Skip to content
Latest
Boy Scout Movement Inspiring Young Leaders WorldwideAbdur Razzak Legendary Icon of Bangladeshi CinemaAmanullah Asaduzzaman Inspiring Visionary with Unstoppable Achievements7 Surprising Impacts of Treaty of Versailles5 Surprising Facts About the Aswan Dam

১৬ অক্টোবরের এই দিনে

১৬ অক্টোবরের এই দিনে

World Food Day

• আজ আন্তর্জাতিক খাদ্য দিবস (World Food Day)। ও
• আজ আন্তর্জাতিক এনেস্থেশিয়া দিবস।

• ০৬৯০ সালের এই দিনে উ জে টিয়ান চীনের প্রথম সম্রাজ্ঞী হন। উ জে টিয়ান হলেন চীনের ইতিহাসে একমাত্র সম্রাজ্ঞী।
• ১৭৫৬ সালের এই দিনে মনিহারীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার কাছে শওকাত জং পরাজিত ও নিহত হন।
• ১৭৫৭ সালের এই দিনে অস্ট্রিয়ার সৈন্যরা বার্লিন দখল করে।
• ১৭৯৩ সালের এই দিনে ওয়াটারলু যুদ্ধে পরাজয়ের পর নেপোরিলয়ন বোনাপাটের হেরেনা দ্বীপে নিবার্সন করেন।
• ১৮২৯ সালের এই দিনে আমেরিকার প্রথম আধুনিক ট্রিমোন্ট হোটেল উদ্বোধন করা হয়।
• ১৮৩৪ সালের এই দিনে আগুনে লন্ডন পার্লামেন্টের অনেক মূল্যবান দলিল পুড়ে যায়।
• ১৯০৫ সালের এই দিনে বঙ্গভঙ্গ সংঘটিত হয়। লর্ড কার্জন প্রথম বঙ্গভঙ্গ কার্যকর করলে পূর্ববঙ্গের জন্ম হয় এবং সারা বাংলায় এর বিরুদ্ধে প্রতিবাদ হয়।
• ১৯০৫ সালের এই দিনে স্বদেশী আন্দোলনের প্রাণকেন্দ্র কলকাতার ফেডারেশন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আনন্দমোহন বসু।
• ১৯১৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসিটিতে প্রথম জন্মনিয়ন্ত্রক ক্লিনিক উদ্বোধেন।
• ১৯২৩ সালের এই দিনে ওয়াল্ট ডিজনি ও তার ভাই ডিজনি মিলে দি ওয়াল্ট ডিজনি কম্পানি প্রতিষ্ঠা করেন।
• ১৯৩৪ সালের এই দিনে চীনে চিয়াং কাই শেকের বিরুদ্ধে এক লক্ষ সেনাসহ মাও সেতুংয়ের ৯ হাজার মাইল লং মার্চ।
• ১৯৪৩ সালের এই দিনে বাংলায় ঘূর্ণিঝড়ে ও জলোচ্ছ্বাসে ৪০ হাজার লোকের জীবনাবসান ঘটে।
• ১৯৪৫ সালের এই দিনে কানাডার কুইবেকে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) প্রতিষ্ঠিত হয়।
• ১৯৬৪ সালের এই দিনে চীনে প্রথমবারের মতো পারমাণবিক বোমার বিস্ফোরেণ হয়।
• ১৯৭৩ সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় জর্ডান।
• ১৯৯৭ সালের এই দিনে এক কোটি ৩৮ লাখ ডলার আত্মসাতের অভিযোগে সুইস তদন্তকারী কর্তৃক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও তার পরিবার বর্গের ব্যাংক একাউন্ট জব্দ করে।

