১৯ মে'র এই দিনে
• ১৫২১ সালে এই দিনে ওসমানিয়া সাম্রাজ্যের সেনাবাহিনী ব্যাপক সংঘর্ষের পর বেলজিয়ামের রাজধানী বেলগ্রেড দখল করে নেয়।
• ১৫৩৬ সালে এই দিনে পুত্র সন্তান জন্মদান ব্যর্থতার অভিযোগে ইংল্যান্ডের রাজা অস্টম হেনরীর দ্বিতীয় স্ত্রী এ্যানি বোলিয়েনের শিরশ্ছেদ।
• ১৮৯৭ সালে এই দিনে ইংরেজ কবি অস্কার ওয়াইল্ডের কারামুক্তি।
• ১৯৩০ সালে এই দিনে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ মহিলাদের ভোটাধিকার প্রয়োগ।
• ১৯৩৬ সালে এই দিনে বৃটিশ আবিষ্কারক ওয়াটসন ওয়াট রাডার নির্মাণ করেন।
• ১৯৪৩ সালে এই দিনে তৎকালীন বৃটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাংকলিন রুজভেল্ট ইংলিশ চ্যানেল অতিক্রম করে জার্মান অধিকৃত ফ্রান্সের উপকূল নর্মান্ডিতে মিত্রপক্ষের সৈন্য অবতরণের একটি তারিখ নির্ধারণ করেছিলেন।
• ১৯৫৪ সালে এই দিনে ভারত-মার্কিন সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়।
• ১৯৬১ সালে এই দিনে আসামের বরাক উপত্যকায় বাংলাকে সরকারি ভাষার মর্যাদার দাবিতে বাংলা ভাষা আন্দোলন (বরাক উপত্যকা)-এ প্রাদেশিক পুলিশের গুলিতে ১১ জন শহীদ হন।
• ১৯৯৩ সালে এই দিনে মেডেলিনে কলম্বিয়া জেটলাইনার বিধ্বস্ত হয়ে ১৩২ জন নিহত।
• ১৯৯৪ সালে এই দিনে মালাবিতে প্রথম বহুদলীয় নির্বাচনে বাকিলি মুলুজের কাছে ৩০ বছরের সামরিক শাসক কামুজুবান্দা পরাজিত।
• ১৯৯৭ সালে এই দিনে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ভয়ানক ঘূর্ণিঝড়ে সাড়ে ৩ শতাধিক প্রাণহানি, ব্যাপক ক্ষয়ক্ষতি।
• ২০০১ সালে এই দিনে প্রথম অ্যাপল রিটেইল স্টোর উদ্ভোধন।
• ২০১৯ সালে এই দিনে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর বাণিজ্যিক কার্যক্রম শুরু।
• ১৬১৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোহান জ্যাকব ফ্রোবার্গার, তিনি ছিলেন জার্মান বাদ্যযন্ত্র ও সুরকার।
• ১৭৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মেক্লেংবার্গ-স্ট্র্লিটজের শার্লোট, তিনি ছিলেন যুক্তরাজ্যের তৃতীয় জর্জের জার্মানির বংশোদ্ভূত রানী।
• ১৭৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়োহান গটলিব ফিকটে, তিনি ছিলেন একজন জার্মান দার্শনিক।
• ১৭৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিসমন্দি, তিনি ছিলেন জেনেভায় জন্মগ্রহণকারী অর্থনীতিবিদ ও লেখক।
• ১৭৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গিলবার্ট লেয়ার্ড জেসপ, তিনি ছিলেন ইংলিশ ক্রিকেটার ও সৈনিক।
• ১৮৬১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নেলি মেলবা, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান সোপ্রানো ও অভিনেত্রী।
• ১৮৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মোস্তফা কামাল আতাতুর্ক, তিনি ছিলেন তুরষ্কের প্রথম রাষ্ট্রপতি।
• ১৮৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হো চি মিন, তিনি ছিলেন ভিয়েতনামী রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।
• ১৮৯৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুলিয়াস এভোলা, তিনি ছিলেন ইতালিয়ান দার্শনিক ও চিত্রশিল্পী।
• ১৯০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন একজন বাঙালি কথাসাহিত্যিক।
• ১৯০৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকোলাস উইন্টন, তিনি ছিলেন ইংলিশ ব্যাংকার ও মানবিক।
• ১৯১০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালান মেলভিল, তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।
• ১৯১৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যাক্স ফার্দিনান্দ পেরুতয, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান বংশোদ্ভূত ইংরেজ জীববিজ্ঞানী।
• ১৯২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল পট, তিনি ছিলেন কম্বোডিয়ার জেনারেল, রাজনীতিবিদ ও ২৯তম প্রধানমন্ত্রী।
• ১৯২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যালকম এক্স, তিনি ছিলেন আমেরিকান মন্ত্রী ও সমাজ কর্মী।
