Skip to content
Latest
International Men's Day Importance and CelebrationWorld Toilet Day Importance and Global AwarenessInternational Students Day A Tribute to Youth and EducationInternational Day for Tolerance Understanding the Power of AcceptanceDay of the Imprisoned Writer Honoring Freedom of Expression and the Fight for Justice

০৪ মে'র এই দিনে

০৪ মে'র এই দিনে

Panama Canal

• ১৮০০ সালে এই দিনে কলকাতা ফোর্ট উইইলয়াম কলেজ প্রতিষ্ঠা হয়।
• ১৯০৪ সালে এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র পানামা খাল নির্মাণ শুরু করে।

• ১০০৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন খাজা আবদুল্লাহ আনসারী, তিনি ছিলেন পারস্যের কবি।
• ১০০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রথম হেনরি, তিনি ছিলেন ফ্রান্সের রাজা।
• ১৬৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বার্তোলোমিও ক্রিস্টোফোরি, তিনি ছিলেন ইতালীয় বাদ্যযন্ত্র নির্মাতা ও পিয়ানোর উদ্ভাবক।
• ১৭৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যান-চার্লস ডি বোর্দা, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ, পদার্থবিদ ও নাবিক।
• ১৭৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রেঞ্চোইস গার্ডার্ড, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী।
• ১৮২০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুলিয়া গার্ডিনার টেলার, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের একাদশ ফার্স্ট লেডি।
• ১৮২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন থমাস হেনরি হাক্সলি, তিনি ছিলেন ইংরেজ জীববিজ্ঞানী।
• ১৮২৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রেডরিক এডউইন চার্চ, তিনি ছিলেন আমেরিকান চিত্রশিল্পী।
• ১৮২৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন হ্যানিং স্পিক, তিনি ছিলেন ইংরেজ সৈনিক ও এক্সপ্লোরার।
• ১৮৫২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালিস লিডেল, তিনি ছিলেন ইংলিশ মডেল।
• ১৮৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়াং জিংওয়েই, তিনি ছিলেন চীনা রাজনীতিবিদ।
• ১৯১৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেন জ্যাকবস, তিনি ছিলেন আমেরিকান বংশোদ্ভূত কানাডিয়ান সাংবাদিক, লেখক ও সমাজসেবী।
• ১৯১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কাকুয়ে তানাকা, তিনি ছিলেন জাপানের সৈনিক, রাজনীতিবিদ ও ৬৪তম প্রধানমন্ত্রী।
• ১৯২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মেনার্ড ফার্গুসন, তিনি ছিলেন কানাডিয়ান ট্রাম্প প্লেয়ার ও ব্যান্ডলিডার।
• ১৯২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হোসনি মুবারক, তিনি ছিলেন মিশরের এয়ার মার্শাল, রাজনীতিবিদ ও চতুর্থ রাষ্ট্রপতি।
• ১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অড্রি হেপবার্ন, তিনি ছিলেন বেলজিয়াম বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেত্রী ও মানবহিতৈষী।
• ১৯৩৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডিক ডেল, তিনি ছিলেন আমেরিকান সার্ফ-রক গিটারিস্ট, গায়ক ও গীতিকার।
• ১৯৩৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আমোজ ওজ, তিনি ইস্রায়েলি সাংবাদিক ও লেখক।
• ১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পঞ্চম জর্জ টুপো, তিনি ছিলেন টঙ্গার রাজা।
• ১৯৫১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাকি জ্যাকসন, তিনি আমেরিকান গায়ক, গীতিকার ও নৃত্যশিল্পী।
• ১৯৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিটার রেমন্ড স্লিপ, তিনি অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার।
• ১৯৫৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কিথ হ্যারিং, তিনি ছিলেন আমেরিকান চিত্রশিল্পী।
• ১৯৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়ের্নার ফেম্যান, তিনি অস্ট্রিয়ার রাজনীতিবিদ ও ২৮তম চ্যান্সেলর।
• ১৯৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মনিকা বারডেম, তিনি স্প্যানিশ অভিনেত্রী।
• ১৯৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইল আর্নেট, তিনি কানাডিয়ান অভিনেতা ও প্রযোজক।
• ১৯৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল ওয়াইজম্যান, তিনি নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও কোচ।
• ১৯৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইক ডারেন্ট, তিনি আমেরিকান খাদ প্লেয়ার ও গীতিকার।
• ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ল্যান্স বাস, তিনি আমেরিকান গায়ক, ড্যান্সার, অভিনেতা ও প্রযোজক।
• ১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এরিক দেজেম্বা-ডিজেবা, তিনি ক্যামেরুন সাবেক ফুটবলার।
• ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যানিয়েল ক্রিস্টিয়ান, তিনি অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার।
• ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাঞ্জারুল ইসলাম রানা, তিনি ছিলেন বাংলাদেশী ক্রিকেটার।
• ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবি বোপারা, তিনি ইংলিশ ক্রিকেটার।
• ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফার্নান্দো লুইজ রোজা, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার।
• ১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেস্‌ ফাব্রিগাস, তিনি স্প্যানিশ ফুটবলার।
• ১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ লো‌রে‌ঞ্জো গে‌রে‌রো, তিনি স্প্যানিশ মোটরসাইকেল রেসার।
• ১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাজা নাইনগোলান, তিনি বেলজিয়ামের ফুটবলার।
• ১৯৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ররি ম্যাকলরয়, তিনি উত্তর আইরিশ গলফার।

