Skip to content
Latest
Boy Scout Movement Inspiring Young Leaders WorldwideAbdur Razzak Legendary Icon of Bangladeshi CinemaAmanullah Asaduzzaman Inspiring Visionary with Unstoppable Achievements7 Surprising Impacts of Treaty of Versailles5 Surprising Facts About the Aswan Dam

১৩ অক্টোবরের এই দিনে

International Day for Disaster Reduction

==ছুটির দিন ও পালনীয়==


• আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস (International Day for Disaster Risk Reduction)৷

==ঘটনাবলী==


• ০৫৩৯ খ্রিষ্টপূর্বের এই দিনে ইরানে হাখামানেশিয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সাইরাস ইরাকের ঐতিহাসিক বাবেল শহর দখল করে।
• ৬৩৫ সালের এই দিনে খালিদ বিন ওয়ালিদ সিরিয়ার রাজধানী দামেস্ক জয় করেন।
• ১৫৫৬ সালের এই দিনে মোগল সম্রাট আকবরের রাজত্বকালের সূচনা হয়।
• ১৭৭০ সালের এই দিনে তামার পয়সার বদলে ‘আনি’র প্রচলন শুরু হয়।
• ১৭৯২ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
• ১৮১২ সালের এই দিনে কুইন্সটন হাইডমের যুদ্ধ শুরু হয়।
• ১৮১৫ সালের এই দিনে সিসিলির রাজা জোযামিন মোরাটের মুত্যুদণ্ড কার্যকর করা হয়।
• ১৮৮৪ সালের এই দিনে ওয়াশিংটন সম্মেলনে গ্রিনউইচ সার্বজনীন মেরুমধ্যরেখা হিসেবে গৃহীত হয়।
• ১৯২৩ সালের এই দিনে আঙ্কারাকে তুরস্কের নতুন রাজধানী ঘোষণা করা হয়।
• ১৯৩৭ সালের এই দিনে চীনের জাতীয় বিপ্লবী বাহিনীর নতুন চতুর্থ আর্মী প্রতিষ্ঠিত হয়।
• ১৯৪৩ সালের এই দিনে ইতালি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
• ১৯৪৪ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুগোশ্লাভিয়ার বিখ্যাত নেতা মার্শাল টিটো সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনা বাহিনীর সহায়তায় জার্মানীর দখলে থাকা যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেড মুক্ত করতে সক্ষম হন।
• ১৯৪৬ সালের এই দিনে মোহাম্মদ আলী জিন্নাহ ও লর্ড ওয়াডেল এর ফলপ্রসূ আলোচনার পর নিখিল ভারত মুসলিম লীগ ওয়ার্কিং কমিটি কর্তৃক অন্তবর্তীকালীন কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রীর পদে যোগদানের প্রস্তাব গ্রহণ করেন।
• ১৯৬২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের অধীনে পানামা খাল অঞ্চল নতুন পানামা খালের সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার জন্যে একটি উদযাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
• ১৯৬৬ সালের এই দিনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছয় দফা আন্দোলন চলাকালে প্রেসিডেন্ট আইয়ুব খান অস্ত্র প্রয়োগের ভয় দেখালে তিনি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
• ১৯৮৯ সালের এই দিনে আধুনিক বিশ্বের বৃহত্তম ২৬.৪ মিটার উঁচু থিয়েনথান ব্রোঞ্জ বৌদ্ধমূর্তির নির্মাণকাজ হংকংয়ের তায়ুএ পাহাড়ে সমাপ্ত হয়।
• ১৯৯১ সালের এই দিনে বাংলার প্রাচীন প্রেক্ষাগৃহ স্টার থিয়েটার আকস্মিক অগ্নিকান্ডে ভস্মীভূত হয়।
• ১৯৯৯ সালের এই দিনে ভারতে হিন্দুত্ববাদী দলের নেতা অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন।
• ২০০১ সালের এই দিনে ভারতীয় সংসদ ভবনে আতঙ্কবাদী হামলায় সব আতঙ্কবাদী সমেত মোট ১৫ জনের মৃত্যু হয়।
• ২০০৪ সালের এই দিনে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান ইউনিভার্সিটি কার্ডিয়াক সেন্টারের যাত্রা শুরু হয়।
• ২০০৬ সালের এই দিনে শান্তিতে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নোবেল পুরস্কার লাভ।
• ২০২০ সালের এই দিনে বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে "নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ" জারি করা হয়।

