Skip to content
Latest
World Toilet Day Importance and Global AwarenessInternational Students Day A Tribute to Youth and EducationInternational Day for Tolerance Understanding the Power of AcceptanceDay of the Imprisoned Writer Honoring Freedom of Expression and the Fight for JusticeWorld Diabetes Day Understanding Its Significance and Ways to Support the Cause

১৩ মার্চের এই দিনে

১৩ মার্চের এই দিনে

Abu Hena Mustafa Kamal

• ০০৪৫ সালে এই দিনে এই দিন থেকে জুলিয়ান ক্যালেন্ডারের সূচনা।
• ০৬২৪ সালে এই দিনে বদর যুদ্ধ সংঘটিত হয়।
• ১৭৫৮ সালে এই দিনে হেলির ধূমকেতু গ্রহকক্ষস্থ সূর্যের নিকটতম বিন্দুতে অবস্থান নেয়।
• ১৭৮১ সালে এই দিনে স্যার উইলিয়াম হার্শেল ইউরেনাস গ্রহ অবিষ্কার করেন।
• ১৭৯৯ সালে এই দিনে মেদিনীপুরে চুয়াড় বিদ্রোহ শুরু গোবর্ধন দিকপতির নেতৃত্বে।
• ১৮৭৮ সালে এই দিনে বিভিন্ন ভাষার সংবাদপত্রের জন্য ব্রিটিশ রাজ কর্তৃক সংবাদপত্র আইন প্রণীত হয়।
• ১৮৯৬ সালে এই দিনে নেদারল্যান্ডসে প্রথম চলচ্চিত প্রদর্শিত হয়।
• ১৯০৬ সালে এই দিনে মার্কিন নারী ভোটাধিকার প্রতিষ্ঠার অন্যতম পুরোধা নেত্রী সুসান ব্রাউলেন অ্যান্টনির মৃত্যু।
• ১৯৩০ সালে এই দিনে সৌরমন্ডলের নবম গ্রহ প্লুটো আবিষ্কৃত হয়।
• ১৯৫৪ সালে এই দিনে ইন্দোচীনে দিয়েন বিয়েন ফু’র যুদ্ধ শুরু হয়।
• ১৯৭১ সালে এই দিনে শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃত্বে স্বাধীনতা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষুব্ধ শিল্পী সমাজের প্রথম মিছিল।
• ১৯৭২ সালে এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সুইজারল্যান্ড।
• ১৯৮৭ সালে এই দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠা।

