Skip to content
Latest
7 Surprising Impacts of Treaty of Versailles5 Surprising Facts About the Aswan DamInternational Typing Day CelebrationTragic Insights on Felani Killing Day FactsBrilliant Life and Career of Rowan Atkinson

২৯ জুনের এই দিনে

২৯ জুনের এই দিনে

Ajit Roy

• ১৬১৩ সালে এই দিনে শেক্সপিয়ারের গ্লোব থিয়েটার ভস্মীভূত হয়।
• ১৭৫৭ সালে এই দিনে লর্ড ক্লাইভ মুর্শিদাবাদে প্রবেশ করেন এবং মীরজাফর বাংলা বিহার ও উড়িষ্যার নবাব হন।
• ১৮০৭ সালে এই দিনে রাশিয়া-তুরস্ক যুদ্ধে অ্যাডমিরাল দিমিত্রি সেনিয়াভিন অটোমান নৌবহর ধ্বংস করেন।
• ১৮১৭ সালে এই দিনে ব্রিটিশ পার্লামেন্টে ট্রেড ইউনিয়ন আইন পাস।
• ১৮৬৮ সালে এই দিনে প্রেস অ্যাসোসিয়েশনের নিউজ এজেন্সি প্রতিষ্ঠিত হয়।
• ১৯৪৬ সালে এই দিনে বিকিনিতে আমেরিকার প্রথম পরমাণু বোমা পরীক্ষা।
• ১৯৬৬ সালে এই দিনে মার্কিন বোমারু বিমান উত্তর ভিয়েতনামের হ্যানয়ে বোমা বর্ষণ করে।
• ১৯৭৬ সালে এই দিনে ব্রিটেনের কাছ থেকে সেইশেলস নামক দীপপুঞ্জটি স্বাধীনতা লাভ করে।
• ১৯৯১ সালে এই দিনে কোমেকোন নামক অর্থনৈতিক জোটের বিলুপ্তি ঘোষণা করা হয়।

