Skip to content
Latest
Michael Madhusudan Dutt Pioneer of Bengali PoetryBoy Scout Movement Inspiring Young Leaders WorldwideAbdur Razzak Legendary Icon of Bangladeshi CinemaAmanullah Asaduzzaman Inspiring Visionary with Unstoppable Achievements7 Surprising Impacts of Treaty of Versailles

১৯ সেপ্টেম্বরের এই দিনে

International Talk Like a Pirate Day

==ছুটির দিন ও পালনীয়==


• আজ আন্তর্জাতিক জলদস্যুর মত কথা বলা দিবস (International Talk Like a Pirate Day)।

==ঘটনাবলী==


• ১৫৫৯ সালের এই দিনে পাঁচটি স্প্যানিশ জাহাজডুবিতে প্রায় ৬০০ জনের মৃত্যু।
• ১৭৫৫ সালের এই দিনে ইংল্যান্ড ও রাশিয়া সামরিক চুক্তি করে।
• ১৭৯৬ সালের এই দিনে জর্জ ওয়াশিংটন প্রেসিডেন্ট হিসেবে বিদায়ী ভাষণ দেন।
• ১৮৪৯ সালের এই দিনে ক্যালিফোর্নিয়ার ওয়াকলানে প্রথম বাণিজ্যিক লন্ড্রি চালু হয়।
• ১৮৬৫ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয় আটলান্টা বিশ্ববিদ্যালয়।
• ১৯০৭ সালের এই দিনে প্রথম তাপ ও জ্বালানী উৎপাদনকারী উপাদান আবিস্কৃত হয়।
• ১৯৬০ সালের এই দিনে পাকিস্তান ও ভারতের মধ্যে পানিচুক্তি স্বাক্ষরিত হয়।
• ১৯৬২ সালের এই দিনে ভারত-চীন সীমান্ত সংঘর্ষ শুরু।
• ১৯৭২ সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় বুর্কিনা ফাসো।
• ১৯৮১ সালের এই দিনে বাংলাদেশে আটটি ব্যাংকে কর্মচারী ইউনিয়ন বাতিল করা হয়।
• ১৯৮৩ সালে এই দিনে সোভিয়েত আকাশসীমা লঙ্ঘনের কারণে দক্ষিণ কোরিয়ার বোয়িং ৭৪৭ বিমানে গুলি করা হলে ২৬৯ জন যাত্রীসহ তা জাপান সাগরে ভেঙে পড়ে।
• ১৯৮৫ সালের এই দিনে মেক্সিকোয় ভূমিকম্পে ২০ হাজার লোক নিহত।
• ১৯৯৪ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ২০ হাজার সৈন্য দক্ষিণ ক্যারিবিয় সাগর তীরবর্তী ক্ষুদ্র দেশ হাইতিতে হামলা চালিয়ে দেশটি দখল করে নেয়।
• ২০০৬ সালের এই দিনে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ঙ্করী সামুদ্রিক ঝড়ে বাংলাদেশের শত শত জেলে প্রাণ হারায়।

