Skip to content
Latest
Boy Scout Movement Inspiring Young Leaders WorldwideAbdur Razzak Legendary Icon of Bangladeshi CinemaAmanullah Asaduzzaman Inspiring Visionary with Unstoppable Achievements7 Surprising Impacts of Treaty of Versailles5 Surprising Facts About the Aswan Dam

২৭ সেপ্টেম্বরের এই দিনে

২৭ সেপ্টেম্বরের এই দিনে

World Tourism Day

• আজ আন্তর্জাতিক পর্যটন দিবস।

• ১২৯০ সালের এই দিনে প্রবল ভূমিকম্পে চীনে এক লাখ লোক মৃত্যুবরণ করে।
• ১৭৬০ সালের এই দিনে মীর কাশিম মীর জাফরকে গদিচ্যুত করে বাংলার নবাব হন এবং বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রাম জেলা কোম্পানির হাতে তুলে দেন।
• ১৭৮১ সালের এই দিনে হায়দার আলী ও ব্রিটিশ সেনাদের মধ্যে শলনগড় যুদ্ধ শুরু হয়।
• ১৮২২ সালের এই দিনে জ্যা ফ্রাঁস শাপোলি ঘোষণা দেন যে তিনি রাশিদা পাথরের (প্রাচীন মিশরীয় লিপি খোদিত পাথর) পাঠোদ্ধার করেছেন।
• ১৮৩৪ সালের এই দিনে চার্লস ডারউইন ভালপারাইসোতে ফিরে আসেন।
• ১৯২৮ সালের এই দিনে আমেরিকার যুক্তরাষ্ট্র চীন প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয়।
• ১৯৪০ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বের্লিনে জার্মানী, জাপান ও ইতালী ত্রিপক্ষীয় চুক্তিতে সাক্ষর করে।
• ১৯৪৯ সালের এই দিনে বেইজিংকে আনুষ্ঠানিকভাবে চীনের রাজধানী হিসাবে ঘোষণা করা হয়।
• ১৯৬১ সালের এই দিনে সিয়েরা লিওন জাতিসংঘে যোগ দেয়।
• ১৯৬২ সালের এই দিনে উত্তর ইয়েমেন গঠিত হয়।
• ১৯৮৩ সালের এই দিনে মুক্ত সফ্টওয়ার আন্দোলনকারী রিচার্ড স্টলম্যান ইউনিক্স-লাইক অপারেটিং সিস্টেম তৈরীর জন্য জিএনইউ প্রজেক্ট ঘোষণা দেন।
• ১৯৯৬ সালের এই দিনে তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়।

