Skip to content
Latest
Boy Scout Movement Inspiring Young Leaders WorldwideAbdur Razzak Legendary Icon of Bangladeshi CinemaAmanullah Asaduzzaman Inspiring Visionary with Unstoppable Achievements7 Surprising Impacts of Treaty of Versailles5 Surprising Facts About the Aswan Dam

২৫ সেপ্টেম্বরের এই দিনে

World Pharmacist Day

==ছুটির দিন ও পালনীয়==


• আজ বিশ্ব ফার্মাসিস্ট দিবস (World Pharmacist Day)।

==ঘটনাবলী==


• ১৩৪০ সালের এই দিনে ইংল্যান্ড ও ফ্রান্স নিরস্ত্রীকরণ চুক্তি করে।
• ১৩৯৬ সালের এই দিনে দানিউব নদীর তীরে নিকোপোলিস-এর যুদ্ধ সংঘটিত হয়।
• ১৪৯৩ সালের এই দিনে ক্রিস্টোফার কলম্বাস ১৭টি জাহাজ নিয়ে দ্বিতীয়বারের মতো সমুদ্রযাত্রা করেন।
• ১৫২৪ সালের এই দিনে বিশিষ্ট নৌ-অভিযাত্রী ভাস্কো-দা-গামা পর্তুগালের ভাইসরয় হিসেবে তৃতীয় ও শেষবারের মতো ভারতে আসেন।
• ১৬৩৯ সালের এই দিনে আমেরিকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়।
• ১৮৯৭ সালের এই দিনে প্রথম ব্রিটিশ বাস সার্ভিস চালু হয়।
• ১৯৪২ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে সুইজারল্যান্ড পুলিশ আদেশ জারি করেছিল, ইহুদি শরণার্থী সে দেশে ঢুকতে পারবে না।
• ১৯৬৯ সালের এই দিনে ওআইসি-এর চার্টার স্বাক্ষরিত হয়।
• ১৯৭২ সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভ্যাটিকান সিটি।
• ১৯৭৪ সালের এই দিনে জাতিসংঘের ২৯তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দেন।
• ১৯৭৭ সালের এই দিনে শিকাগো মেরাথন দৌড়ে প্রায় চার হাজার ২০০ লোক অংশ নিয়েছিল।
• ১৯৯৭ সালের এই দিনে ইহুদীবাদী ইসরাইলী গুপ্তচর সংস্থা মোসাদ ফিলিস্তিনের সংগ্রামী নেতা খালেদ মাশালকে হত্যার ব্যর্থ চেষ্টা চালায়।
• ২০০৩ সালের এই দিনে জাপানের হোক্কাইদো শহরে ৮ মাত্রার ভূমিকম্প আঘাত করেছিল।

