Skip to content
Latest
Boy Scout Movement Inspiring Young Leaders WorldwideAbdur Razzak Legendary Icon of Bangladeshi CinemaAmanullah Asaduzzaman Inspiring Visionary with Unstoppable Achievements7 Surprising Impacts of Treaty of Versailles5 Surprising Facts About the Aswan Dam

৩০ মে'র এই দিনে

৩০ মে'র এই দিনে

Julius Axelrod

• ১৪৯৮ সালে এই দিনে ক্রিস্টোফার কলম্বাস তৃতীয় সমুদ্র যাত্রা শুরু করেন।
• ১৫৩৯ সালে এই দিনে স্বর্ণ অনুসন্ধানের জন্য হেরনান্দো দি সতো টম্পা সাগর উপকূলে উপনীত হন ৬০০ সৈন্যসহ।
• ১৮০৭ সালে এই দিনে মোস্তফা চতুর্থ কর্তৃক তুরস্কের সুলতান সেলিম তৃতীয় ক্ষমতাচ্যুত।
• ১৮৫৯ সালে এই দিনে ইংল্যান্ডের বিগ বেন ঘড়ি প্রথমবারের মতো বেজে উঠে।
• ১৮৯৯ সালে এই দিনে কলকাতার ঘরে ঘরে বৈদ্যুতিক সরবরাহ শুরু।
• ১৯১৮ সালে এই দিনে প্রথম মহাযুদ্ধ চলাকালে ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে মারনে নদীর কাছে জার্মান ও মিত্র বাহিনীর মধ্যে সংঘর্ষের সমাপ্তি ঘটে।
• ১৯১৯ সালে এই দিনে জালিনওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ নিজের হাতে নাইটহুড ত্যাগের অবিস্মরণীয় চিঠি লেখেন তৎকালীন বড়লাট চেমসফোর্ডকে।
• ১৯৫৩ সালে এই দিনে নিউজিল্যান্ডের হিলারি ও নেপালের তেনজিংয়ের এভারেস্ট শৃঙ্গ জয়।
• ১৯৫৪ সালে এই দিনে শেরেবাংলা হকের নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল। পূর্ববাংলায় গভর্নর শাসন জারি।
• ১৯৬৭ সালে এই দিনে নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ বিয়াফ্রা (১৯৬৭-৭০) স্বাধীনতা ঘোষণা করে, এর ফলে গৃহযুদ্ধ শুরু হয়।
• ১৯৮১ সালে এই দিনে বাংলাদেশে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী কিছু সেনার হাতে রাষ্টপ্রতি জিয়া নিহত,ব্যর্থ সেনা অভ্যুত্থান সংঘটিত।
• ১৯৯০ সালে এই দিনে বরিস ইয়েলৎসিন রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত।
• ১৯৯০ সালে এই দিনে কর্ণফুলী সেতু আনুষ্ঠানিকভাবে চালু হয়।
• ১৯৯৬ সালে এই দিনে বেনজামিন নেতানিয়াহু ইজরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত।
• ১৯৯৭ সালে এই দিনে বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগ সরকার কর্তৃক শুক্রবার-শনিবার দু’দিন সরকারি ছুটি ঘোষণা করে।
• ১৯৯৮ সালে এই দিনে আফগানিস্তানের উত্তরাঞ্চলে এক ভূমিকম্পে ৫০০০ লোক নিহত হয়।
• ১৯৯৯ সালে এই দিনে নাইজেরিয়ায় সামরিক শাসনের অবসান। ওলসেগুন ওবাসাঞ্জো ১৫ বছরের মধ্যে নাইজেরিয়ার প্রথম বেসামরিক প্রেসিডেন্ট নির্বাচিত।