• ০৮০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিন্মিও, তিনি ছিলেন জাপানি সম্রাট।
• ১২৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় ওয়েনস্লাস, তিনি ছিলেন বোহেমিয়ার রাজা।
• ১৩৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কোসিমো ডি'মেডিসি, তিনি ছিলেন ফ্লোরেন্সের শাসক।
• ১৫৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টিফান ব্যাটোরি, তিনি ছিলেন পোল্যান্ডের রাজা।
• ১৬২৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাক-বনিগন বোসুয়েট, তিনি ছিলেন ফরাসি বিশপ ও ধর্মতত্ত্ববিদ।
• ১৬৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সোফিয়া আলেক্সেভনা, তিনি ছিলেন রাশিয়ার শাসক।
• ১৭২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্যামুয়েল অ্যাডামস, তিনি ছিলেন আমেরিকান দার্শনিক ও রাজনীতিবিদ।
• ১৭৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্থা জেফারসন র্যান্ডোলফ, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি থমাস জেফারসনের তনয়া।
• ১৭৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অগাস্টিন ডি ইটুরবিড, তিনি ছিলেন মেক্সিক্যান রাজপক্ষীয় বিদ্রোহী।
• ১৮১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হারমান কোল্ব, তিনি ছিলেন জার্মান রসায়নবিদ ও শিক্ষাবিদ।
• ১৮৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলফ্রেড থায়ার মাহান, তিনি ছিলেন আমেরিকান অধিনায়ক ও ইতিহাসবিদ।
• ১৮৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্রাজিয়া ডেলেডডা, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইতালীয় লেখক।
• ১৯০৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভগৎ সিং, তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী সংগ্রামের প্রসিদ্ধ ভারতীয় বিপ্লবী শহীদ।
• ১৯১৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালবার্ট এলিস, তিনি ছিলেন আমেরিকান মনোবিজ্ঞানী ও লেখক।
• ১৯১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্টিন রাইল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী।
• ১৯২১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিক্লোস জাঞ্চসো, তিনি ছিলেন হাঙ্গেরিয়ান পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্থার পেন, তিনি ছিলেন আমেরিকান পরিচালক ও প্রযোজক।
• ১৯২৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রেড সিংগার, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট পরিবেশবিদ, মহাকাশ গবেষক ও পদার্থবিদ।
• ১৯২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট জি. এডওয়ার্ডস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী।
• ১৯৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অলিভার ই. উইলিয়ামসন, তিনি নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ।
• ১৯৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন যশ চোপড়া, তিনি ভারতীয় চলচ্চিত্রকার।
• ১৯৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলফোর্ড ব্রিমলি, তিনি আমেরিকান অভিনেতা।
• ১৯৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকোস আনাস্টাসিয়াডেস, তিনি সাইপ্রাসের আইনজীবী, রাজনীতিবিদ ও ৭ম প্রেসিডেন্ট।
• ১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডিক অ্যাডভোকেট, তিনি ডাচ সাবেক ফুটবল পরিচালক।
• ১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইকেল লি অ্যাডে, তিনি আমেরিকান গায়ক, গীতিকার, প্রযোজক ও অভিনেতা।
• ১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডানকান ফ্লেচার, তিনি রোডেসিয়ান বংশোদ্ভূত জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ও কোচ।
• ১৯৫৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্লোডিও জেন্টাইল, তিনি ইতালিয়ান ফুটবলার ও পরিচালক।
• ১৯৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ল্যারি ওয়াল, তিনি আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও লেখক।
• ১৯৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চার্লস উইলিয়াম জেফ্রি অ্যাথে, তিনি ইংরেজ সাবেক ক্রিকেটার ও ফুটবলার।
• ১৯৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিল অ্যাথে, তিনি ইংলিশ সাবেক ক্রিকেটার, ফুটবলার ও কোচ।
• ১৯৫৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইরভিন ওয়েলশ, তিনি স্কটিশ লেখক ও নাট্যকার।
• ১৯৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গেভিন রল্ফ লারসেন, তিনি নিউজিল্যান্ড সাবেক ক্রিকেটার।
• ১৯৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টিভ কের, তিনি আমেরিকান সাবেক বাস্কেটবল খেলোয়াড় ও স্পোর্টসকাস্টার।
• ১৯৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারি কিভিনিয়েমি, তিনি ফিনল্যান্ডের রাজনীতিবিদ ও ৪১তম প্রধানমন্ত্রী।
• ১৯৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্বিনিথ কেট পালট্রো মার্টিন, তিনি আমেরিকান অভিনেত্রী, ব্লগার ও ব্যবসায়ী।
• ১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভ্রটিস্লাভ লোকভেঙ্ক, তিনি চেক সাবেক ফুটবলার।
• ১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রাঞ্চেস্কো তত্তি, তিনি ইতালিয়ান সাবেক ফুটবলার।
• ১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রেন্ডন ম্যাককুলাম, তিনি নিউজিল্যান্ডের সাবেল ক্রিকেটার।
• ১৯৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্কাস রোজেনবার্গ, তিনি সুইডিশ ফুটবলার।
• ১৯৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিল ওয়েইন, তিনি আমেরিকান র্যাপার, প্রযোজক ও অভিনেতা।
• ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এভ্রিল রমোনা লাভিন, তিনি কানাডিয়ান গায়িকা, গীতিকার, অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার।
• ১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যাডাম বোগডেন, তিনি হাঙ্গেরিয়ান ফুটবলার।
• ১৯৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিমোনা হালেপ, তিনি রোমানিয়ান টেনিস খেলোয়াড়।
• ১৯৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্রানিট এক্সহাকা, তিনি সুইস ফুটবলার।
• ১৯৯৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মনিকা পুইগ, তিনি পুয়ের্তো রিকান বংশোদ্ভূত আমেরিকান টেনিস খেলোয়াড়।
• ২০০২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেনা মারি অর্টেগা, তিনি আমেরিকান অভিনেত্রী।