==জন্ম==


• ০০৮৬ ক্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্তোনিনাস পাইউস; তিনি ছিলেন রোমান সম্রাট।
• ০৮৬৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ষষ্ঠ লিও; তিনি ছিলেন বাইজেন্টাইন সম্রাট।
• ১৩৬৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চতুর্থ আলবার্ট; তিনি ছিলেন অস্ট্রিয়ার ডিউক।
• ১৫৫১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তৃতীয় হেনরী; তিনি ছিলেন ফ্রান্সের রাজা।
• ১৫৬০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন থমাস ক্যাভেন্ডিশ; তিনি ছিলেন ইংরেজ নৌ-অভিযাত্রী।
• ১৭৪৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিন ব্যাপটিস্ট জোসেফ ডেলামব্রে; তিনি ছিলেন ফরাসি গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী।
• ১৮০২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লাজোস কোসুথ; তিনি ছিলেন হাঙ্গেরীয় সাংবাদিক, আইনজীবী, রাজনীতিক ও গভর্নর-প্রেসিডেন্ট।
• ১৮০৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারিয়া আন্না অফ স্যাভয়; তিনি ছিলেন অস্ট্রিয়ার সম্রাজ্ঞী ও হাঙ্গেরির রানী।
• ১৮৬৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্থার রাকহ্যাম; তিনি ছিলেন ইংলিশ চিত্রকর।
• ১৮৬৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেন টারপিন; তিনি ছিলেন আমেরিকান কৌতুক অভিনেতা ও অভিনেতা।
• ১৮৯৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিউসেপ সারাগাত; তিনি ছিলেন ইতালীয় রাজনীতিবিদ ও ৫ম প্রেসিডেন্ট।
• ১৯০৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফার্দিনান্দ পোর্শে; তিনি ছিলেন অস্ট্রিয়ান প্রকৌশলী ও ব্যবসায়ী।
• ১৯১০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্গারেট লিন্ডসে; তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ১৯১১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম গোল্ডিং; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ লেখক, কবি ও নাট্যকার।
• ১৯১৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রান্সিস ফার্মার; তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ১৯২১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পাওলো ফ্রেইরি; তিনি ছিলেন ব্রাজিলিয়ান দার্শনিক, তাত্ত্বিক ও শিক্ষাবিদ।
• ১৯২২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যামন নাইট; তিনি ছিলেন আমেরিকান লেখক ও সমালোচক।
• ১৯২২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এমিল জাটোপেক; তিনি ছিলেন চেক রানার।
• ১৯২৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাসাতোশি কোশিবা; তিনি নোবেল পুরস্কার বিজয়ী জাপানি পদার্থবিদ।
• ১৯২৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রোজম্যারি হ্যারিস; তিনি ইংরেজ অভিনেত্রী।
• ১৯২৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যাডাম ওয়েস্ট; তিনি আমেরিকান অভিনেতা ও ব্যবসায়ী।
• ১৯৩৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড ম্যাককালাম; তিনি স্কটিশ অভিনেতা।
• ১৯৩৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রায়ান এপস্টেইন; তিনি ছিলেন ইংরেজ ব্যবসায়ী ও দ্য বিটলস ম্যানেজার।
• ১৯৩৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আল ওর্টার; তিনি ছিলেন আমেরিকান ডিস্কাস নিক্ষেপকারী।
• ১৯৪১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আম্বার্তো বসসি; তিনি ইতালীয় রাজনীতিবিদ।
• ১৯৪১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্যাস এলিয়ট; তিনি ছিলেন আমেরিকান গায়িকা।
• ১৯৪১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারিয়াঞ্জেলা মেলাতো; তিনি ছিলেন ইতালীয় অভিনেত্রী।
• ১৯৪৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইখাইলো ফোমেনকো; তিনি ছিলেন ইউক্রেনীয় ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৪৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেরেমি আয়রন্স; তিনি ছিলেন ইংরেজ অভিনেতা।
• ১৯৪৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টুইগি; তিনি ইংলিশ মডেল, অভিনেত্রী ও গায়িকা।
• ১৯৫১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যানিয়েল ল্যানোইস; তিনি কানাডিয়ান গায়ক, গীতিকার, গিটারিস্ট ও প্রযোজক।
