Skip to content
Latest
7 Surprising Impacts of Treaty of Versailles5 Surprising Facts About the Aswan DamInternational Typing Day CelebrationTragic Insights on Felani Killing Day FactsBrilliant Life and Career of Rowan Atkinson

০৫ এপ্রিলের এই দিনে

০৫ এপ্রিলের এই দিনে

Golam Samdani Koraishi

• ১১৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হ্যানল্টের ইসাবেলা, তিনি ছিলেন ফ্রান্সের রানী।
• ১২৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আল-নুওায়রী, তিনি ছিলেন মিশরীয় মুসলিম ইতিহাসবিদ।
• ১৪৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিয়ানকা মারিয়া সফোরজা, তিনি ছিলেন রোমান রানী।
• ১৫৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টমাস হব্‌স, তিনি ছিলেন ইংরেজ দার্শনিক।
• ১৬২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিনসেঞ্জো ভিভিয়ানি, তিনি ছিলেন ইতালীয় গণিতবিদ, জ্যোতির্বিদ ও পদার্থবিদ।
• ১৭৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাঁ-হনোরে ফ্র্যাগোন্যার্ড, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী ও ক্ষোদক।
• ১৭৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুই স্পোহর, তিনি ছিলেন জার্মান বেহালা, সুরকার ও কন্ডাক্টর।
• ১৮০৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যাথিয়াস জ্যাকব শ্লেইডেন, তিনি ছিলেন জার্মান উদ্ভিদবিজ্ঞানী।
• ১৮১০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্যার হেনরি রোলিনসন, তিনি ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনা কর্মকর্তা ও রাজনীতিবিদ।
• ১৮২৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোসেফ লিস্টার, তিনি ছিলেন ইংলিশ সার্জন ও শিক্ষাবিদ।
• ১৮৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুলেস ফেরি, তিনি ছিলেন ফরাসি আইনজীবী, রাজনীতিবিদ ও ৪৪তম প্রধানমন্ত্রী।
• ১৮৩৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালগারন চার্লস সুইনবার্ন, তিনি ছিলেন ইংরেজ কবি, নাট্যকার, উপন্যাসিক ও সমালোচক।
• ১৮৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বুকার টি. ওয়াশিংটন, তিনি ছিলেন আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও ইতিহাসবিদ।
• ১৮৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেকজান্ডার জোসেফ, তিনি ছিলেন বুলগেরিয়ার রাজকুমার।
• ১৮৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেসির, তিনি ছিলেন ভিক্টোরিয়ার রাজকুমারী।
• ১৮৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালবার্ট রুসেল, তিনি ছিলেন ফরাসি সুরকার।
• ১৮৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অবিনাশচন্দ্র ভট্টাচার্য, তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী।
• ১৮৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়াল্টার টমাস হিউস্টন, তিনি ছিলেন কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও গায়ক।
• ১৯০০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্পেন্সার ট্রেসি, তিনি ছিলেন মার্কিন অভিনেতা।
• ১৯০১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মেলভিন ডগলাস, তিনি ছিলেন মার্কিন অভিনেতা।
• ১৯০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেটি ডেভিস, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ১৯০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হার্বার্ট ভন কারাজান, তিনি ছিলেন অস্ট্রিয়ান কন্ডাকটর ও ব্যবস্থাপক।
• ১৯১৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলড্রেড গ্রেগরি পেক, তিনি ছিলেন একজন মার্কিন অভিনেতা।
• ১৯১৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট ব্লচ, তিনি ছিলেন আমেরিকান লেখক।
• ১৯২০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্থার হেইলি, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত কানাডিয়ান সৈনিক ও লেখক।
• ১৯২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টম ফিনি, তিনি ছিলেন ইংলিশ ফুটবলার।
• ১৯২৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নগুয়েন ভ্যান থিয়েও, তিনি ছিলেন দক্ষিণ ভিয়েতনামের জেনারেল, রাজনীতিবিদ ও পঞ্চম রাষ্ট্রপতি।
• ১৯২৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রজার করম্যান, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইভার ইয়্যাভার, তিনি নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক।
• ১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হুগো ক্লজ, তিনি ছিলেন বেলজিয়ামের লেখক, কবি ও চিত্রশিল্পী।
• ১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নাইজেল হথোর্ন, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা ও প্রযোজক।
• ১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গোলাম সামদানী কোরায়শী, তিনি ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট সহিত্যিক, গবেষক ও অনুবাদক।
• ১৯৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্র্যাঙ্ক গর্জন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ১৯৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রোমান হার্জোগ, তিনি ছিলেন জার্মানির আইনজীবী, রাজনীতিবিদ ও ৭তম রাষ্ট্রপতি।
