Skip to content
Latest
Boy Scout Movement Inspiring Young Leaders WorldwideAbdur Razzak Legendary Icon of Bangladeshi CinemaAmanullah Asaduzzaman Inspiring Visionary with Unstoppable Achievements7 Surprising Impacts of Treaty of Versailles5 Surprising Facts About the Aswan Dam

৩১ মে'র এই দিনে

৩১ মে'র এই দিনে

World No Tobacco Day

• আজ বিশ্ব তামাকমুক্ত দিবস।

• ১৭৯০ সালে এই দিনে মার্কিন কপিরাইট আইন কার্যকর হয়।
• ১৮৫৫ সালে এই দিনে আজকের দিনে স্নানযাত্রার দিন মহাসমারোহে দক্ষিণেশ্বর কালিবাডিতে মা ভবতারিণীর মূর্তিপ্রতিষ্ঠা করা হয়।
• ১৮৬৬ সালে এই দিনে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়।
• ১৮৮৯ সালে এই দিনে প্যারিসের আইফেল টাওয়ার উদ্বোধন।
• ১৯০২ সালে এই দিনে বোয়ের যুদ্ধের অবসান হয়।
• ১৯১০ সালে এই দিনে দক্ষিণ আফ্রিকান ইউনিয়ন গঠিত।
• ১৯৩২ সালে এই দিনে জাপানের প্রধানমন্ত্রী কি ইনুকাই নিহত হন।
• ১৯৩৫ সালে এই দিনে কোয়েটায় ভূমিকম্পে ৫০ হাজার লোকের মৃত্যু হয়।
• ১৯৬১ সালে এই দিনে দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র ঘোষিত হয়।
• ২০০২ সালে এই দিনে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে উদ্বোধন।

