফুটবলার।
• ১৯৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মানোলো গ্যাবিয়াদিনি, তিনি ইতালিয়ান ফুটবলার।

• ১২৩৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আল-আজিজ মুহাম্মদ ইবনে গাজী, তিনি ছিলেন আলেপ্পোর আইয়ুবীয় রাজবংশের আমির।
• ১৫০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম ইসাবেলা, তিনি ছিলেন কাস্টাইলের রানী।
• ১৮৫১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জাঁ-ডি-ডিয়েউ সোল্ট, তিনি ছিলেন ফরাসি জেনারেল, রাজনীতিবিদ ও ১২তম প্রধানমন্ত্রী।
• ১৮৫৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যাডাম মিকিয়েওয়িচজ, তিনি ছিলেন পোলিশ কবি ও নাট্যকার।
• ১৮৫৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোসেফ ফ্রেইহের ভন এইচেন্ডোরফ, তিনি ছিলেন জার্মান কবি ও লেখক।
• ১৮৮৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সোজোউরনের ট্রুথ, তিনি ছিলেন আমেরিকান সমাজ কর্মী।
• ১৮৮৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন থমাস অ্যান্ড্রুজ, তিনি ছিলেন আইরিশ রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী।
• ১৮৯৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কভেন্ট্রি পাটমরে, তিনি ছিলেন ইংরেজ কবি ও সমালোচক।
• ১৯২৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন ব্রাউনিং, তিনি ছিলেন আমেরিকান অস্ত্র ডিজাইনার ও ব্রাউনিং অস্ত্র কোম্পানি প্রতিষ্ঠাতা।
• ১৯২৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রেইনহার্ড শিকার, তিনি ছিলেন জার্মান অ্যাডমিরাল।
• ১৯৩৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মাইখাইলো হুশেভস্কি, তিনি ছিলেন ইউক্রেনীয় ইতিহাসবিদ ও রাজনীতিবিদ।
• ১৯৫২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সোভেন হেডিন, তিনি ছিলেন সুইডিশ ভূগোলবিদ ও এক্সপ্লোরার।
• ১৯৫৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টমি ডরসি, তিনি ছিলেন আমেরিকান ট্রম্বনিস্ট, ট্রাম্প প্লেয়ার ও সুরকার।
• ১৯৫৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলবার্ট কেটেল্বেয়, তিনি ছিলেন ইংরেজ পিয়ানোবাদক, সুরকার ও পথপ্রদর্শক।
• ১৯৮১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ম্যাক্স ইউও, তিনি ছিলেন ডাচ দাবাড়ু ও গণিতজ্ঞ লেখক।
• ১৯৮৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আহমেদ আবদাল্লাহ, তিনি ছিলেন কোমোরিয়ান রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট।
• ১৯৯৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পল র্যান্ড, তিনি ছিলেন আমেরিকান আর্ট ডিরেক্টর ও গ্রাফিক ডিজাইনার।
• ২০০১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নীলস-আসলাক ভালকিপা, তিনি ছিলেন ফিনিশ লেখক, কবি ও চিত্রশিল্পী।
• ২০০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফিলিপ ডি ব্রোকা, তিনি ছিলেন ফরাসি অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
• ২০১০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পাললে হুল্ড, তিনি ছিলেন ডেনিশ অভিনেতা।
• ২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোসেফ এডওয়ার্ড মুরে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্লাস্টিক সার্জন।
• ২০১৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন স্টিফেন হিলেনবুর্গ, তিনি ছিলেন আমেরিকান অ্যানিমেটর, ভয়েস অভিনেতা ও সামুদ্রিক বিজ্ঞান শিক্ষাবিদ।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
২৬ নভেম্বরের এই দিনে
২৬ নভেম্বরের এই দিনে• আজ আন্তর্জাতিক
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image