Skip to content
Latest
Michael Madhusudan Dutt Pioneer of Bengali PoetryBoy Scout Movement Inspiring Young Leaders WorldwideAbdur Razzak Legendary Icon of Bangladeshi CinemaAmanullah Asaduzzaman Inspiring Visionary with Unstoppable Achievements7 Surprising Impacts of Treaty of Versailles

১৮ মে'র এই দিনে

১৮ মে'র এই দিনে


• আজ আন্তর্জাতিক যাদুঘর দিবস। ও
• আজ আন্তর্জাতিক এআইডিএস ভ্যাকসিন দিবস।

• ১৭৯৮ সালে এই দিনে লর্ড ওয়েলেসলি গভর্নর জেনারেল হয়ে কলকাতায় আসেন।
• ১৮০৪ সালে এই দিনে ফ্রান্সের সংসদ সিনেটে এক আইন পাশের মধ্য দিয়ে নেপোলিয়ান বেনাপার্ট সেদেশের সম্রাট হিসাবে আত্মপ্রকাশ করেন।
• ১৮৩০ সালে এই দিনে ফ্রান্স আলজেরিয়া দখলের জন্য ব্যাপক সামরিক অভিযান শুরু করে।
• ১৮৬০ সালে এই দিনে আব্রাহাম লিংকন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।
• ১৮৯৯ সালে এই দিনে হেগে শান্তি সম্মেলনে ২৬টি দেশ আন্তর্জাতিক সালিশি আদালতে বিবাদ মীমাংসায় সম্মত হয়।
• ১৯৪৩ সালে এই দিনে জাতিসংঘ ত্রাণ ও পুনর্বাসন এজেন্সি প্রতিষ্ঠিত হয়।
• ১৯৪৫ সালে এই দিনে ইউরোপে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।
• ১৯৫১ সালে এই দিনে জাতিসংঘ সদর দফতর নিউইয়র্কে স্থানান্তর করা হয়।
• ১৯৭২ সালে এই দিনে বাংলা একাডেমী অর্ডার ১৯৭২ জারি করা হয়।
• ১৯৭৪ সালে এই দিনে আজকের দিনে রাজস্থানের পোখরানে ভারতের প্রথম পরমাণু পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরমাণু বিস্ফোরণটিকে স্মাইলিং বুদ্ধ সাংকেতিক নামে অভিহিত করা হয়।
• ১৯৭৬ সালে এই দিনে ভারত প্রথম পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায়।
• ১৯৮০ সালে এই দিনে চীন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সকল পরীক্ষা সম্পন্ন করে।

