Skip to content
Latest
Michael Madhusudan Dutt Pioneer of Bengali PoetryBoy Scout Movement Inspiring Young Leaders WorldwideAbdur Razzak Legendary Icon of Bangladeshi CinemaAmanullah Asaduzzaman Inspiring Visionary with Unstoppable Achievements7 Surprising Impacts of Treaty of Versailles

২৩ সেপ্টেম্বরের এই দিনে

International Day of Sign Languages

==ছুটির দিন ও পালনীয়==

• আজ আন্তর্জাতিক সাংকেতিক ভাষা দিবস (International Day of Sign Languages)৷

==ঘটনাবলী==

• ১৬২০ সালের এই দিনে তুরস্কের কাছে যুদ্ধে পরাজিত হয় পোল্যান্ড।
• ১৮৩৩ সালের এই দিনে নিউইয়র্কে ডেইলি সান পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
• ১৮৩৩ সালের এই দিনে চার্লস ডারউইন ঘোড়ায় চড়ে বুয়েনস এয়ারস যাত্রা করেন।
• ১৮৩৯ সালের এই দিনে নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে হার্লেম পর্যন্ত রেলপথ খুলে দেওয়া হয়।
• ১৮৪৬ সালের এই দিনে নেপচুন, যা কিনা সোলার সিস্টেম এর অষ্টম গ্রহ, আবিষ্কৃত হয়েছিল।
• ১৮৭০ সালের এই দিনে ইতালির সেনাবাহিনী ফ্রান্সের কাছ থেকে রোম দখল করে।
• ১৯৩২ সালের এই দিনে সৌদী আরব প্রতিষ্ঠিত হয় এবং আব্দুল আযিয বিন সৌদ দেশটির বাদশাহ হিসাবে ক্ষমতায় অধিষ্ঠিত হন।
• ১৯৪৯ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়।
• ১৯৬৫ সালের এই দিনে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি ঘটে।
• ১৯৯১ সালের এই দিনে আর্মেনিয়া সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে।

