Skip to content
Latest
7 Surprising Impacts of Treaty of Versailles5 Surprising Facts About the Aswan DamInternational Typing Day CelebrationTragic Insights on Felani Killing Day FactsBrilliant Life and Career of Rowan Atkinson

০৬ এপ্রিলের এই দিনে

০৬ এপ্রিলের এই দিনে


• আজ আন্তর্জাতিক শান্তি ও উন্নয়নে ক্রীড়া দিবস।

• ১৭১২ সালে এই দিনে নিউইয়র্কে নিগ্রো ক্রীতদাসরা শ্বেতাঙ্গ মালিকদের বিরুদ্ধে বিদ্রোহ করে।
• ১৭৯৩ সালে এই দিনে ফরাসি বিপ্লবের পর ফ্রান্সের রাষ্ট্র পরিচালনার জন্য ‘কমিটি অব পাবলিক সেফটি’ গঠিত হয়।
• ১৮৭৬ সালে এই দিনে কলকাতা কর্পোরেশন অনুমোদিত হয়।
• ১৮৯৬ সালে এই দিনে এথেন্সে আধুনিক অলিম্পিক ক্রীড়ার সূচনা হয়।
• ১৯১৭ সালে এই দিনে প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
• ১৯৩০ সালে এই দিনে ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারতকে মুক্ত করতে মহাত্মা গান্ধী লবণ সত্যাগ্রহ অহিংস আন্দোলন শেষ করেন।
• ১৯৪২ সালে এই দিনে জাপানি বিমান সর্বপ্রথম ভারতে বোমাবর্ষণ করে।
• ১৯৪৮ সালে এই দিনে জিন্নাহর ঢাকা ত্যাগের পর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতৃত্বে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন আরো বেগবান হয়ে ওঠে।
• ১৯৬৬ সালে এই দিনে গণ দাবির মুখে ইরানের তৎকালীন শাসক রেজা শাহ বন্দি দশা থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী কে মুক্তি দিতে বাধ্য হন।
• ১৯৬৮ সালে এই দিনে জাতিগত সহিংসতায় মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় শহরগুলিতে কয়েক ডজন মার্টিন লুথার রাজা হত্যায় জাতিগত দাঙ্গা তীব্রতাবৃদ্ধি পায়।
• ১৯৭২ সালে এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় গ্যাবন।
• ১৯৮৬ সালে এই দিনে ঢাকায় প্রথম এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন হয়।
• ১৯৯২ সালে এই দিনে মুসলিম রাষ্ট্র বসনিয়া স্বাধীনতা লাভ করে।
• ১৯৯৩ সালে এই দিনে মস্কোর ১৭০০ মাইল পূর্বে অবস্থিত রাশিয়ার গোপন সামরিক পরমাণু ঘাটিতে মারাত্মক দুঘর্টনা ঘটে।
• ২০০৮ সালে এই দিনে এই দিনে দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ৯০ রানে ভারতের বিপক্ষে জয়ী হয়।

• ১৪৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাফায়েল, তিনি ছিলেন চিত্রশিল্পের রেনেসাঁস যুগের অন্যতম প্রধান শিল্পী।
• ১৭২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পাস্কোলে পাওলি, তিনি ছিলেন ফরাসি সৈনিক ও রাজনীতিবিদ।
• ১৭৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেমস মিল, তিনি ছিলেন স্কটিশ ইতিহাসবিদ, অর্থনীতিবিদ ও দার্শনিক।
• ১৮১২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেকজান্ডার হার্জেন, তিনি ছিলেন রাশিয়ান দার্শনিক ও লেখক।
• ১৮২৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গুস্টাভে মরেয়াউ, তিনি ছিলেন ফরাসি চিত্রকর ও শিক্ষাবিদ।
• ১৮৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উসমান আলি খান, তিনি ছিলেন হায়দ্রাবাদ ও বেরার রাজ্যের শেষ নিজাম।
• ১৯০৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হ্যারল্ড ইউজিন এডগার্টন, তিনি ছিলেন আমেরিকান প্রকৌশলী ও শিক্ষাবিদ।
• ১৯১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফিওডর ফেলিক্স কনরাড লাইনেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান প্রাণরসায়নী।
• ১৯২০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডমন্ড এইচ. ফিসার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী চীনা বংশোদ্ভূত আমেরিকান প্রাণরসায়নী ও শিক্ষাবিদ।
• ১৯২৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়ান পাইসলি, তিনি ছিলেন উত্তর আয়ারল্যান্ডের রাজনীতিবিদ।
• ১৯২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেমস ডি. ওয়াটসন, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জীববিজ্ঞানী, জেনেটিসিস্ট ও প্রাণিবিদ্যাবিত।
• ১৯৩১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সুচিত্রা সেন, তিনি ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ভারত তথা পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত অভিনেত্রী।
• ১৯৩৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিলি ডি উইলিয়ামস, তিনি আমেরিকান অভিনেতা, গায়ক ও লেখক।
• ১৯৪২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্যারি লেভিনসন, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হর্স্ট লুডভিগ স্টর্মার, তিনি নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ।
• ১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইকেল রুকার, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
• ১৯৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিশেল বাচম্যান, তিনি আমেরিকান আইনজীবী ও রাজনীতিবিদ।
• ১৯৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মুদাসসর নজর, তিনি পাকিস্তানি সাবেক ক্রিকেটার।
• ১৯৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দিলীপ বলবন্ত ভেংসরকার, তিনি ভারতীয় সাবেক ক্রিকেটার ও কোচ।
• ১৯৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পাওলো নেসপোলি, তিনি ইতালিয়ান সৈনিক, প্রকৌশলী ও নভোচারী।
• ১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাফায়েল কররেয়া, তিনি ইকুয়েডর রাজনীতিবিদ ও ৫৪তম প্রেসিডেন্ট।
• ১৯৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল রুড, তিনি আমেরিকান অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সান ওয়েন, তিনি চীনা সাবেক ফুটবলার।
• ১৯৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাচ ব্রাফ, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্যান্ডাসে ক্যামেরন বুরে, তিনি আমেরিকান অভিনেত্রী ও টক শো প্যানেলিস্ট।
• ১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইগর সেমশভ, তিনি রাশিয়ান সাবেক ফুটবলার।
• ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিটসুরু নাকাটা, তিনি জাপানি সাবেক ফুটবলার।
• ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিবোনিসো গ্যাক্সা, তিনি দক্ষিণ আফ্রিকার সাবেক ফুটবলার।
• ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রয়োটা মরিওয়াকি, তিনি জাপানি ফুটবলার।
• ১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্যাব্রিস মুআম্বা, তিনি কঙ্গোলিজ ও ইংলিশ ফুটবলার।
• ১৯৯৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পেটন রয় লিস্ট, তিনি আমেরিকান অভিনেত্রী ও মডেল।