• ১৬৫১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম ম্যাক্সিমিলিয়ান, তিনি ছিলেন বাভারিয়ার ইলেক্টোর।
• ১৬৬০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভিনসেন্ট ডি পল, তিনি ছিলেন ফরাসি পুরোহিত।
• ১৭৮৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এটিয়েনে বেজোউট, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ ও তাত্তিক।
• ১৮৩৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রাজা রামমোহন রায়, তিনি ছিলেন প্রথম ভারতীয় ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা ও বাঙালি দার্শনিক।
• ১৮৯১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইভান গোঞ্চারোভ, তিনি ছিলেন রাশিয়ান লেখক ও সমালোচক।
• ১৯১৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এদ্গার দ্যগা, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর।
• ১৯২১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এঙ্গেলবার্ট হাম্পারডিনেক, তিনি ছিলেন জার্মান রচয়িতা ও শিক্ষাবিদ।
• ১৯৩৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কামিনী রায়, তিনি ছিলেন বাঙালি কবি।
• ১৯৪০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওয়াল্টার বেঞ্জামিন, তিনি ছিলেন জার্মান দার্শনিক ও সমালোচক।
• ১৯৪০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জুলিয়াস ওয়াগনার-জারেগ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান চিকিৎসক।
• ১৯৫৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বাব ডিডরিকসোন জাহারিয়াস, তিনি ছিলেন আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় ও গল্ফার।
• ১৯৬০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হিলডা ডোলিট্টল, তিনি ছিলেন আমেরিকান কবি, ঔপন্যাসিক ও স্মৃতিচারণকারী।
• ১৯৬৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্লারা বোও, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ১৯৬৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফেলিক্স ইউসুপোভ, তিনি ছিলেন রাশিয়ার রাজকন্যা ইরিনা আলেকজান্দ্রোভানার স্বামী।
• ১৯৭১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নাজমুল হক, তিনি ছিলেন বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার।
• ১৯৭২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন শৃগালি রামাব্রদম রঙ্গনাথন, তিনি ছিলেন ভারতীয় গণিতজ্ঞ, গ্রন্থাগারিক ও শিক্ষাবিদ।
• ১৯৮১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট মন্টগামারি, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক।
• ১৯৮৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্লিফ বার্টন, তিনি ছিলেন আমেরিকান খাদ প্লেয়ার ও গীতিকার।
• ১৯৯৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মুহাম্মদ নজিবউল্লাহ, তিনি ছিলেন আফগান চিকিৎসক, রাজনীতিবিদ ও ৭ম প্রেসিডেন্ট।
• ২০০৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডোনাল্ড ওকনর, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, গায়ক ও নৃত্যশিল্পী।
• ২০০৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রোনাল্ড গোলিয়াস, তিনি ছিলেন ব্রাজিলের কৌতুক অভিনেতা ও অভিনেতা।
• ২০০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কেঞ্জি নাগাই, তিনি ছিলেন জাপানি আলোকচিত্রী ও সাংবাদিক।
• ২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হারবার্ট লম, তিনি ছিলেন চেক বংশোদ্ভূত ইংরেজ অভিনেতা।
• ২০১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রাঙ্ক হোমস টাইসন, তিনি ছিলেন ইংরেজ ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার, কোচ ও সাংবাদিক।
• ২০১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সৈয়দ শামসুল হক, তিনি ছিলেন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক।
• ২০১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, তিনি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য।
• ২০১৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হিউ মরসন হেফনার, তিনি ছিলেন মার্কিন প্রকাশক ও প্লেবয় পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক।
• ২০১৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মার্টি বালিন, আমেরিকান গায়ক, তিনি ছিলেন জেফারসন এয়ারপ্লেন ব্যান্ডের সহ-প্রতিষ্ঠাতা।
• ২০২০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মাহবুবে আলম, তিনি ছিলেন বাংলাদেশি আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
২৭ সেপ্টেম্বরের এই দিনে
২৭ সেপ্টেম্বরের এই দিনে• আজ আন্তর্জা
User Rating: 4.75 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image