• ১৯৫২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নাইল রজার্স; তিনি আমেরিকান গিটারিস্ট, গীতিকার ও প্রযোজক।
• ১৯৫৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মোহাম্মদ সাদিক; তিনি বাংলাদেশী কবি ও পাবলিক সার্ভিস কমিশনের ১৩ম চেয়ারম্যান।
• ১৯৫৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিটা ফোর্ড; তিনি ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান গায়ক, গীতিকার ও গিটারিস্ট।
• ১৯৬৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জার্ভিস ককার; তিনি ইংরেজ গায়ক, গীতিকার ও গিটারিস্ট।
• ১৯৬৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড সিম্যান; তিনি ইংরেজ সাবেক ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
• ১৯৬৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ত্রিশা ইয়ারউড; তিনি আমেরিকান গায়ক, গীতিকার ও অভিনেত্রী।
• ১৯৬৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সুনিতা উইলিয়ামস; তিনি আমেরিকান ক্যাপ্টেন, পাইলট ও মহাকাশচারী।
• ১৯৬৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেকজান্ডার ক্যারেলিন; তিনি রাশিয়ান কুস্তিগীর ও রাজনীতিবিদ।
• ১৯৬৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্যান্ডি ডালফার; তিনি ডাচ স্যাক্সোফোনিস্ট।
• ১৯৭১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সানা লাথান; তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ১৯৭১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সালমান শাহ; তিনি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রনায়ক।
• ১৯৭২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এন কে জেমিসিন; তিনি আমেরিকান লেখক।
• ১৯৭৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিশ্চিয়ানো দা মাত্তা; তিনি ব্রাজিলিয়ান সাবেক রেস গাড়ি চালক।
• ১৯৭৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিমি ফ্যালোন; তিনি আমেরিকান কৌতুক অভিনেতা ও টক শো হোস্ট।
• ১৯৭৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাজা বেল; তিনি আমেরিকান সাবেক বাস্কেটবল খেলোয়াড়।
• ১৯৭৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালিসন সুইনি; তিনি আমেরিকান অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপক।
• ১৯৭৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রায়ান দুসিক; তিনি আমেরিকান সঙ্গীতশিল্পী ও রেকর্ড প্রযোজক।
• ১৯৭৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টমাসো রোচি; তিনি ইতালীয় সাবেক ফুটবলার।
• ১৯৮১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দামিয়ানো কুনেগো; তিনি ইতালীয় সাবেক সাইক্লিস্ট।
• ১৯৮১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড়িকা ফুজিওয়ারা; তিনি জাপানি সাবেক টেনিস খেলোয়াড়।
• ১৯৮২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডুয়ার্ডো কারভালহো; তিনি পর্তুগিজ সাবেক ফুটবলার।
• ১৯৮২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলেনি ড্যানিলিডো; তিনি গ্রীক সাবেক টেনিস খেলোয়াড়।
• ১৯৮৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইভা মারি; তিনি আমেরিকান অভিনেত্রী, ফিটনেস মডেল ও পেশাদার কুস্তিগীর।
• ১৯৮৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেভিন জেগার্স; তিনি কানাডিয়ান অভিনেতা।
• ১৯৮৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সোং জুং-কি; তিনি দক্ষিণ কোরিয়ার অভিনেতা।
• ১৯৮৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্যালি পিয়ারসন; তিনি অস্ট্রেলিয়ান ক্রীড়াবিদ।
• ১৯৮৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যানিয়েল প্যানব্যাকার; তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৮৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্যাটরিনা বাউডেন; তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৯০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কিরান ট্রিপিয়ার; তিনি ইংলিশ ফুটবলার।
• ১৯৯১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিজে ম্যাককলাম; তিনি আমেরিকান বাস্কেটবল খেলোয়াড়।
• ১৯৯২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দিয়েগো আন্টোনিও রেয়েস; তিনি মেক্সিকান ফুটবলার।
• ১৯৯৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ট্রে ইয়ং; তিনি আমেরিকান বাস্কেটবল খেলোয়াড়।

