Skip to content
Latest
Boy Scout Movement Inspiring Young Leaders WorldwideAbdur Razzak Legendary Icon of Bangladeshi CinemaAmanullah Asaduzzaman Inspiring Visionary with Unstoppable Achievements7 Surprising Impacts of Treaty of Versailles5 Surprising Facts About the Aswan Dam

১৯ অক্টোবরের এই দিনে

১৯ অক্টোবরের এই দিনে

Angus Deaton

• আজ বিশ্ব পেডিয়াট্রিক হাড় ও জয়েন্ট দিবস (World Pediatric Bone and Joint Day)।

• ১৩৮৬ সালের এই দিনে ওসমানীয় বাহিনী বুলগেরিয়ার রাজধানী সোফিয়া দখল করে।
• ১৮৮৮ সালের এই দিনে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন।
• ১৯২৩ সালের এই দিনে কামাল পাশার নেতৃত্বে আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তুর্কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
• ১৯৪২ সালের এই দিনে চলচ্চিত্রবিষয়ক প্রথম মাসিক পত্রিকা ‘চিত্রপঞ্জি’ প্রকাশিত হয়।
• ১৯৫১ সালের এই দিনে ব্রিটেন সুয়েজ খান অঞ্চল অধিকার করে।
• ১৯৫৪ সালের এই দিনে একদল অস্ট্রেলীয় অভিযাত্রী কর্তৃক পৃথিবীর ষষ্ঠ উচ্চতম পর্বত চো ওইয়ু বিজয়।
• ১৯৬২ সালের এই দিনে ভারত-চীন সীমান্ত সংঘর্ষ শুরু হয়।
• ১৯৭২ সালের এই দিনে বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে।
• ১৯৭৩ সালের এই দিনে স্পেনে বন্যায় ২শ’ লোকের প্রাণহানি ঘটে।
• ১৯৭৬ সালের এই দিনে ফিলিস্তিন মুক্তি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা আলী হাসান সালামাহ্ ইহুদীবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মুসাদের ষড়যন্ত্রের স্বীকার হয়ে লেবাননে শাহাদাত বরণ করেন।
• ১৯৭৭ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকার ১৮ টি বর্ণবাদ বিরোধী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা।
• ১৯৯১ সালের এই দিনে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকারের অবসান হয়।
• ১৯৯৩ সালের এই দিনে পিপলস পার্টির নেত্রী বেনজীর ভুট্টো দ্বিতীয় বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়।
• ১৯৯৬ সালের এই দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী কর্তৃক সোনারগাঁয়ে শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর-এর উদ্বোধন হয়।
• ১৯৯৬ সালের এই দিনে পেইচিংয়ে চীনের প্রথম হট এয়ারশীপ ” চীন ১ নম্বর” সাফল্যের সঙ্গে আকাশে উড়ে।