• ১৩৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রথম লুই, তিনি ছিলেন অরলান্সের ডিউক।
• ১৫৯৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ ডি লাটউর, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী।
• ১৬৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গেয়র্গ ফিলিপ টেলেমান, তিনি ছিলেন জার্মান সুরকার ও তাত্তিক।
• ১৭৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোসেফ প্রিস্টলি, তিনি ছিলেন ইংরেজ রসায়নবিদ।
• ১৭৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় জোসেফ, তিনি ছিলেন পবিত্র রোমান সম্রাট।
• ১৭৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গিলিয়াম ব্রুন, তিনি ছিলেন ফরাসি জেনারেল ও কূটনীতিক।
• ১৭৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চার্লস গ্রে, তিনি ছিলেন ইংলিশ রাজনীতিবিদ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
• ১৭৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ল ফ্রেডরিখ সচিঙ্কেল, তিনি ছিলেন জার্মান স্থপতি।
• ১৭৯৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আবিগাইল ফিলমোর, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ১৪তম ফার্স্ট লেডি।
• ১৮৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পেরসিভাল লোয়েল, তিনি ছিলেন আমেরিকান জ্যোতির্বিদ ও গণিতবিদ।
• ১৮৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হুগো ওল্ফ, তিনি ছিলেন স্লোভেন বংশোদ্ভূত অস্ট্রিয়ান রচয়িতা।
• ১৮৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেকজ ফন জাওলেনস্কি, তিনি ছিলেন রাশিয়ান বংশোদ্ভূত জার্মান চিত্রশিল্পী।
• ১৮৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলারি হার্ডিং ক্লার্ক, তিনি ছিলেন আমেরিকান জাম্পার, কোচ ও আইনজীবী।
• ১৮৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়েগিশ চ্যারেন্টস, তিনি ছিলেন আর্মেনিয়ান কবি ও সমাজ কর্মী।
• ১৮৯৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেনরি হ্যাথওয়ে, তিনি ছিলেন আমেরিকান পরিচালক ও প্রযোজক।
• ১৮৯৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন হ্যাসব্রাউক ভ্যান ভ্লেক, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও গণিতবিদ।
• ১৯০০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্গোস সেফেরিস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী গ্রিক কবি।
• ১৯০৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্লিফোর্ড আর্চিবল্ড রোচ, তিনি ছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ও ফুটবলার।
• ১৯১৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সের্গেই মিখালকোভ, তিনি ছিলেন রাশিয়ান লেখক ও নাট্যকার।
• ১৯১৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাক ফ্রেস্কো, তিনি ছিলেন আমেরিকান প্রকৌশলী ও শিক্ষাবিদ।
• ১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আবু হেনা মোস্তফা কামাল, তিনি বাংলাদেশের একজন বরেণ্য শিক্ষাবিদ, কবি ও লেখক।
• ১৯৩৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নীল সেদাকা, তিনি আমেরিকান গায়ক বংশোদ্ভূত গীতিকার ও পিয়ানোবাদক।
• ১৯৪২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাহমুদ দারবিশ, তিনি ফিলিস্তিনি কবি ও লেখক।
• ১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আনাতোলি ফোমেঙ্কো, তিনি রাশিয়ান গণিতবিদ ও শিক্ষাবিদ।
• ১৯৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়োনাতান নেতানিয়াহু, তিনি আমেরিকান বংশোদ্ভূত ইস্রায়েলি কর্নেল।
• ১৯৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বার্নার্ড জুলিয়েন, তিনি ওয়েস্ট ইন্ডিয়ান সাবেক ক্রিকেটার।
• ১৯৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম এইচ. ম্যাসি, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রুনো কন্টি, তিনি ইতালিয়ান সাবেক ফুটবলার ও পরিচালক।
• ১৯৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডানা ডেলানী, তিনি আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক।
• ১৯৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডার্ক ওয়েলহাম, তিনি অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার।
• ১৯৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যাডাম ক্লেটন, তিনি ইংরেজ বংশোদ্ভূত আইরিশ সংগীতশিল্পী ও গীতিকার।
• ১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্দ্রেস এস্কোবার, তিনি ছিলেন কলম্বিয়ার ফুটবলার।
• ১৯৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যানাবাথ গিশ, তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডগার ডেভিডস, তিনি ডাচ সাবেক ডাচ ফুটবলার ও ব্যবস্থাপক।
• ১৯৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্ক ক্লাটেনবার্গ, তিনি ইংলিশ ফুটবল রেফারি।
• ১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যানি মাস্টারসন, তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
• ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এমিল হিরশ, তিনি আমেরিকান অভিনেতা।
• ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিল ওয়াগনার, তিনি দক্ষিণ আফ্রিকা বংশোদ্ভূত নিউজিল্যান্ডের ক্রিকেটার।
• ১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্দ্রেস বেক, তিনি জার্মান ফুটবলার।
• ১৯৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হোলগার বাডস্টুবের, তিনি জার্মান ফুটবলার।
• ১৯৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্কো মারিন, তিনি জার্মান ফুটবলার।
• ১৯৯৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেরার্ড দেউলোফিউ, তিনি স্প্যানিশ ফুটবলার।
• ১৯৯৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিকোলা শিফরিন, তিনি আমেরিকান স্কিয়ার।

