Skip to content
Latest
Amanullah Asaduzzaman Inspiring Visionary with Unstoppable Achievements7 Surprising Impacts of Treaty of Versailles5 Surprising Facts About the Aswan DamInternational Typing Day CelebrationTragic Insights on Felani Killing Day Facts

২৯ নভেম্বরের এই দিনে

২৯ নভেম্বরের এই দিনে

International Day of Solidarity with the Palestinian People

• আজ প্যালেস্টিনিয়ানদের সঙ্গে বিশ্ব সংহতি দিবস৷

• ১৫২০ সালে এই দিনে স্প্যানিশ নাবিক মাজলান নতুন একটি প্রণালীর সন্ধান পান।
• ১৭৭৫ সালে এই দিনে স্যার জেমস জে অদৃশ্য কালি আবিষ্কার করেন।
• ১৭৯২ সালে এই দিনে মার্ক উডের করা সমগ্র কলকাতার নকশা প্রথম প্রকাশ করেন মি. বেইলি।
• ১৮৩৯ সালে এই দিনে গৌরীশঙ্কর তর্কবাগীশের সম্পাদনায় সাপ্তাহিক ‘সম্বাদ রসরাজ’ প্রকাশিত হয়।
• ১৮৯৭ সালে এই দিনে ইংল্যান্ডের সারেতে প্রথম মোটরসাইকেল রেস হয়।
• ১৯১৩ সালে এই দিনে যুগোস্লাভিয়ায় মার্শাল টিটোর নেতৃত্বে এন্টি ফ্যাসিজম ফ্রন্ট গঠিত হয়।
• ১৯৪৪ সালে এই দিনে আলবেনিয়া নাৎসি কবল থেকে মুক্ত হয়।
• ১৯৪৭ সালে এই দিনে পাশ্চাত্য ও ইহুদিবাদীদের প্রভাবাধীন জাতিসংঘের সাধারণ পরিষদ, ফিলিস্তিন ভূখন্ডকে বিভক্ত করার পক্ষে রায় দেয় এবং বায়তুল মোকাদ্দাসকে জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন এলাকা বলে ঘোষণা করে।
• ১৯৯৬ সালে এই দিনে সীমান্ত সমস্যা চীন ভারত চুক্তি স্বাক্ষরিত হয়।
• ২০০৪ সালে এই দিনে বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন বিল-২০০৪ পাস হয়।

