Skip to content
Latest
International Men's Day Importance and CelebrationWorld Toilet Day Importance and Global AwarenessInternational Students Day A Tribute to Youth and EducationInternational Day for Tolerance Understanding the Power of AcceptanceDay of the Imprisoned Writer Honoring Freedom of Expression and the Fight for Justice

০১ সেপ্টেম্বরের এই দিনে

M. A. G. Osmani

==ঘটনাবলী==


• ৫৫০৯ খ্রিস্টপূর্বের এই দিনে বাইজেন্টাইন সাম্রাজ্যের হিসেব মতে বিশ্ব সৃষ্টি হয়েছিল।
• ১১৭৪ সালের এই দিনে ইতালীর পিসা শহরে বিখ্যাত পিসার হেলান টাওয়ার নির্মাণ কাজ শুরু হয়।
• ১৮৫৩ সালের এই দিনে উত্তমাশা অন্তরীন থেকে পৃথিবীর প্রথম ত্রিকোণ ডাকটিকিট ইস্যু করা হয়।
• ১৯০৫ সালের এই দিনে ব্রিটিশরাজ বঙ্গভঙ্গের নির্দেশ জারি করে।
• ১৯২৩ সালের এই দিনে জাপানের টোকিও ও ইয়াকোহামায় ভয়াবহ ভূমিকম্পে দুই লক্ষ লোক নিহত হয়।
• ১৯২৮ সালের এই দিনে আলবেনিয়া রাজ্যে পরিণত হয়।
• ১৯৩৯ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি জার্মানি পোল্যান্ড আক্রমণ করে, যুদ্ধের সূচনা করে।
• ১৯৬১ সালের এই দিনে সাবেক ইউগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে ২৫টি দেশের প্রতিনিধিদের অংশ গ্রহণে জোট নিরপেক্ষ দেশগুলোর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়।
• ১৯৬৯ সালের এই দিনে বাদশাহ ইদ্রিসকে ক্ষমতাচ্যুত করে মুয়াম্মর গাদ্দাফি ক্ষমতায় আসেন।
• ১৯৭৮ সালের এই দিনে বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে “বাংলাদেশ জাতীয়তাবাদী দল” বা বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা দেন।
• ১৯৮৫ সালের এই দিনে ১৯১২ সালে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার হয়।
• ১৯৯১ সালের এই দিনে উজবেকিস্তান সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে।
• ২০০৪ সালের এই দিনে রাশিয়ায় বেলসান স্কুলে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের অপহরণ করে।

