Skip to content
Latest
Boy Scout Movement Inspiring Young Leaders WorldwideAbdur Razzak Legendary Icon of Bangladeshi CinemaAmanullah Asaduzzaman Inspiring Visionary with Unstoppable Achievements7 Surprising Impacts of Treaty of Versailles5 Surprising Facts About the Aswan Dam

০৯ অক্টোবরের এই দিনে

০৯ অক্টোবরের এই দিনে

World Post Day

• আজ আন্তর্জাতিক ডাক দিবস (World Post Day)।

• ১৪৪৬ সালে এই দিনে কোরিয়ায় হানগুল বর্ণমালা চালু হয়।
• ১৫১৪ সালে এই দিনে ফ্রান্সের রাজা দ্বাদশ লুই মেরি টিউডরকে বিয়ে করেন।
• ১৭০৮ সালে এই দিনে রাশিয়া-সুইডেনের মধ্যকার ঐতিহাসিক ডেনিপার যুদ্ধ সমাপ্ত।
• ১৭৭৯ সালে এই দিনে তাঁত বয়নে যন্ত্রপাতি প্রবর্তনের প্রতিক্রিয়ায় ম্যাঞ্চেস্টারে বিক্ষুব্ধ শ্রমিকরা দাঙ্গা শুরু করে।
• ১৮৭৪ সালে এই দিনে বিশ্বে ডাক ব্যবস্থা চালু।
• ১৮৯৯ সালে এই দিনে লন্ডনে প্রথম পেট্রোল চালিত মোটরযান চলাচল শুরু।
• ১৯১১ সালে এই দিনে চীনে রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু।
• ১৯৪০ সালে এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানি লন্ডন শহরের ওপর বোমা নিক্ষেপ করে।
• ১৯৭৬ সালে এই দিনে মুম্বাই ও লন্ডন শহরের মধ্যে সরাসরি আন্তর্জাতিক টেলিফোন যোগাযোগ স্থাপিত হয়।
• ১৯৯৬ সালে এই দিনে সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদ বাংলাদেশের রাষ্ট্রপতি হন।
• ২০০৪ সালে এই দিনে আফগানিস্তানের ইতিহাসে প্রথমবারের মত সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।
• ২০০৬ সালে এই দিনে উত্তর কোরিয়া প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় বলে অভিযোগ রয়েছে।