• ১৪২৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ঝেংটং, তিনি ছিলেন চীন সম্রাট।
• ১৬২৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন রে, তিনি ছিলেন ইংরেজী জীববিজ্ঞানী ও উদ্ভিদবিদ।
• ১৭১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লরা বাসি, তিনি ছিলেন ইতালীয় পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক।
• ১৭৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্দ্রেস বেলিও, তিনি ছিলেন ভেনেজুয়েলার কবি ও দার্শনিক।
• ১৭৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গায়টানো ডোনিজেটি, তিনি ছিলেন ইতালীয় সুরকার।
• ১৮০২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলহেম হাফ, তিনি ছিলেন জার্মান কবি ও লেখক।
• ১৮০৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস্তিয়ানো ডোপলার, তিনি ছিলেন অস্ট্রিয়ান গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী।
• ১৮০৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গটফ্রিড সেম্পার, তিনি ছিলেন জার্মান আর্কিটেক্ট ও শিক্ষাবিদ।
• ১৮২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন-মার্টিন চারকোট, তিনি ছিলেন ফরাসি স্নায়ু ও মনোবৈজ্ঞানিক।
• ১৮৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুইসা মে অ্যালকোট, তিনি ছিলেন আমেরিকান ঔপন্যাসিক ও কবি।
• ১৮৩৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডাউজার সিক্সি, তিনি ছিলেন চীনের সম্রাট।
• ১৮৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন অ্যামব্রোজ ফ্লেমিং, তিনি ছিলেন ইংরেজ পদার্থবিদ ও প্রকৌশলী।
• ১৮৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন থিওবাল্ড ভোন বেথম্যান-হলওয়েগ, তিনি ছিলেন জার্মান আইনজীবী, রাজনীতিবিদ ও ৫ম চ্যান্সেলর।
• ১৮৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্টনিও এগাস মনিজ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পর্তুগিজ চিকিৎসক।
• ১৮৯৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্লাইভ স্টেপলস লিউইস, তিনি ছিলেন আইরিশ ইংরেজ লেখক ও কবি।
• ১৮৯৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এমা মুরানো, তিনি ছিলেন ইতালিয়ান সুপারসেনটেনিয়ানিয়ান, ১৮০০ এর দশকে জন্মগ্রহণকারী সর্বশেষ যাচাইকৃত ব্যক্তি।
• ১৯০১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিলড্রেড হ্যারিস, তিনি ছিলেন মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী।
• ১৯১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মেডেলিন এল'এংলে, তিনি ছিলেন আমেরিকান লেখক ও কবি।
• ১৯২৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেজি কাইড ইসেবসি, তিনি ছিলেন তিউনিশিয়ার আইনজীবী, রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট।
• ১৯২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তাহির সালাহভ, তিনি আজারবাইজানীয় চিত্রশিল্পী ও শিক্ষাবিদ।
• ১৯৩১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শিনতারো কাতসু, তিনি ছিলেন জাপানি অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক।
• ১৯৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাক শিরাক, তিনি ছিলেন ফ্রান্সের সাবেক রাষ্ট্রপতি।
• ১৯৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন মায়াল, তিনি ছিলেন ইংরেজি গায়ক বংশোদ্ভূত গীতিকার, গিটারিস্ট ও প্রযোজক।
• ১৯৩৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডায়ান ল্যাড, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ১৯৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিলভিও রড্রিগুয়েজ ডমিঙ্গুয়েজ, তিনি কিউবার গায়ক, গীতিকার ও গিটার।
• ১৯৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেরি লোলার, তিনি আমেরিকান রেসলার ও স্পোর্টসকাস্টার।
• ১৯৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্যারি শ্যান্ডলিং, তিনি আমেরিকান কৌতুকাভিনেতা, অভিনেতা ও চিত্রনাট্যকার।
• ১৯৫২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেফ ফাহে, তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
• ১৯৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোয়েল ডেভিড কোয়েন, তিনি আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেনেট নাপোলিটানো, তিনি আমেরিকান আইনজীবি, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ।
• ১৯৫৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন ড্রামানি মাহামা, তিনি ঘানার ইতিহাসবিদ, রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট।
• ১৯৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড বোর্চার্ডস, তিনি দক্ষিণ আফ্রিকা বংশোদ্ভূত ইংরেজ গণিতবিদ ও শিক্ষাবিদ।
• ১৯৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাহম ইমানুয়েল, তিনি আমেরিকান ব্যবসায়ী, রাজনীতিবিদ ও শিকাগোর ৪৪তম মেয়র।
• ১৯৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডন চিডল, তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
• ১৯৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিয়েরে ভ্যান হুইজডোনক, তিনি সাবেক ডাচ ফুটবলার।
• ১৯৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টমাস ব্রোলিন, তিনি সুইডিশ সাবেক ফুটবলার।
• ১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রায়ান গিগস, তিনি একজন সাবেক ওয়েলশ ফুটবল ও ম্যানেজার।
• ১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আনা ফারিস, তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইউনুস খান, তিনি পাকিস্তানি সাবেক ক্রিকেটার।
• ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্যা গেম, তিনি আমেরিকান র্যাপার।
• ১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চুন জং-মায়ুং, তিনি দক্ষিণ কোরিয়ার অভিনেতা।
• ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কাতলেগো এমফেলা, তিনি দক্ষিণ আফ্রিকার ফুটবলার।
• ১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জান্দ্রো ওয়াগনার, তিনি জার্মান ফুটবলার।
• ১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডানা ব্রুক, তিনি আমেরিকান বডিবিল্ডার, ফিটনেস প্রতিযোগী, মডেল ও পেশাদার কুস্তিগীর।

