Skip to content
Latest
International Men's Day Importance and CelebrationWorld Toilet Day Importance and Global AwarenessInternational Students Day A Tribute to Youth and EducationInternational Day for Tolerance Understanding the Power of AcceptanceDay of the Imprisoned Writer Honoring Freedom of Expression and the Fight for Justice

২৮ অক্টোবরের এই দিনে

২৮ অক্টোবরের এই দিনে


• আজ আন্তর্জাতিক অ্যানিমেশন দিবস (এএসআইএফএ)।

• ১৪৯২ সালে এই দিনে ইতালিয়ান নাবিক অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস কিউবা আবিষ্কার করেন।
• ১৭৪৬ সালে এই দিনে পেরুর লিমা-কালাওতে শক্তিশালী ভূমিকম্পে ১৮ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি।
• ১৮৮৬ সালে এই দিনে আজকের দিনে ফ্রান্স যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুত্বের নিদর্শন হিসাবে স্ট্যাচু অব লিবার্টি উৎসর্গ করে।
• ১৯০৪ সালে এই দিনে সেন্ট লুইস পুলিশ তদন্তে নতুন পদ্ধতি ফিঙ্গার প্রিন্টের প্রচলন করে।
• ১৯৪০ সালে এই দিনে ফ্লোরেন্সে অ্যাডলফ হিটলার ও বেনিতো মুসোলিনির সাক্ষাৎ।
• ২০০৬ সালে এই দিনে বিচারপতি কে.এম. হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণকে বাধা দিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ডাকে সারাদেশে আওয়ামী লীগ নেতা-কর্মিরা বৈঠা লগি নিয়ে নেমে পড়ে। এতে সারাদেশে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়তের সাথে সংঘর্ষে ১৮ জন নিহত হন।

• ১০১৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তৃতীয় হেনরি, তিনি ছিলেন রোমান সম্রাট।
• ১৪৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইরাসমাস, তিনি ছিলেন ডাচ দার্শনিক।
• ১৫৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কর্নেলিয়াস জনসেন, তিনি ছিলে ডাচ বিশপ ও ধর্মতত্ত্ববিদ।
• ১৬৯৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মরিস ডি সাক্সে, তিনি ছিলেন ফ্রান্সের মার্শাল জেনারেল।
• ১৮০৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিয়ের ফ্রাসোয়া ভেরহুলস্ট, তিনি ছিলেন বেলজিয়ান গণিতবিদ ও তাত্তিক।
• ১৮১৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুডোভিট স্টুর, তিনি ছিলেন স্লোভাক ফিলোলজিস্ট ও রাজনীতিবিদ।
• ১৮৩৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টোকুগাওা ইয়োশিনোবু, তিনি ছিলেন জাপানি শোগুন।
• ১৮৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অগাস্ট এস্কোফিয়ের, তিনি ছিলেন ফরাসি শেফ ও লেখক।
• ১৮৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কানো জিগোরো, তিনি ছিলেন জাপানি মার্শাল আর্টিস্ট।
• ১৮৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন যোগীন্দ্রনাথ সরকার, তিনি ছিলেন প্রখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক।
• ১৮৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভগিনী নিবেদিতা, তিনি ছিলেন আইরিশ বংশোদ্ভূত ভারতীয় নার্সের, শিক্ষাব্রতী ও লেখিকা।
• ১৮৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভেলিমির খলেবনিকোভ, তিনি ছিলেন রাশিয়ান কবি ও নাট্যকার।
• ১৯০২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলসা ল্যানচেস্টার, তিনি ছিলেন ইংলিশ বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।
• ১৯০৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইভলিন ওয়াহ, তিনি ছিলেন ইংরেজ সাংবাদিক, লেখক ও সমালোচক।
• ১৯০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্টুরো ফ্রন্ডিজি, তিনি ছিলেন আর্জেন্টিনার আইনজীবী, রাজনীতিবিদ ও ৩২তম রাষ্ট্রপতি।
• ১৯০৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রান্সিস বাকন, তিনি ছিলেন আইরিশ চিত্রশিল্পী ও চিত্রকর।
• ১৯১৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডগলাস সেয়ালে, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও গায়ক।
• ১৯১৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড লরেন্স মিলিংটন সিঞ্জ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ প্রাণরসায়নী।
• ১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোয়ান প্লোয়ারাইট, তিনি ইংরেজ অভিনেত্রী।
• ১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বার্নি একলস্টোন, তিনি ইংরেজ ব্যবসায়ী।
• ১৯৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্যারিঞ্চা, তিনি ব্রাজিলিয়ান সাবেক ফুটবলার।
• ১৯৩৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লেনি উইলকেন্স, তিনি আমেরিকান বাস্কেটবল সাবেক খেলোয়াড় ও কোচ।
• ১৯৩৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেন আলেকজান্ডার, তিনি আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক।
• ১৯৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কলুচ, তিনি ফরাসী কৌতুক অভিনেতা।
• ১৯৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইম জ্যানসেন, তিনি ডাচ ফুটবলার ও পরিচালক।
• ১৯৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্যাটলিন জেনার, তিনি আমেরিকান ডেকাথলেটে ও অভিনেত্রী।
• ১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিল গেটস (Bill Gates), তিনি মার্কিন কম্পিউটার প্রোগ্রামার, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক প্রধান, সফটওয়্যার নির্মাতা ও সাবেক সি ই ও।
• ১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইন্দ্রা কৃষ্ণমুর্থী নুই, তিনি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ব্যবসায়ী।
• ১৯৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাহমুদ আহমাদিনেজাদ, তিনি ইরানের ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রেসিডেন্ট।
• ১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লারেন হলি, তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইরোস রামাযোটি, তিনি ইতালীয় গায়ক, গীতিকার ও গিটার।
• ১৯৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যান্ডি রিচটার, তিনি আমেরিকান অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুলিয়া রবার্টস, তিনি আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক।
• ১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মন্টেল ভন্টাভিয়াস পোর্টার, তিনি আমেরিকান রেসলার ও অভিনেতা।
• ১৯৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোয়াকিন ফিনিক্স, তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
• ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাওয়েদ করিম, তিনি বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী, ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা, রিয়েল-টাইম ইন্টারনেট জালিয়াতি বিরোধী সিস্টেম সহ পেপ্যাল এর অনেক মূল উপাদান করিমের দ্বারা পরিকল্পিত ও বাস্তবায়িত হয়েছে।
• ১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালান স্মিথ, তিনি ইংরেজ সাবেক ফুটবল খেলোয়াড়।
• ১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিলান বারোস, তিনি চেক সাবেক ফুটবলার।
• ১৯৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যাট স্মিথ, তিনি ইংরেজ অভিনেতা ও পরিচালক।
• ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওবাফেমি মার্টিনস, তিনি নাইজেরিয়ান ফুটবলার।
• ১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্র্যাঙ্ক ওসেন মহাসাগর, তিনি আমেরিকান গায়ক ও গীতিকার।
• ১৯৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্যামিল মুফাট, তিনি ফরাসি সাঁতারু।
• ১৯৯৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নোলান গোল্ড, তিনি আমেরিকান অভিনেতা।

