১৪ মার্চের এই দিনে
• ১৮৬৪ সালে এই দিনে স্যার স্যামুয়েল বেকার এ্যালবার্ট আফ্রিকার হ্রদ আবিষ্কার ও নামকরণ করেন।
• ১৮৯১ সালে এই দিনে ইংলিশ চ্যানেলে প্রথম ডুবোতাহাজ টেলিফোন লাইন স্থাপিত হয়।
• ১৯২৫ সালে এই দিনে প্রথম ট্রান্স আটলান্টিক রেডিও সম্প্রচার সম্পন্ন হয়।
• ১৯৩৯ সালে এই দিনে কলকাতায় ‘নাট্যনিকেতন’ রঙ্গমঞ্চের উদ্বোধন হয়।
• ১৯৫৫ সালে এই দিনে ভিয়েতনামে ঐতিহাসিক দিয়েন বিয়েন ফুয়ের যুদ্ধ শুরু হয়।
• ১৯৭৫ সালে এই দিনে রাষ্ট্রীয় সফরে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ দাউদ ঢাকায় আগমন করেন।
• ১৯৭৮ সালে এই দিনে ইসরাইল মহড়ার অজুহাতে সৈন্য বাহিনীকে জড়ো করে এবং লেবাননের উপর আগ্রাসন চালায়।
• ১৯৮০ সালে এই দিনে ইসলামী ইরানের সংসদ মজলিসে শুরার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।
• ১৯৮৫ সালে এই দিনে তেহরানের জুমআর নামাজের সমাবেশে বিদেশীদের অনুচররা বোমা হামলা চালায়।
• ১৯৯০ সালে এই দিনে মিখাইল গর্বাচেভ সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
• ১৯৯২ সালে এই দিনে সোভিয়েত ইউনিয়নের ‘প্রাভদা’ পত্রিকার প্রকাশ বন্ধ হয়ে যায়।
• ২০০৭ সালে এই দিনে নন্দীগ্রাম গণহত্যার ঘটনায় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে পুলিশের গুলিচালনায় ১৪জন গ্রামবাসী নিহত হন।
• ১৬৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জি ফিলিপ টেলিম্যান, তিনি ছিলেন জার্মান সুরকার ও তাত্তিক।
• ১৮০৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রথম জোহান স্ট্রাউস, তিনি ছিলেন অস্ট্রীয় সুরকার ও কন্ডাকটর।
• ১৮২০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় ভিক্টর এমানুয়েল, তিনি ছিলেন ইতালির রাজা।
• ১৮২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টেরেদা ক্রিস্টিনা, তিনি ছিলেন ব্রাজিলের দ্বিতীয় সম্রাট ডম পেড্রোরের স্ত্রী।
• ১৮২৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন থ্যাওডোর ডি বানভিল, তিনি ছিলেন ফরাসি কবি ও সমালোচক।
• ১৮৩৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিওভান্নি সচিয়াপারেলি, তিনি ছিলেন ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী ও ইতিহাসবিদ।
• ১৮৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রথম উম্বের্তো, তিনি ছিলেন ইতালির রাজা।
• ১৮৫৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফার্ডিনান্ড হডলার, তিনি ছিলেন সুইস চিত্রকর।
• ১৮৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল এরলিস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান চিকিৎসক।
• ১৮৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টমাস আর. মার্শাল, তিনি ছিলেন আমেরিকান আইনজীবি, রাজনীতিবিদ ও ২৮তম সহ-রাষ্ট্রপতি।
• ১৮৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিলহেলম জেরকনেস, তিনি ছিলেন নরওয়েজিয়ান পদার্থবিদ ও আবহাওয়াবিদ।
• ১৮৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলবার্ট আইনস্টাইন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থ বিজ্ঞানী।
• ১৮৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়াকাও সিয়ের্পিস্কি, তিনি ছিলেন পোলিশ গণিতবিদ ও শিক্ষাবিদ।
• ১৮৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিলভিয়া বিচ, তিনি ছিলেন মার্কিন বই বিক্রেতা, লেখিকা ও প্রকাশক।।
• ১৯০৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রেমন্ড আড়ং, তিনি ছিলেন ফরাসি সাংবাদিক, সমাজবিজ্ঞানী ও দার্শনিক।
• ১৯০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মরিস মেরিলিউ-পন্টি, তিনি ছিলেন ফরাসি দার্শনিক ও শিক্ষাবিদ।
• ১৯১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আকিরা যোশিজাওয়া, তিনি ছিলেন জাপানিজ অরিগামিস্ট।
• ১৯১২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্লিফোর্ড সিডনি ব্যাস্টিন, তিনি ছিলেন ইংলিশ ফুটবলার।
• ১৯২৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডায়ান আরবুস, তিনি ছিলেন আমেরিকান ফটোগ্রাফার।
• ১৯২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্র্যাঙ্ক বোর্ম্যান, তিনি আমেরিকান কর্নেল, পাইলট ও নভোচারী।
• ১৯৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নাইনা ইয়োসিফোভনা ইয়েলৎসিনা, তিনি রাশিয়ার সাবেক ফার্স্ট লেডি।
• ১৯৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইকেল কেইন, তিনি ইংরেজ অভিনেতা ও লেখক।
• ১৯৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কুইন্সি জোন্স, তিনি আমেরিকান গায়ক, গীতিকার, ট্রাম্প প্লেয়ার ও প্রযোজক।