• ০৫৬১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম চলোথার, তিনি ছিলেন প্রাচীন রাজা।
• ০৮৩৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মুহাম্মদ আল-জাওয়াদ, তিনি ছিলেন  নবম শিয়া ইমাম ও হযরত মুহাম্মদ (সাঃ) এর বংশধরও।
• ১৩১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চতুর্থ ফিলিপ, তিনি ছিলেন ফ্রান্সের রাজা।
• ১৩৭৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চতুর্থ চার্লস, তিনি ছিলেন রোমানের সম্রাট।
• ১৪৬৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অঞ্জুরের মেরি, তিনি ছিলেন ফ্রান্সের চার্লস সপ্তমীর রানী ও স্ত্রী।
• ১৬৩২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পঞ্ছম ফ্রেডেরিক, তিনি ছিলেন ইলেক্টর প্যালাটাইন।
• ১৬৪৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্লডিও মন্টেভেরডি, তিনি ছিলেন ইতালিয়ান যাজক ও সুরকার।
• ১৬৯৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মার্সেলো মালপিঘি, তিনি ছিলেন ইতালীয় চিকিৎসক ও জীববিজ্ঞানী।
• ১৭৮০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মারিয়া থেরেসা, তিনি ছিলেন রোমান সম্রাট প্রথম ফ্রান্সিসের অস্ট্রিয়ান স্ত্রী।
• ১৮৭২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মেরি সোমারভিলি, তিনি ছিলেন স্কটিশ বংশোদ্ভূত ইতালিয়ান জ্যোতির্বিদ, গণিতবিদ ও লেখিকা।
• ১৯২৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গিয়াকোমো পুকিনি, তিনি ছিলেন ইতালীয় সুরকার ও শিক্ষাবিদ।
• ১৯২৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ গিফেন, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
• ১৯৩৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফিলিপ শিয়েডিম্যান, তিনি ছিলেন জার্মান আইনজীবী, রাজনীতিবিদ ও ১০তম চ্যান্সেলর।
• ১৯৫৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এরিক ওল্ফগাং কর্নগোল্ড, তিনি ছিলেন চেক বংশোদ্ভূত আমেরিকান পিয়ানোবাদক ও সুরকার।
• ১৯৭৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গ্রাহাম হিল, তিনি ছিলেন ইংলিশ রেস গাড়ি চালক ও ব্যবসায়ী।
• ১৯৮০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডোরোথি ডে, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও সমাজ কর্মী।
• ১৯৮০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ন্যাটালি উড, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ১৯৮৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্যারি গ্র্যান্ট, তিনি ছিলেন ইংলিশ বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা।
• ১৯৮৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মোহাম্মদ তোয়াহা, তিনি ছিলেন বাংলা ভাষা আন্দোলনের একজন সক্রিয় সমাজ কর্মী ও রাজনীতিবিদ।
• ১৯৯১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রালফ বেলামি, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক।
• ১৯৯৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জাহাঙ্গীর রতনজী দাদাভাই টাটা, তিনি ছিলেন ফরাসী বংশোদ্ভূত ভারতীয় পাইলট, ব্যবসায়ী ও টাটা মোটরস এবং টাটা গ্লোবাল বেভারেজ প্রতিষ্ঠাতা।
• ২০০১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ হ্যারিসন, তিনি ছিলেন বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান একজন জনপ্রিয় গায়ক ও গিটারিস্ট।
• ২০০৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জান আডজেন, তিনি ছিলেন ডেনিশ আর্কিটেক্ট ও সিডনি অপেরা হাউসের ডিজাইনার।
• ২০১০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বেলা আখমাডুলিনা, তিনি ছিলেন রাশিয়ান কবি ও লেখিকা।
• ২০১০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মারিও মনিসেলি, তিনি ছিলেন ইতালীয় পরিচালক ও চিত্রনাট্যকার।
• ২০১০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মরিস ভিনসেন্ট উইলকিস, তিনি ছিলেন ইংরেজ পদার্থবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।
• ২০১৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জিম নাবারস, তিনি ছিলেন আমেরিকান গায়ক ও কৌতুক অভিনেতা।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
২৯ নভেম্বরের এই দিনে
২৯ নভেম্বরের এই দিনে• আজ প্যালেস্টিন
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image