• ১৩৫১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিয়ান গালিয়াজো ভিসকোন্টি, তিনি ছিলেন মিলানের প্রথম ডিউক।
• ১৪৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় জেমস, তিনি ছিলেন স্কটল্যান্ডের রাজা।
• ১৬৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জান ডিসমাস জেলেনকা, তিনি ছিলেন চেক ভাইল প্লেয়ার ও সুরকার।
• ১৭৫৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নোয়া ওয়েবস্টার, তিনি ছিলেন আমেরিকান অভিধান প্রণেতা ও লেখক।
• ১৮০৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট স্টিফেনসন, তিনি ছিলেন ইংলিশ রেলপথ ও সিভিল ইঞ্জিনিয়ার।
• ১৮৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কুরোদা কিয়োতাকা তিনি ছিলেন জাপানি রাজনীতিবিদ ও ২য় প্রধানমন্ত্রী।
• ১৮৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইটো হিরোবুমি, তিনি ছিলেন জাপানি আইনজীবী, রাজনীতিবিদ ও ১ম প্রধানমন্ত্রী।
• ১৮৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ল কাউটস্কি, তিনি ছিলেন চেক বংশোদ্ভূত জার্মান সাংবাদিক, দার্শনিক ও ধর্মতত্ত্ববিদ।
• ১৮৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অস্কার ফিঙ্গাল ও'ফ্ল্যাহারটি উইলস ওয়াইল্ড, তিনি ছিলেন আইরিশ লেখক, কবি ও নাট্যকার।
• ১৮৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অস্টিন চেম্বারলেইন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রাজনীতিবিদ ও চ্যান্সেলর।
• ১৮৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইউজিন ওনিল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান নাট্যকার।
• ১৮৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইকেল কলিন্স, তিনি ছিলেন আইরিশ জেনারেল ও রাজনীতিবিদ।
• ১৮৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারিয়া গোরেট্টি, তিনি ছিলেন ইতালিয়ান শহীদ ও সাধু।
• ১৯০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এনভের হোক্সহা, তিনি ছিলেন আলবেনিয়ার জেনারেল, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
• ১৯১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুইস আলথুসার, তিনি ছিলেন আলজেরিয়ার বংশোদ্ভূত ফরাসি দার্শনিক ও শিক্ষাবিদ।
• ১৯২১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সীতা রাম গোয়েল, তিনি ছিলেন ভারতীয় ইতিহাসবিদ, প্রকাশক ও লেখক।
• ১৯২৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিন্ডা ডার্নেল, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ১৯২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যাঞ্জেলা ল্যান্সবারি, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী, গায়িকা ও প্রযোজক।
• ১৯২৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গুন্টার ভিলহেলম গ্রাস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ জার্মান লেখক, কবি, নাট্যকার ও অঙ্কনশিল্পী।
• ১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফের্নান্ডা মন্টেনেগ্রো, তিনি ছিলেন ব্রাজিলিয়ান অভিনেত্রী।
• ১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্দ্রেই চিকাটিলো, তিনি ছিলেন ইউক্রেনীয় বংশোদ্ভূত রাশিয়ান সিরিয়াল কিলার।
• ১৯৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকো, তিনি ছিলেন জার্মান গায়িকা, গীতিকার, মডেল ও অভিনেত্রী।
• ১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেমা মালিনী, তিনি ভারতীয় অভিনেত্রী, পরিচালক, প্রযোজক ও রাজনীতিবিদ।
• ১৯৫৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পাওলো রবার্তো ফ্যালাকো, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার ও পরিচালক।
• ১৯৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, তিনি ছিলেন বাংলাদেশি কবি ও গীতিকার।
• ১৯৫৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টিম রবিন্স, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্ক লেভি, তিনি ফরাসি লেখক।
• ১৯৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্লেয়া, তিনি অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত আমেরিকান খাদ প্লেয়ার, গীতিকার ও অভিনেতা।
• ১৯৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যানুটে বোল, তিনি সুদানী বংশোদ্ভূত আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় ও সমাজ কর্মী।
• ১৯৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দিমিত্রি হোভেরোস্টভস্কি, তিনি রাশিয়ান অপেরা গায়ক।
• ১৯৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মেহমেট শোল, তিনি জার্মান সাবেক ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অরেলা গায়, তিনি আলবেনীয় গায়ক।
• ১৯৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাক ক্যালিস, তিনি দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটার।
• ১৯৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন মায়ার, তিনি আমেরিকান গায়ক, গীতিকার, র‍্যাপার, গিটারিস্ট ও প্রযোজক।
• ১৯৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিশ্চিয়ান রিভারোস, তিনি প্যারাগুয়ের সাবেক ফুটবলার।
• ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফিলিপ কোহলসক্রাইবার, তিনি জার্মান টেনিস খেলোয়াড়।
• ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লোরেন, তিনি সুইডিশ গায়ক ও প্রযোজক।
• ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্যাসি স্টোনার, তিনি অস্ট্রেলিয়ান মোটরসাইকেল রেসার।
• ১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোল্টন স্টিবার, তিনি হাঙ্গেরিয়ান ফুটবলার।
• ১৯৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কোস্টাস ফোর্টউনিস, তিনি গ্রীক ফুটবলার।
• ১৯৯৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্যারোলিন গার্সিয়া, তিনি ফরাসি টেনিস খেলোয়াড়।
• ১৯৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চার্লস লেকলার্ক, তিনি মোনাগ্যাসেক ফর্মুলা ওয়ান ড্রাইভার।
• ১৯৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নাওমি ওসাকা, তিনি হাইতিয়ান বংশোদ্ভূত জাপানি টেনিস খেলোয়াড়।

