Skip to content
Latest
7 Surprising Impacts of Treaty of Versailles5 Surprising Facts About the Aswan DamInternational Typing Day CelebrationTragic Insights on Felani Killing Day FactsBrilliant Life and Career of Rowan Atkinson

৩০ জুনের এই দিনে

৩০ জুনের এই দিনে

Asteroid Day

• আজ আন্তর্জাতিক গ্রহাণু দিবস।

• ০৬৫৬ সালে এই দিনে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রা.) খেলাফত লাভ করেন।
• ১৭৫৭ সালে এই দিনে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলা ত্রিশ হাজার সেনা নিয়ে ইংরেজ অধিকৃত কোলকাতা দখল করেন।
• ১৭৫৭ সালে এই দিনে নবাব সিরাজ-উদ-দৌলা স্বীয় পত্নী ও কন্যাসহ পালিয়ে যাবার সময় পথিমধ্যে রাজমহলে রাত কাটাতে গিয়ে তিনি ধরা পড়েন।
• ১৭৭২ সালে এই দিনে বাংলাদেশের রংপুরে ফকির মজনু শাহ জেহাদ শুরু করেন।
• ১৮৫৫ সালে এই দিনে ব্রিটিশবিরোধী সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়।
• ১৮৮৬ সালে এই দিনে ন্যায়বান গভরমেন্ট দক্ষিণ সাহাবাজপুর পরগনা কোর্ট অব ওয়ার্ডসের শাষনাধীনে গ্রহণ করে বাবু পিতাম্বর বন্ধ্যোপাধ্যায়কে অস্থায়ী ম্যানেজার নির্ধারণ করে দৌলতখায় প্রেরণ করে।
• ১৮৯৪ সালে এই দিনে কোরিয়া চীন থেকে স্বাধীনতা পেয়ে জাপানের সহযোগিতা কামনা করে।
• ১৮৯৪ সালে এই দিনে লন্ডন টাওয়ার ব্রিজ উদ্বোধন করা হয়।
• ১৯০৮ সালে এই দিনে রাশিয়ার সাইবেরিয়ার বৈকাল হ্রদের উত্তর-পশ্চিমের দুর্গম পার্বত্য এলাকা টাঙ্গুস্কায় এক প্রচন্ড শক্তির বিস্ফোরন ঘটে।
• ১৯২০ সালে এই দিনে আয়াতুল্লাহ মীর্যা মোঃ ত্বাক্বী শিরাজীর নেতৃত্বে ইরাকের জনগণ বৃটিশ দখলদারদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম শুরু করে।
• ১৯৩৪ সালে এই দিনে জার্মানিতে ফ্যাসিবাদী হিটলারের বিরোধীতা করায় প্রায় এক হাজার লোককে হত্যা করা হয়।
• ১৯৩৭ সালে এই দিনে বিশ্বে প্রথম আপৎকালীন টেলিফোন নম্বর ‘৯৯৯’ চালু হয় লণ্ডনে।
• ১৯৫৭ সালে এই দিনে আওয়ামী লীগের প্রাদেশিক প্রধান, মাওলানা ভাসানী দলের সভাপতি পদ থেকে পদত্যাগ করেন।
• ১৯৭১ সালে এই দিনে ‘নিউইয়র্ক টাইমস’- এর প্রতিনিধি সিডনি শ্যানবার্গকে ঢাকা থেকে বহিষ্কার করা হয়।
• ১৯৭১ সালে এই দিনে মুক্তিযোদ্ধারা তিনটি দলে বিভক্ত হয়ে নীলমনিগঞ্জ, হালসা ও আলমডাঙ্গা রেল লাইন বিষ্ফোরকের সাহায্যে উড়িয়ে দিয়ে পাকসেনাদের রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।
• ১৯৭৪ সালে এই দিনে বিশিষ্ট রাজনীতিক ভাষাসৈনিক জাতীয় লীগ প্রধান জনাব অলি আহাদ বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক হন।
• ১৯৭৯ সালে এই দিনে সুদানের জেনারেল ওমর আল বাশীর অভ্যন্তরীন সংকটের সম্মুখীন সুদানের সাদেক আল মাহদীর সরকারকে ক্ষমতাচ্যুত করেন।
• ১৯৯১ সালে এই দিনে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনের অবসান ঘটে।
• ১৯৯৩ সালে এই দিনে ভারতে বাবরী মসজিদ ভাঙ্গার প্রতিবাদে ঢাকার বায়তুল মোকাররম মসজিদ থেকে লাখো জনতা অযোধ্যা অভিমুখে প্রতীকি লংমার্চ শুরু করেন।
• ২০০২ সালে এই দিনে বিশ্বের সবচেয়ে বড় পাটকল আদমজী জুট মিল বন্ধ করে দেয় বিএনপি জোট সরকার৷
• ২০০৪ সালে এই দিনে গণপূর্ত অধিদপ্তর মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র স্থাপন প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন করে।
• ২০১১ সালে এই দিনে বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয়।