• ১৯৩৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কলিন পাওয়েল, তিনি ছিলেন আমেরিকান জেনারেল, রাজনীতিবিদ ও ৬৫তম সেক্রেটারি অফ স্টেট।
• ১৯৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কলিন ব্ল্যান্ড, তিনি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
• ১৯৪২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পাস্কেল কাউচেপিন, তিনি সুইস রাজনীতিবিদ।
• ১৯৪২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিটার গ্রানাওয়ে, তিনি ওয়েলশ পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিট স্মেট, তিনি বেলজিয়ামের রাজনীতিবিদ।
• ১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্লোরিয়া মাকাপাগাল আরোইয়ো, তিনি ফিলিপাইনের ১৪তম রাষ্ট্রপতি।
• ১৯৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুডিথ রেজনিক, তিনি ইউক্রেনীয় বংশোদ্ভূত আমেরিকান প্রকৌশলী ও নভোচারী।
• ১৯৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অগ্নিথা ফলসকোগ, তিনি সুইডিশ গায়ক, গীতিকার ও প্রযোজক।
• ১৯৫২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিচ পাইলেগি, তিনি আমেরিকান অভিনেতা।
• ১৯৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়সশিচি ওয়াটানাবে, তিনি জাপানি সাবেক ফুটবলার।
• ১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এন্থনি হরোওিটজ, তিনি ইংরেজ লেখক ও চিত্রনাট্যকার।
• ১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আকিরা তোরিয়ামা, তিনি জাপানি মাঙ্গা চিত্রশিল্পী ও ভিডিও গেম শিল্পী।
• ১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টাকায়োশি ইয়ামানো, তিনি জাপানি সাবেক ফুটবলার।
• ১৯৫৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিওইচি কাওয়াকাতসু, তিনি জাপানি সাবেক ফুটবলার।
• ১৯৫৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যানিয়েল স্নাইডারম্যান, তিনি ফরাসি সাংবাদিক।
• ১৯৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কিরসান ইলিউমজিনভ, তিনি কাল্মইক ব্যবসায়ী, রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।
• ১৯৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবীন্দ্র প্রভাত, তিনি ভারতীয় লেখক ও সাংবাদিক।
• ১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফারেল উইলিয়ামস, তিনি আমেরিকান দূরদর্শী, সাবেক উচ্চাকাঙ্ক্ষী সাইক্লিস্ট ও ব্যর্থ ফুটবলার।
• ১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টার্লিং কে. ব্রাউন, তিনি আমেরিকান অভিনেতা।
• ১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিমোন ইনজাঘি, তিনি ইতালিয়ান সাবেক ফুটবলার।
• ১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফার্নান্দো মরিয়েন্টেস, তিনি সাবেক স্প্যানিশ ফুটবলার ও কোচ।
• ১৯৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যানিয়েল মাজস্টোরোভিয়, তিনি সুইডিশ সাবেক ফুটবলার।
• ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভ্লাদা আভ্রামোভ, তিনি সার্বিয়ান সাবেক ফুটবলার।
• ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টিমো হিলডেব্র্যান্ড, তিনি জার্মান সাবেক ফুটবল।
• ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিটসুও অগাসাওারা, তিনি জাপানি সাবেক ফুটবলার।
• ১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টম রিয়েলয়, তিনি ইংরেজ অভিনেতা।
• ১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জরিস মাতিজসেন, তিনি ডাচ সাবেক ফুটবলার।
• ১৮৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হ্যালি আটওয়েল, তিনি ইংলিশ বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী।
• ১৮৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টমাস হিটজলস্পার্গার, তিনি জার্মান সাবেক ফুটবলার।
• ১৮৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্শাল অলম্যান, তিনি আমেরিকান অভিনেতা।
• ১৮৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আরাম সারগসিয়ান, তিনি আর্মেনিয়ান গায়ক ও কৌতুক অভিনেতা।
• ১৮৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিশ্চিয়ান সাপুনারু, তিনি রোমানিয়ান সাবেক ফুটবলার।
• ১৮৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কিশোর ইয়ানো, তিনি জাপানি সাবেক ফুটবলার।
• ১৮৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সাবা কমার জামান, তিনি পাকিস্তানি অভিনেত্রী ও মডেল।
• ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শার্লট ফ্লায়ার, তিনি আমেরিকান কুস্তিগীর, লেখিকা ও অভিনেত্রী।
• ১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্যাদোর কুদ্রিশভ, তিনি রাশিয়ান ফুটবলার।
• ১৯৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিলি জেমস, তিনি ইংরেজ অভিনেত্রী।
• ১৯৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়াসিন বুনু, তিনি মরোক্কান ফুটবলার।
• ১৯৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নাথানিয়েল ক্লিন, তিনি ইংলিশ ফুটবলার।
• ১৯৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শিন্তারো কুরুমায়া, তিনি জাপানি ফুটবলার।
• ১৯৯৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেয়ে মুরোয়া, তিনি জাপানি ফুটবলার।
• ১৯৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বোরজা মায়োরাল, তিনি স্প্যানিশ ফুটবলার।

