Skip to content
Latest
International Men's Day Importance and CelebrationWorld Toilet Day Importance and Global AwarenessInternational Students Day A Tribute to Youth and EducationInternational Day for Tolerance Understanding the Power of AcceptanceDay of the Imprisoned Writer Honoring Freedom of Expression and the Fight for Justice

০৫ মে'র এই দিনে

০৫ মে'র এই দিনে


• আজ আন্তর্জাতিক মিডওয়াইফস দিবস।

• ১২৬০ সালে এই দিনে কুবলাই খান মোঙ্গল সাম্রাজ্যের শাসক হন।
• ১৫৭০ সালে এই দিনে ডেনিশদের বিরুদ্ধে তুরস্কের যুদ্ধ ঘোষণা।
• ১৭৮৯ সালে এই দিনে ফরাসী বিপ্লব শুরু হয়।
• ১৭৯৯ সালে এই দিনে বীর সেনানী টিপু সুলতানকে সমাহিত করা হয়।
• ১৯৩০ সালে এই দিনে ভারত শাসনকারী বৃটিশ সরকার মোহনদাস করমচাঁদ গান্ধীকে বিনা বিচারে বন্দি করে।
• ১৯৩৬ সালে এই দিনে ইতালীয় বাহিনী আদ্দিস আবাবা দখল করে।
• ১৯৪৫ সালে এই দিনে চেকোশ্লোভাকিয়ার কমিউনিস্ট পার্টি আত্মগোপন অবস্থা থেকে বের হয়ে দেশব্যাপী গণঅভ্যুত্থানে যোগ দেয়।
• ১৯৫৫ সালে এই দিনে জার্মানি সার্বভৌম রাষ্ট্রে পরিণত।
• ১৯৬১ সালে এই দিনে প্রথম মার্কিন নভোচারি এলান শেপহার্ড জুনিয়রের মহাকাশ যাত্রা।
• ১৯৮১ সালে এই দিনে দক্ষিণ বেলফাস্টের কুখ্যাত মেজ কারাগারে আটক আইরিশ-ক্যাথলিক নেতা ববি স্যান্ডস ৬৬ দিন টানা অনশনের পর পরলোকগমন করেন।
• ২০১৩ সালে এই দিনে মতিঝিলের শাপলা চত্বরে ১৩ দফা দাবি নিয়ে ইসলামী জোট হেফাজতে ইসলাম আন্দোলনের জন্য জড়ো হয়। পরে রাতে তাদেরকে পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথবাহিনী অভিযান চালিয়ে বিতাড়িত করে।

• ১২১০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তৃতীয় আফোনসো, তিনি ছিলেন পর্তুগালের রাজা।
• ১৩৫২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রুপার্ট, তিনি ছিলেন জার্মানির রাজা।
• ১৪৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গুরু আমার দাশ, তিনি ছিলেন ভারতীয় তৃতীয় শিখ গুরু।
• ১৭৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় লিওপোল্ড, তিনি ছিলেন রোমান সম্রাট।
• ১৮১৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সারেন কিয়েরকেগর, তিনি ছিলেন ডেনীয় দার্শনিক ও তাত্ত্বিক।
• ১৮১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ল হাইনরিশ মার্ক্স, তিনি ছিলেন প্রভাবশালী জার্মান সমাজ বিজ্ঞানী ও মার্ক্সবাদের প্রবক্তা।
• ১৮২৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইউগনি ডি মন্টিজো, তিনি ছিলেন ফরাসি তৃতীয় নেপোলিয়নের স্ত্রী।
• ১৮৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফার্ডিনানড ভন রিখোথেন, তিনি ছিলেন জার্মান ভূগোলবিদ ও শিক্ষাবিদ।
• ১৮৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেন্রিক শিন্কিয়েউইচ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ লেখক।
• ১৮৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নেলী ব্লি, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও লেখক।
• ১৮৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্কিবাল্ড ওয়াভেল, তিনি ছিলেন প্রথম আর্ল ওয়াভেল, ইংরেজ জেনারেল, রাজনীতিবিদ ও ভারতের ৪৩তম গভর্নর-জেনারেল।
• ১৮৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হার্বার্ট উইলফ্রেড টেলর, তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ও সৈনিক।
• ১৯১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্দোর লিলিয়েনথাল, তিনি ছিলেন রাশিয়ান বংশোদ্ভূত হাঙ্গেরিয়ান দাবা খেলোয়াড়।
• ১৯১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার, তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের আত্নহুতি দানকারী বাঙালি নারী।
• ১৯১৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টায়রোন পাওয়ার, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ১৯১৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জৈল সিং, তিনি ছিলেন ভারতীয় রাজনীতিবিদ, ও ৭তম রাষ্ট্রপতি।
• ১৯১৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গেওরগিওস পাপাডোপউলোস, তিনি ছিলেন গ্রিক কর্নেল, রাজনীতিবিদ ও ১৬৯তম প্রধানমন্ত্রী।
• ১৯২১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্থার লিওনার্ড শলো, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ।
• ১৯২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বসন্ত চৌধুরী, তিনি ছিলেন বাঙালি যুক্তিবাদী, সুপণ্ডিত ও চলচ্চিত্রাভিনেতা।
• ১৯৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কলি স্মিথ, তিনি জামাইকার ক্রিকেটার।
• ১৯৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ল্যান্স হেনরিকসেন, তিনি আমেরিকান অভিনেতা।
• ১৯৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইকেল পালিন, তিনি ইংরেজ অভিনেতা ও চিত্রনাট্যকার।
• ১৯৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন রাইস-ডেভিস, তিনি ওয়েলশ অভিনেতা ও চিত্রনাট্যকার।
• ১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিল ওয়ার্ড, তিনি ইংরেজ ড্রামার ও গীতিকার।
• ১৯৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড ই. গ্রান্ট, তিনি সোয়াজি বংশোদ্ভূত ইংরেজ অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেমস ল্যাব্রি, তিনি কানাডিয়ান গায়ক ও গীতিকার।
• ১৯৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সের্গেই স্টানিশেভ, তিনি ইউক্রেনীয় বংশোদ্ভূত বুলগেরিয় রাজনীতিবিদ ও ৪৬তম প্রধানমন্ত্রী।
• ১৯৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মমতাজ বেগম, বাংলাদেশি সঙ্গীতশিল্পী ও রাজনীতিবিদ।
• ১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুয়ান পাবলো সোরিন, তিনি আর্জেন্টিনার সাবেক ফুটবলার।
• ১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়সি বেনায়ন, ইস্রায়েলি ফুটবলার।
• ১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রেগ ডেভিড, তিনি ইংরেজ গায়ক ও গীতিকার।
• ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেনরি কেভিল, তিনি ইংরেজ অভিনেতা।
• ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইমানুয়েল গিয়াকেরিনি, তিনি ইতালিয়ান ফুটবলার।
• ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টিসেপো ম্যাসিলেলা, তিনি দক্ষিণ আফ্রিকার ফুটবলার।
• ১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আডেল, তিনি ইংরেজ গায়িকা ও গীতিকার।
• ১৯৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস ব্রাউন, তিনি আমেরিকান গায়ক, গীতিকার, নৃত্যশিল্পী ও অভিনেতা।
• ১৯৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাউল জিমিঞ্জ, তিনি মেক্সিকান ফুটবলার।
• ১৯৯৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাস্টিন ক্লুইভার্ট, তিনি ডাচ ফুটবলার।