• ১০৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওমর খৈয়ামের, তিনি ছিলেন ফার্সি গণিতজ্ঞ, জ্যোতির্বিজ্ঞানী ও কবি।
• ১৬৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোসেফ বাটলার, তিনি ছিলেন ইংলিশ বিশপ, ধর্মতত্ত্ববিদ ও আপোলোজিস্ট।
• ১৭১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রজার জোসেফ বসকোভিচ, তিনি ছিলেন রাগুসান পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ।
• ১৭৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় ফ্রেডরিক অগাস্টাস, তিনি ছিলেন স্যাক্সনির রাজা।
• ১৮২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যাথিউ ব্র্যাডি, তিনি ছিলেন আমেরিকান ফটোগ্রাফার ও সাংবাদিক।
• ১৮৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অলিভার হেভিসিড, তিনি ছিলেন ইংরেজ প্রকৌশলী, গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী।
• ১৮৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় নিকোলাস, তিনি ছিলেন রাশিয়ার সর্বশেষ সম্রাট।
• ১৮৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বারট্রান্ড রাসেল, তিনি ছিলেন একজন নোবেল বিজয়ী ইংরেজ বিজ্ঞানী, শিক্ষাবিদ, দার্শনিক, লেখক ও সাহিত্যে।
• ১৮৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হারমান মুলার, তিনি ছিলেন জার্মান সাংবাদিক, রাজনীতিবিদ ও ১২তম চ্যান্সেলর।
• ১৮৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইউরিকো গ্যাস্পার দুত্রা, তিনি ছিলেন ব্রাজিলের মার্শাল, রাজনীতিবিদ ও ১৬তম রাষ্ট্রপতি।
• ১৮৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়াল্টার গ্রোপিয়াস, তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত আমেরিকান স্থপতি ও জন এফ কেনেডি ফেডারেল ভবন পরিকল্পাকারী।
• ১৮৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রুডলফ কার্নাপ, জার্মান বংশোদ্ভূত আমেরিকান দার্শনিক ও শিক্ষাবিদ।
• ১৮৯৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আগস্টো সিজার স্যান্ডিনো, নিকারাগুয়ান বিদ্রোহী নেতা।
• ১৮৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রাঙ্ক রাসেল ক্যাপ্রা, তিনি ছিলেন ইতালিয়ান আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯০১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিঞ্চেন্ত দু ভিগ্নেয়াউদ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।
• ১৯০৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেডলি ভেরিটি, তিনি ছিলেন পেশাদার ইংরেজ ক্রিকেটার।
• ১৯০৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রেড পেরি, তিনি ছিলেন ইংলিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড় ও শিক্ষাবিদ।
• ১৯১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিগ জো টার্নার, তিনি ছিলেন আমেরিকান ব্লুজ/আর অ্যান্ড বি গায়ক।
• ১৯১২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড ব্রুকস, তিনি ছিলেন আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯১২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পেরি কমো, তিনি ছিলেন আমেরিকান গায়ক ও টেলিভিশন হোস্ট।
• ১৯১৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বরিস ক্রিস্টফ, তিনি ছিলেন বুলগেরিয়ান বংশোদ্ভূত ইতালীয় অপেরা গায়ক।
• ১৯১৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্গট ফন্টেইন, তিনি ছিলেন ব্রিটিশ বলেরিনা।
• ১৯৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হারাদানাহাল্লি দোদ্দেগৌড়া দেব গৌড়া, তিনি ভারতের কৃষক, রাজনীতিবি ও ১তম প্রধানমন্ত্রী।
• ১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এস এম আহমেদ হুমায়ুন, তিনি ছিলেন বাঙালি লেখক ও সাংবাদিক।
• ১৯৩৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাক সান্টার, তিনি লুক্সেমবার্গ আইনজ্ঞ, রাজনীতিবিদ ও ২২তম প্রধানমন্ত্রী।
• ১৯৩৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিওভান্নি ফ্যালকোন, তিনি ইতালিয়ান আইনজীবী ও বিচারক।
• ১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মরিয়ম মার্গোলাইস, তিনি ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান অভিনেত্রী ও গায়িকা।
• ১৯৪২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নর্বার্ট "নবি" পিটার স্টিলেস, তিনি সাবেক ইংরেজ ফুটবল খেলোয়াড়, কোচ ও ম্যানেজার।
• ১৯৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডব্লিউ. জি. সেবাল্ড, তিনি ছিলেন জার্মান লেখক ও শিক্ষাবিদ।
• ১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন ব্রুটন, তিনি ছিলেন আয়ারল্যান্ডের রাজনীতিবিদ ও ১০তম তাওসিচ।
• ১৯৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিক ওয়েকম্যান, তিনি ছিলেন ইংলিশ প্রগতিশীল রক কীবোর্ড লেখক ও গীতিকার।
• ১৯৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এরিক গেরেটস, তিনি ছিলেন বেলজিয়ামের ফুটবলার ও পরিচালক।
• ১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চৌ ইউ ইউ-ফ্যাট, তিনি হংকং অভিনেতা।
• ১৯৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্রাহাম রয় ডিলি, তিনি ইংলিশ ক্রিকেটার ও কোচ।
• ১৯৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়ানিক নোহ, তিনি সাবেক ফরাসি টেনিস খেলোয়াড় ও গায়ক।
• ১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হাইঞ্জ-হ্যারাল্ড ফ্রেন্টজেন, তিনি জার্মান রেস গাড়ি চালক।
• ১৯৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্তোনিও কার্লোস জাগো, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার ও পরিচালক।
• ১৯৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টিনা ফে, তিনি আমেরিকান অভিনেত্রী, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্র্যাড ফ্রেডেল, তিনি আমেরিকান সাবেক ফুটবলার, পরিচালক ও স্পোর্টসকাস্টার।
• ১৯৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন হিগিংস, তিনি স্কটিশ সাবেক স্নুকার প্লেয়ার।
• ১৯৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাক জনসন, তিনি আমেরিকান গায়ক, গীতিকার ও গিটার।
• ১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিকার্ডো কারভালহো, তিনি পর্তুগিজ সাবেক ফুটবলার।
• ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারিউজ লেভান্ডোভস্কি, তিনি পোলিশ সাবেক ফুটবলার।
• ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিলিভোজ নোভাকোভিয়, তিনি স্লোভেনীয় সাবেক ফুটবলার।
• ১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইকেল ললড্রা, তিনি ফরাসি সাবেক টেনিস খেলোয়াড়।
• ১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডিয়েগো পেরেজ, তিনি উরুগুয়ের সাবেক ফুটবলার।
• ১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মহামাদৌ দিয়ার, তিনি মালিয়ান সাবেক ফুটবলার।
• ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেভিন অ্যান্ডারসন, তিনি দক্ষিণ আফ্রিকার টেনিস খেলোয়াড়।
• ১৯৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়ুইয়া ওসাকো, তিনি জাপানি ফুটবলার।
• ২০০২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালিনা জাগিটোভা, তিনি রাশিয়ান ফিগার স্কেটার।