• ১৯২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কলিন চ্যাপম্যান, তিনি ছিলেন ইংরেজ প্রকৌশলী, ব্যবসায়ী ও লোটাস কারের প্রতিষ্ঠাতা।
• ১৯৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডওয়ার্ড ডি বোনো, তিনি মাল্টিজ চিকিৎসক, লেখক ও শিক্ষাবিদ।
• ১৯৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাস্কিন বন্ড, তিনি ব্রিটিশ বংশদ্ভুত ভারতীয় লেখক ও কবি।
• ১৯৩৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোনিস লিসিস, তিনি ছিলেন লাতভিয়ান জাভেলিন থ্রোয়ার ও কোচ।
• ১৯৩৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডিক স্কোবি, তিনি ছিলেন আমেরিকান কর্নেল, পাইলট ও নভোচারী।
• ১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নোরা এফ্রন, তিনি ছিলেন আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিটার মেহেজ, তিনি ছিলেন ইংলিশ বংশদ্ভুত আমেরিকান অভিনেতা।
• ১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিট টাউনশ্যান্ড, তিনি ইংরেজ গায়ক, গীতিকার ও গিটারিস্ট।
• ১৯৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিশেল প্লাসিডো, তিনি ইতালীয় অভিনেতা ও পরিচালক।
• ১৯৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আঁদ্রে গিয়ান্ট, তিনি ছিলেন ফরাসি বংশদ্ভুত আমেরিকান কুস্তিগীর ও অভিনেতা।
• ১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্রেস জোন্স, তিনি ছিলেন জ্যামাইকান বংশদ্ভুত আমেরিকান গায়ক, গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী।
• ১৯৫১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জো রামোন, তিনি আমেরিকান গায়ক ও গীতিকার।
• ১৯৫২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বার্ট ভ্যান মার্বিজক, তিনি ডাচ সাবেক ফুটবলার, কোচ ও ম্যানেজার।
• ১৯৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফিল রুড, তিনি অস্ট্রেলিয়ান বংশদ্ভুত নিউজিল্যান্ডের ড্রামার।
• ১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তিনি জেমস গোসলিং, তিনি কানাডিয়ান বংশদ্ভুত আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী ও জাভা প্রোগ্রামিং ভাষার আবিষ্কারক।
• ১৯৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোডি পিকল্ট, তিনি আমেরিকান লেখক ও শিক্ষিকা।
• ১৯৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নওয়াজুদ্দীন সিদ্দিকী, তিনি ভারতীয় অভিনেতা।
• ১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেভিন গারনেট, তিনি আমেরিকান বাস্কেটবল সাবেক খেলোয়াড়।
• ১৯৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যানুয়েল আলমুনিয়া, তিনি স্প্যানিশ সাবেক ফুটবলার।
• ১৯৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নাটালিয়া ওরেইরো, তিনি উরুগুয়ের গায়িকা, গীতিকার ও অভিনেত্রী।
• ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দিয়েগো ফরলান, তিনি উরুগুয়ের ফুটবল।
• ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্দ্রেয়া পিরলো, তিনি ইতালিয়ান ফুটবলার।
• ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালিস্টার ব্ল্যাক, তিনি ডাচ পেশাদার রেসলার।
• ১৯৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্শমেলো, তিনি আমেরিকান ইলেকট্রনিক সঙ্গীত প্রযোজক ও ডিজে।
• ১৯৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্যামুয়েল ফ্রেডরিক স্মিথ, তিনি ইংরেজ গায়ক ও গীতিকার।
• ০৮০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যালকুইন, তিনি ছিলেন ইংরেজ সন্ন্যাসী ও পণ্ডিত।
• ১১০২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন স্টিফেন, তিনি ছিলেন ব্লিসের গণনা।
• ১১২৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় ভ্লাদিমির মোনোমাখ, তিনি ছিলেন কিয়েভের গ্র্যান্ড ডিউক।
• ১২১৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চতুর্থ অটো, তিনি ছিলেন রোমান সম্রাট।
• ১৩৮৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দিমিত্রি ডনস্কয়, তিনি ছিলেন মস্কোর গ্র্যান্ড প্রিন্স।
• ১৩৯৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেনপ্রথম জন, তিনি ছিলেন আরাগোন রাজা।