• ১৪৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রথম ম্যানুয়েল, তিনি ছিলেন পর্তুগালের রাজা।
• ১৫৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নূর জাহান, তিনি ছিলেন মুঘল সম্রাজ্ঞী যাঁর পিতৃদত্ত নাম ছিল মেহের উন নিসা। ইনি মুঘল সম্রাজ্ঞী ও সম্রাট জাহাঙ্গীরের প্রধানা মহিষী ছিলেন। একজন বলিষ্ঠ, সম্মোহনী ও উচ্চশিক্ষিতা নারী হওয়ায় তাঁকে ১৭শ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী নারী ভাবা হয়।
• ১৬৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিশা কোরিবাট উইনিওইয়েকি, তিনি ছিলেন পোল্যান্ডের রাজা।
• ১৭২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অহল্যাবাঈ হোলকার, তিনি ছিলেন ভারতের মারাঠা মালওয়া রাজ্যের হোলকর রাণী।
• ১৭৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুডওয়িগ টেইক, তিনি ছিলেন জার্মান কবি, লেখক ও সমালোচক।
• ১৮১৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়াল্ট হুইটম্যান, তিনি ছিলেন আমেরিকান কবি, প্রবন্ধক ও সাংবাদিক।
• ১৮২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুলিয়াস রিচার্ড পেট্রি, তিনি ছিলেন জার্মান মাইক্রোবায়োলজিস্ট ও পেট্রি ডিশ আবিষ্কারক।
• ১৮৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কৃষ্ণচন্দ্র মজুমদার, তিনি ছিলেন ঊনবিংশ শতকের বাঙালি কবি ও পত্রিকা সম্পাদক।
• ১৮৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেনরি সিডগউইক, তিনি ছিলেন ইংরেজ অর্থনীতিবিদ ও দার্শনিক।
• ১৮৫২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুলিয়াস রিচার্ড পেট্রি, তিনি ছিলেন জার্মান জীবাণুবিজ্ঞানী ও পেট্রি থালা আবিষ্কারক।
• ১৮৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রান্সিস ইয়ংহসব্যান্ড, তিনি ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ইংলিশ অধিনায়ক ও এক্সপ্লোরার।
• ১৮৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লরি ক্রিস্টিয়ান রিল্যান্ডার, তিনি ছিলেন ফিনল্যান্ডের রাজনীতিবিদ ও দ্বিতীয় রাষ্ট্রপতি।
• ১৮৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেন্ট জন পার্স, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি কবি।
• ১৮৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কনস্টান্টিন পাউস্টোভস্কাই, তিনি ছিলেন রাশিয়ান কবি ও লেখক।
• ১৮৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্রেগোর স্ট্রেসার, তিনি ছিলেন জার্মান লেফটেন্যান্ট ও রাজনীতিবিদ।
• ১৯০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডন আমিচি, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ১৯১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মরিস আলাইস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ ও পদার্থবিজ্ঞানী।
• ১৯১২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চিয়েন-শিউং উ, তিনি ছিলেন চীনা বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিজ্ঞানী।
• ১৯২১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলিডা ভাল্লি, তিনি ছিলেন অস্ট্রিয়ান বংশোদ্ভূত ইতালিয়ান অভিনেত্রী ও গায়িকা।
• ১৯২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেনহোম মিচেল এলিয়ট, তিনি ছিলেন ইংলিশ বংশোদ্ভূত স্প্যানিশ অভিনেতা।
• ১৯২৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তৃতীয় রেইনিয়ার, তিনি ছিলেন মোনাকোর যুবরাজ।
• ১৯২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পঙ্কজ রায়, তিনি ছিলেন ভারতীয় ক্রিকেটার।
• ১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্লিন্ট ইস্টউড, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক, সুরকার ও প্রযোজক।
• ১৯৩১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন রবার্ট শ্রিফার, তিনি ছিলেন আমেরিকান নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ।
• ১৯৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন প্রেসকোট, তিনি ব্রিটিশ নাবিক, রাজনীতিবিদ ও উপ প্রধানমন্ত্রী।
• ১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুইস জে ইগনারো, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ফার্মাকোলজিস্ট ও শিক্ষাবিদ।
• ১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম নর্ডহস, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ।
• ১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাইনার ওয়েরনের ফাসবিন্ডের, তিনি জার্মান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লরেন্ট গ্যাবাবো, তিনি আইভরিয়ান শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও চতুর্থ রাষ্ট্রপতি।
• ১৯৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টিফেন এন্থনি বাকনর, তিনি জ্যামাইকান সাবেক ক্রিকেটার ও আম্পায়ার।
• ১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সভেতলানা আলেক্সিয়েভিচ, তিনি নোবেল পুরস্কার বিজয়ী বেলারুশিয়ান সাংবাদিক ও লেখক।
• ১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন বোনাহম, তিনি ছিলেন ইংরেজ সঙ্গীতজ্ঞ, গীতিকার ও ঢাকি।
• ১৯৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টম বেরেঞ্জার, তিনি আমেরিকান অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক ও টেলিভিশন লেখক।
• ১৯৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডগার সাভিসার, তিনি এস্তোনীয় রাজনীতিবিদ ও স্বরাষ্ট্রমন্ত্রী।
• ১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টমি ইমানুয়েল, তিনি অস্ট্রেলিয়ান গায়ক, গীতিকার ও গিটারিস্ট।
• ১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সুসি এসমান, তিনি আমেরিকান কৌতুক অভিনেত্রী ও চিত্রনাট্যকার।
• ১৯৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্দ্রেয়া দে সিজারিস, তিনি ইতালীয় সাবেক রেসিং ড্রাইভার।
• ১৯৬১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিয়া থম্পসন, তিনি আমেরিকান অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক।
• ১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিক্টর মিহাই অরবান, তিনি হাঙ্গেরির রাজনীতিবিদ ও ৩৮তম প্রধানমন্ত্রী।
• ১৯৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রুক ক্রিস্টা ক্যামিলি শিল্ডস, তিনি আমেরিকান মডেল, অভিনেত্রী ও প্রযোজক।
• ১৯৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রোশন শ্রীবর্ধনে মহানামা, তিনি শ্রীলংকার ক্রিকেটার ও আইসিসি’র ম্যাচ রেফারি।
• ১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কলিন ফারেল, তিনি আইরিশ অভিনেতা।
• ১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যানিয়েল বোনেরা, তিনি ইতালিয়ান ফুটবল।
• ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিলোরাদ কেভিচ, তিনি সার্বিয়ান সাবেক সাঁতারু।
• ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নাট রবিনসন, তিনি আমেরিকান বাস্কেটবল খেলোয়াড়।