==জন্ম==


• ০৪৬৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিয়াওয়েন, উত্তর ওয়েই এর সম্রাট।
• ১৪৭৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারিওট্টো আলবার্টিনেলি; তিনি ছিলেন ইতালীয় চিত্রশিল্পী ও শিক্ষাবিদ।
• ১৪৯৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্লদ; তিনি ছিলেন ফ্রান্সের রানী।
• ১৬১৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুইসা দে গুজমান; তিনি ছিলেন পর্তুগালের জন চতুর্থের স্প্যানিশ বংশোদ্ভূত পর্তুগিজ স্ত্রী।
• ১৭১৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালান রামসে; তিনি ছিলেন স্কটিশ বংশোদ্ভূত ইংরেজ চিত্রশিল্পী।
• ১৮২১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রুডল্ফ ফিরখো; তিনি ছিলেন জার্মান চিকিৎসক, জীববিজ্ঞানী ও রাজনীতিবিদ।
• ১৮২৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চার্লস ফ্রেডরিক ওয়ার্থ; তিনি ছিলেন ইংরেজ ফ্যাশন ডিজাইনার ও হাউস অফ ওয়ার্থ প্রতিষ্ঠাতা।
• ১৮৫৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিলি ল্যাংট্রি; তিনি ছিলেন ইংরেজ অভিনেত্রী ও গায়িকা।
• ১৮৬২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মেরি কিংসলে; তিনি ছিলেন ইংরেজ অভিযাত্রী ও লেখিকা।
• ১৮৮৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোজেফ টিসো; তিনি ছিলেন স্লোভাকের পুরোহিত, রাজনীতিবিদ ও রাষ্ট্রপতি।
• ১৯০৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়েভেস অ্যালগ্রেট; তিনি ছিলেন ফরাসি পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯০৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্ট টাটুম; তিনি ছিলেন আমেরিকান পিয়ানোবাদক।
• ১৯১১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অশোক কুমার গঙ্গোপাধ্যায়; তিনি ছিলেন ভারতীয় অভিনেতা, গায়ক ও প্রযোজক।
• ১৯১২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কর্নেল ওয়াইল্ড; তিনি ছিলেন স্লোভাক বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও  
চিত্রনাট্যকার।
• ১৯১৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট ওয়াকার; তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ১৯২০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ল্যারাইন ডে; তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ১৯২১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইভেস মন্ট্যান্ড; তিনি ছিলেন ইতালিয়ান ফরাসি অভিনেতা ও গায়ক।
• ১৯২৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফাস উইলকস; তিনি ছিলেন ডাচ ফুটবলার।
• ১৯২৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্তো এডুয়ার্ডো ভায়োলা; তিনি ছিলেন আর্জেন্টিনার জেনারেল, রাজনীতিবিদ ও ৪৪তম রাষ্ট্রপতি।
• ১৯২৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লেনি ব্রুস; তিনি ছিলেন আমেরিকান কৌতুক অভিনেতা ও অভিনেতা।
• ১৯২৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্গারেট থ্যাচার; তিনি ছিলেন ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।
• ১৯২৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রে ব্রাউন; তিনি ছিলেন আমেরিকান বংশীবাদক ও সেলিস্ট।
• ১৯২৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লি কোনিটজ; তিনি ছিলেন আমেরিকান স্যাক্সোফোনিস্ট ও সুরকার।
• ১৯২৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তুরগুত ওজাল; তিনি ছিলেন তুর্কি প্রকৌশলী, রাজনীতিবিদ ও অষ্টম রাষ্ট্রপতি।
• ১৯৩১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রেমন্ড কোপা; তিনি ছিলেন ফরাসি ফুটবলার।
• ১৯৩৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নানা মৌসকৌরি; তিনি গ্রিক গায়িকা ও রাজনীতিবিদ।
• ১৯৩৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হুগো ইয়াং; তিনি ইংরেজ সাংবাদিক ও লেখক।
• ১৯৩৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মেলিন্ডা ডিলন; তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ১৯৪০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফারোহ স্যান্ডার্স; তিনি ছিলেন আমেরিকান স্যাক্সোফোনিস্ট ও ব্যান্ডলিডার।
• ১৯৪১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল ফ্রেডেরিক সাইমন; তিনি আমেরিকান গায়ক, গীতিকার, গিটারবাদক ও প্রযোজক।
• ১৯৪৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দেসি বুটারসে; তিনি সুরিনাম জেনারেল, রাজনীতিবিদ ও ৯ম প্রেসিডেন্ট।
• ১৯৪৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নুসরাত ফতেহ আলি খান; তিনি ছিলেন পাকিস্তানের কিংবদন্তিতুল্য কাওয়ালি সঙ্গীত শিল্পী।