==মৃত্যু==


• ০৬৯০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন থিওডোর অফ টারসাস; তিনি ছিলেন ইংরেজ আর্চবিশপ ও সাধু।
• ০৯৬১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন হেলেনা লেকাপেন; তিনি ছিলেন বাইজেন্টাইন সম্রাজ্ঞী।
• ১১২৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন সম্রাট তাইজু; তিনি ছিলেন চীনের জুরচেন নেতৃত্বাধীন জিন রাজবংশের প্রতিষ্ঠাতা ও প্রথম সম্রাট।
• ১১৪৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় ইগর; তিনি ছিলেন চেরনিগভের যুবরাজ ও কিয়েভের গ্র্যান্ড প্রিন্স।
• ১৩৩৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন গো-দাইগো; তিনি ছিলেন জাপানের সম্রাট।
• ১৩৫৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম পিটার; তিনি ছিলেন ডিউক অফ বোরবোন।
• ১৫৮৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জঁ-আন্তোইন দে বাইফ; তিনি ছিলেন ফরাসি কবি।
• ১৭১০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ওলে রয়মা; তিনি ছিলেন ডেনমার্কের জ্যোতির্বিজ্ঞানী।
• ১৮১২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন মায়ার আমশেল রথচাইল্ড; তিনি ছিলেন জার্মান ব্যাংকার।
• ১৮৪৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন গ্যাসপার্ড-গুস্তাভ ডি করিওলিস; তিনি ছিলেন ফরাসি গণিতবিদ, পদার্থবিদ ও প্রকৌশলী।
• ১৮৮১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জেমস এ. গারফিল্ড; তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিংশতম রাষ্ট্রপতি।
• ১৯০২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন মাসাওকা শিকি; তিনি ছিলেন জাপানি কবি, লেখক ও সমালোচক।
• ১৯২৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আলিক ব্যানারম্যান; তিনি ছিলেন অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার ও কোচ।
• ১৯২৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন মাইকেল অ্যানচার; তিনি ছিলেন ডেনিশ চিত্রশিল্পী।
• ১৯৩৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন কনস্ট্যান্টিন সিওলকোভস্কি; তিনি ছিলেন রাশিয়ান বিজ্ঞানী ও প্রকৌশলী।
• ১৯৩৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন পন্ডিত বিষ্ণুনারায়ণ ভাতখন্ডে; তিনি ছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একজন প্রথিতযশা পন্ডিতজন।
• ১৯৪৯ সালের এই দিনে মৃত্যুবরণ করে নিকোস স্কালকোটাস; তিনি ছিলেন গ্রীক বেহালাবাদক ও সুরকার।
• ১৯৬৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন লিওনেল টেরে; তিনি ছিলেন ফরাসি পর্বতারোহী।
• ১৯৬৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জিনাইদা সেরেব্রিয়াকোভা; তিনি ছিলেন ইউক্রেনীয় বংশোদ্ভূত ফরাসি চিত্রশিল্পী।
• ১৯৬৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন চেস্টার কার্লসন; তিনি ছিলেন আমেরিকান পদার্থবিদ ও আইনজীবী।
• ১৯৭২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট ক্যাসাডেসাস; তিনি ছিলেন ফরাসি পিয়ানোবাদক ও সুরকার।
• ১৯৭৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন গ্রাম পার্সন; তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার ও গিটারিস্ট।
• ১৯৭৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ইতিয়েন গিলসন; তিনি ছিলেন ফরাসি ঐতিহাসিক ও দার্শনিক।
• ১৯৮৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ইতালো ক্যালভিনো; তিনি ছিলেন ইতালিয়ান ঔপন্যাসিক, ছোট গল্প লেখক ও সাংবাদিক।
• ১৯৮৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন এইনার গেরহার্ডসেন; তিনি ছিলেন নরওয়ের সরকারী কর্মচারী, রাজনীতিবিদ ও প্রথম প্রধানমন্ত্রী।
• ২০০০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন অ্যান ডোরান; তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ২০০২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট গুয়ে; তিনি ছিলেন আইভোরিয়ান রাজনীতিবিদ।
• ২০০৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন এডি অ্যাডামস; তিনি ছিলেন আমেরিকান ফটোগ্রাফার ও সাংবাদিক।
• ২০০৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন স্কিটার ডেভিস; তিনি ছিলেন আমেরিকান গায়ক ও গীতিকার।
• ২০১১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ ক্যাডল প্রাইজ; তিনি ছিলেন বেলিজের প্রথম প্রধানমন্ত্রী।
• ২০১২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রিনো ফেরারিও; তিনি ছিলেন ইতালীয় ফুটবলার।
• ২০১৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন হিরোশি ইয়ামাউচি; তিনি ছিলেন জাপানী ব্যবসায়ী।
• ২০১৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জ্যাকি কলিন্স; তিনি ছিলেন ইংরেজ ঔপন্যাসিক।
• ২০১৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জাইন এল আবেদিন বেন আলী; তিনি ছিলেন তিউনিসিয়ার সৈনিক, রাজনীতিবিদ ও দ্বিতীয় রাষ্ট্রপতি।
• ২০২০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জন টার্নার; তিনি ছিলেন কানাডিয়ান রাজনীতিবিদ ও ১৭তম প্রধানমন্ত্রী।
• ২০২১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জিমি গ্রিভস; তিনি ছিলেন ইংলিশ ফুটবলার।

#১৯_সেপ্টেম্বরের_আজকের_দিনে

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
১৯ সেপ্টেম্বরের এই দিনে
==ছুটির দিন ও পালনীয়==• আজ আন্তর্জাতিক জ
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image