• ১২৬১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেনিস, তিনি ছিলেন পর্তুগালের রাজা।
• ১৭৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দশম চার্লস, তিনি ছিলেন ফ্রান্সের রাজা।
• ১৮৩৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্যামিল সেন্ট-সায়েন্স, তিনি ছিলেন ফরাসি সুরকার ও পথপ্রদর্শক।
• ১৮৫২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হের্মান এমিল ফিশার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ ও শিক্ষাবিদ।
• ১৮৫৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিহাজলো পুপিন, তিনি ছিলেন সার্বিয়ান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ ও রসায়নবিদ।
• ১৮৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলফ্রেড ড্রেইফাস, তিনি ছিলেন ফরাসি কর্নেল।
• ১৮৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ল শোয়ার্জশিল্ড, তিনি ছিলেন জার্মান পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী।
• ১৮৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকোলাস রোয়েরিচ, তিনি ছিলেন রাশিয়ান প্রত্নতত্ত্ববিদ ও চিত্রশিল্পী।
• ১৮৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাক্স ফন লাউয়ে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ ও শিক্ষাবিদ।
• ১৮৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকোলাই বুখারিন, তিনি ছিলেন রাশিয়ান সাংবাদিক ও রাজনীতিবিদ।
• ১৮৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইভো আন্দ্রিচ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সার্বীয় লেখক ও কবি।
• ১৯০৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লেয়পোলড সেডার সেনঘোর, তিনি ছিলেন সেনেগলিজ কবি, রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।
• ১৯০৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাক তাতি, তিনি ছিলেন ফরাসি অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯০৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হর্স্ট ওয়েসেল, তিনি ছিলেন জার্মান এসএ অফিসার।
• ১৯০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভের্নার ফন হেফটেন, তিনি ছিলেন জার্মান লেফটেন্যান্ট।
• ১৯১৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্ষুদিরাম দাস বাঙালি শিক্ষাবিদ, তিনি ছিলেন সমালোচক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রবীন্দ্র বিশেষজ্ঞ ও একজন ভাষাতত্ত্ববিদ।
• ১৯২১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টাডেউসজ রোজেওিকজ, তিনি ছিলেন পোলিশ কবি ও নাট্যকার।
• ১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সুধীন দাশগুপ্ত, তিনি ছিলেন খ্যাতিমান বাঙালি কণ্ঠশিল্পী, গীতিকার ও সঙ্গীত পরিচালক।
• ১৯৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিটার ম্যান্সফিল্ড, তিনি নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ।
• ১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রায়ান ব্লেসেড, তিনি ইংরেজ অভিনেতা।
• ১৯৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেইঞ্জ ফিশার, তিনি অস্ট্রিয়া শিক্ষাবিদ, রাজনীতি ও ১১তম প্রেসিডেন্ট।
• ১৯৩৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন পিলজার, তিনি অস্ট্রেলীয় বংশোদ্ভূত ইংরেজ সাংবাদিক, পরিচালক ও প্রযোজক।
• ১৯৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন লেনন, তিনি ছিলেন ইংরেজ গায়ক, দ্য বিটলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা।
• ১৯৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন এন্টুইস্টল, তিনি ছিলেন ইংরেজ গায়ক, গীতিকার, খাদ খেলোয়াড় ও প্রযোজক।
• ১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আমজাদ আলি খান, তিনি বিশিষ্ট ভারতীয় সরোদবাদক তথা শাস্ত্রীয় সংগীতজ্ঞ।
• ১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রান্স গাল, তিনি ফরাসি গায়িকা।
• ১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যাকসন ব্রাউন, তিনি আমেরিকান গায়ক, গীতিকার ও গিটারিস্ট।
• ১৯৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোডি উইলিয়ামস, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান শিক্ষাবিদ ও সমাজ কর্মী।
• ১৯৫৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টনি শালহুব, তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
• ১৯৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্কট বাকুলা, তিনি আমেরিকান অভিনেতা।
• ১৯৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বরিস নিমটসোভ, তিনি ছিলেন রাশিয়ান শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও প্রথম উপ-প্রধানমন্ত্রী।
• ১৯৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হোর্হে বুরুচাগা, তিনি প্রখ্যাত আর্জেন্টিনীয় সাবেক ফুটবলার ও পরিচালক।
• ১৯৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গিয়ের্মো দেল তোরো, তিনি মেক্সিক্যান আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড ক্যামেরন, তিনি যুক্তরাজ্যের রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী।
• ১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডি গেরেরো, তিনি ছিলেন আমেরিকান কুস্তিগীর।
• ১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গেরোগে পোপেস্কু, তিনি রোমানিয়ান সাবেক ফুটবলার।
• ১৯৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিজে হার্ভে, তিনি ইংরেজ সংগীতশিল্পী, গায়ক, গীতিকার, লেখক, কবি ও সুরকার।
• ১৯৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টিভ ম্যাকুইন, তিনি ইংরেজ পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শেন ওনো লেনোন, তিনি আমেরিকান গায়ক, গীতিকার, গিটারিস্ট, প্রযোজক ও অভিনেতা।
• ১৯৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্ক ভিডুকা, তিনি অস্ট্রেলিয়ান সাবেক ফুটবল।
• ১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকি বাইর্ন, তিনি আইরিশ গায়ক ও গীতিকার।
• ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্র্যান্ডন রাউথ, তিনি আমেরিকান মডেল ও অভিনেতা।
• ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফারহান বেহার্ডিন, তিনি দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার।
• ১৯৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেভিন কাম্পল, তিনি জার্মান বংশোদ্ভূত স্লোভেনের ফুটবলার।
• ১৯৯৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেলা হাডিড, তিনি আমেরিকান মডেল।