• ১০১০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রেন জং, তিনি ছিলেন চীনা সম্রাট।
• ১২০১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চতুর্থ থিওবাল্ড, তিনি ছিলেন শ্যাম্পেনের কোউন্ট।
• ১৪২৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জি ফন পিউয়ারবাচ, তিনি ছিলেন জার্মান গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী।
• ১৭৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেনরি অ্যাডিংটন, তিনি ছিলেন ইংরেজ রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
• ১৮১৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিখাইল আলেক্সান্দ্রোভিচ বাকুনিন, তিনি ছিলেন রাশিয়ান দার্শনিক ও তাত্ত্বিক।
• ১৮১৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইউগেন চার্লস কাতালান, তিনি ছিলেন বেলজিয়াম বংশোদ্ভূত ফরাসি গণিতবিদ ও শিক্ষাবিদ।
• ১৮৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রথম আমাডেও, তিনি ছিলেন স্পেনীয় রাজা।
• ১৮৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিটার কার্ল ফ্যাবার্গে, তিনি ছিলেন রাশিয়ান স্বর্ণকার ও জহুরি।
• ১৮৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিওভানি জেনিটেল, তিনি ছিলেন ইতালীয় দার্শনিক ও শিক্ষাবিদ।
• ১৮৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কলিন ব্লাইদ, তিনি ছিলেন ইংলিশ ক্রিকেটার ও সৈনিক।
• ১৮৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জি ভন ক্যাচলার, তিনি ছিলেন জার্মান ফিল্ড মার্শাল।
• ১৮৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেকজান্ডার আর্কিপেনকো, তিনি ছিলেন ইউক্রেনীয় বংশোদ্ভূত আমেরিকান ভাস্কর ও চিত্রকর।
• ১৮৯৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মরিস উইলিয়াম টেট, তিনি ছিলেন ইংরেজ ক্রিকেটার।
• ১৮৯৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হাওয়ার্ড হক্স, তিনি ছিলেন আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৮৯৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আরভিং গ্রান্ট থালবার্গ, তিনি ছিলেন আমেরিকান চিত্রনাট্যকার ও প্রযোজক।
• ১৯০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হান্নেস উলফ ইয়স্তা আল্ভেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ পদার্থবিদ ও প্রকৌশলী।
• ১৯০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মেলভিন জোরোম ব্ল্যাংক, তিনি ছিলেন আমেরিকান ভয়েস অভিনেতা।
• ১৯০৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেনি গুডম্যান, তিনি ছিলেন আমেরিকান ক্লেরিনেট প্লেয়ার, গীতিকার ও ব্যান্ডলিডার।
• ১৯০৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ হেডলি, তিনি ছিলেন পানামায় জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত টেস্ট ক্রিকেটার।
• ১৯১২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুলিয়াস অ্যাক্সেলরড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নবিদ।
• ১৯১২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হিউ গ্রিফিথ, তিনি ছিলেন ওয়েলশ অভিনেতা।
• ১৯১৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রেনি ব্যারিয়েন্টস,, বলিভিয়ার জেনারেল, রাজনীতিবিদ ও ৫৫তম রাষ্ট্রপতি।
• ১৯২০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্র্যাংকলিন জেমস স্ক্যাফনার, তিনি ছিলেন জাপানি বংশোদ্ভূত আমেরিকান পরিচালক ও প্রযোজক।
• ১৯২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আনিয়েস ভারদা, তিনি ছিলেন বেলজিয়াম বংশোদ্ভূত ফরাসী পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেক্সি লেওনোভ, তিনি ছিলেন রাশিয়ান জেনারেল, পাইলট ও মহাকাশচারী।
• ১৯৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জগমোহন ডালমিয়া, তিনি ছিলেন ভারতীয় ক্রিকেট প্রশাসক।
• ১৯৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্রাগন দাজাজি, তিনি ছিলেন সার্বিয়ান ও যুগোস্লাভ ফুটবলার।
• ১৪৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট জর্জ ডিলন উইলিস, তিনি ছিলেন ইংরেজ ক্রিকেটার।
• ১৯৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পরেশ রাওয়াল, তিনি ভারতীয় অভিনেতা, প্রযোজকও রাজনীতিবিদ।
• ১৯৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বার্ট্রান্ড ডেলানো, তিনি ছিলেন প্যারিসের রাজনীতিবিদ ও ১৪তম মেয়র।
• ১৯৫৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কলম মেনি, তিনি আইরিশ অভিনেতা।
• ১৯৫৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মেরি ফ্রেডরিকসন, তিনি সুইডিশ গায়ক, গীতিকার ও পিয়ানোবাদক।
• ১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেলেন শারম্যান, তিনি ইংরেজ রসায়নবিদ ও নভোচারী।
• ১৯৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টম মোরেলো, তিনি আমেরিকান গায়ক, গীতিকার, গিটারিস্ট ও অভিনেতা।
• ১৯৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টোমাস হাসলার, তিনি জার্মান সাবেক ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডানকান জোন্স, তিনি ইংরেজ পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইডিনা মেনজেল, তিনি আমেরিকান গায়িকা, গীতিকার ও অভিনেত্রী।
• ১৯৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কোস্টাস চালকিয়াস, তিনি গ্রীক সাবেক ফুটবলার।
• ১৯৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিলো গ্রিন, তিনিআমেরিকান গায়ক, গীতিকার, পিয়ানোবাদক, প্রযোজক ও অভিনেতা।
• ১৯৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যারিসা ম্যায়ের, তিনি আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী ও মহিলা ব্যবসায়ী।
• ১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টিভেন জেরার্ড, তিনি ইংরেজ ফুটবল সাবেক খেলোয়াড়।
• ১৯৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেলি, তিনি কোরিয়ান বংশোদ্ভূত আমেরিকান গায়িকা ও গীতিকার।
• ২০০১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হীরা, মণি, মুক্তা, তারা বাংলাদেশের প্রথম ত্রয়ী টেস্টটিউব বেবী।