==জন্ম==


• ১৩৫৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আশিকাগা ইয়োশিমিতসু; তিনি ছিলেন জাপানি শোগুন।
• ১৪০৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তৃতীয় লুই; তিনি ছিলেন আঞ্জউ এর ডিউক।
• ১৫৯৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রান্সেস্কো বোরোমিনি; তিনি ছিলেন সুইস বংশোদ্ভূত ইতালীয় স্থপতি।
• ১৬৪৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওলে রয়মা; তিনি ছিলেন ডেনীয় জ্যোতির্বিজ্ঞানী।
• ১৬৮৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিন-ফিলিপ রামেউ; তিনি ছিলেন ফরাসি সুরকার ও তত্ত্ববিদ।
• ১৬৯৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেনরি পেলহাম; তিনি ছিলেন যুক্তরাজ্যের রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
• ১৭১১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কিয়ানলং; তিনি ছিলেন চীনের সম্রাট।
• ১৭৪৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় ফ্রেডেরিক উইলিয়াম; তিনি ছিলেন প্রুশিয়ার রাজা।
• ১৭৬৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্লেচার ক্রিশ্চিয়ান; তিনি ছিলেন ইংরেজ নাবিক।
• ১৭৬৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আরমান্ড-ইমানুয়েল ডি ভিগনেরোট ডু প্লেসিস; তিনি ছিলেন ফরাসি জেনারেল ও রাজনীতিবিদ।
• ১৭৮২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চার্লস মাতুরিন; তিনি ছিলেন আইরিশ লেখক ও নাট্যকার।
• ১৮৩৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ল আলফ্রেড ভন জিটেল; তিনি ছিলেন জার্মান জীবাশ্মবিদ ও ভূতত্ত্ববিদ।
• ১৮৬২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিলি হুগহেস; তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার রাজনীতিবিদ ও ৭ম প্রধানমন্ত্রী।
• ১৮৬৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টমাস হান্ট মর্গান; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জীববিজ্ঞানী ও জেনেটিসিস্ট।
• ১৮৭৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্লুটারকো ইলিয়াস ক্যালেস; তিনি ছিলেন মেক্সিকান জেনারেল ও প্রেসিডেন্ট।
• ১৮৮১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লু শুন; তিনি ছিলেন চীনা লেখক ও সমালোচক।
• ১৮৯৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সন্দ্রো পেরটিনি; তিনি ছিলেন ইতালির সাংবাদিক, রাজনীতিক ও সপ্তম রাষ্ট্রপতি।
• ১৮৯৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম ফকনার; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান লেখক।
• ১৯০১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট ব্রেসন; তিনি ছিলেন ফরাসি পরিচালক  ও চিত্রনাট্যকার।
• ১৯০৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্ক রোথকো; তিনি ছিলেন লাটভিয়ান বংশোদ্ভূত আমেরিকান চিত্রশিল্পী ও শিক্ষাবিদ।
• ১৯০৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দিমিত্রি শোস্টাকোভিচ; তিনি ছিলেন রাশিয়ান পিয়ানোবাদক ও সুরকার।
• ১৯১৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দীনদয়াল উপাধ্যায়; তিনি ছিলেন ভারতীয় অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী ও সাংবাদিক।
• ১৯২০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সের্গেই বোন্ডারচুক; তিনি ছিলেন ইউক্রেনীয় বংশোদ্ভূত রাশিয়ান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯২২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হ্যামার ডিরবার্ট; তিনি ছিলেন নাউরিয়ান শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।
• ১৯২৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিলভানা পাম্পানিনি; তিনি ছিলেন ইতালীয় মডেল, অভিনেত্রী ও পরিচালক।
• ১৯২৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্যামসন এইচ চৌধুরী; তিনি ছিলেন বাংলাদেশী ব্যবসায়ী ও শিল্পপতি।