• ১৯৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইউজিন কর্নান, তিনি আমেরিকান অধিনায়ক, পাইলট ও নভোচারী।
• ১৯৩৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিটার ভ্যান ডার মারউই, তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটার ও আইসিসি ম্যাচ রেফারি।
• ১৯৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন গ্লিসন, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
• ১৯৩৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বার্ট্রান্ড ব্লেয়ার, তিনি ছিলেন ফরাসি পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভোল্ফগাং পেটারসেন, তিনি জার্মান বংশোদ্ভূত আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৪২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিটা টুশিংহাম, তিনি ইংরেজ অভিনেত্রী।
• ১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিলি ক্রিস্টাল, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফরিদা জালাল, তিনি ভারতীয় অভিনেত্রী।
• ১৯৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেক্সি পাজিটনোভ, তিনি রাশিয়ান ভিডিও গেম ডিজাইনার, কম্পিউটার ইঞ্জিনিয়ার ও টেট্রিসের স্রষ্টা।
• ১৯৫৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় আলবার্ট, তিনি মোনাকোর প্রিন্স।
• ১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রুস রিড, তিনি অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার ও কোচ।
• ১৯৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আমির খান, তিনি ভারতীয় হিন্দি চলচ্চিত্রের অভিনেতা।
• ১৯৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইরম শর্মিলা চানু, তিনি ভারতীয় কবি ও সমাজ কর্মী।
• ১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রোহিত শেঠী, তিনি ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
• ১৯৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টিভ হার্পার, তিনি ইংলিশ সাবেক ফুটবলার ও রেফারি।
• ১৯৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রুশনারা আলী, তিনি বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিবিদ।
• ১৯৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নাওকি মাটসুডা, তিনি জাপানি ফুটবলার।
• ১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিটার ভ্যান ড্যান হুজেনব্যান্ড, তিনি ডাচ সাঁতারু।
• ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকোলাস আনেলকা, তিনি ফরাসি সাবেক ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলটন চিগুম্বুরা, তিনি জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার।
• ১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টিফেন কারি, তিনি আমেরিকান বাস্কেটবল খেলোয়াড়।
• ১৯৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জো অ্যালেন, তিনি ওয়েলশ ফুটবলার।
• ১৯৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হারু কুরোকি, তিনি জাপানি অভিনেত্রী।
• ১৯৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কোলবেইন সিগারসন, তিনি আইসল্যান্ডীয় ফুটবলার।
• ১৯৯৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আনসেল এলগোর্ট, তিনি আমেরিকান অভিনেতা ও ডিজে।
• ১৯৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিমোন বাইলস, তিনি আমেরিকান জিমন্যাস্ট।
• ০৮৪০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আইনহার্ড, তিনি ছিলেন ফ্রাঙ্কিশ পণ্ডিত।
• ১৪৫৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জিংটাই, তিনি ছিলেন মিং চীনের শাসক।
• ১৪৭১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টমাস ম্যালরি, তিনি ছিলেন ইংরেজ লেখক ও রাজনীতিবিদ।
• ১৫৭১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন সিগিজমান্ড জপোলিয়া, তিনি ছিলেন হাঙ্গেরিয়ান রাজা।
• ১৬৩২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টোকুগাওয়া হিদেটাডা, তিনি ছিলেন জাপানি শাগুন।
• ১৬৪৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রেডরিক হেনরি, তিনি ছিলেন অরেঞ্জের যুবরাজ।
• ১৮০৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রেডরিশ গটলিব ক্লোপস্টক, তিনি ছিলেন ফরাসি কবি।
• ১৮১১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অগাস্টাস ফিৎসরয়, তিনি ছিলেন যুক্তরাজ্যের শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
• ১৮২৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চার্লস ফ্রান্সোইস ডুমুরিজ, তিনি ছিলেন ফরাসী জেনারেল ও রাজনীতিবিদ।