• ১১৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পেট্রোনিলা, তিনি ছিলেন আরাগোনের রানী।
• ১৩২৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রথম মুরাদ, তিনি ছিলেন উসমানীয় সুলতান।
• ১৩৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় জন, তিনি ছিলেন নাভারের রাজা।
• ১৪৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলে আরাগোনের মারিয়া, তিনি ছিলেন পর্তুগালের রানী।
• ১৫৯৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গো-মিজুনু, তিনি ছিলেন জাপানের সম্রাট।
• ১৭৯৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গিয়াকোমো লিওপার্দি, তিনি ছিলেন ইতালিয়ান কবি ও দার্শনিক।
• ১৮০১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রেডেরিক বাস্টিয়াট, তিনি ছিলেন ফরাসি অর্থনীতিবিদ ও তাত্ত্বিক।
• ১৮১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যাঞ্জেলো সেকচি, তিনি ছিলেন ইতালিয়ান জ্যোতির্বিদ ও শিক্ষাবিদ।
• ১৮৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রথম পিটার, তিনি ছিলেন সার্বিয়ার রাজা।
• ১৮৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সের্গেই ওয়িট, তিনি ছিলেন রাশিয়ান রাজনীতিবিদ।
• ১৮৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আশুতোষ মুখোপাধ্যায়, তিনি ছিলেন বাঙ্গালী শিক্ষাবিদ, কলকাতা হাইকোর্টের বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য।
• ১৮৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ এলারি হেল, তিনি ছিলেন আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী ও সাংবাদিক।
• ১৮৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিও ফ্রোবেনিয়াস, তিনি ছিলেন জার্মান নৃতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিক।
• ১৮৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুডভিগ বেক, তিনি ছিলেন জার্মান জেনারেল।
• ১৮৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চারুচন্দ্র ভট্টাচার্য, তিনি ছিলেন প্রখ্যাত বাঙ্গালী অধ্যাপক ও লেখক।
• ১৮৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট শুমান, তিনি ছিলেন লুক্সেমবার্গ বংশোদ্ভূত ফরাসি আইনজীবী, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
• ১৮৯৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রশান্ত চন্দ্র মহলানবীশ, তিনি ছিলেন ভারতীয় অর্থনীতিবিদ ও পরিসংখ্যানবিদ।
• ১৯০০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্টোইনে সাইন্ট-এক্সুপেরয়, তিনি ছিলেন ফরাসি কবি ও পাইলট।
• ১৯০৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইভান চেরনিয়াখভস্কি, তিনি ছিলেন ইউক্রেনীয় জেনারেল।
• ১৯১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বার্নার্ড হারম্যান, তিনি ছিলেন আমেরিকান সুরকার ও কন্ডাকটর।
• ১৯২০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রে হ্যারিহাউসেন, তিনি ছিলেন আমেরিকান অ্যানিম্যাটর ও প্রযোজক।
• ১৯২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জো নেপোলিতানো, তিনি ছিলেন ইতালির সাংবাদিক, রাজনীতিবিদ ও একাদশ রাষ্ট্রপতি।
• ১৯২৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাবের আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ, তিনি ছিলেন কুয়েতের শাসক ও ৩য় আমির।
• ১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওরিয়ানা ফালাকি, তিনি ছিলেন ইতালিয়ান সাংবাদিক ও লেখক।
• ১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সাওমির ম্রোজেক, তিনি ছিলেন পোলিশ বংশোদ্ভূত ফরাসি লেখক ও নাট্যকার।
• ১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বুদ্ধদেব গুহ, তিনি ছিলেন ভারতীয় বাঙালি লেখক।
• ১৯৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অজিত রায়, তিনি ছিলেন বাংলাদেশী সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক।
• ১৯৩৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আমারিল্ডো টাভেরেস দা সিলভিরা, তিনি ব্রাজিলিয়ান সাবেক ফুটবলার ও কোচ।
• ১৯৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আহমদ ছফা, তিনি বাংলাদেশী লেখক, চিন্তক ও ঔপন্যাসিক।
• ১৯৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্যারি বিউসি, তিনি আমেরিকান অভিনেতা।
• ১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চন্দ্রিকা বন্দরনায়েকে কুমারাতুঙ্গা, তিনি শ্রীলংকার রাজনীতিবিদ ও ৫ম প্রেসিডেন্ট।
• ১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড লুইস, তিনি আমেরিকান অভিনেতা ও চিত্রনাট্যকার।
• ১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আয়ান পাইস, তিনি ইংলিশ ড্রামার, গীতিকার ও প্রযোজক।
• ১৯৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লেওভেগিল্ডো লিন্স ডা গামা জুনিয়র, তিনি ব্রাজিলিয়ান সাবেক ফুটবলার, কোচ ও ম্যানেজার।
• ১৯৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পেড্রো সানতানা লোপস, তিনি পর্তুগালের আইনজীবী ও রাজনীতিবিদ, পর্তুগালের ১১৮তম প্রধানমন্ত্রী।
• ১৯৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গুরবাঙ্গুলয় বেরডিমুহামেডও, তিনি তুর্কমেনিস্তানের ডেন্টিস্ট, রাজনীতিবিদ ও ২য় প্রেসিডেন্ট।
• ১৯৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আমন্ডা ডোনোহো, তিনি ইংরেজ অভিনেত্রী।
• ১৯৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোয়ান ল্যাপার্টা, তিনি স্প্যানিশ আইনজীবি ও রাজনীতিবিদ।
• ১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যান-সোফি মুটার, তিনি জার্মান বেহালাবিদ।
• ১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকোল শেরজিঙ্গার, তিনি আমেরিকান গায়িকা, গীতিকার, নৃত্যশিল্পী ও অভিনেত্রী।
• ১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জো জনসন, তিনি আমেরিকান বাস্কেটবল সাবেক খেলোয়াড়।
• ১৯৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিলি রাব, তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হোসে ম্যানুয়েল জুরাডো, তিনি স্প্যানিশ ফুটবলার।
• ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এ্যাডওয়ার্ড মায়া, তিনি রোমানিয়ান গায়ক, গীতিকার ও প্রযোজক।
• ১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এভার বানেগা, তিনি আর্জেন্টিনার ফুটবলার।
• ১৯৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়ান এম'ভিলা, তিনি ফরাসি ফুটবলার।
• ১৯৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কাওহি লিওনার্ড, তিনি আমেরিকান বাস্কেটবল খেলোয়াড়।
• ১৯৯৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্যামিলা মেন্ডেস, তিনি আমেরিকান অভিনেত্রী ও মডেল।