• ১৪৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারসিলিও ফিচিনো, তিনি ছিলেন ইতালিয়ান জ্যোতিষী ও দার্শনিক।
• ১৬০৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্যার টমাস ব্রাউন, তিনি ছিলেন ইংরেজ সাহিত্যিক।
• ১৮৫১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিয়াংসিয়ং, তিনি ছিলেন কোরিয়ার সম্রাট।
• ১৮৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অগাস্ট লুমিয়ের, তিনি ছিলেন ফরাসি পরিচালক ও প্রযোজক।
• ১৮৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওগ্যুস্ত ল্যুমিয়ের, তিনি ছিলেন ফরাসি চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্রের অগ্রদূত।
• ১৮৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাতঙ্গিনী হাজরা, তিনি ছিলেন ভারতীয় বিপ্লবী, স্বাধীনতা আন্দোলনের শহিদ।
• ১৮৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উম্বের্তো বোক্সিওনি, তিনি ছিলেন ইতালিয়ান চিত্রশিল্পী ও ভাস্কর।
• ১৮৯৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুইস ম্যামফোর্ড, তিনি ছিলেন আমেরিকান ইতিহাসবিদ, সমাজবিজ্ঞানী ও দার্শনিক।
• ১৮৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অধ্যাপক সেলিমুজ্জামান সিদ্দিকী, তিনি ছিলেন পাকিস্তানি শিক্ষাবিদ ও বিজ্ঞানী।
• ১৮৯৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিগুয়েল এঙ্গেল আস্তুরিয়াস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী গুয়াতেমালার সাংবাদিক, লেখক ও কবি।
• ১৯০০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম হ্যারল্ড বিল পন্সফোর্ড, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার ও বেসবল খেলোয়াড়।
• ১৯১০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর, তিনি ছিলেন ব্রিটিশ ভারতে জন্মগ্রহণকারী মার্কিন জ্যোতিস ও পদার্থবিজ্ঞানী।
• ১৯১৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিনিসিয়াস ডি. মোরেস, তিনি ছিলেন ব্রাজিলিয়ান কবি, নাট্যকার ও সুরকার।
• ১৯১৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন ডাউসেট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বংশোদ্ভূত স্প্যানিশ ঔষধ আবিস্কার।
• ১৯১৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এমিল গিলস, তিনি ছিলেন ইউক্রেনীয় বংশোদ্ভূত রাশিয়ান পিয়ানোবাদক।
• ১৯২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিজানুর রহমান চৌধুরী, তিনি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
• ১৯৩১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন ল্য কারে, তিনি ছিলেন ইংরেজ গোয়েন্দা কর্মকর্তা ও লেখক।
• ১৯৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রায়ান চার্লস বুথ, তিনি অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার ও শিক্ষাবিদ।
• ১৯৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়াকুবু গাওন, তিনি নাইজেরিয়ার জেনারেল ও রাজনীতিবিদ।
• ১৯৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইকেল গ্যাম্বন, তিনি আইরিশ বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা।
• ১৯৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পেটের টোশ, তিনি ছিলেন জ্যামাইকান গায়ক, গীতিকার ও গিটারিস্ট।
• ১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এনগাস স্টুয়ার্ড ডিয়াটোন, তিনি নোবেল পুরস্কার বিজয়ী স্কটস বংশোদ্ভূত আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক।
• ১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডিভাইন, তিনি ছিলেন আমেরিকান ড্র্যাগ কুইন পারফর্মার ও অভিনেতা।
• ১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন লিথগো, তিনি আমেরিকান অভিনেতা।
• ১৯৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট জর্জ হল্যান্ড, তিনি অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার ও সমীক্ষক।
• ১৯৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফিলিপ পুলম্যান, তিনি ইংরেজ লেখক ও শিক্ষাবিদ।
• ১৯৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্যাম এলার্ডিস, তিনি ইংলিশ সাবেক ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৫৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হিরোমি হারা, তিনি জাপানি সাবেক ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টাকেশি কোশিদা, তিনি জাপানি সাবেক ফুটবলার।
• ১৯৬১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সানি দেওল, তিনি ভারতীয় অভিনেতা ও প্রযোজক।
• ১৯৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইভান্ডার হলিফিল্ড, তিনি আমেরিকান বক্সার ও অভিনেতা।
• ১৯৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন ফাভরেয়াউ, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ট্রে পার্কার, তিনি আমেরিকান অভিনেতা, অ্যানিমেটার, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওমার গুডিং, তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
• ১৯৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেসন রেইটম্যান, তিনি কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাউল টামুড, তিনি স্প্যানিশ সাবেক ফুটবলার।
• ১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হাইকি কোভালাইনেন, তিনি ফিনিশ রেস গাড়ি চালক।
• ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রেবেকা ফার্গুসন, তিনি সুয়েডীয় অভিনেত্রী।
• ১৯৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিরোস্লাভ স্টোচ, তিনি স্লোভাকিয়ান ফুটবলার।
• ১৯৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিয়ারা রেনি, তিনি আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।