• ১৯২৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কলিন ডেভিস; তিনি ছিলেন ইংরেজি কন্ডাক্টর ও শিক্ষাবিদ।
• ১৯২৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বারবারা ওয়াল্টার্স, তিনি আমেরিকান সাংবাদিক, প্রযোজক ও লেখিকা।
• ১৯৩০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শেল সিলভারস্টেইন; তিনি ছিলেন আমেরিকান লেখক, কবি, চিত্রশিল্পী ও গান লেখক।
• ১৯৩২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্লেন গোল্ড; তিনি ছিলেন কানাডিয়ান পিয়ানোবাদী ও সুরকার।
• ১৯৩২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যাডলফো সুয়ারেজ; তিনি ছিলেন স্পেনের আইনজীবী, রাজনীতিবিদ ও প্রথম প্রধানমন্ত্রী।
• ১৯৩৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মৌসা ত্রাওরে; তিনি ছিলেন মালিয়ার জেনারেল, রাজনীতিবিদ ও মালির ২য় রাষ্ট্রপতি।
• ১৯৩৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোনাথন মোটজফেল্ড; তিনি ছিলেন গ্রীনল্যান্ডের পুরোহিত ও রাজনীতিবিদ।
• ১৯৩৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফিরোজ খান; তিনি ছিলেন ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
• ১৯৪২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেনরি পেসকারোলো; তিনি ছিলেন ফরাসি রেস কার ড্রাইভার।
• ১৯৪৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট গেটস; তিনি যুক্তরাষ্ট্রের লেফটেন্যান্ট, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ২২তম প্রতিরক্ষা সচিব।
• ১৯৪৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইকেল ডগলাস; তিনি তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
• ১৯৪৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফেলিসিটি কেন্ডাল; তিনি ইংরেজ অভিনেত্রী।
• ১৯৪৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পেদ্রো আলমোডভার; তিনি স্পেনীয় পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৫০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাফর ইকবাল; তিনি ছিলেন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা ও গায়ক।
• ১৯৫১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্ক হ্যামিল; তিনি আমেরিকান অভিনেতা, গায়ক ও প্রযোজক।
• ১৯৫১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বব ম্যাকাডু; তিনি আমেরিকান সাবেক বাস্কেটবল খেলোয়াড় ও কোচ।
• ১৯৫২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেল হুকস; তিনি আমেরিকান লেখক ও সমাজকর্মী।
• ১৯৫২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস্টোফার রিভ; তিনি ছিলেন মার্কিন চলচ্চিত্রাভিনেতা।
• ১৯৫৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোপ ল্যাঞ্জ; তিনি ছিলেন ডাচ চিকিৎসক ও শিক্ষাবিদ।
• ১৯৫৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুয়ান্দে রামোস; তিনি স্প্যানিশ সাবেক ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৫৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ল-হেইঞ্জ রুমেনিগে; তিনি জার্মান সাবেক ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৫৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুচেরো ফোর্নাশিয়ারি; তিনি ইতালীয় গায়ক, গীতিকার ও গিটারিস্ট।
• ১৯৫৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেমি হাইনেম্যান; তিনি আমেরিকান স্পেশাল এফেক্ট ডিজাইনার ও টেলিভিশন হোস্ট।
• ১৯৫৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইকেল ম্যাডসেন; তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
• ১৯৬০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইগর বেলানভ; তিনি ইউক্রেনীয় সাবেক ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৬১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হিদার লোকলিয়ার; তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৬২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আইডা তুর্তুরো; তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৬৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টেট ডোনোভান; তিনি আমেরিকান অভিনেতা।