==জন্ম==

• ০৬৩৩ খ্রিস্টপূর্বাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আগস্টাস; তিনি ছিলেন রোমান সম্রাট।
• ১২১৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কুবলাই খান; তিনি ছিলেন মঙ্গোলিয় সম্রাট।
• ১৭১৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ষষ্ঠ ফার্ডিনান্ড; তিনি ছিলেন স্পেনের রাজা।
• ১৭৪০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গো-সাকুরামাচি; তিনি ছিলেন জাপানের সম্রাজ্ঞী।
• ১৭৭১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কোকাকু; তিনি ছিলেন জাপানের সম্রাট।
• ১৭৯১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোহান ফ্রানজ এঞ্চকে; তিনি ছিলেন জার্মান জ্যোতির্বিদ ও শিক্ষাবিদ।
• ১৭৯১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ল থিওডোর কোর্নার; তিনি ছিলেন জার্মান সৈনিক, লেখক ও কবি।
• ১৮১৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হিপপোলিট ফাইজাউ; তিনি ছিলেন ফরাসি পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক।
• ১৮৩৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিক্টোরিয়া উডহুল; তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও সমাজ কর্মী।
• ১৮৪৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আনন্দমোহন বসু; তিনি ছিলেন বাঙালি রাজনীতিবিদ ও সমাজসেবক।
• ১৮৬১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট বোশ; তিনি ছিলেন জার্মান প্রকৌশলী, ব্যবসায়ী ও রবার্ট বশ জিএমবিএইচ এর প্রতিষ্ঠিত।
• ১৮৬৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সুজান ভ্যালাডোন; তিনি ছিলেন ফরাসি মডেল ও চিত্রশিল্পী।
• ১৮৮০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন বয়েড অর্; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ জীববিজ্ঞানী, চিকিৎসক ও শিক্ষক।
• ১৮৮৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়াল্টার লিপম্যান; তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও প্রকাশক।
• ১৮৯০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রিডরিচ পাউলুস; তিনি ছিলেন জার্মান জেনারেল।
• ১৮৯৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল ডেলভাক্স; তিনি ছিলেন বেলজিয়ামের চিত্রকর।
• ১৮৯৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়াল্টার পিজেয়ন; তিনি ছিলেন কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও গায়ক।
• ১৯০১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জারোস্লাভ সিফার্ট; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী চেক কবি ও সাংবাদিক।
• ১৯০৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অজিতকুমার দত্ত; তিনি ছিলেন বাঙালি কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক ও অধ্যাপক।
• ১৯১৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্লিফোর্ড গ্লেনউড শাল; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ।
• ১৯১৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলডো মোরো; তিনি ছিলেন ইতালীয় শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ৩৯তম প্রধানমন্ত্রী।
• ১৯১৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অসীমা চট্টোপাধ্যায়; তিনি ছিলেন ভারতীয় জৈব রসায়নবিদ ও উদ্ভিদ রসায়নবিদ।
• ১৯২০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিকি রুনি; তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক।
• ১৯২৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মুহাম্মাদ হাসনাইন হাইকল; তিনি ছিলেন মিশরীয় সাংবাদিক।
• ১৯২৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন কল্ট্রেন; তিনি ছিলেন আমেরিকান স্যাক্সোফোনিস্ট ও সুরকার।
• ১৯৩০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রয় চার্লস; তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার, পিয়ানোবাদক ও অভিনেতা।
• ১৯৩৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভ্যালেনটেন পানিয়াগুয়া; তিনি ছিলেন পেরুর আইনজীবী, রাজনীতিবিদ ও ৯১তম রাষ্ট্রপতি।
• ১৯৩৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তারেক সালাহ আতাল্লা সুহিমাত; তিনি ছিলেন জর্দানের চিকিৎসক, জেনারেল ও রাজনীতিবিদ।
• ১৯৩৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রোমি স্নাইডার; তিনি ছিলেন অস্ট্রিয়ান বংশোদ্ভূত ফরাসী অভিনেত্রী।
• ১৯৪০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিশেল টেমার; তিনি ছিলেন ব্রাজিলের আইনজীবি, রাজনীতিবিদ ও ২৫তম ভাইস প্রেসিডেন্ট।
• ১৯৪২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড রেনেবার্গ; তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
• ১৯৪৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুলিও ইগলেসিয়াস; তিনি স্প্যানিশ গায়ক ও গীতিকার।
• ১৯৪৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তনুজা; তিনি ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
• ১৯৪৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রুস স্প্রিংস্টিন; তিনি আমেরিকান গায়ক, গীতিকার ও গিটারিস্ট।
• ১৯৫২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অংশুমান গায়কোয়াড়; তিনি ভারতীয় সাবেক ক্রিকেটার।
• ১৯৫৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পাওলো রসি; তিনি ইতালীয় সাবেক ফুটবলার।
• ১৯৫৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টম হোগান; তিনি অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার।
• ১৯৫৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেসন আলেকজান্ডার; তিনি আমেরিকান অভিনেতা, গায়ক ও কণ্ঠ শিল্পী।
• ১৯৬১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম সি. ম্যাককুল; তিনি আমেরিকান কমান্ডার, পাইলট ও নভোচারী।
• ১৯৬৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্ক উডফোর্ড; তিনি অস্ট্রেলিয়ান সাবেক টেনিস খেলোয়াড় ও স্পোর্টসকাস্টার।
• ১৯৬৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্যাট্রিক ফিওরি; তিনি ফরাসি গায়ক ও গীতিকার।
• ১৯৭১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মুহাম্মদ মঈন খান; তিনি পাকিস্তানি সাবেক ক্রিকেটার ও কোচ।
• ১৯৭২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালিস্টেয়ার ক্যাম্পবেল; তিনি জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার।
• ১৯৭৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যাট হার্ডি; তিনি আমেরিকান রেসলার।
• ১৯৭৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যান্থনি ডুয়েন ম্যাকি; তিনি আমেরিকান অভিনেতা।
• ১৯৭৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফেবিও সিম্পলসিও; তিনি ব্রাজিলিয়ান সাবেক ফুটবলার।
• ১৯৮১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট ডুরনবোস; তিনি ডাচ রেস গাড়ি চালক।
• ১৯৮১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নাটালি হোরলের; তিনি জার্মান গায়িকা।
• ১৯৮৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নাহোমি কাওসুমী; তিনি জাপানি ফুটবলার।
• ১৯৮৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুয়ান মার্টিন দেল পোট্রো; তিনি আর্জেন্টিনার টেনিস খেলোয়াড়।
• ১৯৯১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মেলানিয়া ওডিন; তিনি আমেরিকান টেনিস খেলোয়াড়।