• ১১৯৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় ক্যাসেমির জাস্ট, তিনি ছিলেন পোলিশ বোলেসাও তৃতীয় রাইমাউথের পুত্র।
• ১৩০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় চার্লস, তিনি ছিলেন নেপলসের রাজা।
• ১৫২৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন তৃতীয় ফ্রেডরিক, তিনি ছিলেন স্যাক্সনির নির্বাচক।
• ১৭০৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম লিওপোল্ড, তিনি ছিলেন রোমান সম্রাট।
• ১৮২১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নেপোলিয়ন বোনাপার্ট, তিনি ছিলেন ফরাসি জেনারেল ও সম্রাট।
• ১৮২৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম ফ্রেডরিক অগাস্টাস, তিনি ছিলেন স্যাক্সনির রাজা।
• ১৮৫৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পিটার গুস্তাভ লেজেউনে ডিরিচলেট, তিনি ছিলেন জার্মান গণিতবিদ ও শিক্ষাবিদ।
• ১৮৯২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আগস্ট উইলহেলম ফন হফম্যান, তিনি ছিলেন জার্মান রসায়নবিদ ও শিক্ষাবিদ।
• ১৯০০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইভান আইভাযভস্ক্য, তিনি ছিলেন রাশিয়ান চিত্রশিল্পী।
• ১৯২১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলফ্রেড হারমান ফ্রাইড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান সাংবাদিক ও প্রচারবিদ।
• ১৯৫৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কার্লোস সাভেড্রা লামাস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আর্জেন্টিনার শিক্ষাবিদ ও রাজনীতিবিদ।
• ১৯৬২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ আর্নেস্ট টিল্ডসলে, তিনি ছিলেন ইংলিশ ক্রিকেটার।
• ১৯৭৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লুডওয়িগ আর্থার্ড, তিনি ছিলেন জার্মান অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ।
• ১৯৮১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ববি স্যান্ডস, তিনি ছিলেন পিআইআরএ এর স্বেচ্ছাসেবক।
• ১৯৯৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মিখাইল মোইসেভিচ বোতভিনিক, তিনি ছিলেন রাশিয়ান দাবা খেলোয়াড় ও কোচ।
• ২০০০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জিনো বার্তালি, তিনি ছিলেন ইতালিয়ান সাইক্লিস্ট।
• ২০০২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হুগো বানজার, তিনি ছিলেন বলিভিয়ারসেনাপতি, রাজনীতিবিদ ও ৬২তম রাষ্ট্রপতি।
• ২০০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নওশাদ আলী, তিনি ছিলেন ভারতীয় সুরকার ও প্রযোজক।
• ২০০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন থিওডোর হ্যারল্ড মাইম্যান, তিনি ছিলেন আমেরিকান বংশোদ্ভূত কানাডিয়ান পদার্থবিদ ও প্রকৌশলী।
• ২০১০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উমারু মুসা ইয়ার'আদুয়া, নাইজেরিয়ান শিক্ষাবিদ, রাজনীতি ও ১২তম প্রেসিডেন্ট।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
০৫ মে'র এই দিনে
০৫ মে'র এই দিনে• আজ আন্তর্জাতিক মিডওয়
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image