Skip to content
Latest
International Day for Tolerance Understanding the Power of AcceptanceDay of the Imprisoned Writer Honoring Freedom of Expression and the Fight for JusticeWorld Diabetes Day Understanding Its Significance and Ways to Support the CauseWorld Kindness Day Inspiring Compassion and Connection WorldwideWorld Pneumonia Day Raising Awareness for Global Health

০৪ আগস্টের এই দিনে

০৪ আগস্টের এই দিনে

Battle of Hattin

• ০৯৫৪ সালে এই দিনে সাইফুদ্দৌলা হামদানী রোমান খ্রিস্টানদের পরাজিত করেন।
• ১১৮১ সালে এই দিনে ক্যাসিওপিয়াতে সুপারনোভা দেখা যায়।
• ১১৮৭ সালে এই দিনে ক্রুসেডের হাথিন যুদ্ধে জেরুজালেমের রাজা লুসিগনানকে সালাউদ্দিন পরাজিত করেন।
• ১১৮৭ সালে এই দিনে সুলতান সালাহ উদ্দীন আইয়ুবীর বায়তুল মোকাদ্দাস অধিকার।
• ১৪৯২ সালে এই দিনে ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে ওয়েস্ট ইন্ডিজ অভিমুখে যাত্রা করেন।
• ১৫৭৮ সালে এই দিনে আল কাছার আল কবিরের যুদ্ধে মুরদের হাতে পর্তুগিজরা পরাজিত হয়।
• ১৭৭৬ সালে এই দিনে আমেরিকা স্বাধীনতা লাভ করে।
• ১৮২৭ সালে এই দিনে নিউ ইয়র্ক রাজ্যে দাস প্রথার বিলুপ্তি ঘটে।
• ১৮২৮ সালে এই দিনে উইলিয়াম বেন্টিঙ্ক বাংলার গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন।
• ১৮২৯ সালে এই দিনে লন্ডনে প্রথম বাস চলাচল শুরু।
• ১৮৫৬ সালে এই দিনে মৌলভী আহমাদ উল্লাহ ও লখনৌর বেগম হযরত মহলের নেতৃত্বাধীন যুদ্ধে ইংরেজদের পরাজয়।
• ১৮৭০ সালে এই দিনে লর্ড ওয়ানটেজ ব্রিটিশ রেডক্রস সোসাইটি প্রতিষ্ঠা করেন।
• ১৮৮১ সালে এই দিনে ভারতের শিলিগুড়ি ও দার্জিলিং-এর মধ্যে প্রথম টয়ট্রেন চলাচল শুরু হয়।
• ১৯০৪ সালে এই দিনে পানামা খালের খনন কাজ শুরু।
• ১৯০৬ সালে এই দিনে ইরানে আলেমদের নেতৃত্বে গণ-আন্দোলনের মুখে তৎকালীন শাসক মুজাফফার উদ্দীন শাহ কাজার সংবিধান প্রণয়নের নির্দেশ জারি করতে বাধ্য হন।
• ১৯২০ সালে এই দিনে সিলেটে সিলেট জেলা খেলাফত কমিটি গঠিত হয় এবং হাওয়া পাড়ায় মৌলবী আবদুল্লাহ বিএল-এর বাসভবনে এর অস্থায়ী কার্যালয় প্রতিষ্ঠিত হয়।
• ১৯২৯ সালে এই দিনে বঙ্গীয় আইন পরিষদ এর ২৫ জন মুসলিম সদস্য কলকাতায় একটি সম্মেলনে মিলিত হয়।
• ১৯৩৫ সালে এই দিনে ওয়েস্ট মিনিস্টারে অবস্থিত বিবিসি’র সদর দফতর “বুশ হাউস” নির্মাণ শেষে লর্ড ব্যালফারের নেতৃত্বে উন্মোচন করা হয়।
• ১৯৪৩ সালে এই দিনে কুর্স্কের যুদ্ধ শুরু হয়।
• ১৯৬৪ সালে এই দিনে দক্ষিণ চীন সাগরে উত্তর ভিয়েতনাম ও মার্কিন যুদ্ধ জাহাজের মধ্যে সংঘর্ষ হয় এবং এই যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হয়।
• ১৯৭৮ সালে এই দিনে লাতিন আমেরিকার ৮টি দেশের আমাজান নদী সংক্রান্ত চুক্তি স্বাক্ষর।
• ১৯৮৭ সালে এই দিনে প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করেন কিংবদন্তি অলরাউন্ডার ইমরান খান।
• ১৯৮৮ সালে এই দিনে পাকিস্তানের সংগ্রামী ব্যক্তিত্ব ও খ্যাতনামা আলেম আল্লামা সাইয়্যেদ আরেফ হোসেন হোসেইনী পেশোয়ার শহরে উগ্রপন্থী ও সন্ত্রাসীদের হামলায় শাহাদাতবরণ করেন।
• ২০১৬ সালে এই দিনে প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারে ঔষধ রপ্তানি শুরু করে বেক্সিমকো ফার্মা।
• ২০১৯ সালে এই দিনে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের শপিংমলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ২২ জন নিহত হয়।