• ১৮৭৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জুয়ান ম্যানুয়েল ডি রোসাস, তিনি ছিলেন আর্জেন্টিনীয় জেনারেল ও রাজনীতিবিদ।
• ১৮৮৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কার্ল মার্কস, তিনি ছিলেন প্রভাবশালী জার্মান সমাজ বিজ্ঞানী ও মার্ক্সবাদের প্রবক্তা।
• ১৯৩২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ ইস্টম্যান, তিনি ছিলেন আমেরিকান উদ্ভাবক, ব্যবসায়ী ও ইস্টম্যান কোডাক প্রতিষ্ঠাতা।
• ১৯৪৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওয়ার্নার ভন ব্লমবার্গ, তিনি ছিলেন জার্মান ফিল্ড মার্শাল।
• ১৯৫৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্লেমেন্ট গটওয়াল্ড, তিনি ছিলেন চেকোস্লোভাকিয় কমিউনিস্ট রাজনীতিবিদ।
• ১৯৬৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইরভিন প্যানোফস্কি, তিনি ছিলেন জার্মানির ইতিহাসবিদ ও শিক্ষাবিদ।
• ১৯৭৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হাওয়ার্ড হ্যাথাওয়ে আইকেন, তিনি ছিলেন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ার।
• ১৯৭৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সুজান হেওয়ার্ড, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ১৯৮০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মোহাম্মদ হামা, তিনি ছিলেন ইন্দোনেশিয়ার রাজনীতিবিদ ও তৃতীয় প্রধানমন্ত্রী।
• ১৯৮১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কেন ব্যারিংটন, তিনি ছিলেন বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।
• ১৯৮৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বাউরবন-পারমার জিতা, তিনি ছিলেন অস্ট্রিয়া সম্রাজ্ঞী ও হাঙ্গেরির রানী।
• ১৯৯৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম আলফ্রেড ফাওলার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
• ১৯৯৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলফ্রেড জিনেমান, তিনি ছিলেন অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান পরিচালক ও প্রযোজক।
• ২০০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লেনার্ট মেরি, তিনি ছিলেন এস্তোনিয়ার পরিচালক, রাজনীতিবিদ ও দ্বিতীয় রাষ্ট্রপতি।
• ২০০৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চিয়ারা লুবিচ, তিনি ছিলেন ইতালীয় সমাজ কর্মী।
• ২০১০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পিটার গ্রাভেস, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টনি বেন, তিনি ছিলেন ইংরেজ রাজনীতিবিদ ও পোস্টমাস্টার জেনারেল।
• ২০১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পিটার ম্যাক্সওয়েল ডেভিস, তিনি ছিলেন ইংরেজ সুরকার ও কন্ডাক্টর।
• ২০১৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মারিয়েল ফ্রাঙ্কো, তিনি ছিলেন ব্রাজিলিয়ান রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী।
• ২০১৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন স্টিফেন উইলিয়াম হকিং, তিনি ছিলেন ইংরেজ পদার্থবিজ্ঞানী ও লেখক।
Your opinions on investment are really remarkable, I am going
to send a handful of my fans your way.
Do you mind if I quote a couple of your posts as long as I provide credit and sources back
to your blog? My blog is in the exact same niche as yours
and my users would really benefit from some of the information you
provide here. Please let me know if this okay with you. Regards!
I dugg some of you post as I cogitated they were invaluable handy.
This paragraph presents clear idea designed for the new visitors of blogging,
that genuinely how to do blogging and site-building.
Fantastic blog you have here but I was wanting to know if you knew of any user discussion forums that cover the same topics talked about
in this article? I'd really like to be a part of online community where I can get
comments from other knowledgeable individuals that share the
same interest. If you have any recommendations, please let me know.
Cheers!
When I іnitially commented I clicked the "Notify me when new comments are added" cһeckbox and now eɑch time
a comment is added I get several emaiⅼs with the same comment.
Іs there any wаy you ϲan remove people from thаt service?
Bless уou!
Whatever you blog about attacks a nerve to me,
many thanks for baffling your readership.
Thanks fог finally talking about >Today is March 14 |
১৪ মার্চের এই দিনে মার্চ আজকের দিনে