==জন্ম==


• ১১৪৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইবনে জুবায়ের; তিনি ছিলেন আরব ভূগোলবিদ ও কবি।
• ১৪৫৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গঞ্জালো ফার্নান্দেজ ডি কর্ডোবা; তিনি ছিলেন স্প্যানিশ জেনারেল।
• ১৫৭৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিপিওন বোর্গিস; তিনি ছিলেন ইতালীয় কার্ডিনাল ও শিল্প সংগ্রাহক।
• ১৫৮৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় হেনরি; তিনি ছিলেন প্রিন্স অফ কন্ডি।
• ১৬৪৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আনা সোফি; তিনি ছিলেন ডেনমার্কের রাজকুমারী।
• ১৬৫৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোহান প্যাচেলবেল; তিনি ছিলেন জার্মান অর্গানবাদক, সুরকার ও শিক্ষাবিদ।
• ১৭১১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চতুর্থ উইলিয়াম; তিনি ছিলেন অরেঞ্জের রাজকুমার।
• ১৮৪৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অগাস্ট ফোরেল; তিনি ছিলেন সুইস মারমেকোলজিস্ট, নিউরোঅ্যানাটমিস্ট ও সাইকিয়াট্রিস্ট।
• ১৮৫৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেক্সেই ব্রুসিলভ; তিনি ছিলেন রাশিয়ান জেনারেল।
• ১৮৫৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এঙ্গেলবার্ট হাম্পারডিঙ্ক; তিনি ছিলেন জার্মান নাট্যকার ও সুরকার।
• ১৮৫৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সের্গেই উইনোগ্রাদস্কি; তিনি ছিলেন ইউক্রেনীয় বংশোদ্ভূত রাশিয়ান মাইক্রোবায়োলজিস্ট ও বাস্তুবিজ্ঞানী।
• ১৮৬৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেমস জে করবেট; তিনি ছিলেন আমেরিকান বক্সার।
• ১৮৭৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডগার রাইস বারোজ; তিনি ছিলেন আমেরিকান সৈনিক ও লেখক।
• ১৮৭৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রান্সিস উইলিয়াম অ্যাস্টন; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ ও পদার্থবিদ।
• ১৮৮৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্লেইস সেন্দ্রারস; তিনি ছিলেন সুইস লেখক ও কবি।
• ১৮৯৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ; তিনি ছিলেন ভারতীয় ধর্মীয় নেতা ও কৃষ্ণভাবনামৃত ইন্টারন্যাশনাল সোসাইটি প্রতিষ্ঠা।
• ১৮৯৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পরিমল গোস্বামী; তিনি ছিলেন বাঙালি সাহিত্যিক।
• ১৯০৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোয়াকুইন বালাগুয়ের; তিনি ছিলেন ডোমিনিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ৪৯তম প্রেসিডেন্ট।
• ১৯০৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলেনর হিবার্ট, তিনি ছিলেন ইংরেজ লেখক।
• ১৯০৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আমির ইলাহি; তিনি ছিলেন পাকিস্তানি ক্রিকেটার।
• ১৯১১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দেবেশ দাশ; তিনি ছিলেন বাঙালি কথাসাহিত্যিক।
• ১৯১৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মৈত্রেয়ী দেবী; তিনি ছিলেন বাঙালি লেখক ও ঔপন্যাসিক।
• ১৯১৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডরোথি চেনি; তিনি ছিলেন আমেরিকান টেনিস খেলোয়াড়।
• ১৯১৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মুহাম্মদ আতাউল গণি ওসমানী (M. A. G. Osmani); তিনি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর সর্বাধিনায়ক।
• ১৯১৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অসি ডসন; তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।
• ১৯২০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড ফার্নসওয়ার্থ; তিনি ছিলেন মার্কিন অভিনেতা ও স্টান্ট।
• ১৯২১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলেম ফ্রেডরিক হারম্যানস; তিনি ছিলেন ডাচ লেখক, কবি ও নাট্যকার।
• ১৯২২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইভন ডি কার্লো; তিনি ছিলেন কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।
• ১৯২২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিত্তোরিও গাসম্যান; তিনি ছিলেন ইতালিয়ান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯২৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রকি মার্সিয়ানো; তিনি ছিলেন আমেরিকান বক্সার।
• ১৯৩০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চার্লস কোরিয়া; তিনি ভারতীয় স্থপতি।
• ১৯৩৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যান রিচার্ডস; তিনি ছিলেন আমেরিকান শিক্ষাবিদ ও রাজনীতিবিদ।
• ১৯৩৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেজি ওজাওয়া; তিনি ছিলেন জাপানি কন্ডাক্টর ও পরিচালক।
• ১৯৩৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মুস্তফা মনোয়ার; তিনি বাংলাদেশের গুণী চিত্রশিল্পী।
• ১৯৩৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভ্যালেরি লেগাসভ; তিনি ছিলেন সোভিয়েত অজৈব রসায়নবিদ, চেরনোবিল বিপর্যয় তদন্তকারী কমিশনের প্রধান।
• ১৯৩৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন  অ্যালান ডারশোভিটজ, তিনি ছিলেন আমেরিকান আইনজীবী ও লেখক।
• ১৯৩৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিলি টমলিন; তিনি মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, লেখিকা, গায়িকা ও প্রযোজক।
• ১৯৪০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আনি এরনো; তিনি নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক।