• ০৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আবু রায়হান আল বিরুনি, তিনি ছিলেন পার্সিয়ান বিশ্বখ্যাত আরবীয় শিক্ষাবিদ ও গবেষক।
• ১২৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তৃতীয় আলেকজান্ডার, তিনি ছিলেন স্কটল্যান্ডের রাজা।
• ১৫৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়াংলি, তিনি ছিলেন চীন সম্রাট।
• ১৭৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রাঙ্কইস-রেনে ডি চাটেয়াউব্রিয়ান্ড, তিনি ছিলেন ফরাসি ইতিহাসবিদ, রাজনীতিবিদ ও পররাষ্ট্র মন্ত্রী।
• ১৮০৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুলিয়াস সোয়াওকি, তিনি ছিলেন পোলিশ কবি ও নাট্যকার।
• ১৮২৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যান্টন ব্রুকনার, তিনি ছিলেন অস্ট্রিয়ান জীববিদ ও সুরকার।
• ১৮২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দাদাভাই নওরোজি, তিনি ছিলেন ভারতীয় শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও কংগ্রেসের সভাপতি।
• ১৮৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যানিয়েল বার্নহ্যাম, তিনি ছিলেন মার্কিন স্থপতি।
• ১৮৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুইজি ক্যাডারোনা, তিনি ছিলেন ইতালিয়ান ফিল্ড মার্শাল।
• ১৮৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওসকার শ্লেমার, তিনি ছিলেন জার্মান চিত্রশিল্পী, ভাস্কর, ডিজাইনার ও কোরিওগ্রাফার।
• ১৮৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শেখ ওয়াজেদ আলি, তিনি ছিলেন বাঙালি সাহিত্যিক।
• ১৮৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রিটজ টোড, তিনি ছিলেন জার্মান প্রকৌশলী ও রাজনীতিবিদ।
• ১৮৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দারিয়াস মিলহাউড, তিনি ছিলেন ফরাসি সুরকার ও শিক্ষাবিদ।
• ১৮৯৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্টোনিন আর্টারড, তিনি ছিলেন ফরাসি অভিনেতা, পরিচালক ও নাট্যকার।
• ১৯০২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টমি মিচেল, তিনি ছিলেন ইংলিশ ক্রিকেটার।
• ১৯০৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যাক্স লুডউইগ ডেলবুর্ক, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত আমেরিকান জৈবপদার্থবিদ।
• ১৯০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড রাইট, তিনি ছিলেন আমেরিকান ঔপন্যাসিক, ছোট গল্প লেখক, প্রাবন্ধিক ও কবি।
• ১৯১০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেনিস টমলিনসন, তিনি ছিলেন জিম্বাবুয়ে বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।
• ১৯১৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টানফোর্ড মুর, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী।
• ১৯১৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেনজো টাংগে, তিনি ছিলেন জাপানি আর্কিটেক্ট।
• ১৯২৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইভান ইলিচ, তিনি ছিলেন অস্ট্রিয়ান যাজক ও দার্শনিক।
• ১৯২৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন ম্যাকার্থি, তিনি ছিলেন মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।
• ১৯৩১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিট্জি গেনর, তিনি ছিলেন মার্কিন অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী।
• ১৯৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড এস. কাস্তেলানো, তিনি ছিলেন মার্কিন অভিনেতা।
• ১৯৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্লাইভ উইলিয়াম জন গ্রেঞ্জার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ওয়েলশ আমেরিকান অর্থনীতিবিদ।
• ১৯৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডুয়ার্ড খিল, তিনি ছিলেন রাশিয়ান ব্যারিটোন গায়িকা।
• ১৯৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জান ইভানকমাজার, তিনি ছিলেন চেক চলচ্চিত্র নির্মাতা ও শিল্পী।
• ১৯৩৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডাওন ফ্রেজার, তিনি ছিলেন অস্ট্রেলীয় সাঁতারু ও রাজনীতিবিদ।
• ১৯৩৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেনিস লিন্ডসে, তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।
• ১৯৫৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফাটিহ টেরিম, তিনি ছিলেন তুর্কি ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সাবিনা ইয়াসমিন, তিনি ছিলেন বাংলাদেশি সঙ্গীতশিল্পী।
• ১৯৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শিনিয়া ইয়ামানাকা, তিনি নোবেল পুরস্কার বিজয়ী জাপানি চিকিৎসক।
• ১৯৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আদেশ শ্রীবাস্তব, তিনি ভারতীয় গায়ক ও গীতিকার।
• ১৯৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন ডিম্যাগজিও, তিনি আমেরিকান ভয়েস অভিনেতা।
• ১৯৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জি মার্গভেলাশভিলি, তিনি জর্জিয়ান শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট।
• ১৯৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলে ল্যান্স ক্লুজনার বোপানা, তিনি দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটার ও কোচ।
• ১৯৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্ক রনসন, তিনি ইংরেজ ডিজে, প্রযোজক ও গীতিকার।
• ১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়েস বেন্টলি, তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
• ১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিয়ন্সে, তিনি আমেরিকান গায়ক, গীতিকার, প্রযোজক, ড্যান্সার ও অভিনেত্রী।
• ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাউল আলবিওল, তিনি স্প্যানিশ ফুটবলার।
• ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আইউমি কাইহোরি, তিনি জাপানি ফুটবলার।
• ১৯৯৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়ানিক ফেরেইরা কারাস্কো, তিনি বেলজিয়ামের ফুটবলার।