• ১৪৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অষ্টম চার্লস, তিনি ছিলেন ফ্রান্সের রাজা।
• ১৬৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন গে, তিনি ছিলেন ইংরেজ কবি ও নাট্যকার।
• ১৭৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল বাররাস, তিনি ছিলেন ফরাসি সৈনিক ও রাজনীতিবিদ।
• ১৭৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হোরেস ভার্নেট, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী ও শিক্ষাবিদ।
• ১৭৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্যালিক্স সাভার্ট, তিনি ছিলেন ফরাসি পদার্থবিদ ও মনোবিজ্ঞানী।
• ১৮১৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোসেফ ডালটন হুকার, তিনি ছিলেন ইংরেজ উদ্ভিদ্বিজ্ঞানী ও অভিযাত্রী।
• ১৮৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জেস দুহামেল, তিনি ছিলেন ফরাসি লেখক ও সমালোচক।
• ১৮৯৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়াল্টার উলব্রিচত, তিনি ছিলেন জার্মান সৈনিক ও রাজনীতিবিদ।
• ১৯০৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যান্টনি মান, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও পরিচালক।
• ১৯১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চেসোয়াফ মিওশ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ কবি ও লেখক।
• ১৯১৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলফোনসো ল্যাপেজ মিশেলসেন, তিনি ছিলেন কলম্বিয়ার আইনজীবী, রাজনীতিবিদ ও ২৪তম রাষ্ট্রপতি।
• ১৯১৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রান্সিসকো দা কোস্টা গোমেস, তিনি ছিলেন পর্তুগালের জেনারেল, রাজনীতিবিদ ও ১৫তম রাষ্ট্রপতি।
• ১৯১৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সুজান হেওয়ার্ড, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ১৯১৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিনা হরনে, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী, গায়িকা ও ড্যন্সার।
• ১৯২৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল বার্গ, তিনি আমেরিকান নোবেল পুরস্কার বিজয়ী বায়োকেমিস্ট ও শিক্ষাবিদ।
• ১৯৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টমিসালভ আইভিয়, তিনি ক্রোয়েশিয়ান সাবেক ফুটবল কোচ ও পরিচালক।
• ১৯৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইকেল জন নাইট স্মিথ, তিনি ইংলিশ ক্রিকেটার ও রাগবি প্লেয়ার।
• ১৯৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কুর্ট ভন শ্লেইচার, তিনি জার্মানির সাবেক, রাজনীতিবিদ ও ২৩তম চ্যান্সেলর।
• ১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আসিয়া দেজেবার, তিনি ছিলেন আলজেরিয়ান বংশোদ্ভূত ফরাসি লেখক ও অনুবাদক।
• ১৯৩৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হোসে এমিলিও পাচেকো, তিনি ছিলেন মেক্সিকান কবি ও লেখক।
• ১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিটার পোলক, তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ও লেখক।
• ১৯৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আহমদ ছফা, তিনি ছিলেন বাংলাদেশী লেখক, কবি ও সমালোচক।
• ১৯৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেরজ সার্গসায়ান, তিনি আর্মেনিয় রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট।
• ১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এগিলস লেভিটস, তিনি লাতভিয়ার বিচারপতি, ফকির ও দশম রাষ্ট্রপতি।
• ১৯৫৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এসা-পেক্কা স্যালোনেন, তিনি ফিনিশ কন্ডাক্টর ও সুরকার।
• ১৯৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিনসেন্ট ড'ওনোফ্রিও, তিনি আমেরিকান অভিনেতা।
• ১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রূপটা গ্রাভস, তিনি ইংরেজ অভিনেতা, পরিচালক এবং চিত্রনাট্যকার
• ১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়াংউই ম্যালমস্টিন, তিনি সুইডিশ গিটারিষ্ট ও গীতিকার।
• ১৯৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেকজান্দ্রা, তিনি ডেনমার্কের প্রিন্স জোয়াখিমের সাবেক স্ত্রী।
• ১৯৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্যারি এন্ড্রু প্যালিস্টার, তিনি সাবেক ইংরেজ ফুটবল খেলোয়াড়।
• ১৯৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিচ রিচমন্ড, তিনি আমেরিকান বাস্কেটবল খেলোয়াড়।
• ১৯৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইক টাইসন, তিনি আমেরিকান বক্সার ও অভিনেতা।
• ১৯৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফিল অ্যান্সেলমো, তিনি আমেরিকান গায়ক, গীতিকার ও প্রযোজক।
• ১৯৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সনাথ জয়াসুরিয়া, তিনি শ্রীলংকান সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ।
• ১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্র্যাঙ্ক রোস্ট, তিনি জার্মান ফুটবলার ও পরিচালক।
• ১৯৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাল্ফ শুমাচার, তিনি জার্মান রেস গাড়ি চালক।
• ১৯৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুস্টো ভিলার, তিনি প্যারাগুয়ের ফুটবলার।
• ১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রায়ান টেন ডেসকাট, তিনি ডাচ ক্রিকেটার।
• ১৯৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিজি ক্যাপলান, তিনি আমেরিকান অভিনেত্রী।
• ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চেরিল, তিনি ইংরেজ গায়িকা ও টিভি ব্যক্তিত্ব।
• ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইকেল ফেলপস, তিনি আমেরিকান সাঁতারু।
• ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলিশিয়া ফক্স, তিনি মার্কিন মডেল, অভিনেত্রী ও পেশাদার কুস্তিগীর।
• ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রেডি গুয়ারান, তিনি কলম্বিয়ান ফুটবলার।
• ১৯৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আসবেল কিপ্রোপ, তিনি কেনিয়ার রানার।