• ১৯৪০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়াসার বুয়ুকানিত; তিনি তুর্কী সশস্ত্র বাহিনীর ২৫তম চিফ অফ জেনারেল স্টাফ।
• ১৯৪২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সি. জে. চেরিহ; তিনি আমেরিকান লেখক ও শিক্ষাবিদ।
• ১৯৪৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মোস্তফা বালেল; তিনি তুর্কি লেখক ও অনুবাদক।
• ১৯৪৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আব্দরাব্বুহ মানসুর হাদি; তিনি ইয়েমেনের জেনারেল, রাজনীতিবিদ ও ২য় প্রেসিডেন্ট।
• ১৯৪৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্যারি গিব; তিনি ব্রিটিশ সঙ্গীতশিল্পী, গায়ক, গীতিকার ও রেকর্ড প্রযোজক।
• ১৯৪৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রোহ মু-হিউন; তিনি ছিলেন দক্ষিণ কোরিয়ার সৈনিক, রাজনীতিক ও ৯ম প্রেসিডেন্ট।
• ১৯৫০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিখাইল ফ্রাডকোভ; তিনি রাশিয়ান রাজনীতিবিদ ও ৩৬তম প্রধানমন্ত্রী।
• ১৯৫০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফিল ম্যাকগ্রা; তিনি আমেরিকান মনোবিজ্ঞানী, লেখক ও টক শো হোস্ট।
• ১৯৫২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইকেল ম্যাসি; তিনি আমেরিকান অভিনেতা।
• ১৯৫৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্লোরিয়া এস্তেফান; তিনি কিউবান বংশোদ্ভূত আমেরিকান গায়িকা, গীতিকার ও অভিনেত্রী।
• ১৯৬১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস্টোফার ফার্গুসন; তিনি আমেরিকান ক্যাপ্টেন, পাইলট ও নভোচারী।
• ১৯৬২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টনি ক্যাসকারিনো; তিনি ইংরেজ বংশোদ্ভূত আইরিশ সাবেক ফুটবলার।
• ১৯৬২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রুড হুলিট; তিনি ডাচ সাবেক ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৬২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কফিল আহমেদ; তিনি বাংলাদেশী কবি, গায়ক ও চিত্রশিল্পী।
• ১৯৬৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নচিকেতা চক্রবর্তী; তিনি ভারতীয় গায়ক, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক।
• ১৯৬৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টিম হার্ডওয়ে; তিনি আমেরিকান সাবেক বাস্কেটবল খেলোয়াড় ও কোচ।
• ১৯৬৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মোহাম্মদ আত্তা; তিনি মিশরীয় সন্ত্রাসী।
• ১৯৬৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেনিং বার্গ; তিনি ছিলেন নরওয়েজিয়ান সাবেক ফুটবলার ও পরিচালক।
• ১৯৭০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পদ্মা লক্ষ্মী; ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী ও লেখক।
• ১৯৭১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিকার্ডো আন্তোনিও চাভিরা, তিনি আমেরিকান অভিনেতা।
• ১৯৭১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হাকান শুকুর; তিনি তুর্কি সাবেক ফুটবলার।
• ১৯৭৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাম কাপুর; তিনি ভারতীয় অভিনেতা।
• ১৯৭৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্কট স্পিডম্যান; তিনি ইংলিশ বংশোদ্ভূত কানাডিয়ান অভিনেতা।
• ১৯৭৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্লেয়ার কনর; তিনি ইংলিশ সাবেক ক্রিকেটার।
• ১৯৭৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড আলবেল্ডা; তিনি স্প্যানিশ সাবেক ফুটবলার।
• ১৯৮০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্যামি আদজেই; তিনি ঘানার ফুটবলার।
• ১৯৮১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বয়েড হলব্রুক; তিনি আমেরিকান অভিনেতা।
• ১৯৮৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোসে আন্টোনিও রেইস; তিনি ছিলেন স্প্যানিশ ফুটবলার।
• ১৯৮৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুডভিগ গোরানসন; তিনি ছিলেন সুইডিশ চলচ্চিত্র সুরকার।
• ১৯৮৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গায়েল মোনফিলস; তিনি ফরাসি টেনিস খেলোয়াড়।
• ১৯৮৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টেলা মওয়াঙ্গি; তিনি কেনিয়ান বংশোদ্ভূত নরওয়েজিয়ান গায়িকা ও গীতিকার।
• ১৯৮৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মুশফিকুর রহিম; তিনি বাংলাদেশী ক্রিকেটার।
• ১৯৮৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যানিয়েল আন্দ্রে স্টারিজ; তিনি ইংরেজ ফুটবল খেলোয়াড়।
• ১৯৮৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিল কৌলিৎজ; তিনি জার্মান গায়ক ও গীতিকার।
• ১৯৮৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেফারসন মন্টেরো; তিনি ইকুয়েডরের ফুটবলার।
• ১৯৯২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস্তিয়ানো বিরাগি, তিনি ইতালীয় ফুটবলার।
• ১৯৯২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কিরানি জেমস, তিনি গ্রেনাডিয়ান স্প্রিন্টার।
• ১৯৯৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারিও লেমিনা; তিনি গ্যাবোনসীয় ফুটবলার।
• ১৯৯৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্লোস সেঞ্জ জুনিয়র; তিনি স্প্যানিশ ফর্মুলা ওয়ান চালক।
• ১৯৯৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেন্ডায়া; তিনি আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।
• ১৯৯৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন জংকুক; তিনি দক্ষিণ কোরিয়ার গায়ক।