• ০৮৮৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সেন্ট মেথোডিয়াস, তিনি ছিলেন বাইজেন্টাইন ধর্মপ্রচারক ও সাধু।
• ১১৯৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম রিচার্ড, তিনি ছিলেন ইংল্যান্ডের রাজা।
• ১৫২০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রাফায়েল, তিনি ছিলেন চিত্রশিল্পের রেনেসাঁস যুগের অন্যতম প্রধান শিল্পী।
• ১৫২৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলব্রেখট ড্যুরার, তিনি ছিলেন জার্মান চিত্রকর, খোদকার ও গণিতবিদ।
• ১৬৪১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দমেনিকো জাম্পিয়েরি, তিনি ছিলেন ইতালিয়ান চিত্রশিল্পী।
• ১৮২৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নিল্স হেনরিক আবেল, তিনি ছিলেন নরওয়েজিয়ান গণিতবিদ ও তাত্তিক।
• ১৮৩৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যাডামেন্টিয়াস কোরাইস, তিনি ছিলেন গ্রীক দার্শনিক ও পণ্ডিত।
• ১৮৩৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হোজে বনিফাসিও দে আন্দ্রাদা ই সিলভা, তিনি ছিলেন ব্রাজিলিয়ান কবি, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ।
• ১৮৮৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হোজে বনিফাসিও দে আন্দ্রাদা, তিনি ছিলেন ব্রাজিলিয়ান কবি, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ।
• ১৮৯২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নিল্স হেনরিক আবেল, তিনি ছিলেন নরওয়েজীয় গণিতবিদ।
• ১৯৯৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হারবার্ট ব্যাক, তিনি ছিলেন জার্মান কৃষিবিদ ও রাজনীতিবিদ।
• ১৯৬১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জুলস বোর্দেট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী বেলজিয়ান মাইক্রোবায়োলোজিস্ট।
• ১৯৬৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অটো স্ট্রুভ, তিনি ছিলেন ইউক্রেনীয় বংশোদ্ভূত আমেরিকান জ্যোতির্বিদ ও শিক্ষাবিদ।
• ১৯৭১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইগর স্ট্রাভিনস্কি, তিনি ছিলেন রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান পিয়ানোবাদক, সুরকার ও কন্ডাক্টর।
• ১৯৯২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আইজাক আসিমভ, তিনি ছিলেন আমেরিকান বিজ্ঞান কথাসাহিত্যিক।
• ১৯৯৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জুভেনাল হাব্যারিমানা, তিনি ছিলেন রুয়ান্ডার ব্যাংকার, রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট।
• ১৯৯৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গ্রির গারসন, তিনি ছিলেন ইংলিশ ও আমেরিকান অভিনেত্রী।
• ২০০০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হাবিব বউরগুইবা, তিনি ছিলেন টিউনিস্ রাজনীতিবিদ ও ১ম প্রেসিডেন্ট।
• ২০০৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অনিতা বোর্গ, তিনি ছিলেন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী, শিক্ষাবিদ ও অনিতা বার্গ ইনস্টিটিউট প্রতিষ্ঠাতা।
• ২০০৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন তৃতীয় রেনিয়ার, তিনি ছিলেন মোনাকোর যুবরাজ।
• ২০০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লুইজি কোমেনসিনি, তিনি ছিলেন ইতালীয় পরিচালক ও প্রযোজক।
• ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বিগাস লুনা, তিনি ছিলেন স্পেনীয় পরিচালক ও চিত্রনাট্যকার।
• ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মিকি রুনি, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক।
• ২০১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মেরেল হ্যাগার্ড, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার ও গিটারিস্ট।
• ২০১৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডন রিক্স, তিনি ছিলেন আমেরিকান কৌতুকাভিনেতা।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
০৬ এপ্রিলের এই দিনে
০৬ এপ্রিলের এই দিনে• আজ আন্তর্জাতিক শ
User Rating: 4.50 / 5
  • author photo

    It's in point of fact a great and useful piece of info.
    I'm glad that you simply shared this helpful info with us.
    Please stay us up to date like this. Thank you for sharing.

  • author photo

    Excellent post. I was checking constantly this weblog and I am impressed!
    Extremely useful info specifically the closing section :
    ) I take care of such info much. I used to be seeking this
    particular info for a very lengthy time. Thanks and good luck.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image