• ১৫২২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোহান রেউচলিন, তিনি ছিলেন জার্মান মানবতাবাদী ও হিব্রু পণ্ডিত।
• ১৬৬০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম অউগট্রেড, তিনি ছিলেন ইংরেজ মন্ত্রী ও গণিতবিদ।
• ১৯১৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দাদাভাই নওরোজি, তিনি ছিলেন ভারত উপমহাদেশের একজন প্রথম সারির রাজনীতিবিদ ও ভারতীয়দের মধ্যে তিনিই প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য।
• ১৯১৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন উইলিয়াম স্ট্রাট ৩য় ব্যারন রেলি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী।
• ১৯৩৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গ্রেগর স্ট্রসার, তিনি ছিলেন জার্মান লেফটেন্যান্ট ও রাজনীতিবিদ।
• ১৯৩৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কুর্ট ভন শ্লেইচার, তিনি ছিলেন জার্মান জেনারেল, রাজনীতিবিদ ও ২৩তম চ্যান্সেলর।
• ১৯৬১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লি ডি ফরেস্ট, তিনি ছিলেন আমেরিকান আবিষ্কারক ও অডিও টিউবের আবিষ্কারক।
• ১৯৬৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জিউসেপ ফারিনা, তিনি ছিলেন ইতালীয় রেস গাড়ী চালক।
• ১৯৭১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জি ডব্রোভোলস্কি, তিনি ছিলেন ইউক্রেনীয় পাইলট ও নভোচারী।
• ১৯৭১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভ্লাডিস্লাভ ভোল্কোভ, তিনি ছিলেন রাশিয়ান প্রকৌশলী ও মহাকাশচারী।
• ১৯৭৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভ্যানিভার বুশ, তিনি ছিলেন মার্কিন প্রকৌশলী ও বিজ্ঞান প্রশাসক।
• ১৯৯৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জি বেরিগোভয়, তিনি ছিলেন ইউক্রেনীয় জেনারেল ও নভোচারী।
• ১৯৯৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গ্যাল গর্ডোন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও ভয়েস আর্টিস্ট।
• ২০০১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চ্যাট অ্যাটকিন্স, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার, গিটার ও প্রযোজক।
• ২০০৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বাডি হ্যাকেট, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও কৌতুকাভিনেতা।
• ২০০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পিনা বাউশ, তিনি ছিলেন জার্মান ড্যন্সার, কোরিওগ্রাফার ও পরিচালক।
• ২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন  ইয়েজাক শামির, তিনি ছিলেন ইস্রায়েলের রাজনীতিবিদ ও ৭ম প্রধানমন্ত্রী।
• ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পল মাজুরস্কি, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ২০১৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সিমোন ভেইল, তিনি ছিলেন ফরাসি আইনজীবী ও রাজনীতিবিদ।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
৩০ জুনের এই দিনে
৩০ জুনের এই দিনে• আজ আন্তর্জাতিক গ্রহ
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image