• ০৭৯৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মুসা আল কাজিম, তিনি ছিলেন শিয়া ইমাম।
• ১০৬৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন তুঘরিল বেগ, তিনি ছিলেন তুর্কী শাসক।
• ১১৯৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোয়ান, তিনি ছিলেন সিসিলির রানী।
• ১৫৮৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট ডুডলি, তিনি ছিলেন ইংরেজ শিক্ষাবিদ ও রাজনীতিবিদ।
• ১৮৪৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রিড্রিশ লাউন, তিনি ছিলেন জার্মান লেখক।
• ১৯০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এডওয়ার্ড গ্রিগ, তিনি ছিলেন নরওয়েজিয়ান পিয়ানোবাদক ও সুরকার।
• ১৯১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চার্লস পেগুই, তিনি ছিলেন ফরাসি কবি ও দার্শনিক।
• ১৯৬৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট শুমান, তিনি ছিলেন লুক্সেমবার্গিয়ান বংশোদ্ভূত ফরাসি রাজনীতিবিদ ও ১৩০তম প্রধানমন্ত্রী।
• ১৯৬৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলবার্ট সচওয়েইটযের, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি চিকিৎসক, ধর্মতত্ত্ববিদ ও ধর্মপ্রচারক।
• ১৯৭৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্রেইটন আব্রামস, তিনি ছিলেন আমেরিকান জেনারেল।
• ১৯৭৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মার্সেল আচার্ড, তিনি ছিলেন ফরাসি নাট্যকার ও চিত্রনাট্যকার।
• ১৯৭৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন স্টেলিওস পেরপিনিয়াদিস, তিনি ছিলেন গ্রিক গায়ক, গীতিকার।
• ১৯৮৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বিল বোস, তিনি ছিলেন ইংলিশ ক্রিকেটার ও কোচ।
• ১৯৮৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ জোসেফ ক্রিশ্চিয়ান সিম্নোন, তিনি ছিলেন বেলজিয়ান বংশোদ্ভূত সুইস লেখক।
• ১৯৯০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আইরিন ডুন, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও গায়ক।
• ১৯৯৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলডো রসি, তিনি ছিলেন ইতালীয় স্থপতি।
• ২০০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জিয়াকিন্টো ফাচেটি, তিনি ছিলেন ইতালিয়ান সাবেক ফুটবলার ও ম্যানেজার।
• ২০০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন স্টিভেন রবার্ট আরউইন, তিনি ছিলেন অস্ট্রেলীয় প্রকৃতিবাদী ও টিভি ব্যক্তিত্ব।
• ২০১১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অজিত রায়, তিনি ছিলেন বাংলাদেশী সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক।
• ২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সৈয়দ মুস্তাফা সিরাজ, তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক।
• ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গুস্তাভো সেরিটি, তিনি ছিলেন আর্জেন্টাইন সংগীতশিল্পী।
• ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোয়ান রিভারস, তিনি ছিলেন আমেরিকান কৌতুকাভিনেতা, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপক।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
০৪ আগস্টের এই দিনে
০৪ আগস্টের এই দিনে• ০৯৫৪ সালে এই দিনে
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image