• ১১৬০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নবম এরিক, তিনি ছিলেন সুইডেন রাজা।
• ১৪১০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রুপার্ট, তিনি ছিলেন জার্মানির রাজা।
• ১৭৮১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় টেপাক আমারো, তিনি ছিলেন পেরু বংশোদ্ভূত ভারতীয় বিদ্রোহী নেতা।
• ১৭৯৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পিয়েরে বেয়াউমারচাইস, তিনি ছিলেন ফরাসি নাট্যকার ও প্রকাশক।
• ১৮০০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলেকজান্ডার সুভোরোভ, তিনি ছিলেন রাশিয়ান সেনাপতি।
• ১৮৮৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অক্ষয়কুমার দত্ত, তিনি ছিলেন বাংলা সাহিত্যের প্রবন্ধকার।
• ১৯০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইসহাক আলবেনিজ, তিনি ছিলেন স্প্যানিশ পিয়ানোবাদক ও সুরকার।
• ১৯০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ মেরেডিথ, তিনি ছিলেন ইংরেজ উপন্যাসিক ও কবি।
• ১৯১০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এলিজা অর্জেসকোয়া, তিনি ছিলেন পোলিশ লেখক ও প্রকাশক।
• ১৯১০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পলিন ভিয়ার্ডোট, তিনি ছিলেন ফরাসি সোপ্রানো ও সুরকার।
• ১৯১১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গুস্তভ মাহলার, তিনি ছিলেন অস্ট্রিয়ান সুরকার ও কন্ডাক্টর।
• ১৯২২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন শার্ল লুই আফন্সে লাভেরান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি চিকিৎসক।
• ১৯৪১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওয়ার্নার সোমবার্ট, তিনি ছিলেন জার্মান অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী।
• ১৯৫৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মরিস উইলিয়াম টেট, তিনি ছিলেন ইংলিশ ক্রিকেটার।
• ১৯৭৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জ্যানেট রাঙ্কিন, তিনি ছিলেন আমেরিকান সমাজকর্মী ও রাজনীতিবিদ।
• ১৯৮০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আয়ান কার্টিস, তিনি ছিলেন ইংরেজ গায়ক ও গীতিকার।
• ১৯৮১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আর্থার জোসেফ ওকনেল, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ১৯৮১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম সারোয়ান, তিনি ছিলেন আমেরিকান লেখক ও নাট্যকার।
• ১৯৯৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এলিজাবেথ মন্টগোমেরি, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ২০০১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম আব্রাহাম সাইমন ঔডারল্যান্ড, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান নাগরিক, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা।
• ২০০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পিয়ের-জিল দ্য জেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিদ।
• ২০০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভেলুপিল্লাই প্রভাকরণ, তিনি ছিলেন শ্রীলংকার বিদ্রোহী নেতা ও তামিল ইলম লিবারেশন টাইগার্সের প্রতিষ্ঠাতা।
• ২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডায়েরিচ ফিশার-ডিয়েসকাউ, তিনি ছিলেন জার্মান অপেরা গায়ক ও কন্ডাক্টর।
• ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডোব্রিকা কোসিক, তিনি ছিলেন সার্বিয়ান রাজনীতিবিদ ও যুগোস্লাভিয়ার প্রথম রাষ্ট্রপতি।
• ২০১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হাল্ডোর আসগ্রিমসন, তিনি ছিলেন আইসল্যান্ডীয় একাউন্টেন্ট, রাজনীতিবিদ ও ২২তম প্রধানমন্ত্রী।
• ২০১৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জ্যাক ফ্রেস্কো, তিনি ছিলেন আমেরিকান প্রকৌশলী ও শিক্ষাবিদ।
• ২০১৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্রিস কর্নেল, তিনি ছিলেন আমেরিকান গায়ক।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
১৮ মে'র এই দিনে
১৮ মে'র এই দিনে• আজ আন্তর্জাতিক যাদুঘর
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image