• ০৩১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মাক্সেন্টিউস, তিনি ছিলেন রোমান সম্রাট।
• ১১৩৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বোলেসওয়ার তৃতীয় রাইমাথ, তিনি ছিলেন  পোল্যান্ডের রাজা।
• ১৪১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম মার্গারেট, তিনি ছিলেন ডেনমার্কের শাসক।
• ১৬২৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জাহাঙ্গীর (নুরুদ্দীন মহম্মদ সেলিম), তিনি ছিলেন ভারতের মোগল সম্রাট।
• ১৭০৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন ওয়ালিস, তিনি ছিলেন ইংরেজ গণিতবিদ ও সাংকেতিক।
• ১৭০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন লক, তিনি ছিলেন প্রভাবশালী ইংরেজ দার্শনিক ছিলেন।
• ১৭০৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ, তিনি ছিলেন ডেনমার্কের যুবরাজ।
• ১৭৪০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আন্না, তিনি ছিলেন রাশিয়া সম্রাজ্ঞী।
• ১৮১৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যাবিগেইল অ্যাডামস, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রপতি জন অ্যাডামসের সহধর্মণী।
• ১৮৪১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোহান আগস্ট আরফভেডসন, তিনি ছিলেন সুইডিশ রসায়নবিদ ও শিক্ষাবিদ।
• ১৮৭৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট সুইনহো, তিনি ছিলেন ইংরেজ পক্ষীবিদ ও কীটবিদ্যা।
• ১৯০০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রিডরিখ মাক্স মুলার, তিনি ছিলেন বিখ্যাত ভারত বিদ্যাবিশারদ, সংস্কৃত ভাষার সুপ্রসিদ্ধ পণ্ডিত ও অনুবাদক।
• ১৯২৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বের্নহার্ট ভন বুলও, তিনি ছিলেন জার্মান সৈনিক, রাজনীতিক ও চ্যান্সেলর।
• ১৯৩৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যালিস ব্র্যাডি, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ১৯৫২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বিলি হিউজেস, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ ও ৭ম প্রধানমন্ত্রী।
• ১৯৫৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্যামিলো সিয়েনফুয়েগোস, তিনি ছিলেন কিউবার বিপ্লবী।
• ১৯৭১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান, তিনি ছিলেন বাংলাদেশী শহীদ মুক্তিযোদ্ধা।
• ১৯৭৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন তাহা হুসাইন, তিনি ছিলেন মিশরীয় ইতিহাসবিদ, লেখক ও অধ্যাপক।
• ১৯৯৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইউরি লোটম্যান, তিনি ছিলেন রাশিয়ান বংশোদ্ভূত এস্তোনীয় ইতিহাসবিদ ও পণ্ডিত।
• ১৯৯৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টেড হিউজ, তিনি ছিলেন ইংরেজ লেখক, কবি, নাট্যকার।
• ২০০২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অন্নদাশঙ্কর রায়, তিনি ছিলেন একজন স্বনামধন্য বাঙালি কবি ও লেখক।
• ২০০৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রিচার্ড এরেট স্মোলি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।
• ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টাদিউস মাজোইকিকি, তিনি ছিলেন পোলিশ সাংবাদিক, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
• ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মাইকেল চিলুফিয়া সাতা, তিনি ছিলেন জাম্বিয়া পুলিশ কর্মকর্তা, রাজনীতিবিদ ও ৫ম প্রেসিডেন্ট।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
২৮ অক্টোবরের এই দিনে
২৮ অক্টোবরের এই দিনে• আজ আন্তর্জাতিক
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image