• ০২২৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কাও পী, তিনি ছিলেন চীনা সম্রাট।
• ১১৪৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পোয়েটিয়ার্সের রেমন্ড, তিনি ছিলেন এন্টিওকের যুবরাজ।
• ১২৫২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আবেল, তিনি ছিলেন ডেনমার্কের রাজা।
• ১৩১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন র্যামন লাল, তিনি ছিলেন স্প্যানিশ দার্শনিক।
• ১৫২০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় মোকতেজুমা, তিনি ছিলেন অ্যাজটেক শাসক।
• ১৭৭৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আন্তোন রাফেল মেনগস, তিনি ছিলেন জার্মান চিত্রশিল্পী।
• ১৮৪০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লুসিয়ান বোনাপার্ট, তিনি ছিলেন ফরাসি যুবরাজ।
• ১৮৫২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হেনরি ক্লায়, তিনি ছিলেন আমেরিকান আইনজীবি, রাজনীতিবিদ ও ৯ম সেক্রেটারি অফ স্টেট।
• ১৮৬১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, তিনি ছিলেন ইংরেজ কবি।
• ১৮৭৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মাইকেল মধুসূদন দত্ত, তিনি ছিলেন উনিশ শতকের একজন বাঙালি কবি।
• ১৮৭৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম ফার্দিনান্দ, তিনি ছিলেন অস্ট্রিয়ার সম্রাট।
• ১৮৯৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টমাস হেনরি হাক্সলি, তিনি ছিলেন ইংরেজ জীববিজ্ঞানী।
• ১৯৩৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রস্কো আর্বুকলে, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯৪০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পল ক্লি, তিনি ছিলেন সুইস চিত্রকর ও চিত্রকর।
• ১৯৪১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইগনেসি জান প্যাডেরউস্কি, তিনি ছিলেন পোলিশ পিয়ানোবাদক, সুরকার, রাজনীতিবিদ ও ২য় প্রধানমন্ত্রী।
• ১৯৫৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ম্যাক্স পেচস্টেইন, তিনি ছিলেন জার্মান চিত্রকর ও শিক্ষাবিদ।
• ১৯৬৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জায়ন ম্যান্সফিল্ড, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ১৯৬৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মোইস টশোম্ব, তিনি ছিলেন কঙ্গোর হিসাবরক্ষক, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
• ১৯৮২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হেনরি কিং, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৯২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মোহাম্মদ বৌদিফ, তিনি ছিলেন আলজেরিয়ার সৈনিক, রাজনীতিবিদ ও রাষ্ট্রপতি।
• ১৯৯৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লানা টার্নার, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।
• ২০০০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভিটোরিও গ্যাসম্যান, তিনি ছিলেন ইতালীয় অভিনেতা ও পরিচালক।
• ২০০২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রোজমেরি ক্লুনি, তিনি ছিলেন আমেরিকান গায়িকা ও অভিনেত্রী।
• ২০০২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উলাহ্-ইয়োহান ডাল, তিনি ছিলেন নরওয়েজীয় কম্পিউটার বিজ্ঞানী।
• ২০০৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্যাথরিন হেপবার্ন তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মারগেরিতা হ্যাক, তিনি ছিলেন ইতালীয় জ্যোতিঃপদার্থবিজ্ঞানী ও লেখক।
• ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আবুল হোসেন, তিনি ছিলেন বাংলাদেশী বাঙালি কবি।
• ২০১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মুজিবুর রহমান, তিনি ছিলেন বাংলাদেশী চিকিৎসা বিজ্ঞানী।
• ২০১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোসেফ মাসোপুস্ট, তিনি ছিলেন চেক ফুটবলার ও কোচ।
• ২০১৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন স্টিভ ডিটকো, তিনি ছিলেন আমেরিকান কমিক লেখক ও চিত্রকর।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
২৯ জুনের এই দিনে
২৯ জুনের এই দিনে• ১৬১৩ সালে এই দিনে শে
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image