Skip to content
Latest
Boy Scout Movement Inspiring Young Leaders WorldwideAbdur Razzak Legendary Icon of Bangladeshi CinemaAmanullah Asaduzzaman Inspiring Visionary with Unstoppable Achievements7 Surprising Impacts of Treaty of Versailles5 Surprising Facts About the Aswan Dam

০৪ অক্টোবরের এই দিনে

০৪ অক্টোবরের এই দিনে

World Animal Day

• আজ বিশ্ব প্রাণী দিবস। ও
• আজ থেকে বিশ্ব মহাকাশ সপ্তাহ শুরু (৪-১০ অক্টোবর)।

• ১৩৩৭ সালের এই দিনে (৭৫৮ হিজরী) খলিফা মনসুর বাগদাদের ভিত্তি স্থাপন করেন।
• ১৫৩৫ সালের এই দিনে ইংরেজি ভাষার প্রথম বাইবেল ছাপা সম্পন্ন হয়।
• ১৮১৩ সালের এই দিনে লর্ড ময়রার বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন।
• ১৮৩০ সালের এই দিনে বেলজিয়াম তাদের স্বাধীনতা ঘোষণা করে।
• ১৮৫৫ সালের এই দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে ও নেতৃত্বে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়।
• ১৮৮৭ সালের এই দিনে কলকাতায় এমারেল্ড থিয়েটার প্রতিষ্ঠিত হয়।
• ১৯১১ সালের এই দিনে সাধারণের ব্যবহারের জন্য প্রথম লন্ডনের পাতাল রেলস্টেশন চালু হয়।
• ১৯৫৭ সালের এই দিনে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মহাশূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-১ সাফল্যের সাথে প্রেরণ করে মহাশূন্যের ওপর মানুষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কালপর্বের সূচনা করে।
• ১৯৫৮ সালের এই দিনে আটলান্টিক পারাপারে নিয়মিত বিমান চলাচল শুরু করে।
• ১৯৫৯ সালের এই দিনে সোভিয়েত নভোযান লুনিক-৩ সর্বপ্রথম চাঁদের সবচেয়ে কাছাকাছি গিয়ে ছবি তোলে।
• ১৯৬৩ সালের এই দিনে ক্যারিবিয়ান সমুদ্রে প্রচণ্ড ঝড় উঠে প্রায় ৬ হাজার লোক মারা যায়। মৃত্যুবরণকারীদের অধিকাংশই ছিল হাইতি ও কিউবার অধিবাসী।
• ১৯৭৯ সালের এই দিনে যুগোশ্লাভাকিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়।
• ১৯৯২ সালের এই দিনে ব্রাজিলে কারাগারে রক্তক্ষয়ী দাঙ্গা বাধে। এতে ১১১ জন বন্দী নিহত হয়।
• ২০০২ সালের এই দিনে নেপালেন রাজা জ্ঞানেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে বরখাস্ত করে নির্বাহী ক্ষমতা গ্রহণ করেন।