• ১৪০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কলুসিও সালুটাটি, তিনি ছিলেন ফ্লোরেন্সের চ্যান্সেলর।
• ১৪৭১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওয়েস্টমিনস্টারের অ্যাডওয়ার্ড, তিনি ছিলেন ইংল্যান্ডের হেনরি ষষ্ঠের পুত্র ও উত্তরাধিকারী।
• ১৫০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হুসেন মির্জা বায়কারা, তিনি ছিলেন হেরাতের তৈমুরিদ শাসক।
• ১৫১৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লরেঞ্জো ডি 'মেডিসি, তিনি ছিলেন উরবিনোর ডিউক।
• ১৬৭৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আইজাক ব্যারো, তিনি ছিলেন ইংরেজ গণিতবিদ ও ধর্মতত্ত্ববিদ।
• ১৭৯৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টিপু সুলতান, তিনি ছিলেন ব্রিটিশ ভারতের মহীশূর রাজ্যের শাসনকর্তা।
• ১৮৮৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আশুতোষ মুখোপাধ্যায়, তিনি ছিলেন বাঙালি সাহিত্যিক।
• ১৯০৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গোটসে ডেলচেভ, তিনি ছিলেন ম্যাসেডোনিয়ান বুলগেরিয়ান বিপ্লবী।
• ১৯১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নেটটি স্টিভেনস, তিনি ছিলেন আমেরিকান জিনতত্ত্ববিদ  যৌন ক্রোমোজোমগুলির আবিষ্কারক।
• ১৯১৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মিলান রাস্তিস্লাভ স্টেফানিক, তিনি ছিলেন স্লোভাক সেনাপতি ও রাজনীতিবিদ।
• ১৯২৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এডিথ নেসবিট, তিনি ছিলেন ইংরেজ লেখক ও কবি।
• ১৯৩৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কানা জিগরি, তিনি ছিলেন জাপানী শিক্ষাবিদ, ক্রীড়াবিদ ও জুডোর প্রতিষ্ঠাতা।
• ১৯৩৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কার্ল ভন অসিটযকয়, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সাংবাদিক ও সমাজ কর্মী।
• ১৯৪৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফেডার ভন বক, তিনি ছিলেন জার্মান ফিল্ড মার্শাল।
• ১৯৫৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ ইনেস্কু, তিনি ছিলেন রোমানিয়ান পিয়ানোবাদক, সুরকার ও কন্ডাক্টর।
• ১৯৭২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এডয়ার্ড কেলভিন কেন্ডাল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।
• ১৯৮০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোসিপ ব্রজ টিটো, তিনি ছিলেন  যুগোস্লাভিয়ার ফিল্ড মার্শাল, রাজনীতিবিদ ও প্রথম রাষ্ট্রপতি।
• ১৯৮৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আবুল ফজল, তিনি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ছিলেন।
• ১৯৮৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হ্যারি এয়ারলেস, তিনি ছিলেন জার্মান জন্মগ্রহণকারী অভিনেতা।
• ১৯৯০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এমিলি রেমলের, তিনি ছিলেন আমেরিকান গিটার।
• ২০০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডোম দেলুইস, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
• ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্রিস্টিয়ান ডি দুভ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত বেলজিয়ান বায়োকেমিস্ট।
• ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এলেনা বাল্টাচা, তিনি ছিলেন ইউক্রেনীয় বংশোদ্ভূত স্কটিশ টেনিস খেলোয়াড়।
• ২০১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জিন-ব্যাপটিস্ট বাগাজা, তিনি ছিলেন বুরুন্ডিয়ার রাজনীতিবিদ।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
০৪ মে'র এই দিনে
০৪ মে'র এই দিনে• ১৮০০ সালে এই দিনে কলকা
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image