• ১৫৩৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যান বোলিন, তিনি ছিলেন ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরীর দ্বিতীয় পত্নী ও রাণী।
• ১৬২৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মরিয়ম উজ-জামানী (জোধাবাই), তিনি ছিলেন মুগল সম্রাট আকবরের ১ম রাজপুত স্ত্রী।
• ১৭৯৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জেমস বোসওয়েল, তিনি ছিলেন স্কটিশ জীববিজ্ঞানী।
• ১৮২৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্লড হেনরি ডি রোউরোয়, তিনি ছিলেন ফরাসি দার্শনিক ও তত্ত্ববিদ।
• ১৮৬৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ন্যাথানিয়েল হথর্ন, তিনি ছিলেন আমেরিকান ঔপন্যাসিক ও ছোট গল্প লেখক।
• ১৮৯৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোসে মার্টি, তিনি ছিলেন কিউবা সাংবাদিক, কবি ও দার্শনিক।
• ১৮৯৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম ইয়ার্ট গ্ল্যাডস্টোন, তিনি ছিলেন ব্রিটিশ আইনজীবী, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রীর।
• ১৯০৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আর্থার শ্রিউসবারি, তিনি ছিলেন ইংরেজ ক্রিকেটার।
• ১৯০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জামশেদজী টাটা, তিনি ছিলেন ভারতীয় ব্যবসায়ীর ও টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা।
• ১৯১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বোলেসোয়া প্রুস, তিনি ছিলেন পোলিশ সাংবাদিক ও লেখক।
• ১৯৩৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টমাস এডওয়ার্ড লরেন্স, তিনি ছিলেন ব্রিটিশ কর্নেল ও প্রত্নতত্ত্ববিদ।
• ১৯৩৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মুহাম্মদ মারমাডিউক পিকথাল, তিনি ছিলেন ব্রিটিশ ইসলামী পন্ডিত।
• ১৯৪৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফিলিপ বোহলার, তিনি ছিলেন জার্মান সৈনিক ও রাজনীতিবিদ।
• ১৯৪৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নিউটন বুথ টার্কিংটন, তিনি ছিলেন আমেরিকান উপন্যাসিক ও নাট্যকার।
• ১৯৫৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চার্লস আইভেস, তিনি ছিলেন আমেরিকান সুরকার ও শিক্ষক।
• ১৯৫৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন স্যার যদুনাথ সরকার, তিনি ছিলেন স্বনামধন্য বাঙালি ইতিহাসবিদ।
• ১৯৫৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রোনাল্ড কলম্যান, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা।
• ১৯৬৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কোলম্যান হকিন্স, তিনি ছিলেন আমেরিকান স্যাক্সোফোনিস্ট ও ক্লেরিনেট প্লেয়ার।
• ১৯৯৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কেনেডি ওনাসিস, তিনি ছিলেন সাবেক আমেরিকান ফার্স্ট লেডি জ্যাকলিন।
• ১৯৯৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন শম্ভু মিত্র, তিনি ছিলেন বাংলা তথা ভারতীয় নাট্যজগতের কিংবদন্তি ব্যক্তিত্ব।
• ২০০২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন গোর্টন, তিনি ছিলেন অস্ট্রেলিয়ার লেফটেন্যান্ট, রাজনীতিবিদ ও ১৯তম প্রধানমন্ত্রী।
• ২০০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট ফ্রান্সিস ফার্চগট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান বায়োকেমিস্ট।
• ২০১১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গ্যারেট ফিৎসগেরাল্ড, তিনি ছিলেন আয়ারল্যান্ডের আইনজীবী, রাজনীতিবিদ ও ৮ম তাওসিয়েচ।
• ২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সফিউদ্দিন আহমেদ, তিনি ছিলেন বাংলাদেশী প্রখ্যাত চিত্রশিল্পী।
• ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জ্যাক ব্র্যাফাম, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান রেসিং গাড়ি চালক।
• ২০১৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন স্ট্যানিস্লাভ পেট্রোভ, তিনি ছিলেন সোভিয়েত বিমান প্রতিরক্ষা বাহিনীতে লেঃ কর্নেল।