• ০৮২৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম নাইফোরোস, তিনি ছিলেন বাইজেন্টাইন নেতা।
• ০৯০২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আবুল আব্বাস আহমেদ ইবনে তালহা আল মুওয়াফফাক, তিনি ছিলেন ইরাকি ১৬শ আব্বাসীয় খলিফা।
• ১২০৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জেরুজালেমের প্রথম ইসাবেলা, তিনি ছিলেন জেরুজালেমের রানী রিজেন্ট।
• ১৪১৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভিনসেন্ট ফেরের, তিনি ছিলেন স্প্যানিশ ধর্মপ্রচারক ও সাধু।
• ১৬৯৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন একাদশ চার্লস, তিনি ছিলেন সুইডেনের রাজা।
• ১৭২৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোহান বার্নহার্ড ফিশার ফন ভন এরলাচ, তিনি ছিলেন অস্ট্রিয়ান স্থপতি, ভাস্কর ও ইতিহাসবিদ।
• ১৭৯৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জেস ড্যান্টন, তিনি ছিলেন ফরাসি আইনজীবী, রাজনীতিবিদ ও বিচারমন্ত্রী।
• ১৭৯৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্যামিল দেশমলিনস, তিনি ছিলেন ফরাসি সাংবাদিক, আইনজীবী ও রাজনীতিবিদ।
• ১৮০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জিন-চার্লস পিচেগ্রু, তিনি ছিলেন ফরাসি জেনারেল।
• ১৮৪২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন শুজা শাহ দুররানি, তিনি ছিলেন আফগানিস্তানের ৫ম আমির।
• ১৮৮৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভেসেভলোড গারশিন, তিনি ছিলেন রাশিয়ান লেখক।
• ১৯০০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোসেফ বার্ট্র্যান্ড, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ, অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ।
• ১৯১৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পল ভিডাল ডি লা ব্লাস, তিনি ছিলেন ফরাসি ভূগোলবিদ।
• ১৯২৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ হারবার্ট, তিনি ছিলেন ইংরেজ প্রত্নতাত্ত্বিক ও ব্যবসায়ী।
• ১৯২৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রয় কিলনার, তিনি ছিলেন ইংলিশ ক্রিকেটার ও সৈনিক।
• ১৯৩২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রভাতকুমার মুখোপাধ্যায়, তিনি ছিলেন বাঙালী সাহিত্যিক।
• ১৯৩৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম কুপার, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার।
• ১৯৫৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মার্থা, তিনি ছিলেন সুইডেনের রাজকন্যা।
• ১৯৫৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আইসিডোরা সেকুলি, তিনি ছিলেন সার্বিয়ান লেখক।
• ১৯৬৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডগলাস ম্যাক আর্থার, তিনি ছিলেন আমেরিকান জেনারেল।
• ১৯৬৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হারমান জোসেফ মুলার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট ও শিক্ষাবিদ।
• ১৯৬৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রামুলো গ্যাল্লেগোস, তিনি ছিলেন ভেনিজুয়েলার উপন্যাসিক ও রাজনীতিবিদ।
• ১৯৭৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চিয়াং কাই-শেক, তিনি ছিলেন চীনা জেনারেল, রাজনীতিবিদ ও ১ম প্রেসিডেন্ট।
• ১৯৭৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হাওয়ার্ড হিউজেস, তিনি ছিলেন আমেরিকান পাইলট, প্রকৌশলী ও পরিচালক।
• ১৯৭৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওয়াইল্ডার পেনফিল্ড, তিনি ছিলেন আমেরিকান বংশোদ্ভূত কানাডিয়ান সার্জন ও শিক্ষাবিদ।
• ১৯৯২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন স্যাম ওয়ালটন, তিনি ছিলেন আমেরিকান ব্যবসায়ী, ওয়ালমার্ট ও স্যামস ক্লাবের প্রতিষ্ঠাতা।
• ১৯৯২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন তাকেশি ইনোই, তিনি ছিলেন জাপানি ফুটবলার।
• ১৯৯৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দিব্যা ভারতী, তিনি ছিলেন ভারতীয় অভিনেত্রী।
• ১৯৯৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কার্ট কোবেইন, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার ও গিটারিস্ট।
• ১৯৯৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আরউইন অ্যালেন গিন্সবার্গ, তিনি ছিলেন আমেরিকান কবি।
• ১৯৯৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কোজি পাওয়েল, তিনি ছিলেন ইংলিশ ড্রামার।
• ২০০০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কণিকা বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন বাঙালি রবীন্দ্রসংগীত শিল্পী।
• ২০০২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লেন স্ট্যালি, তিনি ছিলেন আমেরিকান গায়ক ও গীতিকার।
• ২০০৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সল বেলো, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান লেখক ও শিক্ষাবিদ।
• ২০০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মারিয়া গ্রিপ, তিনি ছিলেন সুইডিশ সাংবাদিক ও লেখক।
• ২০০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লীলা মজুমদার, তিনি ছিলেন ভারতীয় বাঙালি লেখিকা।
• ২০০৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চার্লটন হেস্টন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক ও রাজনৈতিক কর্মী।
• ২০০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ ট্রাইব, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার।
• ২০১১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বারুচ স্যামুয়েল ব্লুমবার্গ, তিনি ছিলেন আমেরিকান চিকিৎসক ও জেনেটিক বিশেষজ্ঞ।
• ২০১১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যাঞ্জেল-ফিলিক্স প্যাটাসে, তিনি ছিলেন মধ্য আফ্রিকান রাজনীতিবিদ।
• ২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বিঙ্গু ওয়া মুথারিকা, তিনি ছিলেন মালাউই অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট।
• ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মারিয়ানো দিয়াজ মেজিয়া, তিনি ছিলেন স্প্যানিশ ফুটবলার।
• ২০১৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইশাও তাকাহাটা, তিনি ছিলেন জাপানি পরিচালক।
• ২০১৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সিডনি ব্রেনার, তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার জীববিজ্ঞানী।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
০৫ এপ্রিলের এই দিনে
০৫ এপ্রিলের এই দিনে• ১১৭০ সালে এই দিনে
User Rating: 4.50 / 5
  • author photo