• ১৯৬৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্কটি পিপেন; তিনি আমেরিকান সাবেক বাস্কেটবল খেলোয়াড় ও ক্রীড়াবিদ।
• ১৯৬৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাফায়েল মার্টিন ভাজকেজ; তিনি স্প্যানিশ সাবেক ফুটবলার ও কোচ।
• ১৯৬৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিনহাজুল আবেদীন নান্নু; সাবেক বাংলাদেশী ক্রিকেটার।
• ১৯৬৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দোয়েল; তিনি ছিলেন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী।
• ১৯৬৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেসন ফ্লেমিং; তিনি ইংরেজ অভিনেতা।
• ১৯৬৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইল স্মিথ; তিনি একজন মার্কিন অভিনেতা ও গায়ক।
• ১৯৬৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হানসি ক্রনিয়ে; তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার।
• ১৯৬৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্যাথরিন জিটা-জোন্স; তিনি ওয়েলস অভিনেত্রী।
• ১৯৭৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তিজানি বাবাঙ্গিদা; তিনি নাইজেরিয়ান সাবেক ফুটবলার।
• ১৯৭৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রিজেট উইলসন; তিনি আমেরিকান অভিনেত্রী, গায়িকা, মডেল ও বিউটি কুইন।
• ১৯৭৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অলিভিয়ের ড্যাকোর্ট; তিনি ফরাসি সাবেক ফুটবলার।
• ১৯৭৬ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চৌন্সি বিলুপস; তিনি আমেরিকান সাবেক বাস্কেটবল প্লেয়ার।
• ১৯৭৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্লি ডুভাল; তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৭৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোয়েল ডেভিড মুর; তিনি আমেরিকান অভিনেতা।
• ১৯৭৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিকার্ডো গার্ডনার; তিনি জ্যামাইকান সাবেক ফুটবলার।
• ১৯৮০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস ওয়েন; তিনি আমেরিকান অভিনেতা।
• ১৯৮০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টি.আই.; তিনি আমেরিকান র‌্যাপার, গীতিকার, প্রযোজক ও অভিনেতা।
• ১৯৮১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যাঞ্জেলো পালম্বা; তিনি ইতালীয় সাবেক ফুটবল।
• ১৯৮২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হিউন বিন; তিনি দক্ষিণ কোরিয়ার অভিনেতা।
• ১৯৮৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডোনাল্ড গ্লোভার; তিনি আমেরিকান অভিনেতা, রাপার, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৮৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাতিয়াস সিলভেস্ত্রে; তিনি আর্জেন্টিনার সাবেক ফুটবলার।
• ১৯৮৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাক উডস; তিনি আমেরিকান কৌতুক অভিনেতা।
• ১৯৮৭ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মনিকা নিকুলেস্কু; তিনি রোমানিয়ান টেনিস খেলোয়াড়।
• ১৯৮৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কুকো মার্টিনা; তিনি কুরাকাওন ফুটবলার।
• ১৯৯০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাও আসাদা; তিনি জাপানি ফিগার স্কেটার।
• ১৯৯২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাসিমো লুয়ঙ্গো; তিনি অস্ট্রেলিয়ার ফুটবলার।
• ১৯৯২ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রোজালিয়া; তিনি স্প্যানিশ গায়িকা ও গীতিকার।
• ২০০১ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেড কানিংহাম; তিনি আমেরিকান বাস্কেটবল খেলোয়াড়।