• ১১৫৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় ওয়াডাশিয়াউ, তিনি ছিলেন পোল্যান্ডের হাই ডিউক।
• ১২৫২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন তৃতীয় ফেরডিনান্ড, তিনি ছিলেন ক্যাসটিল ও লিনের রাজা।
• ১৪৩১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোন অব আর্ক, তিনি ছিলেন পরাধীন ফ্রান্সের মুক্তিদাত্রী বীরকন্যা ও রূপকথাতুল্য এক নেত্রী।
• ১৪৩৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রোকপ দ্য গ্রেট, তিনি ছিলেন চেক জেনারেল।
• ১৫৭৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নবম চার্লস, তিনি ছিলেন ফ্রান্সের রাজা।
• ১৫৯৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্রিস্টোফার মার্লো, তিনি ছিলেন ইংরেজ কবি ও নাট্যকার।
• ১৬০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গুরু অর্জন, তিনি ছিলেন ভারতীয় শিখধর্মের প্রথম শহিদ ও দশ জন শিখ গুরু মধ্যে পঞ্চম।
• ১৬৪০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পিটার পল রুবেন্স, তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত বেলজিয়ান চিত্রশিল্পী।
• ১৭৪৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলেকজেন্ডার পোপ, তিনি ছিলেন ইংরেজ কবি, প্রাবন্ধিক ও অনুবাদক।
• ১৭৭০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রেঞ্চোইস বাউচার, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী ও সেট ডিজাইনার।
• ১৭৭৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রঁসোয়া-মারি আরুয়ে, তিনি ছিলেন ফরাসি লেখক, প্রাবন্ধিক ও দার্শনিক।
• ১৯০১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভিক্টর ডি-হোন্ডট, তিনি ছিলেন বেলজিয়ামের গণিতবিদ, আইনজীবি ও আইনবিদ।
• ১৯১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অরভিল রাইট, আমেরিকান পাইলট, ব্যবসায়ী ও রাইট কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা।
• ১৯১৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জি প্লেকখানোভ, তিনি ছিলেন রাশিয়ান দার্শনিক ও তাত্ত্বিক।
• ১৯৩৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টেগি হিহাচিরি, তিনি ছিলেন জাপানি অ্যাডমিরাল।
• ১৯৪১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রজাধীপক, তিনি ছিলেন থাই রাজা।
• ১৯৫১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হারম্যান ব্রোচ, তিনি ছিলেন অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান লেখক।
• ১৯৬০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বরিস লেয়োনিদভিচ পাস্তের্নাক, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান কবি ও লেখক।
• ১৯৬১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রাফেল ট্রুজিলো, তিনি ছিলেন ডোমিনিকান সৈনিক, রাজনীতিক ও ৩৬তম প্রেসিডেন্ট।
• ১৯৬৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লিও সিজিলার্ড, তিনি ছিলেন হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ ও প্রকৌশলী।
• ১৯৬৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লুই ইয়েল্ম্স্লেভ, তিনি ছিলেন ডেনীয় ভাষাবিজ্ঞানী।
• ১৯৬৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্লড রেইনস, তিনি ছিলেন ইংলিশ বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা।
• ১৯৬৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জি উইলহেলাম পাবস্ট, তিনি ছিলেন অস্ট্রিয়ান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৭১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মার্সেল ডুপ্রি, তিনি ছিলেন ফরাসি জীববিদ ও সুরকার।
• ১৯৮১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জিয়াউর রহমান, তিনি ছিলেন বাংলাদেশর সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান  বীর উত্তম উপাধিপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
• ১৯৯৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সুন রা, তিনি ছিলেন আমেরিকান পিয়ানোবাদক, সুরকার ও ব্যান্ডলিডার।
• ২০০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন শহেই ইমামুরা, তিনি ছিলেন জাপানি পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ২০০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট স্টার্লিং, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ২০১১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রসালয়ন সুস্মান ইয়ালোও, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ।
• ২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যান্ড্রিউ ফিল্ডিং হ্যাক্সলি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী।
• ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ঋতুপর্ণ ঘোষ, তিনি ছিলেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক অভিনেতা লেখক ও গীতিকার।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
৩০ মে'র এই দিনে
৩০ মে'র এই দিনে• ১৪৯৮ সালে এই দিনে ক্রি
User Rating: 4.50 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image