• ১২৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দশম লুইস, তিনি ছিলেন ফ্রান্সের রাজা।
• ১৩৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তৃতীয় হেনরি, তিনি ছিলেন কাস্টাইল।
• ১৫১৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুকাস ক্র্যাচ দ্য ইয়ুঞ্জার, তিনি ছিলেন জার্মান চিত্রশিল্পী।
• ১৫৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নবম চার্লস, তিনি ছিলেন সুইডেনের রাজা।
• ১৬২৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড ক্রোমওয়েল, তিনি ছিলেন ইংরেজ অধ্যাপক ও রাজনীতিবিদ।
• ১৭২০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিওভান্নি বটিস্টা পিরানেসি, তিনি ছিলেন ইতালিয়ান ভাস্কর ও চিত্রকর।
• ১৭৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রেঞ্চোইস গুইজট, তিনি ছিলেন ফরাসি ইতিহাসবিদ ও রাজনীতিবিদ ২২তম প্রধানমন্ত্রী।
• ১৮১৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিন-ফ্রান্সোইস মিললেট, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী ও শিক্ষাবিদ।
• ১৮২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাদারফোর্ড বি. হেইজ, তিনি ছিলেন আমেরিকান আইনজীবী, রাজনীতিক ও ১৯তম প্রেসিডেন্ট।
• ১৮৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রুডেন্টে ডি মোরাইস, তিনি ছিলেন ব্রাজিলিয়ান আইনজীবি, রাজনীতিবিদ ও তৃতীয় রাষ্ট্রপতি।
• ১৮৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রেজর স্মিথ, তিনি ছিলেন ইংলিশ ক্রিকেটার।
• ১৮৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়ালথার ফন ব্রুচিটস, তিনি ছিলেন জার্মান ফিল্ড মার্শাল।
• ১৮৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এঞ্জেলবার্ট ডোলফুস, তিনি ছিলেন অস্ট্রিয়ান সৈনিক, রাজনীতিবিদ, অস্ট্রিয়ার ১৪তম ফেডারাল চ্যান্সেলর।
• ১৮৯৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বাস্টার কিটন, তিনি ছিলেন আমেরিকান চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
• ১৮৯৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড সর্গে, তিনি ছিলেন জার্মান সাংবাদিক ও গুপ্তচর।
• ১৯০৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন ভিনসেন্ট আটানসফ, তিনি ছিলেন বুলগেরীয় বংশোদ্ভুত একজন মার্কিন পদার্থবিদ।
• ১৯০৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্নস্ট কাল্টেনব্রুনের, তিনি ছিলেন অস্ট্রিয়ান বংশোদ্ভুত জার্মান আইনজীবী ও জেনারেল।
• ১৯১৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিতালি ল্যাজারেভিচ গিঞ্জবার্গ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ।
• ১৯১৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভায়োলেট পাররা, তিনি ছিলেন চিলির গায়ক, গীতিকার ও গিটারিস্ট।
• ১৯১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেনিচি ফুকুই, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জাপানি রসায়নবিদ।
• ১৯২৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চার্লটন হেস্টন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও পরিচালক।
• ১৯২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলভিন টোফ্লের, তিনি জার্মান বংশোদ্ভূত আমেরিকান সাংবাদিক ও লেখক।
• ১৯৩১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্যাসিল ডি’অলিভেইরা, তিনি দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংরেজ সাবেক ক্রিকেটার।
• ১৯৩১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড রার্টি, তিনি ছিলেন আমেরিকান দার্শনিক ও লেখক।
• ১৯৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ট ওথ্রিচ, তিনি নোবেল পুরস্কার বিজয়ী সুইস রসায়নবিদ ও জৈবপদার্থবিদ।
• ১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যান রাইস, তিনি আমেরিকান লেখক।
• ১৯৪২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোহানা সিগুরোয়ারডোটির, তিনি আইসল্যান্ডীয় রাজনীতিবিদ ও ২৪তম প্রধানমন্ত্রী।
• ১৯৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চক হেগেল, তিনি আমেরিকান সার্জেন্ট, রাজনীতিবিদ ও ২৪তম প্রতিরক্ষা বিষয়ক সম্পাদক।
• ১৯৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সুসান সারান্ডন, তিনি আমেরিকান অভিনেত্রী, গায়ক ও প্রযোজক।
• ১৯৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আরমান্ড অ্যাসান্ট, তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
• ১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হোর্হে ভালদানো, তিনি সাবেক আর্জেন্টিনার ফুটবলার, কোচ ও ম্যানেজার।
• ১৯৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস্টোফ ওয়াল্টজ, তিনি অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান অভিনেতা।
• ১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাহিদ হাসান, তিনি বাংলাদেশের প্রথম সারির অভিনেতা।
• ১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিয়েভ শ্রাইবার, তিনি আমেরিকান অভিনেতা, প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস্টিয়ানো লুসারেলি, তিনি ইতালিয়ান ফুটবলার ও পরিচালক।
• ১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাউরো ক্যামোরনেসি, তিনি আর্জেন্টিনার বংশোদ্ভূত ইতালীয় সাবেক ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালিসিয়া সিলভারস্টোন, তিনি আমেরিকান অভিনেত্রী, প্রযোজক ও লেখিকা।
• ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাচেল লেইগ কুক, তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এ্যাডাম চার্লস ভোজেস, তিনি অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার।
• ১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টমাস রসিস্কি, তিনি চেক সাবেক ফুটবলার।
• ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লেনা ক্যাটিনা, তিনি রাশিয়ান গায়িকা ও গীতিকার।
• ১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মেলিসা মেরি বেনোইস্ট, তিনি আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।
• ১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেরিক রোজ, তিনি আমেরিকান বাস্কেটবল খেলোয়াড়।
• ১৯৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডাকোটা জনসন, তিনি আমেরিকান মডেল ও অভিনেত্রী।
• ১৯৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সের্গেই শুবেনকভ, তিনি রাশিয়ান হার্ডলার।
• ১৯৯৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিকোলাস জোসেফ, তিনি চেক গায়ক ও গীতিকার।
• ১৯৯৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলা বালিনস্কা, তিনি ইংরেজ অভিনেত্রী।
• ১৯৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইউজু, তিনি দক্ষিণ কোরিয়ার গায়িকা।