==মৃত্যু==


• ১০৬৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন হারাল্ড হার্দ্রদা; তিনি ছিলেন নরওয়েজিয়ান রাজা।
• ১০৮৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন অষ্টম উইলিয়াম; তিনি ছিলেন অ্যাকুইটাইনের ডিউক।
• ১৩৩৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন অপ্রিন্স মরিকুনি; তিনি ছিলেন জাপানি শোগুন।
• ১৫০৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম ফিলিপ; তিনি ছিলেন ক্যাস্টিলের রাজা।
• ১৬১৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন গোয়োজী; তিনি ছিলেন জাপানের সম্রাট।
• ১৬১৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রান্সিসকো সুয়ারেজ; তিনি ছিলেন স্প্যানিশ পুরোহিত, দার্শনিক ও ধর্মতত্ত্ববিদ।
• ১৬৩০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন অ্যামব্রোজিও স্পিনোলা; তিনি ছিলেন ইতালীয় জেনারেল ও রাজনীতিবিদ।
• ১৬৬৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন মারিয়া আনা; তিনি ছিলেন অস্ট্রিয়ার আর্চডাচেস।
• ১৭৭৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জোহান হেনরিখ ল্যাম্বার্ট; তিনি ছিলেন সুইস গণিতবিদ, পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিদ।
• ১৮৪৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম জোহান স্ট্রস; তিনি ছিলেন অস্ট্রিয়ান সুরকার।
• ১৯১৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন মিখাইল আলেকসেয়েভ; তিনি ছিলেন রাশিয়ান জেনারেল।
• ১৯২৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রিচার্ড এফ. আউটকাল্ট; তিনি ছিলেন আমেরিকান কার্টুনিস্ট।
• ১৯৩৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রিং লার্ডনার; তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও লেখক।
• ১৯৫৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন মার্থা নরেলিয়াস; তিনি ছিলেন সুইডিশ বংশোদ্ভূত আমেরিকান সাঁতারু।
• ১৯৫৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জন বি ওয়াটসন; তিনি ছিলেন আমেরিকান মনোবিজ্ঞানী ও শিক্ষাবিদ।
• ১৯৬৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন কর্নেল উলরিচ; তিনি ছিলেন আমেরিকান ঔপন্যাসিক ও ছোটগল্প লেখক।
• ১৯৭০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন এরিখ মারিয়া রেমার্ক; তিনি ছিলেন জার্মানির সুইস লেখক ও অনুবাদক।
• ১৯৭১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন হুগো ব্ল্যাক, আমেরিকান ক্যাপ্টেন; তিনি ছিলেন আইনবিদ ও রাজনীতিবিদ।
• ১৯৭২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আলেহানদ্রা পিসারনিক; তিনি ছিলেন আর্জেন্টিনার কবি।
• ১৯৮০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জন বনহ্যাম; তিনি ছিলেন ইংরেজ ড্রামার ও গীতিকার।
• ১৯৮০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন লুইস মাইলস্টোন; তিনি ছিলেন রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৮০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন মারি আন্ডার; তিনি ছিলেন এস্তোনিয়ান লেখক ও কবি।
• ১৯৮৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন তৃতীয় লিওপোল্ড; তিনি ছিলেন বেলজিয়ামের রাজা।
• ১৯৮৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ওয়াল্টার পিজেন; তিনি ছিলেন কানাডার বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা।
• ১৯৮৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন নিকোলাই সেমিয়োনভ; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ ও রসায়নবিদ।
• ১৯৮৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ম্যারি অ্যাস্টর; তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ১৯৯০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন প্রফুল্লচন্দ্র সেন; তিনি ছিলেন ভারতীয় হিসাবরক্ষক, রাজনীতিবিদ ও পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী।
• ১৯৯১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ক্লাউস বার্বি; তিনি ছিলেন জার্মান এসএস অধিনায়ক, "লিওনের কসাই" হিসাবে পরিচিত।
• ১৯৯১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ভিভিয়ান রোম্যান্স; তিনি ছিলেন ফরাসি অভিনেত্রী ও প্রযোজক।
• ১৯৯৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন জিন ফ্রাঙ্কাইক্স; তিনি ছিলেন ফরাসি পিয়ানোবাদক, সুরকার ও কন্ডাক্টর।
• ১৯৯৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন মেরিয়ন জিমার ব্র্যাডলি; তিনি ছিলেন আমেরিকান লেখক।
• ২০০১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন সমর দাস; তিনি ছিলেন একজন বিখ্যাত বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক।
• ২০০৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রাঙ্কো মোডিগ্লিয়ানি; তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান বংশোদ্ভূত আমেরিকান অর্থনীতিবিদ।
• ২০০৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ডন অ্যাডামস; তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
• ২০০৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ইউরি ব্রনফেনব্রেনার; তিনি ছিলেন রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান মনোবিজ্ঞানী ও বাস্তুবিজ্ঞানী।
• ২০০৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন অ্যালিসিয়া ডি লাররোচা; তিনি ছিলেন স্প্যানিশ পিয়ানোবাদক।
• ২০১১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ওয়াঙ্গেরি মাথেই; তিনি ছিলেন কেনিয়ার নোবেল পুরস্কার বিজয়ী পরিবেশবাদী ও সমাজ কর্মী।
• ২০১২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন অ্যান্ডি উইলিয়ামস; তিনি ছিলেন আমেরিকান গায়ক।
• ২০১৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ডরোথি টাইলার-ওডাম; তিনি ছিলেন ইংরেজ হাই জাম্পার।
• ২০১৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আর্নল্ড পামার; তিনি ছিলেন আমেরিকান গোলফার।
• ২০১৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন নাহিদ হাত্তার; তিনি ছিলেন জর্ডানের লেখক ও রাজনৈতিক কর্মী।
• ২০২৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ডেভিড ম্যাককালাম; তিনি ছিলেন স্কটিশ অভিনেতা।

#২৫_সেপ্টেম্বরের_আজকের_দিনে

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
২৫ সেপ্টেম্বরের এই দিনে
==ছুটির দিন ও পালনীয়==• আজ বিশ্ব ফার্মাস
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image