    Excellent blog! Do you have any suggestions for aspiring writers?
    I'm planning to start my own website soon but I'm a little lost on everything.
    Would you recommend starting with a free platform
    like Wordpress or go for a paid option? There are so many choices out there that
    I'm totally overwhelmed .. Any tips? Many thanks!

  • author photo

    গতকাল 4 এপ্রিলে যে তথ্য দিয়েছিলেন তা ছিল 5 এপ্রিলের এই দিনে। আর আজ 5 এপ্রিলের এই দিনের তথ্য দিয়েছেন 5 মার্চের এই দিনের তথ্য। প্রিজ, যাচাই করে সঠিক তথ্য দিন।

    • author photo

      ধন্যবাদ আপনার গুরুত্ব পুণ্য মতামতের জন্য। এটি আমাদের অনিচ্ছাকৃত ভুল! এবং ইহা ঠিক করে দিয়েছি। ভবিষ্যতেও আপনার গুরুত্ব পুণ্য মতামত আশা করছি।

  • author photo

    Hi there! This is my first visit to your blog!
    We are a team of volunteers and starting a new initiative in a community in the same niche.
    Your blog provided us beneficial information to work on. You have done a wonderful job!

  • author photo

    Thank you for the auspicious writeup. It in fact was a
    amusement account it. Look advanced to far added agreeable from you!

    By the way, how could we communicate?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image