• ১৪৪৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন শাহরুখ, তিনি ছিলেন পার্সিয়া ও ট্রান্সসেক্সানিয়ার তিমুরিদ শাসক।
• ১৭১১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নিকোলাস বোলেউ-ডেসপ্রাক্স, তিনি ছিলেন ফরাসি কবি ও সমালোচক।
• ১৭৩৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সুজাউদ্দিন খান, তিনি ছিলেন সুবাদার বাংলার।
• ১৭৪৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সুইজারল্যান্ডের খ্যাতনামা গণিতবিদ ইয়োহান বার্নুয়ি।
• ১৮০৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সপ্তম ক্রিশ্চিয়ান, তিনি ছিলেন ডেনমার্ক রাজা।
• ১৮৭৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যাডল্ফ অ্যান্ডারসন, তিনি ছিলেন জার্মান গণিতবিদ ও দাবা প্লেয়ার।
• ১৮৮১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় আলেকজান্ডার, তিনি ছিলেন রাশিয়ার সম্রাট।
• ১৯০১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বেঞ্জামিন হ্যারিসন, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ২৩তম রাষ্ট্রপতি।
• ১৯৬৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্যান নোলি, তিনি ছিলেন আলবেনিয়ার বংশোদ্ভূত আমেরিকান বিশপ, রাজনীতিবিদ ও ১৪তম প্রধানমন্ত্রী।
• ১৯৭৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জসীম উদ্দীন, তিনি ছিলেন বাংলাদেশের পল্লীকবি।
• ১৯৭৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইভো আন্দ্রিচ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী যুগোস্লাভ কবি, ঔপন্যাসিক ও ছোটগল্প লেখক।
• ১৯৮৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দিনেশ দাশ, তিনি ছিলেন বাঙ্গালি কবি।
• ১৯৯০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ব্রুনো বেটেলহাইম, তিনি ছিলেন অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান মনোবিজ্ঞানী ও লেখক।
• ১৯৯৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্রিস্তফ কিয়েশ্‌লফ্‌স্কি, তিনি ছিলেন পোল্যান্ডের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা।
• ১৯৯৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গারসন ক্যানিন, তিনি ছিলেন আমেরিকান পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯৯৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বিল রিড, তিনি ছিলেন কানাডিয়ান তিনি ছিলেন ভাস্কর ও চিত্রশিল্পী।
• ২০০২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হান্স-জর্জি গাদামের, তিনি ছিলেন জার্মান দার্শনিক ও পণ্ডিত।
• ২০০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জিমি জনস্টোন, তিনি ছিলেন স্কটিশ ফুটবলার।
• ২০০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মরিন স্ট্যাপলটন, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রিচার্ড ডেভি, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান অভিনেতা, পরিচালক ও নাট্যকার।
• ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলহাজি আহমদ তেজান কাববাহ, তিনি ছিলেন সিয়েরা লিওনের অর্থনীতিবিদ, আইনজীবি, রাজনীতিবিদ ও তৃতীয় রাষ্ট্রপতি।
• ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যাবি সিঙ্গার, তিনি ছিলেন আমেরিকান উৎপাদন ব্যবস্থাপক।
• ২০১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হিলারি পুতনাম, তিনি ছিলেন আমেরিকান দার্শনিক, গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
১৩ মার্চের এই দিনে
১৩ মার্চের এই দিনে• ০০৪৫ সালে এই দিনে
User Rating: 5.00 / 5
  • author photo

    This page certainly has all of the information I wanted concerning this subject and didn't know who to ask.

  • author photo

    What i don't realize is in reality how you are not reɑlⅼy mucһ
    more smartly-favored tһan yoᥙ might be right now.
    You are so intelligent. You understand therefore sіgnifiϲantly in terms
    of this matter, produced me in my opinion imagine it from so many
    varied angⅼes. Its lіke women and men don't seem
    to be interested until it is something to accomplish with Lady gaga!

    Yoᥙr own stuffs great. At all times deal with іt up!

  • author photo

    Hi there to all, how is the whole thing, I think every one
    is getting more from this website, and your views are pleasant in favor of new
    visitors.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image