• ০৮৯২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মুহাম্মাদ ইবনে ঈসা আত-তিরমিজি, তিনি ছিলেন পার্সিয়ান পন্ডিত ও হাদিস সংগ্রাহক।
• ১২৫৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট গ্রোসেটেসে, তিনি ছিলেন ইংলিশ বিশপ ও দার্শনিক।
• ১৩৯০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম জন, তিনি ছিলেন কাস্টাইলের রাজা।
• ১৫৬২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গ্যাব্রিয়েলে ফ্যালোপিও, তিনি ছিলেন ইতালিয়ান শারীরস্থানবিৎ ও চিকিৎসক।
• ১৭৯৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভিলনা গাওন, তিনি ছিলেন লিথুয়ানিয়ান রাব্বি ও পণ্ডিত।
• ১৮৩১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইওয়ানিস কাপোডিস্ট্রিয়াস, তিনি ছিলেন রাশিয়ান বংশোদ্ভূত গ্রিক আইনজীবী ও রাজনীতিবিদ।
• ১৯২৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভালেরয় ব্রয়ুসভ, তিনি ছিলেন রাশিয়ান লেখক, কবি ও সমালোচক।
• ১৯৩৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেনপ্রথম আলেকজান্ডার, তিনি ছিলেন যুগোস্লাভিয়ার রাজা আলেকজান্ডার দ্য ইউনিফায়ার নামেও পরিচিত।
• ১৯৩৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লুই বারটউ, তিনি ছিলেন ফরাসি রাজনীতিবিদ ও ৭৮তম প্রধানমন্ত্রী।
• ১৯৪৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পিটার জেমান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী নেদারল্যান্ডের বিখ্যাত পদার্থবিজ্ঞানী।
• ১৯৬৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চে গুয়েভারা, তিনি ছিলেন বিংশ শতাব্দীর সবচেয়ে খ্যাতিমান সমাজতান্ত্রিক বিপ্লবীদের অন্যতম।
• ১৯৬৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চ্যরিল নরমান হিঙ্ঘলিউড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ ও শিক্ষাবিদ।
• ১৯৬৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আন্ড্র মুরোইস, তিনি ছিলেন ফরাসি সৈনিক ও লেখক।
• ১৯৭২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মরিয়ম হোপকিন্স, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।
• ১৯৭৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অস্কার শিন্ডলার, তিনি ছিলেন চেক বংশোদ্ভূত জার্মান ব্যবসায়ী।
• ১৯৭৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জ্যাক বরেল, তিনি ছিলেন বেলজিয়ান শিল্পী, গীতিকার ও অভিনেতা।
• ১৯৮১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কাজী মোতাহার হোসেন, তিনি ছিলেন বাংলাদেশী পরিসংখ্যানবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক ও শিক্ষাবিদ।
• ১৯৮৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এমিলিও গারস্টাজু মেডিসি, তিনি ছিলেন ব্রাজিলিয়ান জেনারেল, রাজনীতিবিদ ও ২৮তম রাষ্ট্রপতি।
• ১৯৮৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মোহাম্মদ ফরহাদ, তিনি ছিলেন বাংলাদেশী রাজনীতিবিদ।
• ১৯৮৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম প্যারি মারফি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান চিকিৎসক ও শিক্ষাবিদ।
• ১৯৮৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফেলিক্স ওয়াঙ্কেল, তিনি ছিলেন জার্মান প্রকৌশলী।
• ১৯৯৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যালেক ডগলাস-হোম, তিনি ছিলেন ব্রিটিশ ক্রিকেটার, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
• ১৯৯৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আখতার হামিদ খান, তিনি ছিলেন পাকিস্তানের অর্থনীতিবিদ ও পণ্ডিত।
• ২০০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জ্যাক ডেরিদা, তিনি ছিলেন আলজেরিয়ার বংশোদ্ভূত ফরাসি দার্শনিক ও শিক্ষাবিদ।
• ২০১০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মরিস আলাইস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ ও পদার্থবিজ্ঞানী।
• ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলফ্রায়েড মার্টেনস, তিনি ছিলেন বেলজিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও ৬০তম প্রধানমন্ত্রী।
• ২০১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আন্দজেই ভিতোলদ ভাইদা, তিনি ছিলেন পোলিশ চলচ্চিত্র ও নাট্য পরিচালক।
• ২০১৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জিন রোচফোর্ট, তিনি ছিলেন ফরাসি অভিনেতা।

All Bangla Newspaper Logo
Published at:
User Comments: 0
০৯ অক্টোবরের এই দিনে
০৯ অক্টোবরের এই দিনে• আজ আন্তর্জাতিক
User Rating: 4.75 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha Image