• ০৪৫৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পেট্রোনিয়াস ম্যাক্সিমাস, তিনি ছিলেন রোমান সম্রাট।
• ১১৬২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় গাজা, তিনি ছিলেন হাঙ্গেরির রাজা।
• ১৪০৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আশিকাগা যোশিমিতসু, তিনি ছিলেন জাপানি শাগুন।
• ১৪১০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আরাগনের মার্টিন, তিনি ছিলেন স্প্যানিশ রাজা।
• ১৫৯৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টিন্টোরেটো, তিনি ছিলেন ইটালিয়ান চিত্রশিল্পী ও শিক্ষাবিদ।
• ১৭৪০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম ফ্রেডেরিক উইলিয়াম, তিনি ছিলেন প্রুসিয়া রাজা।
• ১৮০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোসেফ হেইডন, তিনি ছিলেন অস্ট্রিয়ান পিয়ানোবাদক ও সুরকার।
• ১৮৩২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এভারিস্ত গালোয়া, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ।
• ১৯১০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এলিজাবেথ ব্ল্যাকওয়েল, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান চিকিৎসক।
• ১৯৪৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওডিলো গ্লোবোকনিক, তিনি ছিলেন ইতালিয়ান বংশোদ্ভূত অস্ট্রিয়ান এসএস অফিসার।
• ১৯৬০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওয়াল্টার ফুনক, তিনি ছিলেন জার্মান অর্থনীতিবিদ, সাংবাদিক ও রাজনীতিবিদ।
• ১৯৭৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জ্যাকস মনোদ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি জীববিজ্ঞানী।
• ১৯৭৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জাজেফ বোসসিক, তিনি ছিলেন হাঙ্গেরিয়ান ফুটবলার ও পরিচালক।
• ১৯৮৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জ্যাক ডেম্পসি, তিনি ছিলেন আমেরিকান বক্সার ও লেফটেন্যান্ট।
• ১৯৮৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লিও জেমস রেইনওয়াটার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিজ্ঞানী।
• ১৯৯৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টিমোথি লেয়ারি, তিনি ছিলেন আমেরিকান মনোবিজ্ঞানী ও লেখক।
• ২০০০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পেটার মলাডেনোভ, তিনি ছিলেন বুলগেরিয়ার কূটনীতিক ও প্রথম রাষ্ট্রপতি।
• ২০০০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টিটো পুঁতে, তিনি ছিলেন আমেরিকান জাজ সংগীতশিল্পী।
• ২০০২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সুভাষ গুপ্ত, তিনি ছিলেন ভারতীয় ক্রিকেটার।
• ২০০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রেইমন্ড ডেভিস জুনিয়র, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ।
• ২০১০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লুইস বুর্জোয়া, তিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত আমেরিকান ভাস্কর ও চিত্রশিল্পী।
• ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মার্থা হাইয়ার, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ২০১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মোহাম্মদ আবদেলাজিজ, তিনি ছিলেন সাহারাবি আরব ডেমোক্রেটিক রিপাবলিকের সভাপতি।
• ২০১৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রফেসর লায়লা নূর, তিনি ছিলেন কারা নির্যাতিত ভাষাসৈনিক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রথম নারী শিক্ষক।


All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
৩১ মে'র এই দিনে
৩১ মে'র এই দিনে• আজ বিশ্ব তামাকমুক্ত দ
User Rating: 5.00 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image