• ০৭৪৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন তৃতীয় ইয়াজিদ, তিনি ছিলেন উমাইয়া খলিফা।
• ১১৬০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কাস্টাইলের কনস্ট্যান্স, তিনি ছিলেন ফ্রান্সের রানী।
• ১১৮৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জেরার্ড ডি রাইডফোর্ট, নাইট টেম্পলারের গ্র্যান্ড মাস্টার।
• ১২২৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আব্দুল্লাহ আল আদিল, তিনি ছিলেন মরক্কোর খলিফা।
• ১৩০৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কামেয়ামা, তিনি ছিলেন জাপানের সম্রাট।
• ১৫৮২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আভিলার তেরেসা, তিনি ছিলেন স্প্যানিশ নান ও সাধু।
• ১৬৬০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রান্সেস্কো আলবানি, তিনি ছিলেন ইতালীয় চিত্রশিল্পী।
• ১৬৬৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রেমব্রান্ট হারমেনজেই ফান রেইন, তিনি ছিলেন হল্যান্ডের সবচেয়ে বিখ্যাত শিল্পী।
• ১৭৪৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আমারো পারগো, তিনি ছিলেন স্প্যানিশ কর্সাইর।
• ১৮৫১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ম্যানুয়েল গোডয়, তিনি ছিলেন স্প্যানিশ জেনারেল, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
• ১৯০৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অটো ওয়েইনিঙ্গার, তিনি ছিলেন অস্ট্রীয় দার্শনিক ও লেখক।
• ১৯০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রেডেরিক অগাস্ট বার্থোল্ডি, তিনি ছিলেন ফরাসি ভাস্কর ও স্ট্যাচু অফ লিবার্টির ডিজাইনার।
• ১৯৩৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জিন বেরৌড, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী ও শিক্ষাবিদ।
• ১৯৪৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আল স্মিথ, তিনি ছিলেন আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও নিউ ইয়র্কের ৪২তম গভর্নর।
• ১৯৪৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ম্যাক্স প্লাংক, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ।
• ১৯৫৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলেকজান্ডার পাপাগোস, তিনি ছিলেন গ্রিক জেনারেল, রাজনীতিবিদ ও ১৫২তম প্রধানমন্ত্রী।
• ১৯৬৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নাটালিনো অট্টও, তিনি ছিলেন ইতালীয় গায়ক ও অভিনেতা।
• ১৯৭০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জেনিস জপলিন, তিনি ছিলেন আমেরিকান গায়িকা ও গীতিকার।
• ১৯৭৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যান সেক্সটন, তিনি ছিলেন আমেরিকান কবি ও লেখক।
• ১৯৮০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পিওত্র মাশেরভ, তিনি ছিলেন বাইলোরুশিয়ার কমিউনিস্ট পার্টির প্রথম সেক্রেটারি।
• ১৯৮২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গ্লেন গোল্ড, তিনি ছিলেন কানাডিয়ান পিয়ানোবাদক ও কন্ডাক্টর।
• ১৯৮৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গ্রাহাম চ্যাপম্যান, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা, গায়ক ও চিত্রনাট্যকার।
• ১৯৯২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডেনি হুলম, তিনি ছিলেন নিউজিল্যান্ডের রেস গাড়ি চালক।
• ১৯৯৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অটো আর্নস্ট রেমার, তিনি ছিলেন জার্মান জেনারেল।
• ১৯৯৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গুনপেই ইয়োকোই, তিনি ছিলেন জাপানি ভিডিও গেম ডিজাইনার।
• ১৯৯৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বার্নার্ড বুফে, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী ও চিত্রকর।
• ১৯৯৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আর্ট ফার্মার, তিনি ছিলেন আমেরিকান ট্রাম্পেট বাদক ও সুরকার।
• ২০০০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মাইকেল স্মিথ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত কানাডিয়ান রসায়নবিদ।
• ২০০২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আন্দ্রে ডেলভাক্স, তিনি ছিলেন বেলজিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ পরিচালক ও চিত্রনাট্যকার।
• ২০০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গর্ডন কুপার, তিনি ছিলেন আমেরিকান কর্নেল, প্রকৌশলী ও মহাকাশচারী।
• ২০০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গুন্থার রোল, তিনি ছিলেন জার্মান জেনারেল ও পাইলট।
• ২০১০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নরম্যান উইজডম, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা, কৌতুক অভিনেতা, গায়ক ও গীতিকার।
• ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভো নগুয়েন গিয়াপ, তিনি ছিলেন ভিয়েতনামের যুদ্ধজয়ী বীর।
• ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফিওদর চেরেনকভ, তিনি ছিলেন রাশিয়ান ফুটবলার ও ম্যানেজার।
• ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জিন-ক্লাউড ডুভালিয়ার, তিনি ছিলেন হাইতিয়ান রাজনীতিবিদ ও ৪১তম প্রেসিডেন্ট।
• ২০২০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কেনজো তাকাদা, তিনি ছিলেন জাপানি বংশোদ্ভূত ফরাসি ফ্যাশন ডিজাইনার।
• ২০২২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লরেটা লিন, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার ও সঙ্গীতজ্ঞ।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
০৪ অক্টোবরের এই দিনে
০৪ অক্টোবরের এই দিনে• আজ বিশ্ব প্রাণী
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image