• ০৯৯৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম কনরাড, তিনি ছিলেন বারগান্ডির রাজা।
• ১২১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন, তিনি ছিলেন ইংল্যান্ডের রাজা।
• ১৫৮৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রান্সেস্কো আই ডি' মেডিসি, তিনি ছিলেন টাসকানির গ্র্যান্ড ডিউক।
• ১৬০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জ্যাকবাস আর্মিনিয়াস, তিনি ছিলেন ডাচ সংস্কারত ধর্মতত্ত্ববিদ।
• ১৬৮২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টমাস ব্রাউনি, তিনি ছিলেন ইংরেজ চিকিৎসক ও লেখক।
• ১৭২৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গডফ্রে নেলার, তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত ইংরেজ চিত্রশিল্পী।
• ১৭৪৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোনাথন সুইফট, তিনি ছিলেন আইরিশ কৌতুকাভিনেতা ও প্রাবন্ধিক।
• ১৮১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জাজেফ পোনিয়াটভস্কি, তিনি ছিলেন পোলিশ জেনারেল।
• ১৮৫১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মেরি থেরেস, তিনি ছিলেন ফ্রান্সের রানী।
• ১৮৮৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম লুইস, তিনি ছিলেন পর্তুগালের রাজা।
• ১৯৩৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লু স্যুন, তিনি ছিলেন চীনা লেখক ও সমালোচক।
• ১৯৩৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আর্নেস্ট রাদারফোর্ড, তিনি ছিলেন নোবেল পুরস্কার নিউজিল্যান্ড বংশোদ্ভূত ইংরেজ পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ।
• ১৯৪৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্যামিল ক্লাডেল, তিনি ছিলেন ফরাসি ভাস্কর ও চিত্রকর।
• ১৯৪৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্লুটারকো এলিয়াস কালেস, তিনি ছিলেন মেক্সিক্যান রাজনীতিবিদ ও ৪০তম প্রেসিডেন্ট।
• ১৯৫০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এডনা সেন্ট. ভিনসেন্ট মিলায়, তিনি ছিলেন আমেরিকান কবি ও নাট্যকার।
• ১৯৬৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সের্গেই বিরিউজভ, তিনি ছিলেন সোভিয়েত ইউনিয়নের মার্শাল।
• ১৯৭০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লাজারো কার্দেনাস, তিনি ছিলেন মেক্সিক্যান জেনারেল, রাজনীতিবিদ ও ৪৪তম প্রেসিডেন্ট।
• ১৯৭২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কিথ জনসন, তিনি ছিলেন বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেট প্রশাসক।
• ১৯৭৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফররুখ আহমদ, তিনি ছিলেন বাংলাদেশী কবি ও 'মুসলিম রেনেসাঁর কবি' হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।
• ১৯৭৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গিগ ইয়ং, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ১৯৮৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সামোরা মাচেল, তিনি ছিলেন মোজাম্বিকের কমান্ডার, রাজনীতিবিদ ও প্রথম রাষ্ট্রপতি।
• ১৯৮৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জ্যাকলিন ডু প্রে, তিনি ছিলেন ইংরেজ সেলফিস্ট ও শিক্ষাবিদ।
• ১৯৯৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মার্থা রায়, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও কৌতুক অভিনেতা।
• ১৯৯৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নাথালি সররাউট, তিনি ছিলেন রাশিয়ান বংশোদ্ভূত ফরাসি আইনজীবী ও লেখক।
• ২০০৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলিজা ইজেটবেগোভিক, তিনি ছিলেন বোসনিয়াক আইনজীবি, রাজনীতিবিদ, বসনিয়া ও প্রথম রাষ্ট্রপতি।
• ২০০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কেনেথ আইভার্সন, তিনি ছিলেন টুরিং পুরস্কার বিজয়ী একজন কম্পিউটার বিজ্ঞানী।
• ২০১৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আম্বার্তো লেনজি, তিনি ছিলেন ইতালীয় চলচ্চিত্র পরিচালক।
• ২০২১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জ্যাক অ্যাঞ্জেল, তিনি ছিলেন আমেরিকান ভয়েস অভিনেতা।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
১৯ অক্টোবরের এই দিনে
১৯ অক্টোবরের এই দিনে• আজ বিশ্ব পেডিয়
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image