==মৃত্যু==

• ০৯৬৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আল মুতানাব্বি; তিনি ছিলেন আরব কবি।
• ১১৯৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট ডি সাবলে; তিনি ছিলেন ফরাসি নাইট।
• ১২৪১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন স্নোরি স্টারলুসন; তিনি ছিলেন আইসল্যান্ডীয় ইতিহাসবিদ, কবি ও রাজনীতিবিদ।
• ১২৫৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম ওয়েন্সেসলাস; তিনি ছিলেন বোহেমিয়ার রাজা।
• ১২৬৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন প্রোভেন্সের বিট্রিস; তিনি ছিলেন প্রোভেন্সের কাউন্টেস রেগন্যান্ট।
• ১৪৬১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন চার্লস; তিনি ছিলেন নাভারের রাজা।
• ১৫০৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন নেপলসের বিট্রিস; তিনি ছিলেন হাঙ্গেরির রানী সহধর্মিণী।
• ১৫৩৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ক্যাথরিন অফ স্যাক্সে-লয়েনবার্গ; তিনি ছিলেন সুইডেনের রানী।
• ১৭২৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন খ্রিস্টান থমাসিয়াস; তিনি ছিলেন জার্মান আইনবিদ ও দার্শনিক।
• ১৭৩৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন হারমান বোরহাভে; তিনি ছিলেন ডাচ উদ্ভিদবিদ ও চিকিৎসক।
• ১৭৭৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জোহান আর্নস্ট গানেরাস; তিনি ছিলেন নরওয়েজিয়ান বিশপ ও উদ্ভিদবিদ।
• ১৮৩৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ভিনসেঞ্জো বেলিনি; তিনি ছিলেন ইতালিয়ান সুরকার।
• ১৮৫০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন হোসে গারভাসিও আর্টিগাস; তিনি ছিলেন উরুগুয়ান জেনারেল ও রাজনীতিবিদ।
• ১৮৭০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন প্রসপার মেরিমি; তিনি ছিলেন ফরাসি প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদ।
• ১৮৭৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জিন চ্যাকর্নাক; তিনি ছিলেন ফরাসি জ্যোতির্বিজ্ঞানী।
• ১৮৭৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আরবাইন লে ভেরিয়ার; তিনি ছিলেন ফরাসি গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী।
• ১৮৮৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন উইলকি কলিন্স; তিনি ছিলেন ইংরেজ ঔপন্যাসিক, ছোটগল্পকার ও নাট্যকার।
• ১৯২৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রিচার্ড আডলফ জিগমন্ডি; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান বংশোদ্ভূত জার্মান রসায়নবিদ, পদার্থবিদ ও শিক্ষাবিদ।
• ১৯৩৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন সিগমুন্ড ফ্রয়েড; তিনি ছিলেন অস্ট্রিয়ান মানসিক রোগ চিকিৎসক ও মনস্তাত্ত্বিক।
• ১৯৩৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রান্সিসকো লিওন ডে লা বাররা; তিনি ছিলেন মেক্সিকান রাজনীতিবিদ, কূটনীতিক ও অন্তর্বর্তী রাষ্ট্রপতি।
• ১৯৪৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন এলিনোর গ্লিন; তিনি ছিলেন ইংরেজ লেখক, চিত্রনাট্যকার ও প্রযোজক।
• ১৯৬৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন পাদ্রে পিও; তিনি ছিলেন ইতালীয় পুরোহিত ও সাধু।
• ১৯৭০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন বউরভিল; তিনি ছিলেন ফরাসি অভিনেতা ও গায়ক।
• ১৯৭৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন পাবলো নেরুদা; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী চিলির কবি ও কূটনীতিক।
• ১৯৮১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন প্রধান ড্যান জর্জ; তিনি ছিলেন কানাডিয়ান অভিনেতা, লেখক ও কবি।
• ১৯৮৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন বব ফসে; তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও পরিচালক।
• ১৯৮৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন টিবোর সেকেলজ; তিনি ছিলেন হাঙ্গেরীয় বংশোদ্ভূত সার্বিয়ান এক্সপ্লোরার ও লেখক।
• ১৯৮৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আবু হেনা মোস্তফা কামাল; তিনি ছিলেন বাংলাদেশের একজন বরেণ্য শিক্ষাবিদ, কবি ও লেখক।
• ১৯৯৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট ব্লোচ; তিনি ছিলেন আমেরিকান লেখক ও চিত্রনাট্যকার।
• ১৯৯৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ম্যাডেলিন রেনড; তিনি ছিলেন ফরাসি অভিনেত্রী।
• ২০০৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ম্যালকম আর্নল্ড; তিনি ছিলেন ইংরেজ ট্রাম্পেট বাদক ও সুরকার।
• ২০১২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন পাভেল গ্র্যাচেভ; তিনি ছিলেন রাশিয়ান জেনারেল, রাজনীতিবিদ ও প্রথম প্রতিরক্ষা মন্ত্রী।
• ২০১৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন চার্লস কুইন কাও; তিনি ছিলেন চীনা বংশোদ্ভূত হংকং, ব্রিটিশ এবং মার্কিন বৈদ্যুতিক প্রকৌশলী ও পদার্থবিদ।
• ২০১৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রুথ প্যাট্রিক; তিনি ছিলেন আমেরিকান উদ্ভিদবিদ ও ইমিউনোলজিস্ট।
• ২০১৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন চার্লস কুয়েন কাও; তিনি ছিলেন চীনা বংশোদ্ভূত আমেরিকান বৈদ্যুতিক প্রকৌশলী ও পদার্থবিদ।

#২৩_সেপ্টেম্বরের_আজকের_দিনে

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
২৩ সেপ্টেম্বরের এই দিনে
==ছুটির দিন ও পালনীয়==• আজ আন্তর্জাতিক স
User Rating: 4.50 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image