• ১৯৫০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যানেগ্রেট রিখটার; তিনি জার্মান সাবেক স্প্রিন্টার।
• ১৯৫২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন লোন; তিনি হংকং বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা।
• ১৯৫৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস কার্টার; তিনি আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৫৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারিয়া ক্যান্টওয়েল; তিনি আমেরিকান আইনজীবী ও রাজনীতিবিদ।
• ১৯৬১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডোক রিভারস; তিনি আমেরিকান সাবেক বাস্কেটবল খেলোয়াড় ও কোচ।
• ১৯৬২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেলি প্রেস্টন; তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ১৯৬২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেরি রাইস; তিনি আমেরিকান সাবেক ফুটবল খেলোয়াড়।
• ১৯৬৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডগ এমহোফ; তিনি আমেরিকান আইনজীবী।
• ১৯৬৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নি হাইশেং; তিনি চীনা জেনারেল, পাইলট ও মহাকাশচারী।
• ১৯৬৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস্টোফার জজ; তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
• ১৯৬৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেকজান্ডার সেফেরিন; তিনি স্লোভেনীয় আইনজীবী ও ফুটবল প্রশাসক UEFA এর ৭তম সভাপতি।
• ১৯৬৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাভিয়ের সোটোমায়র; তিনি কিউবার সাবেক হাই জাম্পার।
• ১৯৬৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেট ওয়ালশ; তিনি আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক।
• ১৯৬৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ন্যান্সি কেরিগান; তিনি আমেরিকান ফিগার স্কেটার  ও অভিনেত্রী।
• ১৯৭১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল পোটস; তিনি ইংরেজ টেনার।
• ১৯৭১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সাশা ব্যারন কোহেন; তিনি ইংরেজ কৌতুকাভিনেতা, অভিনেতা ও চিত্রনাট্যকার।
• ১৯৭৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্তোনিও ডি নাতালে; তিনি ইতালিয়ান সাবেক ফুটবলার।
• ১৯৭৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল পিয়ার্স; তিনি আমেরিকান  সাবেক বাস্কেটবল খেলোয়াড়।
• ১৯৭৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কিয়েল সানচেজ; তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৭৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেরমাইন ও'নিল; তিনি আমেরিকান সাবেক বাস্কেটবল খেলোয়াড়।
• ১৯৭৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়েস ব্রাউন; তিনি ইংরেজ ফুটবল সাবেক খেলোয়াড়।
• ১৯৭৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মামাদু নিয়াং; তিনি সেনেগালিজ ফুটবলার।
• ১৯৮০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আশান্তি; তিনি আমেরিকান গায়িকা, গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী।
• ১৯৮০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড হেই; তিনি ইংরেজ সাবেক বক্সার।
• ১৯৮০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্কট পার্কার; তিনি ইংরেজ সাবেক ফুটবল খেলোয়াড়।
• ১৯৮২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়ান থর্প; তিনি অস্ট্রেলীয় সাবেক সাঁতারু।
• ১৯৮৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্যাব্রিয়েল আগবনলাহোর; তিনি ইংরেজ সাবেক ফুটবল খেলোয়াড়।
• ১৯৮৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ; তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেনটেটিভের সদস্য।
• ১৯৯২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শেলবি রজার্স; তিনি আমেরিকান টেনিস খেলোয়াড়।
• ১৯৯৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টিফানি ট্রাম্প; তিনি আমেরিকান সোশ্যালাইট।
• ১৯৯৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিটন দাস; তিনি বাংলাদেশী ক্রিকেটার।
• ১৯৯৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পার্ক জিমিন; তিনি দক্ষিণ কোরিয়ার গায়ক।
• ১৯৯৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোশুয়া ওং; তিনি হংকং-এর গণতন্ত্রপন্থী কর্মী।
• ২০০১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেলেব ম্যাকলখলিন; তিনি আমেরিকান অভিনেতা।

