সিজেডএন বুরাক তুরস্কের জনপ্রিয় স্মাইলিং শেফ
আসল নাম 'বুরাক ওজদেমির' (জন্ম ২৪ মার্চ ১৯৯৪ সালে) তবে তিনি 'সিজেডএন বুরাক' নামেই বেশি পরিচিত। সিজেএন বুরাক একজন বিখ্যাত তুর্কি শেফ, রেস্তোরাঁ মালিক,সোশ্যাল মিডিয়া প্রভাবশালী সেলিব্রিটি, টেলিভিশন ব্যক্তিত্ব, উদ্যোক্তা, সমাজসেবী ও তুরস্কের ব্যবসায়ী। সিজেডএন বুরাকরের রেষ্টুরেন্টে একবেলার খাবার খেতে গুনতে হয় লাখ টাকা!ইন্টারনেট ঘাটাঘাটি করে জানা যায় ওজদেমির তাকসিম, আকসারায়, ইটিলার, দুবাই এবং তাজিকিস্তান এইসব শহর ও দেশে তার পাঁচটি রেস্তোরাঁর শাখা চালু রয়েছে। রেস্তোরাঁর সবগুলো শাখাতেই প্রতিদিন গড়ে প্রায় পাঁচ থেকে ছয় হাজার অতিথি খেতে আসেন। বর্তমানে সিজেএন বুরাক দুবাইয়ের শাখাতেই বেশী সময় দিতে দেখা যায়। এছাড়াও তিনি Read More