• ০৯৭৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় হাকাম দ্বিতীয়, তিনি ছিলেন উমাইয়া খলিফা।
• ১৩৩৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নিকোলাস ভি, তিনি ছিলেন রোমের অ্যান্টিপোপ।
• ১৫২৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লুকা সিগ্নোরেলি, তিনি ছিলেন ইতালীয় চিত্রশিল্পী।
• ১৫৫৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লুকাস ক্রানাচ দ্য এল্ডার, তিনি ছিলেন জার্মান চিত্রকর ও খোদকার।
• ১৬২১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জান পিটারসুন সুইলিংক, তিনি ছিলেন ডাচ অর্গানজিস্ট ও সুরকার।
• ১৬২৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রেঞ্চোয়েস ডি মালহের্বা, তিনি ছিলেন ফরাসি কবি ও সমালোচক।
• ১৭৯১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গ্রেগরি পোটেমকিন, তিনি ছিলেন রাশিয়ান জেনারেল ও রাজনীতিবিদ।
• ১৭৯৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মারি এন্তনে, তিনি ছিলেন ফ্রান্সের ফ্রেঞ্চ রিভলিউশনে নিহত সম্রাট ষোড়শ লুই-এর স্ত্রী।
• ১৭৯৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন তৃতীয় ভিক্টর আমাদিউস , তিনি ছিলেন সারডিনিয়ার রাজা।
• ১৯৪৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হ্যানস ফ্র্যাঙ্ক, জার্মান আইনজীবী, তিনি ছিলেন রাজনীতিবিদ ও যুদ্ধাপরাধী।
• ১৯৪৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলহেম ফ্রিক, তিনি ছিলেন জার্মানির আইনজীবী, রাজনীতিবিদ ও স্বরাষ্ট্রমন্ত্রী।
• ১৯৪৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলফ্রেড জডল, তিনি ছিলেন জার্মান জেনারেল।
• ১৯৪৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আর্নস্ট কাল্টেনবারুনার, তিনি ছিলেন অস্ট্রিয়ান এসএস অফিসার।
• ১৯৪৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলহেম কেইটেল, তিনি ছিলেন জার্মান ফিল্ড মার্শাল।
• ১৯৪৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলফ্রেড রোজেনবার্গ, তিনি ছিলেন এস্তোনীয় স্থপতি ও রাজনীতিবিদ।
• ১৯৪৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রিটজ সাক্কেল, তিনি ছিলেন জার্মান নাবিক ও রাজনীতিবিদ।
• ১৯৪৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আর্থার সয়েস-ইনকোয়াট, তিনি ছিলেন অস্ট্রিয়ার আইনজীবী, রাজনীতিবিদ ও ১৬তম ফেডারেল চ্যান্সেলর।
• ১৯৪৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জুলিয়াস স্ট্রেইচার, তিনি ছিলেন জার্মান সাংবাদিক ও রাজনীতিবিদ।
• ১৯৪৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোয়াচিম ভন রিবেন্ট্রপ, তিনি ছিলেন জার্মানির লেফটেন্যান্ট ও রাজনীতিবিদ।
• ১৯৫১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নবাবজাদা লিয়াকত আলি খান, তিনি ছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রখ্যাত মুসলিম লীগ নেতা।
• ১৯৫৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জুলে রিমে, তিনি ছিলেন ফরাসি ব্যবসায়ী।
• ১৯৫৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ ক্যাটলেট মার্শাল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সেনা নায়ক, সেনা প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রী ও তৃতীয় প্রতিরক্ষা মন্ত্রী।
• ১৯৬২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গ্যাস্টন ব্যাচেলার্ড, তিনি ছিলেন ফরাসি কবি ও দার্শনিক।
• ১৯৭৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জিন ক্রাপ, তিনি ছিলেন আমেরিকান ড্রামার, সুরকার ও অভিনেতা।
• ১৯৭৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ড্যান ডেইলি, তিনি ছিলেন আমেরিকান নৃত্যশিল্পী ও অভিনেতা।
• ১৯৮২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মারিও ডেল মোনাকো, তিনি ছিলেন ইতালীয় টেনার।
• ১৯৮৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কর্নেল ওয়াইল্ড, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ১৯৯০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আর্ট ব্লেকি, তিনি ছিলেন আমেরিকান ড্রামার ও ব্যান্ডলিডার।
• ১৯৯২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন শার্লি বুথ, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।
• ১৯৯৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জেমস এ. মিশেনার, তিনি ছিলেন আমেরিকান লেখক ও সমাজসেবী।
• ২০০৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ল্যাসলি প্যাপ, তিনি ছিলেন হাঙ্গেরিয়ান বক্সার।
• ২০০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভ্যালেন্টেন পানিয়াগুয়া, তিনি ছিলেন পেরুর আইনজীবী, রাজনীতিবিদ ও ৯১তম রাষ্ট্রপতি।
• ২০০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডেবোরা কের, তিনি ছিলেন স্কটিশ অভিনেত্রী।
• ২০০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টোয়ে প্রোস্কি, তিনি ছিলেন ম্যাসেডোনীয় গায়ক ও গীতিকার।
• ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এড লাউটের, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ২০১৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডাফন কারুয়ানা গালিজিয়া, তিনি ছিলেন মাল্টিজ সাংবাদিক ও ব্লগার।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
১৬ অক্টোবরের এই দিনে
১৬ অক্টোবরের এই দিনে• আজ আন্তর্জাতিক
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image