==মৃত্যু==


• ০০৫৪ ক্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ক্লডিয়াস; তিনি ছিলেন রোমান সম্রাট।
• ০৯৮২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জিং জং; তিনি ছিলেন লিয়াও রাজবংশের সম্রাট।
• ১০৯৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম রবার্ট; তিনি ছিলেন কাউন্ট অফ ফ্ল্যান্ডার্স।
• ১২৪০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রাজিয়া সুলতানা; তিনি ছিলেন দিল্লির সুলতান।
• ১২৮২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন নিচিরেন; তিনি ছিলেন জাপানি বৌদ্ধ পণ্ডিত।
• ১৩৮২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় পিটার; তিনি ছিলেন সাইপ্রাসের রাজা।
• ১৬০৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন থিওডোর বেজা; তিনি ছিলেন ফরাসি ধর্মতত্ত্ববিদ ও পণ্ডিত।
• ১৬৮৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জেমিনিয়ানো মন্টানারি; তিনি ছিলেন ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী ও লেন্স নির্মাতা।
• ১৬৯৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন স্যামুয়েল ভন পুফেনডর্ফ; তিনি ছিলেন জার্মান ইতিহাসবিদ, অর্থনীতিবিদ ও আইনজ্ঞ।
• ১৭১৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন নিকোলাস মালেব্রঞ্চ; তিনি ছিলেন ফরাসি যাজক ও দার্শনিক।
• ১৮১৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জোয়াকিম মুরাত; তিনি ছিলেন ফরাসি জেনারেল।
• ১৮২২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আন্তোনিও ক্যানোভা; তিনি ছিলেন ইতালিয়ান ভাস্কর।
• ১৮২৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ম্যাক্সিমিলিয়ান প্রথম জোসেফ; তিনি ছিলেন বাভারিয়ার রাজা।
• ১৮৬৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন চার্লস অগাস্টিন সেন্ট-বেউ; তিনি ছিলেন ফরাসি কবি, লেখক ও সমালোচক।
• ১৮৮২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আর্থার ডি গোবিনিউ; তিনি ছিলেন ফরাসি দার্শনিক ও লেখক।
• ১৯০৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন হেনরি আরভিং; তিনি ছিলেন ইংরেজ অভিনেতা ও ব্যবস্থাপক।
• ১৯০৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রান্সিসকো ফেরার ই গার্দিয়া; তিনি ছিলেন স্প্যানিশ দার্শনিক ও শিক্ষাবিদ।
• ১৯১১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ভগিনী নিবেদিতা; তিনি ছিলেন আইরিশ ভারতীয় সমাজকর্মী, লেখক ও শিক্ষাবিদ।
• ১৯১৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন কার্ল অ্যাডল্ফ জেজেলরুপ; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ লেখক ও কবি।
• ১৯৩৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ই.সি. সেগার; তিনি ছিলেন আমেরিকান কার্টুনিস্ট ও পপেই তৈরি করেন।
• ১৯৪৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন মিল্টন এস হার্শে; তিনি ছিলেন আমেরিকান ব্যবসায়ী ও হার্শে কোম্পানি প্রতিষ্ঠাতা।
• ১৯৫৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ম্যানুয়েল অ্যাভিলা কামাচো; তিনি ছিলেন মেক্সিকান জেনারেল, রাজনীতিবিদ ও ৪৫তম রাষ্ট্রপতি।
• ১৯৬৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন প্রেমাঙ্কুর আতর্থী; তিনি ছিলেন ভারতীয় বাঙালি কথাশিল্পী, সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা।
• ১৯৬৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ক্লিফটন ওয়েব; তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও নৃত্যশিল্পী।
• ১১৯৬৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন বি বেনাদেরেট; তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও ভয়েস শিল্পী।
• ১৯৭১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আবদুল মোনেম খান; তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের গভর্নর।
• ১৯৭৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন এড সুলিভান; তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও টক শো হোস্ট।
• ১৯৭৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রেবেকা ক্লার্ক; তিনি ছিলেন ইংরেজ ভায়োলা প্লেয়ার ও সুরকার।
• ১৯৮১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আন্তোনিও বার্নি; তিনি ছিলেন আর্জেন্টিনার চিত্রশিল্পী, চিত্রকর ও খোদাইকারী।
• ১৯৮৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ওয়াল্টার হাউজার ব্র্যাটেইন; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও প্রকৌশলী।
• ১৯৮৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন কিশোর কুমার; তিনি ছিলেন বিখ্যাত ভারতীয় বাঙালি গায়ক ও নায়ক।
• ১৯৮৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন অমলেন্দু বিশ্বাস; তিনি ছিলেন বাংলাদেশী যাত্রা অভিনেতা ও পরিচালক।
• ১৯৯০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন লি ডাক থো; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ভিয়েতনামী রাজনীতিবিদ।
• ২০০০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জিন পিটার্স; তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ২০০২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন স্টিফেন অ্যামব্রোস; তিনি ছিলেন আমেরিকান ইতিহাসবিদ ও লেখক।
• ২০০২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ইলা মিত্র; তিনি ছিলেন বাঙালি মহিয়সী নারী ও সংগ্রামী কৃষক নেতা।
• ২০০৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন বারট্রাম ব্রকহাউস; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক।
• ২০০৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন বার্নিস রুবেনস; তিনি ছিলেন ওয়েলশ লেখক।
• ২০১৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ভূমিবল অতুল্যতেজ; তিনি ছিলেন থাইল্যান্ডের রাজা।
• ২০১৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন দারিও ফো; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান নাট্যকার, অভিনেতা, পরিচালক ও সুরকার।
• ২০১৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন অন্নপূর্ণা দেবী; তিনি ছিলেন ভারতীয় স্বনামধন্য সুরবাহার শিল্পী ও উত্তর ভারতীয় সনাতনী শাস্ত্রীয় সঙ্গীতের গুরু।

#১৩_অক্টোবরের_আজকের_দিনে

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
১৩ অক্টোবরের এই দিনে
==ছুটির দিন ও পালনীয়==• আজ আন্তর্জাতিক দ
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image