==মৃত্যু==


• ০৮৭০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ইমাম বুখারী; তিনি ছিলেন একজন বিখ্যাত হাদীসবেত্তা।
• ১১৯৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ডুলস; তিনি ছিলেন পর্তুগালের রানী।
• ১২৫৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন কুজো ইয়োরিতসুনে; তিনি ছিলেন জাপানি শোগুন।
• ১৩৭৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ভ্যালোইসের ফিলিপ; তিনি ছিলেন ডিউক অফ অর্লিন্স।
• ১৫৫৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জ্যাকস কার্টিয়ার; তিনি ছিলেন ফরাসি অভিযাত্রী। তাকে কানাডার অন্যতম আবিস্কারক মনে করা হয়।
• ১৫৮১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন গুরু রাম দাস; তিনি ছিলেন শিখধর্মের দশ শিখ গুরুর চতুর্থ গুরু।
• ১৫৯৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন কর্নেলিস ডি হাউটম্যান; তিনি ছিলেন ডাচ এক্সপ্লোরার।
• ১৬৪৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন মারিন মারসেন; তিনি ছিলেন ফরাসি ধর্মযাজক, দার্শনিক, গণিতবিদ ও সঙ্গীতজ্ঞ।
• ১৬৭৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জ্যান ব্রুগেল; তিনি ছিলেন ফ্লেমিশ চিত্রশিল্পী।
• ১৬৮৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন হেনরি মোর; তিনি ছিলেন ইংরেজ দার্শনিক।
• ১৭১৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রাঁসোয়া গিরার্ডন; তিনি ছিলেন ফরাসি ভাস্কর।
• ১৭১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চতুর্দশ লুই; তিনি ছিলেন ফ্রান্সের রাজা।
• ১৮৩৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম ক্লার্ক; তিনি ছিলেন আমেরিকান সৈনিক, এক্সপ্লোরার ও রাজনীতিবিদ।
• ১৯০৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আলফ্রেড রিচার্ডস; তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
• ১৯৩০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জীবন ঘোষাল; তিনি ছিলেন বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
• ১৯৪৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রেডরিক রাসেল বার্নহাম; তিনি ছিলেন আমেরিকান সৈনিক ও দুঃসাহসিক।
• ১৯৫০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়; তিনি ছিলেন বাঙালি সাহিত্যিক।
• ১৯৬৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন সিগফ্রাইড স্যাসুন; তিনি ছিলেন ইংলিশ অধিনায়ক ও কবি।
• ১৯৭০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রঁসোয়া মোরিয়াক; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক, কবি ও নাট্যকার।
• ১৯৮১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আলবার্ট স্পিয়ার; তিনি ছিলেন জার্মান স্থপতি ও লেখক।
• ১৯৮১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন অ্যান হার্ডিং; তিনি ছিলেন মার্কিন মঞ্চ, চলচ্চিত্র, বেতার ও টেলিভিশন অভিনেত্রী।
• ১৯৮২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন হাসকেল কারি; তিনি ছিলেন আমেরিকান গণিতবিদ ও শিক্ষাবিদ।
• ১৯৮২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ওয়ালাদিস্লা গোমুলকা; তিনি ছিলেন পোল্যান্ডের সমাজ কর্মী ও রাজনীতিবিদ।
• ১৯৮৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন স্টেফান বেলোফ; তিনি ছিলেন জার্মান রেসিং ড্রাইভার।
• ১৯৮৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন লুইস ওয়াল্টার আলভারেজ; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ।
• ১৯৮৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন কাজিমিয়ের্জ ডেইনা; তিনি ছিলেন পোলিশ ফুটবলার।
• ১৯৯১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ওটিএল আইচার; তিনি ছিলেন জার্মান গ্রাফিক ডিজাইনার ও টাইপোগ্রাফার।
• ১৯৯৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জোল্টান সিজিবর; তিনি ছিলেন হাঙ্গেরিয়ান ফুটবলার।
• ২০০৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আহমেদ কুফতারো; তিনি ছিলেন সিরিয়ার ধর্মীয় নেতা ও গ্র্যান্ড মুফতি।
• ২০০৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জেরি রিড; তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার, গিটারিস্ট ও অভিনেতা।
• ২০১২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন হ্যাল ডেভিড; তিনি ছিলেন আমেরিকান গীতিকার ও সুরকার।
• ২০১৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ডিন জোন্স; তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক।
• ২০২২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন বারবারা এহরেনরিচ; তিনি ছিলেন আমেরিকান লেখিকা ও সাংবাদিক।
• ২০২৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জিমি বাফেট; তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার, সঙ্গীতজ্ঞ, লেখক ও ব্যবসায়ী।

#০১_সেপ্টেম্বরের_আজকের_দিনে

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
০১ সেপ্টেম্বরের এই দিনে
==ঘটনাবলী==• ৫৫০৯ খ্রিস্টপূর্বের এই দি
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image